ব্যবহারকারী আলাপ:OVGit

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৩:৫৪, ২১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বিষ্ণু রমণ দত্ত[সম্পাদনা]

জন্ম ১৯৩২ সালে তৎকালীন ত্রিপুরা জেলার ( বর্তমান কুমিল্লা )হাজিগঞ্জ থানাধীন রাজারগাঁও গ্রামে । তাঁর রচিত বহু গান, পালাকীর্তন, নাটক, কবিতা, ও ছড়া ইত্যাদি রয়েছে । তন্মধ্যে 'ঝরের গান', 'বিষ্ণু গান' 'গীত মাধুরী' ও যাত্রা পালা 'শতাব্দির সংকেত' উল্লেখযোগ্য । ২০০৪ সালে অদ্বৈত মল্ল বর্মণ পুরষ্কার পান । এ ছাড়াও অনেক পুরষ্কারে তিনি সম্মানিত হন ।[১]

  1. ISBN 978-93-80357-19-5