ব্যবহারকারী আলাপ:Sayyed Al Kiram

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৯:০১, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যালো, আমি NahidSultan। উইকিপিডিয়া আপনার-আমার মত যে কেউ লিখতে পারে, ভিন্ন ভিন্ন লোক দ্বারা লিখিত হয় বলে তাদের মতামতও ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু আমরা যথাসাধ্য চেষ্ঠা করি যে কোন নিবন্ধে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার। আপনার আলী আহসান মুহাম্মদ মুজাহিদ পাতায় সাম্প্রতিক সম্পাদনা আমার কাছে নিরপেক্ষ মনে হয়নি বলে, আমি তা বাতিল করেছি। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, অথবা আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০০:৪৪, ১৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমি কোনো প্রকার নিরপেক্ষহীনতার পরিচয় প্রদান করেনি। আপনার বরংচ ভুল হচ্ছে। আপনি লিখেছেন প্রয়াত রাজনীতিবিদ আলী আহসান মুজাহিদ তার উপর প্রদত্ত ফাঁসির রায়ের জন্য বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু বিভিন্ন গণমাধ্যমের রেফারেন্স দিয়ে আমি প্রমাণ করেছিলাম তিনি সরাসরি ক্ষমা চান নি, বরং গণমাধ্যমের সূত্রমতে তিনি রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছিলেন ঠিকই, কিন্তু ওই চিঠিতে ক্ষমার কোনো উল্লেখ নেই। যদি আপনি চান, আমি প্রমাণসহ আপনার নিকট উপস্থাপন করতে পারবো। Sayyed Al Kiram (আলাপ) ২১:০২, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিরপেক্ষতা[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়াতে স্বাগতম। তবে আমি আপনার অবদানসমূহ পর্যালোচনা করে দেখছি আপনি একটি নির্দিষ্ট পয়েন্ট অব ভিউ থেকে সম্পাদনা করছেন যা উইকিপিডিয়াতে করা নীতিবিরোধী। ভুল তথ্য বা বিষয়বস্তু সংযোজন বিয়োজন অবশ্যই আপনি করতে পারে নিয়মের মধ্যে থেকে। কিন্তু আপনি খুবই চাতুরতার সহিত তথ্য সংযোজন করতে গিয়ে একটি নির্দিষ্ট পয়েন্ট অব ভিউও একইসাথে তুলে ধরছেন। দয়া করে এমনটি করবেন না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০১:০৩, ১৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় Sayyed Al Kiram,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় Sayyed Al Kiram,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র[সম্পাদনা]

দয়া করে তথ্যসূত্রের প্রয়োজনীয় অংশ বাংলা করে যোগ করবেন। আপনি লক্ষ্য করেছি একটি সূত্র আপনি অনেকগুলি নিবন্ধে যোগ করছেন, নিচে আমি আপনার বোঝার জন্য সেটির বাংলা করে দিলাম:

<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=Bangladesh, the First Four Years: From 16 December 1971 to 15 December 1975 |অনূদিত-শিরোনাম= বাংলাদেশ, প্রথম চার বছর: ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ১৫ ডিসেম্বর ১৯৭৫ পর্যন্ত |ভাষা=en |শেষাংশ=নুরুল|প্রথমাংশ=মোমিন|বছর=১৯৮০|প্রকাশক=বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল এফেয়ার্স|oclc=499570532}}</ref>

পূর্বে এই সূত্রটি যেখানে যথাযথভাবে বাংলা না করে যোগ করেছেন, দয়া করে সেখানে সেগুলি মুছে আমার দেওয়া এই বাংলা করা সূত্রটি যোগ করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩৭, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অসংখ্য ধন্যবাদ, করছি। Sayyed Al Kiram (আলাপ) ২১:৪৪, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১[সম্পাদনা]

প্রিয় Sayyed Al Kiram,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)