ব্যবহারকারী আলাপ:NahidSultan/নিবন্ধ তালিকা/সংগ্রহশালা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম নাই[সম্পাদনা]

List of Bangladesh tropical cyclones, Bengal Subah, Old High Court Building, Dhaka, Architecture of Bangladesh এই নিবন্ধগুলোও বিবেচনায় নেয়া যেতে পারে।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৮:০৫, ২৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

তালিকার নাম প্রসঙ্গে[সম্পাদনা]

এই তালিকাতে অনেক ইংরেজি নামের কাছাকাছি প্রতিশব্দ করা হয়েছে কারণ কমন নামটি পূর্বেই ইংরেজি অন্য কোন নিবন্ধের নামের সাথে যুক্ত ও বাংলাতে তৈরি। যেমন, ইংরেজি স্পিরিটের সাথে বাংলা আত্মা নিবন্ধটি যুক্ত কিন্তু Soul এর কোন বাংলা নিবন্ধ নেই সুতরাং আলোচনা না হওয়া পর্যন্ত Soul এর বিপরীতে কাছাকাছি শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং নিবন্ধ সংশোধনের সময় খেয়াল করুন নামটি বাংলাতে পূর্বেই তৈরি কিনা। আবার কিছুকিছু শব্দের বাংলাকরণ ইচ্ছাকৃতভাবেই করা হয়নি কারণ সেগুলো ট্যাকনিকাল টার্ম। এবার হঠাৎ করেই এই নিবন্ধের শিরোনম পরিবর্তন করলে হয়ত নতুন কোন ব্যবহারকারীর উপর তার প্রভাব পরতে পারে ও একই নিবন্ধ দুটি ভিন্ন নামে তৈরি হতে পারে। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ এড়াতে, নাম পরিবর্তনের পূর্বে দয়া করে আলোচনা করে নিন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৩, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]


মাথুরা কে মথুরা করা হোক। সুমিতা রায় দত্ত ০৯:২৮, ৪ মার্চ ২০১৮ (ইউটিসি)

নিবন্ধের সংখ্যা বৃদ্ধিকরণ[সম্পাদনা]

Meta:List of Wikipedias by sample of articles/Absent Articles#bn বাংলা তালিকা অনুযায়ী প্রায় ১০০ নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় অনুপস্থিত। এগুলো খুবই গুরুত্বপূর্ণ নিবন্ধ। তাই এগুলোকে তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।--সাজিদ রেজা করিম ০৩:১৮, ১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

এভাবে একটা লিংক ধরিয়ে না দিয়ে দয়া করে নির্দিষ্ট করে বলুন, কোন কোন নিবন্ধ আপনি প্রস্তাব করছেন। আপনি যে লিংকটি দিয়েছেন তার মধ্যে অনেক নিবন্ধ পূর্বেই যুক্ত, অনেক নিবন্ধ বাংলাতে আছে, অনেক নিবন্ধ জীবনী। যাইহোক, যদিও ডাবল পরিশ্রম হবে কিন্তু আমি চেষ্ঠা করবো।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৩:৪৪, ১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

এই পাতায় থাকা ১০০টি নিবন্ধের মধ্যে প্রথম ১৫টি জীবনী এবং ২৩টি তালিকায় যোগ করা আছে। এছাড়া বাকী ৬২টি নিবন্ধ অনুপস্থিত। এগুলো হলো:

  1. reality
  2. behavior
  3. thought
  4. Zen
  5. man
  6. ideology
  7. political party
  8. Esperanto
  9. Dream of the Red Chamber
  10. The Tale of Genji
  11. domestication
  12. breathing
  13. muscle
  14. chronic obstructive pulmonary disease
  15. pharmaceutical drug
  16. immune system
  17. Rodentia
  18. avalanche
  19. tropical cyclone
  20. wind
  21. conservation of energy
  22. electromagnetic force
  23. weak interaction
  24. state of matter
  25. vacuum
  26. cereal
  27. Avena sativa
  28. Secale cereale
  29. Sorghum
  30. juice
  31. coordinate system
  32. symmetry
  33. numerical analysis
  34. mathematical proof
  35. screw
  36. plastics
  37. aircraft
  38. sword
  39. machine gun
  40. tank
  41. gunpowder
  42. art of painting
  43. arch
  44. Giza Necropolis
  45. St. Peter's Basilica
  46. Three Gorges Dam
  47. tower
  48. blues
  49. electronic music
  50. flamenco
  51. drum
  52. trumpet
  53. game
  54. backgammon
  55. Go
  56. auto racing
  57. Aztec
  58. Protestant Reformation
  59. Great Depression
  60. Meiji Restoration
  61. Qing dynasty
  62. Congo River
৩০ পর্যন্ত করেছি (দু/তিনটা বাদে)। বাকীগুলোও আস্তে আস্তে করে দেব।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@Sajid Reza Karim: প্রায় সবগুলোই যুক্ত করেছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪১, ২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সুরক্ষিত সম্পাদনার অনুরোধ, ২ ফেব্রুয়ারি ২০১৭[সম্পাদনা]

{{edit protected}} ধর্ম ও বিশ্বাস বিভাগে ব্রাহ্মণ পাতাটাকে দয়া করে ব্রহ্ম করুন। ইংরেজিতে বানানটা Brahman হলেও ওখানে প্রথম a টার উচ্চারণ অ, ইংরেজি নিবন্ধের প্রথম লাইনে আইপিএ ও দেবনাগরী অনুলিপি ब्रह्मन् (ব্রহ্মন্‌) দেখলেই বুঝতে পারবেন।

বাংলায় ব্রহ্ম লেখা হয় কিনা নিশ্চিত হতে হলে দেখুন এই পাতার স্ক্যানের শেষ লাইনব্যা করণ (আলাপ) ০৫:১৬, ২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

প্রতিযোগিতা চলাকালীন আর এই পাতার ভুল নামগুলো শুদ্ধ করা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত না ভুল নামে নিবন্ধটি তৈরি হচ্ছে। একবার তৈরি হলে তখন স্থানান্তর করে প্রত্যেকটার শিরোনাম সংশোধন করা যাবে। ধরুন, কেউ আগের নামে নিবন্ধটি অনুবাদ শুরু করেছে এবং এখন নাম পরিবর্তন করে দিলে আবার নতুন নামেও কেউ একজন শুরু করলো সেক্ষেত্রে একই বিষয়ে দুটি নিবন্ধ থাকবে ও দজনকেই পুরস্কার দিতে হবে। এরকম ইতিমধ্যেই দু/একবার হয়েছে। এজন্য নাম ভুল হলেও প্রথমে নিবন্ধটি তৈরি হোক, এরপর স্থানান্তর করে দেব। এগুলো আমি নোট নিচ্ছি। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:২৪, ২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সম্ভব হলে WP:1000 অবশ্য প্রয়োজনীয় নিবন্ধগুলিকে নিতে অনুরোধ করি। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৯:১০, ২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

প্রথমেই এখান থেকে নেওয়া হয়েছিল। যে নীতিমালায় এই তালিকা তৈরি হয়েছিল তার ভিত্তিতে জীবনীগুলো বাদ দেওয়া হয়েছে। তারপরও আপনার যদি এমন নিবন্ধ চোখে পড়ে যেটি তালিকাতে যুক্ত হয়নি অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৭, ২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
নাহিদ, হ্যা কিছু দেখেছি। আসলে WP:1000 এই লিস্টে অনেক পাতা নীল দেখালেও সেইগুলি তৈরি করা হয়েছিল মাত্র। নিবন্ধগুলির অবস্থা খুব খারাপ। এখন এই প্রতিযোগিতার মাধ্যনে সেইগুলিকে ওভাররাইট করা যেতে পারে। এমন কোনো তালিকা তৈরি করা হয়েছে কি? যে নিবন্ধগুলি WP:1000 এখানে আছে অথচ তথ্য বা অনুবাদ সম্পূর্ন নয়? তেমন হলে আমি তৈরি করা শুরু করতে পারি। --জয়ন্ত (আলাপ - অবদান) ০৩:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
আসলে দাদা, আপনি খুব সম্ভবত আলোচনাসভার আলোচনা মিস করেছেন। এই প্রতিযোগিতাটি সম্পূর্ণই নতুন নিবন্ধের জন্য হচ্ছে। শুধুমাত্র অসম্পূর্ণ নিবন্ধের জন্য আরও একটি প্রতিযোগিতা করার ইচ্ছা আছে এবছরই। এ মহূর্তে অসম্পূর্ণ নিবন্ধ যদি দিইও তাহলেও ব্যাপারটা ফেয়ার হবে না কারণ সেক্ষেত্রে কেউ সম্পূর্ণ নিবন্ধ অনুবাদ করবে আবার কেউ পূর্বে তৈরি অসম্পূর্ণ নিবন্ধ তৈরি করবে একই পুরস্কারে। তবে, আপনি এরকম নিবন্ধের তালিকা এখনি তৈরি শুরু করলে পরবর্তিতে সেটা ব্যবহার করতে পারবো :) --যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২১, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
আলোচনাটি জানি কি হয়েছে। ঠিক আছে পড়েও আবার করা যাবে। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

একই নিবন্ধ[সম্পাদনা]

হিন্দুধর্মে ঈশ্বর বলতে Ishvara নিবন্ধটিকে নির্দেশ করছে; তাহলে এর অর্থ একেশ্বরবাদ সম্পর্কে হিন্দু শাস্ত্র হলো কেন??? - Ashiq Shawon (আলাপ) ০৩:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটি তৈরি হলে পুনর্নির্দেশ অপসারণ না করে স্থানান্তর করে দিতে পারেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
চেক করে দেখলাম, এখানে একটা ঝামেলা ঘটেছে। প্রথমত একজন তালিকার দেওয়া নামে নিবন্ধ না করে হিন্দুধর্মে ঈশ্বর নাম দিয়ে শুরু করেছে (যেটা আমাদের দোষ নয়)। আরও একটা দেখলাম সেও তালিকার দেওয়া নাম না দিয়ে অন্য নামে নিবন্ধটি শুরু করেছিল। পরে আপনি পুর্ননর্নিদেশ অপসারণ করে তালিকার নামে স্থানান্তর করে দিয়েছেন। ফলে নিবন্ধ এখন দুইটা একই বিষয়ে। ব্যাপারটা কিভাবে কি হলো আমি রাতে আরও দেখবো ওঠিক করার চেষ্ঠা করবো। কিন্তু আশিক ভাই, দয়া করে নিবন্ধ স্থানান্তরের সময় পুনর্নিদেশ অপসারণ করবেন না। আপনি স্থানান্তরের সময় জেনে বা না জেনে “পুনর্নির্দেশ রেখে দিন” থেকে টিক চিহ্ন উঠিয়ে দেন। যার ফলে আগের নামটি আর থাকে না এবং আগের নামে সংযোগ থাকলে সেটা আর কাজ করে না।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
ভুল নাম বা বানানে থাকা পুনঃনির্দেশ আমি সরাসরি অপসারণ করে দেই; টিক দিয়ে পুনঃনির্দেশ করার পরই। ভুল কিছু বা কোন তথ্য প্রদাণ করার জন্য উইকির ব্যবহারের বিপক্ষে আমি। - Ashiq Shawon (আলাপ) ০৬:২৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
আশিক ভাই, ব্যক্তিগতভাবে আপনি কোন কিছুর বিপক্ষে থাকতেই পারেন। কিন্তু উইকিপিডিয়া সামগ্রিক। সুতরাং সংযোগকারী কি কি পৃষ্ঠা লাল হয়ে থাকলো আপনার সেই বিপক্ষে যাওয়ার কারণে সেটাও খেয়াল করা উচিত। এগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১৪, ৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সুরক্ষিত সম্পাদনার অনুরোধ, ৪ ফেব্রুয়ারি ২০১৭[সম্পাদনা]

{{edit protected}} ভাই প্রথমেই সালাম নিবেন। আমি ইংরেজি উইকিপিডিয়ার MP5 নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করে বাংলায় উইকিপিডিয়ায় আনতে চাচ্ছি। এই নিবন্ধটি দয়া করে আপনার প্রতিযোগিতার নিবন্ধ তালিকায় যোগ করুন। Nirzak (আলাপ) ০৮:৪২, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে সামরিক বিজ্ঞান অনুচ্ছেদ দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য প্রয়জন[সম্পাদনা]

জনাব, নিম্নে ঊল্লিখিত https://bn.wikipedia.org/wiki/রেডিও_বর্ণালী লিংকে আমি IEEE এবং EU, NATO, US ECM নামক টেবিল ওলট-পালট করে ফেলেছি। দয়া করে ইংরেজি নিবন্ধ থেকে Radio Spectrum টেবিল দুটা ঠিক করে দেবেন? -- Kazi Moitry (আলাপ · অবদান)

নাম পরিবর্তন[সম্পাদনা]

তালিকার কিছু নিবন্ধের নাম পরিবর্তন প্রয়োজন। যেমন- Underwater archaeology থেকে জলনিম্নস্থ প্রত্নতত্ত্ব করা হল। একরম Bullying থেকে তর্জন শব্দের পরিবর্তে দাদাগিরি বা এধরণের শব্দ ব্যবহার করার প্রস্তাব করছি, যা Bullying শব্দের সঠিক প্রতিনিধিত্ব করবে। একই ভাবে Baptism-এর সংস্কৃত শব্দ বাপ্তিষ্ম থেকে খ্রিস্টধর্মে দীক্ষা শব্দকে অধিক যুক্তিযুক্তি মনে করছি। --আবু সাঈদ (আলাপ) ০৮:২০, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমার কোন আপত্তি নাই, আপনি নিজেই দয়া করে করে দিন। যতগুলো আপনার চোখে পড়ে আপনি নিজেই করে দিন, পরবর্তীতে নির্দিষ্ট দু/একটি নিয়ে কেউ আপত্তি করলে তখন সেই দু/একটি নিয়ে আলোচনা করলেই হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৩, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
একই সাথে আমি বেশ কয়েকজনকে ম্যানশন করছি যারা নাম সংক্রান্ত বিষয়ে পূর্বে আগ্রহ প্রকাশ করেছেন। যেহেতু প্রতিযোগিতা এখনো শুরু হয়নি সুতরাং এখন নামগুলো পরিবর্তন করলে সমস্যা নেই। আপনারা দয়া করে তালিকা যদি সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে করুন। @ব্যা করণ:, @Ferdous:, @Zaheen:, @Ashiq Shawon:, @Ibrahim Husain Meraj:, @Suvray:, @ANKAN GHOSH DASTIDER: --যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৪, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
"bullying" শব্দের বাংলা পারিভাষিক শব্দ হিসাবে "দাদাগিরি" শব্দ ব্যবহারের বিরোধিতা জানাচ্ছি। "দাদাগিরি" শব্দের প্রয়োগ বিভিন্ন অর্থে ঘটে থাকে বাংলা ভাষায়। "bullying" এর অধিক প্রচলিত বাংলা পারিভাষিক শব্দ হল "উৎপীড়ন"। এক্ষেত্রে, প্রতিযোগিতার নিবন্ধটির বর্তমান নাম "দাদাগিরি" থেকে "উৎপীড়ন" এ পরিবর্তনের প্রস্তাব করছি।অবাঙ্ময় (আলাপ) ১৫:০৮, ৩০ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
করেছি। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১১, ৩০ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]


"ধর্ম ও বিশ্বাস" পরিচ্ছেদের নিরপেক্ষতা সম্বন্ধে[সম্পাদনা]

সুধী @NahidSultan: , @এম আবু সাঈদ:, @Zaheen: , @Ibrahim Husain Meraj:, @Ferdous:,

এই মুহূর্তে "ধর্ম ও বিশ্বাস" পরিচ্ছেদে অন্যান্য প্রধান ধর্ম সম্পর্কিত নিবন্ধ থাকলেও "ইসলাম" সম্পর্কিত নিবন্ধ অনুপস্থিত । এটি পরবর্তীতে ব্যাবহারকারীদের চোখে দৃষ্টিকটু লাগতে পারে এবং কথা উঠতে পারে। সেকারনে এখনই পদক্ষেপ নেয়া উচিৎ।(হ্যাঁ। অন্যান্য পরিচ্ছেদে যে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনে "ইসলাম" সম্পর্কিত নিবন্ধ এসেছে তা আমার নজরে এসেছে।ধন্যবাদ।)--মহামতি মাসুম (আলাপ) ০৭:২৪, ৩১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

যেসব ইসলাম-সংক্রান্ত নিবন্ধের উন্নতি বেশি প্রয়োজন বলে মনে করছেন, সেগুলির কিছু কিছু আপনি নিজেই কষ্ট করে কিছু যোগ করে দিন। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:৩৪, ৩১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

মাসুম ভাই, আপনার যদি মনে হয় যে, কোন নিবন্ধ যুক্ত করা প্রয়োজন সেক্ষেত্রে প্রথমে দেখুন নিবন্ধটি ইংরেজি যথেষ্ঠ বড় কিনা যদি থাকে সেক্ষেত্রে যুক্ত করে দিন। তাছাড়া, প্রতিযোগিতার শুরুর সময় অংশগ্রহণকারীরা যদি কোন নিবন্ধ তালিকাতে যুক্ত করতে চান সেটাও বলে দিবো প্রস্তাব দিতে। তালিকা হালনাগাদ করছি কিন্তু একা একা করা একটু সময়ের ব্যাপার। এখন যেটা করছি, আমি নিবন্ধ খুঁজে দিচ্ছি, অংকনকে সেগুলো যুক্ত করতে বলেছি। আপনিও সাহায্য করতে পারেন। --যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৩৮, ৩১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
গুরুত্বপূর্ণ অথচ বাংলায় অনুপস্থিত এরকম নিবন্ধের লিংক তালিকার জন্য প্রস্তাব এবং যোগ করা যায়। ইসলামের অনেক মৌলিক বিষয় এখনো বাংলা নেই। সেগুলো নির্দ্বিধায় রাখা যায়। --আবু সাঈদ (আলাপ) ০৭:৪৯, ৩১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

লিঙ্ক কাজ করছে না[সম্পাদনা]

খাদ্য, কৃষি ও শিল্পব্যবস্থা এর ৪.৭ "Boletus edulis" লিংকটিতে ত্রুটি থাকতে পারে।

ধন্যবাদ, সংশোধন করেছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩২, ১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Diphthong-এর বাংলা দ্বিস্বরধ্বনি হবে। (ভাষা ও ভাষাবিজ্ঞান পরিভাষা) --- তনয়

আমার এ ব্যাপারে ধারণা নেই সুতরাং আরও একজন আপনার সাথে একমত হলে পরিবর্তন করে দেব। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩১, ১০ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
অবশ্যই। তবে উপরে যে লিঙ্ক দিয়েছি, সেখানে দ্বিস্বরধ্বনি আছে। তথ্যের সূত্র হচ্ছে বাংলা একাডেমী প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। এছাড়াও ডঃ রামেশ্বর শ-এর সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, পৃঃ ৩১৯ দ্রষ্টব্য। @Zaheen: --- তনয় ১৬:২০, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

লিংক যাচাইকরণ[সম্পাদনা]

পরিচ্ছেদ "প্রযুক্তি ও প্রকৌশল" এর ১০.৯ নম্বর নিবন্ধ অ্যান্টেনা (রেডিও) বা Antenna (Radio) এবং ১০.২৩ নম্বর নিবন্ধ বেমিস বা Saw এর লিঙ্কে সমস্যা থাকতে পারে। ধন্যবাদ। Rokib3101 (আলাপ) ১১:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। সংশোধন করা হয়েছে এবং অ্যান্টেনা নিবন্ধটি আগে থেকে তৈরি বিধায় বাদ দেয়া হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

All these are written in english.You want to translate them.But why?The articles can be independently written without any help of other articles.

'Scanning Probe Microscopy' নিবন্ধের বাংলা নাম সম্পর্কে[সম্পাদনা]

নতুন যুক্ত করা নিবন্ধের তালিকায় থাকা en:scanning probe microscopy নিবন্ধের বাংলা নাম রয়েছে 'প্রোব মাইক্রোস্কোপ স্ক‍্যান' যা সঠিকভাবে 'স্ক‍্যানিং প্রোব মাইক্রোস্কোপি' হ‌ওয়া উচিৎ। এখানে 'scanning' শব্দটি ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয়নি ও 'microscopy' শব্দটির বাংলা পরিভাষা হিসেবে 'মাইক্রোস্কোপি' অথবা 'অণুবীক্ষণ পদ্ধতি' শব্দটি ব্যবহার করা যায়। Soumyapatra13 (আলাপ) ১৯:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]