ব্যবহারকারী আলাপ:SAUD BIN RAJIBULLAH

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুআল্লাকা-এর বিষয়ে কিছু কথা[সম্পাদনা]

সুপ্রিয় রাজিবুল্লাহ্‌, আপনি মুআল্লাকা নামক একটি নিবন্ধ তৈরি করেছেন। নিবন্ধে কোন তথ্যসূত্র দেননি। তাই আমি একটি নোটিশ দিয়েছিলাম। আপনি যথাযথভাবে তথ্যসূত্র না দিয়েই নোটিশটি অপসারণ করেছেন। দয়া করে যথাযথ ও যাচাইযোগ্য তথ্যসূত্র দিয়ে নিবন্ধটির উন্নয়ন করবেন নতুবা নোটিশটি অপসারণ করবেন না। আরো সহায়তার জন্য পড়তে পারেনঃ উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎসউইকিপিডিয়া:যাচাইযোগ্যতা

উইকিপিডিয়ায় আপনার অগ্রযাত্রা অব্যাহত থাকুক। অনেক ধন্যবাদ আপনাকে।--অংকন (আলাপ) ১০:২১, ১০ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আলাপ পাতায় বার্তা রাখাটা খুবই সহজ; আপনি যেভাবে করেছেন ঠিক সেভাবেই, শুধুমাত্র আলাপের শেষে নিজের স্বাক্ষর ও সময় যোগ করতে হবে। পাতা সম্পাদনা করলেই আপনি উপরের কলমের মত একটি অপশন পাবেন, সেটায় ক্লিক করলেই হবে। আর তথ্যসূত্র যোগ করার জন্য আপনি যেকোন একটি নিবন্ধ দেখতে পারেন, তবে সেটা নির্ভরযোগ্য তথ্যসূত্র হতে হবে। আপনি জিরো ডিগ্রি (২০১৪-এর চলচ্চিত্র) নিবন্ধটি দেখতে পারেন (শুধুমাত্র সহায়তার জন্য), এখানের মত করে তথ্যসূত্র যোগ করতে পারেন। এছাড়াও কোন সমস্যা হলে আপনি নিশ্চিন্তে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে।