ব্যবহারকারী আলাপ:সাজিদ শরীফ/সংগ্রহশালা ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৫:৪১, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাগতম[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। নতুন ব্যবহারকারী হিসেবে ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে একটি নিবন্ধ কেমন হওয়া উচিত সে সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। - ওয়াইস আলাপ ১০:০৬, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

বিশকেক প্রোটোকল নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — আদিভাইআলাপ১৩:৩১, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে কোনো নিবন্ধ কি প্রশাসকগণ অপসারণ করবেন, নাকি ব্যবহারকারীকে তা নিজে অপসারণ করতে হবে? ShazidSharif2001 (আলাপ) ১৪:০৭, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিপিডিয়ার যেকোনো পাতা শুধুমাত্র প্রশাসকগণই অপসারণ করতে পারেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:০৬, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাগতম![সম্পাদনা]

আপনাকে স্বাগত জানাতে কিছু বিস্কুট!

ShazidSharif2001, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম! আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আমি Nokib Sarkar বেশ কিছুদিন যাবত উইকিপিডিয়ায় সম্পাদনা করেছি, সুতরাং যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। আপনি উইকিপিডিয়া:প্রশ্ন পাতাটিতেও ঘুরে আসতে পারেন অথবা এই পাতার নিচে {{সাহায্য করুন}} লিখুন। নিম্নে কিছু পাতার তালিকা রয়েছে যা আপনাকে উইকিপিডিয়া সম্পাদনার ক্ষেত্রে সাহায্য করতে পারে:

যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে। আশা করি আপনি এখানে একজন উইকিপিডিয়ান হিসাবে সম্পাদনা করতে উপভোগ করবেন! নকীব সরকার বলুন... ১৪:৪০, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র[সম্পাদনা]

উইকিপিডিয়ায় সম্পাদনা করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই এখানে বাংলা ভাষায় জ্ঞানকে সমৃদ্ধ করার কাজ করছি। তাই চিত্রের শিরোনামও (ক্যাপশন) বাংলা হওয়া উচিত। বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক!—ইয়াহিয়াআলাপ১৯:০৪, ২৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে ভাই। ShazidSharif2001 (আলাপ) ১২:১৯, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাক্ষর[সম্পাদনা]

আপনি যদি আপনার ডাকনামে স্বাক্ষর করতে চান, তবে আপনার বিশেষ:পছন্দসমূহ পাতায় গিয়ে স্বাক্ষর বক্সে আপনার কাঙ্খিত স্বাক্ষরের কোড পেস্ট করে সংরক্ষন করতে পারেন। যেমন: [[ব্যবহারকারী:ShazidSharif2001|ভোরের পাখি]] ([[ব্যবহারকারী আলাপ:ShazidSharif2001|আলাপ]]) । তাহলে কারো আলাপ পাতায় বার্তার শেষে ~~~~ দিলেই স্বাক্ষর যোগ হয়ে যাবে। সাফী মাহফূজ বলুন ০৯:০৯, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি) @Safi Mahfouz:,ভাই অনেক সময় বাাঁচালেন।আপনাকে ধন্যবাদ।ভোরের পাখি আলাপ[উত্তর দিন]

@ShazidSharif2001: চাইলে আপনি আপনার ব্যবহারকারী পাতার শিরোনাম চেঞ্জ করতে পারেন। এভাবে: {{DISPLAYTITLE:ভোরের পাখি}} এটা আপনার ব্যবহারকারী পাতার সবার শুরুতে যোগ করে দিবেন, তাহলে আপনার ব্যবহারকারী নাম পরিবর্তন হবেনা। কিন্তু শিরোনামটা পাল্টাবে। সাফী মাহফূজ বলুন ০৯:৫০, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ।😊।ভোরের পাখি আলাপ ০৯:৫১, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ভোরের পাখি আলাপ ১৫:০০, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ অপসারণ[সম্পাদনা]

সুধী, নিজের তৈরি নিবন্ধ অপসারণ করতে চাইলে সংশ্লিষ্ট পাতার উপরে {{db-self}} লিখে দিলেই চলবে। তাহলে কোনো একজন প্রশাসক মুছে দিবেন। প্রস্তাবনা দেয়ার দরকার নাই।—ইয়াহিয়াআলাপ১৫:১৮, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Yahya:,ভাই! এক্ষেত্রে আমি নিবন্ধটি অনুবাদ করছিলাম এবং {{কাজ চলছে}}যোগ করে দিয়েছিলাম। কিন্তু আজ দেখলাম বট অসম্পূর্ণ নিবন্ধটি প্রকাশ করেছে।তাই অপসারণ প্রস্তাব দিয়েছিলাম :) ভোরের পাখি আলাপ ১৫:৫৯, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@ShazidSharif2001: বট প্রকাশ করি নি। আপনিই করেছেন। বট কিছু ত্রুটি দূর করেছে। এখন যদি আবার আপনি বিষয়বস্তু অনুবাদে অনুবাদ করে আবার প্রকাশ করেন, তাহলে আগের লেখাগুলো সব মুছে গিয়ে নতুন লেখা প্রকাশিত হবে। আপনি চাইলে অপসারণ প্রস্তাবনা সরিয়ে নিতে পারেন। কোনো সাহায্যের প্রয়োজন হলে জানাবেন। :)—ইয়াহিয়াআলাপ১৬:০৮, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Yahya:,ভাই আপনাকে ধন্যবাদ।এক্ষেত্রে অপসারণ প্রস্তাবনা সরানোর উপায়?🤔ভোরের পাখি আলাপ ১৬:১২, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমি প্রস্তাবনা পাতায় প্রস্তাবনাটি বন্ধ করার অনুরোধ জানিয়ে নিবন্ধ থেকে ট্যাগগুলো অপসারণ করে দিয়েছি। আপনি কাজ করতে থাকুন। —ইয়াহিয়াআলাপ১৬:৫১, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমন্ত্রণ[সম্পাদনা]

আপনি চাইলে এই তালিকা থেকে যেকোন নিবন্ধ অনুবাদ করতে পারেন। ধন্যবাদ। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৭:৪৯, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Safi Mahfouz: ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ১৩:৩০, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
এদিকটাতে নজর দিলে ভাল হত আর কি! 🙄 - ওয়াইস আলাপ ১৬:৫০, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni: ভাই, কিছুদিন ধরে পরীক্ষার প্যারায় আছি😪।অবসর পেলেই হাত দিবো ইনশাআল্লাহ।ভোরের পাখি আলাপ ১২:৪৮, ৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni এবং Safi Mahfouz: তালিকার ইজতেমা নিবন্ধ আর বিদ্যমান বিশ্ব ইজতেমা কি একই নয়? আর সময় পেলে বক্ষপৃষ্ঠীয় স্নায়ু নিবন্ধটি পর্যালোচনার অনুরোধ রইলো।ভোরের পাখি আলাপ ০৩:০৯, ৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ভোরের পাখি: ইজতেমা হল সেটা, যা বিশ্বের বিভিন্ন স্থানে পালন করা হয়। যেমন: নিজামুদ্দিন মারকাজ ইজতেমা, রায়উইন্ড ইজতেমা, বিশ্ব ইজতেমা ইত্যাদি। বাংলাদেশের টঙ্গীতে উৎযাপিত ইজতেমাকে বিশ্ব ইজতেমা বলে। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৬:০৩, ৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ShazidSharif2000?[সম্পাদনা]

ভাই, user:ShazidSharif2000 একাউন্টটা কি আপনার? — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৮:৩৮, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সরি! পাতাটা আগে দেখে নেইনি। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৮:৪০, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
এই ব্যব-বক্সটা যোগ করে দিন আপনার পাতায়। {{ব্যবহারকারী বিকল্প অ্যাকাউন্ট নাম|ShazidSharif2000}} । — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৮:৪৪, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Safi Mahfouz: ভাই, হ্যাঁ এবং না।আমি যখন প্রথম অ্যাকাউন্ট খুলি তখন এই নামেই খুলি। এমনকি এর নামের অধীনে ShazidSharifBot নামে বটেরও অ্যাকাউন্ট খুলি!😂😂।পরে শুনলাম অনুমোদন ছাড়া ব্যবহাকারীর নামের শেষে ...Bot ব্যবহার করা যায় না। পরে কার যেনো🤔 পরামর্শে নাম পরিবর্তনের আবেদন করি এবং বর্তমান নামে স্থানান্তর হই।উল্লেখ্য ShazidSharif2000 নামে কোনো সম্পাদনা করি না।তাই আমি এটি অপসারণ করতে চাই।এক্ষেত্রে করণীয় কি জানাবেন। পাতাটি ❎ করলে কি বর্তমান অ্যাকাউন্টে কোন প্রভাব পড়বে? আইপি ঠিকানা অবরুদ্ধের কোনো সম্ভাবনা আছে? ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ০৯:০৪, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@ShazidSharif2001: ভাই, একাধিক একাউন্ট যদি কোন নীতি ভঙ্গ না করে, তবে অসুবিধা নেই। এক একাউন্টের বিষয় অন্য একাউন্টে প্রভাব ফেলবে না। উল্লেখ্য, একাউন্ট কখনও ডিলিট করা যায়না। আপনি যদি কোন একাউন্ট বাদ দেন, তবে সেই একাউন্টের পাতা এই একাউন্টের পাতায় এবং সেই একাউন্টের আলাপ পাতা এই একাউন্টের আলাপ পাতায় পুর্নির্দেশ করতে পারেন। যেমন আমার তিনটি একাউন্ট। তার মধ্যে user:Safi Mahfouz এবং user:Safi Mahfouz02 একাউন্ট আমি ইউজ করি। কিন্তু user:KH Mahfooz একাউন্টটা ইউজ করিনা বলে পুনর্নির্দেশ করেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। (আপনার এইমাত্রের সম্পাদনার দরুন সম্পাদনা দ্বন্দ্ব তৈরি হয়েছিল) সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৯:২০, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Safi Mahfouz:, বুঝেছি। ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ০৯:২৬, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Safi Mahfouz: পুননির্দেশ ব্যাপারটা বুঝলাম না।ভোরের পাখি আলাপ ০৯:৩২, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
লক্ষ্য করুন, user:KH Mahfooz পাতায় যেতে চাইলে আপনাকে আমার পাতায় নিয়ে যাচ্ছে। এটাকেই পুনর্নির্দেশ বলে।
পুনর্নির্দেশ করা নিয়ম হল, পুরো পাতা খালি করে #পুনর্নির্দেশ [[পাতার নাম]] লিখে দেবেন। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৯:৫২, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তঃউইকি সংযোগ[সম্পাদনা]

সুধী! সম্প্রতি আপনি ইয়াহিয়া ভাইকে আন্তঃউইকি সংযোগ দিতে বলেছিলেন, তা আমি লক্ষ্য করেছি। আন্তঃউইকি সংযোগ দেবার নিয়ম জানতে এই পাতাটি পড়ে দেখুন। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৭:৩৯, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Safi Mahfouz: আপনাকে অসংখ্য ধন্যবাদ।নিবন্ধ প্রকাশের পরে নিবন্ধ পর্যালোচকগনই কি আন্তঃউইকি সংযোগ দিয়ে দেন না? আর নতুন প্রকাশিত নিবন্ধের আলাপ পাতা তৈরী করবো কিভাবে? এবং নতুন ব্যবহারকারী যাদের তৈরী কোনো নিবন্ধ দ্রুত অপসারণ এর যোগ্য হয়, তাদের আলাপ পাতায় সতর্কবার্তা দিতে হয়।এক্ষেত্রে তাদের আলাপ পাতা অনেক সময় থাকে না (বিশেষ করে অনিবন্ধিত ব্যবহারকারীদের) এক্ষেত্রে তাদের আলাপ পাতা তৈরী করবো কিভাবে? জানাবেন। ধন্যবাদ রইল। ভোরের পাখি আলাপ ১৫:২৭, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@সাজিদ শরিফ: কোন নিবন্ধের উন্নয়ন পর্যালোচকদের জন্য ফেলে রাখা উচিত না। তাই নিজেই নিজের নিবন্ধটিকে স্বয়ংসম্পূর্ণ করতে হয়। নিবন্ধের আলাপ পাতায় {{আলাপ পাতা}} যোগ করে প্রকাশ করলেই আলাপ পাতা তৈরি হয়ে যাবে। আর ডেক্সটপ মুডে গিয়ে আলাপ পাতা না থাকা ইউজারের আলাপ পাতায় শুধু {{স্বাগতম}} যোগ করলেই স্বাগতম বার্তার দ্বারা আলাপ পাতা তৈরি হয়ে যাবে। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৭:৩০, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পরামর্শ[সম্পাদনা]

আমার তৈরী ভগবানগোলা রেলওয়ে স্টেশন নিবন্ধে আপনি একটি অপ্রয়োজনীয় ট্যাগ লাগিয়েছিলেন,তা আবার অপসারণ ও করেছেন। কিন্তু পরবর্তীকালে এহেন অপ্রয়োজনীয় ট্যাগ যোগের ক্ষেত্রে সতর্ক থাকবেন।তমালকৃষ্ণ মণ্ডল (আলাপ) ১৮:০১, ১৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ডিসেম্বর ২০২০[সম্পাদনা]

শুভ সকাল, ভাইয়া। আমি লক্ষ্য করলাম, আপনি গাজিরপাড়িয়ানস্ নিবন্ধে একটি পরিষ্করণ ট্যাগ লাগিয়েছেন। নিবন্ধটি কিন্তু পরীক্ষামূলক এবং দ্রুত অপসারণযোগ্য। আমি {{db-test}} লাগিয়ে দিয়েছি। তাছাড়া "নতুন নিবন্ধ" টহল নীতিমালা অনুযায়ী নিবন্ধ তৈরির ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ছাড়া কোনো পরিষ্করণ ট্যাগ লাগানো যাবে না। আপনি নতুন নিবন্ধের ফিডে ৪৮ ঘণ্টার পূর্বে তৈরিকৃত নিবন্ধ দেখানোর জন্য একটি অপশন পাবেন। সেগুলো অনুসরণ করে পরিষ্করণ ট্যাগ (যেমন তথ্যসূত্র নেই, ছোট নিবন্ধ ইত্যাদি) লাগাতে পারেন। — Meghmollar2017আলাপ০৪:৪৪, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পুনশ্চঃ ছোট নিবন্ধ হিসেবে দ্রুত অপসারণ ট্যাগ তিন দিনের পূর্বে লাগানো যায় না। অর্থাৎ ব্যবহারকারী অন্তত তিনদিন সময় দিতে হয়। — Meghmollar2017আলাপ০৪:৪৪, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আদীব টহল নীতিমালাটি এখনও পড়া হয়ে উঠে নি।তোমাকে অনেক ধন্যবাদ;আমাকে মনে করিয়ে দেবার জন্য।ছোট নিবন্ধ হিসেবে দ্রুত অপসারণ ট্যাগ তিন দিনের পূর্বে লাগানো যায় না বুঝলাম না।ভোরের পাখি আলাপ ০৫:০১, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দ্রুত অপসারন ট্যাগ নয়, নিবন্ধের উন্নতি ট্যাগ যেমন (উৎসহীন,ছোট নিবন্ধ) এইগুলো ৪৮ ঘন্টা পর লাগাতে হয়। যেগুলো দ্রুত অপসারন বিচারধারায় পড়ে ওইগুলো সাথে সাথে যুক্ত করে দিবেন, এক্ষেত্রে সমস্যা নেই। -শাকিল হোসেন আলাপ ০৫:০৪, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil এবং Meghmollar2017: ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ০৫:০৬, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil: ছোট নিবন্ধ বলতে দুইটি ক্রাইটেরিয়ার নিবন্ধ: ১. ব্যক্তি কয়েকটি লাইন লিখেছেন, যা সম্পূর্ণ নিবন্ধকে তুলে ধরছে না। তবে যা লিখেছেন, তা মূল নিবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ। ২. ব্যক্তি {{কাজ চলছে}} ট্যাগ লাগিয়ে রেখেছেন, কিন্তু পাতা সম্পূর্ণ খালি (বিশেষ করে এডিটাথনের জন্য)। এসব ক্ষেত্রে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেওয়া ছাড়া আর উপায় থাকে না। এবং ব্যক্তি টানা তিনদিন এইসব ছোট নিবন্ধে সম্পাদনা না করলে {{db-empty}} লাগাতে হয়। — Meghmollar2017আলাপ০৫:১১, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
পুনশ্চঃ ছোট নিবন্ধের জন্য বিশেষ:সংক্ষিপ্ত পৃষ্ঠাসমূহ নামে একটি লগ রয়েছে। তবে এখানে অধিকাংশই সাল বছর ইত্যাদি যেগুলো অপসারণ করা হয় না। — Meghmollar2017আলাপ০৫:১৩, ২০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

১০০০+ সম্পাদনা পদক
দুই মাসের মধ্যে এক হাজারের বেশি সম্পাদনার জন্য আপনাকে অভিনন্দন। উইকিপিডিয়ায় আপনার অগ্রযাত্রা অব্যাহত হোক, এই কামনা করি। — Meghmollar2017আলাপ১৭:৩৩, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Meghmollar2017: ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ১৭:৩৯, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য করুন[সম্পাদনা]

টিক-চিহ্ন
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

ব্যবহারকারী নাম পরিবর্তন করতে চাই।এক্ষেত্রে কি করতে হবে?ভোরের পাখি আলাপ ১৩:৩৪, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@ShazidSharif2001: অনুগ্রহ করে WP:নাম পরিবর্তন দেখুন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৬:১৩, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

অসাধারণ নবাগত পদক!
সাম্প্রতিক সময়ে দারুন কাজ করছেন, আশা করি এভাবেই চালিয়ে যাবেন -শাকিল হোসেন আলাপ ০৮:৩৪, ৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ।ভোরের পাখি আলাপ ০৮:৩৫, ৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — Meghmollar2017আলাপ১৪:৩৫, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ইসলামিক পদক[সম্পাদনা]

ইসলামিক পদক
সুপ্রিয় সাজিদ শরিফ, সম্প্রতি আপনার ইসলাম বিষয়ক (অনুবাদ) কিছু নিবন্ধ প্রশংসার দাবি রাখে। আশা করি, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ০৯:১৭, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। ভোরের পাখি আলাপ ০৯:২৩, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

বিশেষ পদক
আপনি আমাদের ব্যস্ততার দরুন অনুপস্থিতির সময়ে "অনুবাদ বিষয়ক তালিকা"র কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এতে আমি খুবই খুশি হয়েছি। আপনার এই অসাধারন অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদকটি দিলাম। আপনি এই কাজটি আশাকরি অব্যাহত রাখবেন। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৯:৪২, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। ভোরের পাখি আলাপ ০৯:৪৪, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উৎস উদ্ধার[সম্পাদনা]

উৎস উদ্ধারের কাজটি হাতদ্বারা করার প্রয়োজন নেই; নির্দিষ্ট সময় পর একটি বট এগুলো উদ্ধার করে থাকে —শাকিল হোসেন আলাপ ১০:১৯, ২৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ইন্টারনেট আর্কাইভ বট ツ সাজিদ বার্তা দিন ১০:২৬, ২৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
হা, ইন্টারনেট আর্কাইভ বট। উত্তর দেওয়ার সময় পিং করবেন তাহলে উত্তরের নোটিফিকেশন আসে —শাকিল হোসেন আলাপ ১০:৩০, ২৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়শ্রেণী[সম্পাদনা]

আপনার সম্পৃতি তৈরিকৃত বিষয়শ্রেণী টি ইতিমধ্যে বিষয়শ্রেণী:দলগত ক্রীড়া শিরোনামে বিদ্যমান, তাই দ্রুত অপসারণের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। শুভেচ্ছা সহ —শাকিল হোসেন আলাপ ০৩:০২, ১০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil: এক্ষেত্রে বিষয়শ্রেণী নির্বাচন করার উপায়টা কি? আমি আগে বিষয়শ্রেণীটি অনুসন্ধান করি।অনুসন্ধানে না পেলে খেলাঘরে তা সংযুক্ত করি। অতঃপর প্রকাশ করি। সঠিক বিষয়শ্রেনীটি বাছাই করার উপায়টা বলবেন? আর যেহেতু বানানে ভুল নেই তাই এটি পুননির্দেশ করা যাবে কি? ধন্যবাদ সহ। সাজিদ (আলাপ) ০৩:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি যদি বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করেন তাহলে উইকিউপাত্তের সাথে সংযুক্ত থাকা বিষয়শ্রেণীগুলো স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে, আর বিষয়বস্তু অনুবাদ ব্যবহার না করলে সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধের বিষয়শ্রেণীগুলো দেখবেন আর সেই অনুযায়ী বাংলা শিরোনামে অনুসন্ধান করবেন। আমি এক্ষেত্রে যা করি তা হলো ইংরেজি নিবন্ধের বিষয়শ্রেণী তে যেয়ে দেখি বাংলা শিরোনামে আছে কিনা। আর বিষয়শ্রেণী যেহেতু কোন বিশ্বকোষীয় নিবন্ধ নয় তাই এর পুননির্দেশ বিষয়ে কিছু বলতে পারছি না —শাকিল হোসেন আলাপ ০৩:১৭, ১০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: ধন্যবাদ আপনাকে। আফতাব ভাই বলেছেন পুননির্দেশ করা যাবে। তাই পুননির্দেশ  করা হয়েছে সাজিদ (আলাপ) ০৩:২১, ১০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ পর্যালোচনা[সম্পাদনা]

সম্পৃতি তৈরিকৃত নিবন্ধে কোন পরিষ্করণ ট্যাগ যুক্ত করলে নীতিমালা অনুসারে নিবন্ধ প্রেণেতার আলাপ পাতায় তার সমাধানের উপায় সহ বার্তা রাখতে হয়। মাসকুলার ডিসট্রফি নিবন্ধের ইংরেজি ভার্সনে তথ্যসূত্র রয়েছে হয়তোবা প্রণেতাকে বুঝিয়ে বললে ওনি সূত্র যোগ করে দিতেন। আশা করি ব্যপারটা বুঝতে পেরেছেন, শুভেচ্ছা সহ —শাকিল হোসেন আলাপ ০৯:১৭, ২০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব[সম্পাদনা]

প্রিয় ShazidSharif2001, আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্টটি প্রায় এক বছর ধরে বিভিন্ন আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনা করছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৮:০০, ৬ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ওয়াহিদা আখতার[সম্পাদনা]

@ShazidSharif:, @সাজিদ শরীফ ভাই, ওয়াহিদা আখতার নিবন্ধটিকে Waheeda Akhtar নিবন্ধটির সঙ্গে আন্তঃভাষা সংযোগ করে দিন। শুভ্র মাহিন (আলাপ) ০৩:৫২, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@শুভ্র মাহিন:, আন্তভাষা সংযোগ  করা হয়েছে ~সাজিদ আলাপ ০৩:৫৫, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ছোটো একটি ভুল সংশোধন প্রসঙ্গে[সম্পাদনা]

@ShazidSharif:, @সাজিদ শরীদ ভাই, Ekti Khuner Swapna নিবন্ধতে Sufia take the young man to the roof in the evening and then at one stage he proposes marriage to the young man এই বাক্যে he proposes কে she proposes লিখে দিন। শুভ্র মাহিন (আলাপ) ০৩:৫৭, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@শুভ্র মাহিন: ঠিক  করা হয়েছে ~সাজিদ আলাপ ০৪:০২, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

মুনিবা আলী[সম্পাদনা]

@ShazidSharif:, @সাজিদ শরীফ ভাই, মুনিবা আলী নিবন্ধটিকে Muneeba Ali নিবন্ধটির সঙ্গে আন্তঃভাষা সংযোগ করে দিন; অনুবাদের কাজ আমি শেষ করছি। শুভ্র মাহিন (আলাপ) ০৪:১৮, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@শুভ্র মাহিন:  করা হয়েছে। আপনিও আন্তভাষা সংযোগ করতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
  • বাংলা নিবন্ধে গিয়ে পাতার একেবারে নিচ থেকে ডেক্সটপ মোড ক্লিক করুন।
  • এবার বামদিকে আন্তঃভাষা সংযোগ সম্পাদনা লেখায় ক্লিক করুন।
  • এবার একটা পপ আপ উইন্ডো আসবে। সেখানে ভাষাঃ স্থানে লিখবেন enwiki এবং নিবন্ধঃ স্থানে যে ইংরেজি নিবন্ধ থেকে বাংলা নিবন্ধটি অনুবাদ করেছেন তার নাম লিখুন(ইংরেজিতে)।
  • এবার সবকিছু ওকে করুন।

আপনার কাজ শেষ। কিছু না বুঝলে জানাবেন। ধন্যবাদ। ~সাজিদ আলাপ ০৪:৩০, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@ShazidSharif:, @সাজিদ শরীফ ভাই, আমি পদ্ধতিটি জানি তবে উইকিউপাত্ত অর্থাৎ wikidataতে আমার আইপি ঠিকানা বাধাপ্রাপ্ত। শুভ্র মাহিন (আলাপ) ০৬:২২, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@শুভ্র মাহিন: আপনার কি একাধিক একাউন্ট আছে? আপনার সম্পাদনা দেখে মনে হচ্ছে আপনি নতুন ব্যবহারকারী নন। ~সাজিদ আলাপ ০৬:৪১, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ShazidSharif:, @সাজিদ শরীফ ভাই, আমি আসলে ব্যবহারকারী:Bishal Khan, অনেক পুরোনো ব্যবহারকারী; বাংলা উইকিতে আমাকে প্রায় সবাই চেনে। শুভ্র মাহিন (আলাপ) ০৬:৪৩, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@শুভ্র মাহিন: জ্বি এবার চিনেছি। আলোচনাসভায় আপনাদের আলোচনা দেখেই উইকিতে নতুন থেকে পুরনো হইয়া গেছি 😁। ~সাজিদ আলাপ ০৬:৪৮, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ইরাম জাভেদ[সম্পাদনা]

@ShazidSharif:, @সাজিদ শরীফ ভাই, ইরাম জাভেদ নিবন্ধটিকে Iram Javed নিবন্ধটির সঙ্গে আন্তঃভাষা সংযোগ করে দিন। শুভ্র মাহিন (আলাপ) ০৬:৫৬, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে ~সাজিদ আলাপ ০৬:৫৮, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ছোটো একটি বাক্য[সম্পাদনা]

@ShazidSharif:, @সাজিদ শরীফ ভাই, Ekti Khuner Swapna নিবন্ধটিতে Before class starts the next day, the young man tells Sufia that he is in love with her, but he doesn't know if she is in love or not - এই বাক্যের পরে কমা (,) দিয়ে লিখে দিন although he assumes that she loves him. ইউসুফ সালাম (আলাপ) ০৯:০৫, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@ইউসুফ সালাম: আপনার বক্তব্য স্পষ্ট নয়। ইংরেজিতে ঠিকই আছে মনে হয়। ~সাজিদ আলাপ ০৯:১২, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ShazidSharif:, @সাজিদ শরীফ ভাই, উপন্যাসটি পড়লে বুঝতেন যে, ছেলেটা ধরে নেয় যে মেয়েটা তাকে ভালোবাসে - আমি এটাই বুঝাতে চেয়েছি। ইউসুফ সালাম (আলাপ) ০৯:১৩, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এক শ্রীমান এক শ্রীমতি[সম্পাদনা]

@ShazidSharif:, @সাজিদ শরীফ ভাই, এক শ্রীমান এক শ্রীমতি নিবন্ধটিকে Ek Shrimaan Ek Shrimati নিবন্ধটির সঙ্গে আন্তঃভাষা সংযোগ করে দিন। ইউসুফ সালাম (আলাপ) ০৯:৪০, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে ~সাজিদ(আলাপ) ০৯:৪২, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ShazidSharif:, @সাজিদ শরীফ ভাই, এক শ্রীমান এক শ্রীমতি নিবন্ধটিতে অপসারণ ট্যাগ লাগানো হয়েছে; কারণ বুঝেছি তবে নিবন্ধটি এভাবে মুছে ফেললে তো কেমন দেখায়। Ovshakd (আলাপ) ০৫:৩২, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Ovshakd: ট্যাগ সরানো হয়েছে। ~সাজিদ(আলাপ) ০৫:৪৪, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ShazidSharif:, @সাজিদ শরীফ ভাই, এক শ্রীমান এক শ্রীমতি নিবন্ধটিতে যে চিত্র আছে ওটি ইংরেজি (একই নিবন্ধের ইংরেজি সংস্করণ অর্থাৎ Ek Shrimaan Ek Shrimati) নিবন্ধেও আপলোড করে দিন, যেভাবে আপনি মেহরান স্পাইস অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ নিবন্ধটির ইংরেজি সংস্করণে চিত্র আপলোড করেছিলেন। Ovshakd (আলাপ) ০৫:৫৯, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Ovshakd:, ব্যবহারকারী :MdsShakil করে দিয়েছে। ~সাজিদ(আলাপ) ০৬:০১, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

নিরীক্ষক[সম্পাদনা]

হ্যালো। আপনার অ্যাকাউন্টের সাথে "নিরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। পর্যালোচনার জন্য অপেক্ষায় থাকা অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং অমীমাংসিত পরিবর্তন সুরক্ষা চালু করা সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।

মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।

আরো দেখুন:

@SHEKH: ধন্যবাদ। আমাকে স্বয়ংক্রিয় ইমেইলের মাধ্যমে ইতিমধ্যেই জানানো হয়েছে। ~সাজিদ(আলাপ) ১২:৫৭, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাগতম বার্তা[সম্পাদনা]

শূন্য অবদানকারীদের স্বাগতম বার্তা না জানানোর বিষয়ে আলোচনাসভায় একটি আলোচনা হয়েছিল ওখানে সিদ্ধান্ত হয়েছিল যারা নূন্যতম একটি সম্পাদনা করবেন তাদের বট দিয়ে স্বাগতম বার্তা দেওয়া হবে। তাই হাত দিয়ে শূন্য অবদানকারীকে স্বাগতম বার্তা দেওয়ার প্রয়োজন নেই অবশ্য পরিচিত হলে ভিন্ন কথা :-) —শাকিল হোসেন আলাপ ১০:৫১, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil: অবহিত করার জন্য ধন্যবাদ। ~সাজিদ(আলাপ) ১০:৫৭, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণ প্রসঙ্গে[সম্পাদনা]

ভাই, কাটগড়া বাওড় সম্পর্কিত তথ্য উইকিতে যোগ করেছি। আপনি সেটা অপসারণ করছেন কেন? আমার সাথে অন্তত একবার যোগাযোগ তো করতে পারেন। ShiShir Wahid (আলাপ) ১১:৫৪, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@ShiShir Wahid: দ্রুত অপসারণ প্রস্তাবনার কারন ইতিমধ্যে আপনার আলাপ পাতায় জানানো হয়েছে। নিবন্ধটি অপসারনে আপনার আপত্তি থাকলে নিবন্ধটিতে যেয়ে অপসারন নোটিশ থেকে আপত্তি করুন। ধন্যবাদ। ~সাজিদ(আলাপ) ১১:৫৮, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় ShazidSharif, শুভেচ্ছা নেবেন। আপনাকে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। উইকিপ্রকল্প নটর ডেম কলেজ হলো এমন একটি সম্মিলিত প্রয়াস, যেখানে উইকিপিডিয়ানরা, বিশেষ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, সম্মিলিতভাবে নটর ডেম কলেজ সংশ্লিষ্ট নিবন্ধগুলো তৈরি ও নিবন্ধগুলোর মানোন্নয়ন করে থাকেন। এই উইকিপ্রকল্পে অংশগ্রহণের জন্য আপনি আপনার নাম এখানে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প নটর ডেম কলেজ}} যুক্ত করতে পারেন। এতে আপনার নাম উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সদস্যবৃন্দ বিষয়শ্রেণীতে যুক্ত হবে।

শুভেচ্ছান্তে—
উইকিপ্রকল্প নটর ডেম কলেজের পক্ষে, — Meghmollar2017আলাপ১৭:২৭, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ[সম্পাদনা]

সাজিদ, Notes এর বাংলা হিসেবে মন্তব্য ব্যবহার না করে টীকা ব্যবহার করা উচিত। পরের বার থেকে এই বিষয়টা খেয়াল রেখো। হীরক রাজা ১৩:৫৭, ২২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Aishik Rehman: জ্বি আচ্ছা। সাজিদআলাপ ১৪:১২, ২২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

যোগাযোগ[সম্পাদনা]

কেমন আছেন? এম মাহমুদুল হাসান (আলাপ) ১৮:১৪, ২৫ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আলহামদুলিল্লাহ এম মাহমুদুল হাসান (আলাপ) ১৮:১৬, ২৫ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@এম মাহমুদুল হাসান:, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন সাহায্য লাগলে অবশ্যই জানাবেন। সাজিদআলাপ ০২:০৪, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]