ব্যবহারকারী আলাপ:MustafaKamal/বার্তা সংকলন/১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুপ্রিয় মুস্তফা কামাল, বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলগুলি নিয়ে কাজ করে যাওয়ার ধন্যবাদ। আমি একটি বিষয় খেয়াল করেছি আপনি নিবন্ধের ভিতর প্রশাসনিক কাঠামোর নাম (যেমন ইউনিয়ন, গ্রামের নাম), ব্যক্তির নাম, দর্শনীয় স্থান '''.....''' দিয়ে গাঢ় করে দেন (উদাহরণ, যা আমি পরে সরিয়েছি)। দয়া করে এমনটি করবেন না। উইকি রচনাশৈলী অনুসারে এই রকম করা হয় না। আপনাকে আবারো ধন্যবাদ। বাংলাদেশের জেলা, উপজেলা, ইউনিয়নের নিবন্ধগুলি সমৃদ্ধ করে যান। --আফতাব (আলাপ) ২২:২৪, ২০ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ভাইয়া MustafaKamal (আলাপ) ২২:৫৬, ২০ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
যেসব নিবন্ধে মানচিত্র দেখাচ্ছিল না সেগুলি ঠিক করা হয়েছে। ভবিষ্যতে এই রকম কি হলে চিন্তার কিছু নেই। আমাদের ট্র্যাকিং/অনুসরণ বিষয়শ্রেণী আছে। আমি সেটা ধরে ঠিক করে দিব। --আফতাব (আলাপ) ২২:০৭, ২১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ ভাইয়া MustafaKamal (আলাপ) ২২:১৭, ২১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

স্বয়ংক্রিয় পরীক্ষণ[সম্পাদনা]

হ্যালো MustafaKamal, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! আফতাব (আলাপ) ১৮:৪০, ৫ জুন ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

বিশেষ পদক
বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক অঞ্চলসমূহের নিবন্ধগুলোর মানউন্নয়ন, সম্প্রসারন,হালনাগাদ, নতুন নিবন্ধ তৈরি করে প্রতিনিয়ত উইকিপিডিয়া সমৃদ্ধি করার জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Shahidul Hasan Roman (আলাপ) ১১:১২, ২১ জুন ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ইউনিয়নের নিবন্ধ[সম্পাদনা]

বাংলাদেশে ৫ হাজারের অধিক ইউনিয়ন রয়েছে কিন্তু বাংলা উইকিতে ইউনিয়নের উপর ৭০০/৮০০ নিবন্ধ রয়েছে। উইকিপিডিয়া:উইকিউপাত্ত/বাংলাদেশের ইউনিয়ন-এ বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ নেই এমন ইউনিয়নের তালিকা রয়েছে। আপনি এটি দেখে নতুন নিবন্ধ লিখতে পারে। আফতাব (আলাপ) ২০:৪৮, ১ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আমি ধারাবাহিকভাবে লিখে আসার চেষ্টা করতেছি ভাইয়া, সকল ইউনিয়ন সম্পর্কিত নিবন্ধ তৈরি হবে ইনশাআল্লাহ। মুস্তফা কামাল (আলাপ)

ব্যবহারকারী:Mkamal599 একাউন্ট প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় মুস্তফা কামাল, আশাকরি ভালো আছেন। উপরের একাউন্টের সম্পাদনা দেখে এটা মনে হচ্ছে যে, উক্ত একাউন্টটিও আপনার এবং এটি আপনি বর্তমান একাউন্টটি ব্যবহারের পূর্বে ব্যবহার করেছেন। যদি একাউন্টটি আপনার হয়ে থাকে এবং আপনি আর আগের একাউন্টটি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কোন সমস্যা নেই। কিন্তু অনুগ্রহ করে মনে রাখবেন উইকিপিডিয়াতে কোন ব্যবহারকারী সাধারণত দুটি একাউন্ট বিশেষ কোন কারণ ছাড়া এবং ডিসক্লোজ করা ছাড়া ব্যবহার করতে পারেন না। এরকম ক্ষেত্রে সাধারণত সকপাপেট হিসেবে বিবেচনা করা হয় এবং দুটি একাউন্টই বাধা দেওয়া হয়। নির্দিষ্ট কোন একাউন্টটি ব্যবহার করবেন অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩৭, ২৪ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

জ্বী ভাইয়া, ওটা আমারই আইডি, আইডিটার পাসওয়ার্ড ভুলে যাওয়ায় নতুন করে এটা খুলেছি।ব্যবহারকারী:MustafaKamal
ওহ, আচ্ছা। ঠিক আছে সমস্যা নেই। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪২, ২৪ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক[সম্পাদনা]

বাংলাদেশী জাতীয় পদক
বাংলাদেশের বিভিন্ন স্থান সম্পর্কিত নিবন্ধগুলিতে আপনার অসামান্য অবদানের জন্য এই পদকটি আপনাকে পুরস্কৃত করা হচ্ছে। The Jack Sparrow ২০:২৭, ২৬ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ।--মুহাম্মদ মুস্তফা কামাল ১৫:৪৪, ২৬ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণ প্রসঙ্গে[সম্পাদনা]

আসসালামু আলাইকুম, আমি মাদার্শা ইউনিয়ন এর কয়েকটি মসজিদের নাম যুক্ত করেছিলাম যা আপনি বাদ দিয়েছেন, দয়া করে কারণটা যদি বলেন।ধন্যবাদ

ওয়া আলাইকুম আসসালাম, আপনি যে মসজিদগুলোর নাম যুক্ত করেছেন সেগুলোর উল্লেখযোগ্যতা কতটুকু বা সেগুলোর কোনটি নিয়ে কোন উইকি নিবন্ধ রয়েছে কিনা? ভুল বুঝবেন না প্লিজ। MustafaKamal (আলাপ) ১৭:৩৯, ২৮ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

পাতা/নিবন্ধ যোগ[সম্পাদনা]

আস্সালামু আলাইকুম, আমাকে উইকিপিডিয়ায় কিভাবে পাতা/নিবন্ধ যোগ করব সে সম্পর্কে যদি কিছু বলেন। ধন্যবাদ।

@Al Riaz: ওয়া আলাইকুম আসসালাম, আশা করি ভাল আছেন। নতুন নিবন্ধ তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনি সে বিষয়টা 'উইকিপিডিয়া অনুসন্ধান' অংশে লিখে সার্চ করুন। আপনার পছন্দনীয় নামে যদি আগে থেকে কোন নিবন্ধ থাকে তাহলে ঐ নামে আপনি নতুন নিবন্ধ তৈরি করতে পারবেন না। আর যদি আপনার পছন্দনীয় নামে কোন নিবন্ধ উইকিতে না থাকে সেক্ষেত্রে সার্চ করার পর আপনাকে ঐ নামে নিবন্ধ তৈরি করার জন্য বলা হবে। নামের উপর ক্লিক করলেই নিবন্ধ লিখার জন্য খালি পাতা আসবে। নিবন্ধ তৈরির ক্ষেত্রে মনে রাখবেন, সেটা উইকিপিডিয়ায় উল্লেখ করার মত নিবন্ধ কিনা এবং নিবন্ধে নির্ভরযোগ্য তথ্যসূত্র প্রদান করবেন। আর আপনি আলাপ পাতায় নাম স্বাক্ষরবিহীন আলাপ করছেন, আপনার আলাপের বিষয় শেষে চারটি টিল্ডা (~) চিহ্ন দিয়ে নাম স্বাক্ষর করবেন। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৬:৪১, ৩০ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র যোগ[সম্পাদনা]

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন।আমি আপনার কাছ থেকে জানতে চাই যে উইকি পাতা তৈরির পর সেখানে কীভাবে চিত্র বা ছবি যোগ করব। ধন্যবাদ।

@Al Riaz: ওয়া আলাইকুম আসসালাম। ছবি আপনার নিজের তোলা হলে এখানে আপলোড করুন। আপনার না হলে এখানে আপলোড করুন (লক্ষণীয়: এক্ষেত্রে শুধু যেসব ব্যক্তি (মৃত), লোগো, পোস্টারের মুক্ত সংস্করণ পাওয়া সম্ভব নয় সেসবের ছবি আপলোড করা যাবে। তবে এতে জীবিত ব্যক্তি, ভবন, গাছপালা, প্রকৃতি এগুলি পড়বে না)। MustafaKamal (আলাপ) ০৬:৩২, ১ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

IP ADDRESS অপসারণ প্রসঙ্গে[সম্পাদনা]

আসসালামু আলাইকুম,আজ আমি মাদার্শা ইউনিয়নের ইতিহাস প্যারাটি ভুলবশত অনুপ্রবেশরত অবস্থায় সংশোধন করার ফলে আমার IP ADDRESS টি দৃশ্যমান হয়েছে।তাই এটি কীভাবে অপসারণ করে সেখানে আমার উইকি একাউন্ট নাম দিব।— Al Riaz (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Al Riaz: ওই দুটি সম্পাদনায় ব্যবহারকারী নাম যুক্ত করা কোন উপায় নেই। যেহেতু আপনি আইপি ঠিকানা দৃশ্যমান হোক তা চাইছেন না, তাই ওখান থেকে আইপি ঠিকানা সরিয়ে নেয়া হয়েছে। --আফতাব (আলাপ) ১৭:০৫, ১ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

একাউন্ট নাম পরিবর্তন প্রসঙ্গে[সম্পাদনা]

আসসলামু আলাইকুম, আশা করি ভালো আছেন।আপনার কাছ থেকে জানতে চাই যে, কীভাবে আমার উইকিপিডিয়ার একাউন্টের নামটা পরিবর্তন করব।— Al Riaz (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Aftabuzzaman: ভাইয়া, ওনার জবাবটা দিয়ে দেন প্লিজ। এ বিষয়ে আমি অবগত নই। MustafaKamal (আলাপ) ১৫:০২, ৮ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz: উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন-এ আবেদন করুন। --আফতাব (আলাপ) ১৫:০৮, ৮ আগস্ট ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ছোট নিবন্ধ[সম্পাদনা]

MustafaKamal ভাই,

আপনি উইকিতে অল্প সময়ে অনেক গুলি নিবন্ধ লিখেছেন। যা সত্যই ভালো কাজ। তবে বেশির ভাগ নিবন্ধ গুলি ক্ষুদ্র বা ছোট হচ্ছে এবং তথ্যসূত্র আপনি বেশি যোগ করছেন না। এটা ঠিক না। উইকিতে ছোট নিবন্ধ ও তথ্যসূত্র না থাকলে নিবন্ধ অপসারন করা হয়। তাই বলবো নিবন্ধ বড় করার চেষ্ঠা করুন এবং তথ্যসূত্র যোগ করুন বেশি বেশি।কাজ চালিয়ে যান । অসুবিধা হলে আমার আলাপ পাতায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।খাঁ শুভেন্দু (আলাপ) ০৯:৪৮, ৬ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@খাঁ শুভেন্দু: ধন্যবাদ ভাই। MustafaKamal (আলাপ) ২৩:২৯, ৬ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

লোহাগাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/লোহাগাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১৩:৫১, ১৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

কৃতি ব্যক্তি[সম্পাদনা]

বৈশ্বয়িক স্তরে পরিচিতদের নাম তালিকাভূক্ত করতে হয়। স্থানীয়ভাবে পরিচিতদের জন্য বিশ্বকোষে নামভূক্তির অবকাশ নেই। - Ashiq Shawon (আলাপ) ০৪:৫৬, ১৯ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনা যুদ্ধ[সম্পাদনা]

নিজের লিখা বিভিন্ন নিবন্ধে আপনি সম্পাদনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আলাপ পাতায় অসংখ্য বার্তা দেয়ার পরও আপনি সেগুলোর উত্তরও প্রদাণ করেননি। দয়া করে নিরপেক্ষতা, ভদ্রতা এবং উইকিপিডিয়ার রচনাশৈলী বজায় রাখুন। নিবন্ধে অযথাচিত তথ্যের সন্নিবেশ ঘটাবেন না এবং সাধারণ রচনাশৈলীগুলোকে বাদ দিয়ে নিজের মতানুসারে তথ্য সংযোজন করিবেন না। উইকিপিডিয়া কেবল তথ্যের যোগান দেয় সূত্রকারে; বিস্তারিত তথ্য অন্যান্য স্থান থেকে সংগ্রহ করতে হবে। - Ashiq Shawon (আলাপ) ০৭:৪৮, ৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিউপাত্তে প্রবেশ[সম্পাদনা]

কষ্ট করে এই লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করলে যদি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে উইকিউপাত্তে প্রবেশকৃত না দেখায় তাহলে বাংলা উইকিতে প্রবেশ করতে যে নাম ও পাসওয়ার্ড দেন, ঠিক সেই নাম ও পাসওয়ার্ড দিয়ে সেখানে প্রবেশ করেন। তাহলে পরেরবার থেকে আপনি কোন পাতা স্থানান্তর করলে তার আন্তঃউইকি সংযোগ স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে। আমাকে প্রতিবার ম্যানুয়ালি ঠিক করতে হবে না। --আফতাব (আলাপ) ২৩:৪৪, ২২ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ভাইয়া। MustafaKamal (আলাপ) ০০:০৩, ২৩ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারিত নিবন্ধ সম্বন্ধে[সম্পাদনা]

আসসালামু আলাইকুম...,কেমন আছেন?আজ আমি মির্জাখীল দরবার শরীফ নামে একটি নতুন নিবন্ধ তৈরি করেছিলাম।নিবন্ধটিতে নির্ভরযোগ্য তথ্যসূত্র ও দিয়েছিলাম। কিন্তু আমাকে কোনো আলাপ বার্তা না দিয়েই পাতাটি মুছে ফেলা হয়েছে।তাই কারণটা জানতে চাই।

অপসারণকারী নিবন্ধটি অপসারণের কারণ হিসেবে উল্লেখ করেছেন, বিষয়বস্তুর গুরুত্ব সম্বন্ধে কোন ব্যাখ্যা নেই। বিস্তারিত জানার আগ্রহ থাকলে ওনার আলাপ পাতায় প্রশ্ন করুন। MustafaKamal (আলাপ) ১৫:৩৪, ২৯ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ প্রসঙ্গে[সম্পাদনা]

@MustafaKamal: আমি আপনার থেকে জানতে চাই যে কিভাবে বাংলা উইকিপিডিয়া থেকে ইংরেজি উইকিপিডিয়ায় অনুবাদ করব।এবং বাংলা নিবন্ধের সাথে কিভাবে ইংরেজি উইকিপিডিয়ার সংযোগ দিব।Ripon ১০:০৭, ১৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: কষ্ট করে এই লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করলে যদি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে উইকিউপাত্তে প্রবেশকৃত না দেখায় তাহলে বাংলা উইকিতে প্রবেশ করতে যে নাম ও পাসওয়ার্ড দেন, ঠিক সেই নাম ও পাসওয়ার্ড দিয়ে সেখানে প্রবেশ করেন। তাহলে পরেরবার থেকে আপনি কোন পাতা স্থানান্তর করলে তার আন্তঃউইকি সংযোগ স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে। MustafaKamal (আলাপ) ১৫:৫০, ১৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক মঞ্জুর[সম্পাদনা]

আপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আপনার কিছু অবদান পর্যালোচনার পর, আমি বিশ্বাস করি ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকারটি ব্যবহার করার জন্য আপনি বিশ্বস্ত এবং আপনি এই অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য, উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। আপনি যদি রোলব্যাক অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অধিকারটি আপনার একাউন্ট থেকে প্রত্যাহার করবো। শুভ কামনা ও ধন্যবাদ। আফতাব (আলাপ) ২১:১৩, ২৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Aftabuzzaman: ধন্যবাদ ভাইয়া। MustafaKamal (আলাপ) ২১:৫৬, ২৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নিরীক্ষক[সম্পাদনা]

হ্যালো। আপনার অ্যাকাউন্টের সাথে "পরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং স্বয়ংক্রিয় পর্যবেক্ষণের সীমাবদ্ধতাসহ সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।

মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।

আরো দেখুন:

যুদ্ধমন্ত্রী আলাপ ধন্যবাদ ভাইয়া। MustafaKamal (আলাপ) ১৭:৪১, ২৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নীতিমালা অনুবাদ এডিটাথন পদক[সম্পাদনা]

নীতিমালা অনুবাদ এডিটাথন পদক
প্রিয় MustafaKamal, শুভেচ্ছা নিবেন। আপনি সম্প্রতি অনুষ্ঠিত বাংলা উইকিপিডিয়ার নীতিমালা অনুবাদ সংক্রান্ত এডিটাথনে অংশ নিয়ে নীতিমালা অনুবাদ করেছেন। তাই আপনাকে এই পদকটি দেয়া হল। ভবিষ্যতেও নীতিমালা অনুবাদ করা অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনার সম্পাদনা শুভ হোক। --আফতাব (আলাপ) ২২:১৯, ৩০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ ভাইয়া। MustafaKamal (আলাপ) ২২:২৭, ৩০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

WAM Address Collection[সম্পাদনা]

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via Google form or email me about that on erick@asianmonth.wiki before the end of Janauary, 2018. The Wikimedia Asian Month team only has access to this form, and we will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. We apologize for the delay in sending this form to you, this year we will make sure that you will receive your postcard from WAM. If you've not received a postcard from last year's WAM, Please let us know. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list.

Best, Erick Guan (talk)

Thanks, Erick Guan (talk) MustafaKamal (আলাপ) ১৯:১১, ২৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিভ্রমণ (bn.wikivoyage.org) চালু[সম্পাদনা]

শুভেচ্ছা নিবেন MustafaKamal, আমরা বাংলা উইকিভ্রমণ (bn.wikivoyage.org) চালুর উদ্যোগ নিয়েছি। বর্তমানে এই নিবন্ধগুলির উপর কাজ চলছে। আপনি আগ্রহী হলে চট্টগ্রাম নিয়ে কাজ করতে পারেন (লেখার নমুনা incubator:Wy/bn/মাধবপুর উপজেলা, কি কি যোগ করা যাবে তা বুঝতে এটিও দেখুন https://en.wikivoyage.org/wiki/Gour-Pandua )। ধন্যবাদ --আফতাব (আলাপ) ২০:৪২, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Aftabuzzaman: ভাইয়া, খালি অনুচ্ছেদগুলো লিখলেই চলবে? MustafaKamal (আলাপ) ২১:৩৭, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ। বিশেষ করে খাদ্য, পানীয়, দেখার কি আছে, কিনার আছে এগুলি। আফতাব (আলাপ) ২২:২৮, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
শুধুমাত্র এই নিবন্ধগুলির উপরই লিখতে হবে? MustafaKamal (আলাপ) ২২:৩৮, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
না, আপনার ইচ্ছামত নিবন্ধ তৈরি করতে পারেন। তালিকাটা আমি কোথায় কি কি করতে হবে তার একটা হিসাব রাখতে আমার সুবিধার্থে করছি। আফতাব (আলাপ) ২২:৫১, ৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ওকে ভাইয়া। MustafaKamal (আলাপ) ০১:৩২, ৫ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

WAM Address Collection - 1st reminder[সম্পাদনা]

Hi there. This is a reminder to fill the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your postal mailing address via this Google form. This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems in accessing the google form, you can use Email This User to send your address to my Email.

If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let us know at WAM talk page so I will not keep sending reminders to you. Best, Sailesh Patnaik

Confusion in the previous message- WAM[সম্পাদনা]

Hello again, I believe the earlier message has created some confusion. If you have already submitted the details in the Google form, it has been accepted, you don't need to submit it again. The earlier reminder is for those who haven't yet submitted their Google form or if they any alternate way to provide their address. I apologize for creating the confusion. Thanks-Sailesh Patnaik

Thanks. MustafaKamal (আলাপ) ১৭:৫০, ৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সেন্টমার্টিন ইউনিয়ন[সম্পাদনা]

MustafaKamal ভাই, সেন্টমার্টিন ইউনিয়নে করা সম্পাদনাটি পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়েছেন। আমি জাতীয় তথ্য বাতায়ন থেকে তথ্যগুলো যোগ করেছিলাম। তথ্য কি ভুল ছিলো?‌‍‍‌‌ ধন্যবাদ।Rokib3101 (আলাপ)

@Rokib3101: ভাই, আপনি হয়ত খেয়াল করেন নাই, আমি সরকারি আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা একসাথে জুড়ে দিয়েছি, আর সেন্টমার্টিন ইউনিয়নে আমার জানামতে উল্লেখযোগ্য কওমী মাদ্রাসা নেই। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৭:১০, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@MustafaKamal: ভাই, সেন্টমার্টিনের আয়তন জাতীয় তথ্য বাতায়নে ১৩ বর্গ কিলোমিটার দেয়া আছে। কিন্তু সম্পাদনা বাতিল করে ৩.৩৩ বর্গ কিলোমিটারে ফিরিয়ে আনা হয়েছে। সমস্যাটি বুুুুঝতে পারছি না। Rokib3101 (আলাপ) ১৮:২২, ৪ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Rokib3101: ভাই, আমি টেকনাফ উপজেলার বাংলাপিডিয়া থেকে তথ্যসূত্র দিয়েছিলাম আর আপনার উল্লেখিত ১৩ বর্গ কিলোমিটার এর সাথে সেন্টমার্টিন ইউনিয়ন এর উল্লেখিত আয়তন (একরে) সামঞ্জস্য না থাকায় আমি সম্পাদনাটি বাতিল করেছিলাম। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ২১:২৬, ৪ মার্চ ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

কওমী মাদরাসাগুলো এড করা যায়না?[সম্পাদনা]

কওমী মাদরাসাগুলোর নাম এড করলে ভাল হয় Hafju Arrahman (আলাপ) ০৭:৩৩, ৭ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করে কওমী মাদ্রাসা গুলোর নাম সহ উল্লেখ করা প্রয়োজন আব্দুল আহাদ (আলাপ) ০৫:২১, ১৭ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পাতা খালি করবেন না[সম্পাদনা]

সুপ্রিয় মুস্তাফা কামাল,

আপনার সাম্প্রতিক সম্পাদনার দেখা যাচ্ছে আপনি দ্ব্যর্থতা নিরসনকারী পাতাগুলো খালি করে দিচ্ছেন। দ্ব্যর্থতা নিরসনকারী পাতাগুলোর উদ্দেশ্য একই নামে বা কাছাকাছি নামে একাধিক নিবন্ধের শিরোনাম থাকলে সে বিষয়গুলোর মধ্যে বিভ্রান্তি বা ভূল বোঝাবোঝি এড়ানো। সীতাকুণ্ড (দ্ব্যর্থতা নিরসন), জোরারগঞ্জ (দ্ব্যর্থতা নিরসন), মীরসরাই (দ্ব্যর্থতা নিরসন), রাঙ্গুনিয়া (দ্ব্যর্থতা নিরসন), হাটহাজারী (দ্ব্যর্থতা নিরসন) পাতাগুলোতে স্পষ্টতই দেখা যাচ্ছে একই নামের বেশ কিছু নিবন্ধের শিরোনাম রয়েছে। কিন্তু আপনি তা খালি করে দিচ্ছেন এবং একবার পূর্ব অবস্থায় নিয়ে যাওয়ার পর আবার খালি করে দিয়েছেন। দয়া করে এই ধরনের সম্পাদনা দ্বন্দ্বে জড়াবেন না। প্রয়োজনে উক্ত নিবন্ধের আলাপ পাতায় বার্তা দিন, কেন পাতা খালি করছেন। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ০৯:০৩, ২৫ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

এসব দ্ব্যর্থতা নিরসন পাতা আমারই তৈরি করা। কিন্তু পরে ভেবে দেখলাম যে, একটি উপজেলার অধীনে উপজেলার নামে একটি থানা বা ইউনিয়ন থাকাটা স্বাভাবিক। তাই এক্ষেত্রে দ্ব্যর্থতা নিরসন পাতা থাকার প্রয়োজন আছে বলে মনে হয় না। আমার মতে পাতাগুলো মুছে ফেলা হোক। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৫:২৭, ২৫ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সূত্রপূরণ[সম্পাদনা]

সূত্রপূরণ করতে আপাতত https://tools.wmflabs.org/refill/test/ এটি ব্যবহার করেন। --আফতাব (আলাপ) ১৮:১৩, ২৫ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ওকে ভাইয়া। MustafaKamal (আলাপ) ১৮:১৫, ২৫ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
উপরর লিঙ্ক ব্যবহার করেন, তাহলে পেরামিটারগুলি বাংলা আসবে। আফতাব (আলাপ) ২০:০৬, ১৫ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
বড় হরিণা ইউনিয়ন নিবন্ধে করেছি ভাইয়া, আগেরগুলিতে খেয়াল ছিল না। আগেরগুলো আমি ঠিক করে দিচ্ছি। MustafaKamal (আলাপ) ২০:০৮, ১৫ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
হাত দ্বারা ঠিক করতে হবে না। আমার কাছে বট স্ক্রিপ্ট আছে। বট দ্বারা পরে একসাথে ঠিক করব। আফতাব (আলাপ) ২১:০০, ১৫ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ওকে ভাইয়া, ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ২১:০৮, ১৫ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আসসালামু আলাইকুম

ওয়া আলাইকুম আসসালাম MustafaKamal (আলাপ) ১৬:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইউনিফর্ম নিবন্ধ[সম্পাদনা]

ইউনিয়ন এর তালিকা ধরে বেশ কিছু নিবন্ধ তৈরি করতে দেখলাম আপনার একাউন্ট থেকে। নিবন্ধ যোগ করা নিঃসন্দেহে ভালো তবে এরকম একই রকম ইউনিফর্ম তথ্য ব্যভহার করে আলাদা আলাদা নিবন্ধ তৈরি করার টার্ম কে বোধয় স্টাব বলে। এক্ষেত্রে অবশ্যই নিবন্ধে আলাদা কিছু তথ্য যোগ করবেন।--NahidHossain (আলাপ) ০৪:২৫, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভাইয়া, আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সব ইউনিয়ন নিয়ে বিস্তারিত লিখা। যেহেতু এটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি আপাতত মানচিত্রের সূত্র ধরে ইউনিয়নগুলোর নামে নতুন পাতা তৈরি করে চলেছি। প্রত্যেকটা ইউনিয়ন নিয়ে পাতা তৈরি শেষে নিবন্ধগুলো সম্পূর্ণ করার চিন্তা রয়েছে আমার। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ০১:৪৬, ২৭ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাসে আমন্ত্রণ![সম্পাদনা]

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ কাল থেকে শুরু হবে! আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ০৫:৩১, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অসম্পূর্ণ বাংলাদেশের ইউনিয়ন নিবন্ধ[সম্পাদনা]

সুপ্রিয় মোস্তফা কামাল, বাংলাদেশের ইউনিয়ন সমূহ নিয়ে আপনি নিরলস কাজ করে চলেছেন সেজন্য সাধুবাদ জানাই। ইউনিয়ন নিয়ে আমি বেশ কিছু নিবন্ধ করেছি। তাই আমি জানি একই ফরম্যাট দিয়ে এক সংগে বেশ কিছু নিবন্ধ একবারে করে রাখার সুবিধা। ধরুন ১০/১৫ টা করলেন। এরপরেই কিন্তু নিবন্ধ গুলোর সম্প্রসারণ করা উচিত।

আরেকটি ব্যাপার। আপনি নিবন্ধগুলিতে {{অসম্পূর্ণ}} ব্যবহার করছেন। এর বদলে [[বিষয়শ্রেণী:অসম্পূর্ণ বাংলাদেশের ইউনিয়ন নিবন্ধ]] ব্যবহার করার অনুরোধ করছি। ধন্যবাদ।ফেরদৌস০৬:১০, ১ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনাকেও। MustafaKamal (আলাপ) ১৮:২৩, ১ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
MustafaKamal, ব্যবহারকারী:Ferdous এই টেমপ্লেটটি {{বাংলাদেশের ইউনিয়ন অসম্পূর্ণ}} ব্যবহার করুন। হাত দ্বারা বিষয়শ্রেণী যোগ না করে। --আফতাব (আলাপ) ১৯:১৩, ১ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
ওকে ভাইয়া, ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ২০:৩৭, ১ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সঠিক নাম হতে ভুল নামে স্থানান্তর[সম্পাদনা]

“কেশরপাড়া ইউনিয়ন” নামের পাতাটি “কেশারপাড়া ইউনিয়ন” নামে থাকবে।ইন্টারনেট সাইটগুোতে বানান ভুল দেয়া আছে

ধন্যবাদ আপনাকে। MustafaKamal (আলাপ) ১০:১৬, ১২ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র ছাড়া কৃতি ব্যক্তি অনুচ্ছেদে নাম যুক্ত করা হয়েছিলো এবং তারপর নিবন্ধটি ব্যবহারকারী নিজে বিজ্ঞাপণী আকারে লিখেছিলো যেটা বাদ দিয়েছিলাম, আপনি রোলব্যাক করেছিলেন, আপনি কি ভুলে এটা করেছিলেন? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৩৯, ২৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

দুঃখিত ভাইয়া, ওটা রোলব্যাকে চাপ পড়ে গিয়েছিল হয়ত, তবে খেয়াল করি নি। MustafaKamal (আলাপ) ০১:৩৭, ২৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

অষ্টম জাতীয় সংসদ সদস্যদের তালিকা পাতাটি আপনার ব্যবহারকারী পাতাতে স্থানান্তর করেছি। তালিকাটি পুরোটাই ভুল (আপনি দিয়েছেন নবম সংসদের তালিকা)। দয়া করে তালিকাটি সংশোধন করে পরবর্তীতে প্রধান নামস্থানে স্থানান্তর করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৫, ৪ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

জাতীয় সংসদ নির্বাচন পদক[সম্পাদনা]

জাতীয় সংসদ নির্বাচন পদক
সুপ্রিয় MustafaKamal,

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে নির্বাচন সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি অথবা মানোন্নয়ন করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) মঙ্গলবার ১১:০০, ১৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। MustafaKamal (আলাপ) ১৮:০৬, ১৬ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক?[সম্পাদনা]

এখানে র্পযায় অনুসারে সাজানোর জন্য ধন্রবাদ। কিন্তু অযথা রোলব্যাক ব্যবহার করবেন না। ~মহীন (আলাপ) ০৮:০৪, ৩ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমি অযথা রোলব্যাক কোথাও করি নি, রোলব্যাক করতে কারণ উল্লেখ করার কোন অপশন আসে না বলে তা উল্লেখ করা হয় না। ধন্যবাদ ভাইয়া। MustafaKamal (আলাপ) ২২:১০, ৪ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যাপার না :) --আফতাবুজ্জামান (আলাপ) ২২:১৯, ৪ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ আফতাব ভাইয়া। MustafaKamal (আলাপ) ২১:৩৯, ৫ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সুফিয়া মাধ্যমিক বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

সুফিয়া মাধ্যমিক বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সুফিয়া মাধ্যমিক বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। একজন মহাপুরুষ (আলাপ) ১২:৪৪, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মানচিত্রে নাম[সম্পাদনা]

আচ্ছা ভাই https://www.openstreetmap.org/#map=11/22.5141/91.3802 এখানে দেখেন চারটা দ্বীপ রয়েছে। এর মধ্যে দুটির নাম নেই। সে দুটির নাম কি বলতে পারেন? https://www.openstreetmap.org/#map=11/22.4526/90.9352 এগুলিরও? --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৬, ১৬ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আফতাবুজ্জামান ভাইয়া, চারটা দ্বীপের মধ্যে বড় দ্বীপটা সন্দ্বীপ এবং এর উত্তর-পশ্চিম কোণের দ্বীপটা দুইটি ইউনিয়নে বিভক্ত। নিচের অংশ সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়ন এবং উপরের অংশ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়ন এর অংশবিশেষ। MustafaKamal (আলাপ) ২১:২৫, ১৬ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। তবে একটু দ্বিধায় পড়ে গেলাম এই জন্য যে গুগল মানচিত্র বলছে এটা চর এলাহী, অন্যদিকে গুগল মানচিত্রসহ অন্যান্য সূত্র বলছে দ্বীপটা পুরোটাই উড়িরচর (তবে বাংলাপিডিয়া আপনার কথাই বলছে)। কি আর বলব, সরকারী বাতায়নেও কোন মানচিত্র নেই। আপনি পুরোপুরি নিশ্চিত? --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৫, ১৬ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
জ্বী ভাইয়া, আমি নিশ্চিত। তবে দ্বীপটির প্রায় দুই-তৃতীয়াংশই উড়িরচর। MustafaKamal (আলাপ) ১৫:৩২, ১৭ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

চাঁদপুর জেলা নিবন্ধে কৃতি ব্যাক্তি নাম অপসারণ করেছেন![সম্পাদনা]

প্রিয় মুস্তফা কামাল আপনি চাঁদপুর জেলা নিবন্ধে কৃতি ব্যাক্তিদের উইকি লিংকযুক্ত নাম তালিকায় আমার করার সম্প্রসারণ মুছে দিয়েছেন কেন বিষয়টি কি জানতে পারি? --Delwar ২০:৩১, ২৬ মে ২০১৯ (ইউটিসি)

আপনি হয়ত খেয়াল করেন নি, সবগুলো নাম আমি মুছি নি। আমেনা বেগমআহমদ জামান চৌধুরী নাম দুটি আগে থেকেই উল্লেখ ছিল, আপনি দ্বিতীয়বার উল্লেখ করেছেন বলে নাম দুটি আমি মুছে দিয়েছি। পুষ্পিতা পপি নামটা আমি বর্ণের ক্রম অনুযায়ী সাজিয়েছি। আর সুকুমারী দেবী সম্পর্কে কোন নিবন্ধ বা লিংক নাই, তাই ওটা মুছে দিয়েছি। আপনি এক কাজ করতে পারেন, সুকুমারী দেবী সম্পর্কে উল্লেখযোগ্য নিবন্ধ তৈরি করে পুনরায় তাঁর নাম এখানে যোগ করতে পারেন। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ০৩:০৮, ২৭ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশ পদক[সম্পাদনা]

বাংলাদেশ বার্নস্টার
বাংলাদেশের ইউনিয়ন সমূহকে নিয়ে নিরলস কাজ করে যাওয়ার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এই কামনা। ফেরদৌস২১:৫৮, ৩ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ ভাইয়া। MustafaKamal (আলাপ) ২২:০১, ৩ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনা যুদ্ধ![সম্পাদনা]

আসসালামু আলাইকুম! ইতোমধ্যে আপনি জাফতনগর ইউনিয়নরোসাংগিরী ইউনিয়ন নিবন্ধসমূহের কৃতী ব্যক্তিত্ব অনুচ্ছেদে আমার সম্পাদনাগুলো অকারণে রোলব্যাকের মাধ্যমে ফিরিয়ে নিয়েছেন, যেটা মোটেও কাম্য নয়। কী এমন কুৎসিত লাগছিলো যে সম্পাদনাগুলোকে রোলব্যাক করার প্রয়োজন ছিলো? দুঃখের বিষয় এই আপনি একজন পুরাতন উইকিপিডিয়ান হয়েও সম্পাদনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আশাকরি ভবিষ্যতে এরকম করবেন না। ImranAvenger (আলাপ) ১৬:৩০, ২৬ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ওয়া আলাইকুম আসসালাম। বিষয়টা সুন্দর বা কুৎসিত লাগার ব্যাপার নয়, আপনি যেমনটি করেছেন মূলত উইকি রচনাশৈলী অনুসারে সেভাবে লিখা হয়না, তাই আমি নিবন্ধ দুইটিকে রোলব্যাক করেছি। ভুল বুঝবেন না আশা করি, ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ২২:৩৩, ২৬ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@MustafaKamal: আপনার প্রত্যুত্তরের জন্য ধন্যবাদ। আপনি বলেছেন সুন্দর বা কুৎসিত লাগা মুখ্য ব্যাপার নয়, উইকিপিডিয়া রচনাশৈলীর উপর নির্ভর করে। আমি বলতে চাচ্ছি, সবকিছুতেই সুন্দর জিনিসকেই অগ্রাধিকার দেওয়া হয়, এটাও বাস্তব যে— উইকিপিডিয়ার রচনাশৈলী সমূহও সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। আপনি একটা বিষয় লক্ষ্য করুন— আমি যেভাবে সম্পাদনা করেছিলাম সেটা অ্যালাইনমেন্ট (alignment) এর উপর ভিত্তি করেই করেছিলাম। ইতোমধ্যে আপনি বলেছেন এই রচনাশৈলী গ্রহণযোগ্য নয়। তাই আমি জানতে চাই— কিভাবে করলে গ্রহণযোগ্য হবে এবং আমার সম্পাদনায় উইকিপিডিয়ার রচনাশৈলী কোথায় অনুসরণ করা হয়নি। — ImranAvenger (আলাপ) ০৪:৪৯, ২৭ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি নিজের কাজকে প্রাধান্য দিতে গিয়ে অযথা তর্কে লিপ্ত হচ্ছেন, যা কাম্য নয়। উইকি রচনাশৈলী অনুসারে '''.....''' দিয়ে গাঢ় করে দেয়া বা :: ব্যবহার করা ইত্যাদি (উদাহরণ) গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১১:৪৬, ২৭ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@MustafaKamal: ভুল হলে ক্ষমা করবেন। আমি যুক্তি দেখিয়েছিলাম। উইকিপিডিয়া সবার সবার শ্রমের সমন্বয়ে তৈরি, তর্কে নয়। আমি কখনো তর্ক করিনি, যার দরুন আমি আপনার কাছে জানতে চেয়েছি। জানতে চেয়ে তো আর ভুল করলাম না। সুতরাং, আপনার 'আক্রমণমূলক' বাক্য ছাড়া ঠিক হয়নি। আর নিজের কাজকে প্রাধান্য দেয়নি বলেই আপনার আলাপ পাতায় বিষয়টি নিয়ে আলোচনা করছি আপনার সাথে। তাছাড়া উইকিপিডিয়ায় ''' ''' কোডযুক্ত বহু নিবন্ধ দেখেছি। আশাকরি আর আক্রমণমূলক বাক্য ছাড়বেন না। ধন্যবাদ ImranAvenger (আলাপ) ১২:৪৯, ২৭ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ প্রণেতা পদক[সম্পাদনা]

১,২৬০ নিবন্ধ তৈরির জন্যে একটি পদক
সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনি নিরলসভাবে বাংলা উইকিপিডিয়ায় কাজ করে চলেছেন যা অবশ্যই আমাদেরকে মুগ্ধকরে। ১,২৬০ টি নিবন্ধ তৈরি হয়েছে আপনার হাত ধরে। আপনার জন্যে এই পদক। Ferdous (আলাপ) ০৬:৫৪, ২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ ভাইয়া। MustafaKamal (আলাপ) ১১:৪৭, ২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Community Insights Survey[সম্পাদনা]

RMaung (WMF) ১৪:৩৩, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক প্রসঙ্গে[সম্পাদনা]

ভাইয়া, আশা করি ভালো আছেন। আপনি সম্প্রতি মাছিহাতা ইউনিয়ন নিবন্ধে আমার একটি সম্পাদনা বাতিল করেছেন। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমার কৌতুহল একটু রয়েই গেল যে, সূত্র সংশোধনের সম্পাদনাটি ঠিক কী কারণে বাতিল করা হল। তাই আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যদি একটু বলতেন, তবে ভবিষ্যতে এই ভুল আর করতাম না। -অসংখ্য ধন্যবাদ নকীব সরকার বলুন... ০৩:৫১, ২৪ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আলহামদুলিল্লাহ ভাল আছি। আশা করি আপনিও ভাল আছেন। আসলে আপনি যেভাবে সূত্র সংশোধন করেছেন, এত কষ্ট করে সংশোধনের দরকার নেই। সূত্রপূরণ ব্যবহার করে একটি নিবন্ধের সবক'টি তথ্যসূত্র একসাথে সংশোধন করা যাবে। আপাতত আমি আপনার সম্পাদনাটি বাতিল করেছি, কারণ মাছিহাতা ইউনিয়ন সহ বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল সম্পর্কিত বেশ ক'টি নিবন্ধ নিয়ে আরো বিস্তারিত লিখার চেষ্টা করে যাচ্ছি। পরে আমি সূত্রপূরণের মাধ্যমে তথ্যসূত্র গুলো সংশোধন করে নিব। নিরাশ হবেন না প্লিজ। ভাল থাকবেন। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ০৪:০৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

শহরের নিবন্ধ পৌরসভায় পুননির্দেশ?কেন?[সম্পাদনা]

আপনি সম্প্রতি ছাগলনাইয়া শহর সম্পর্কিত একটি নিবন্ধের সমস্ত তথ্য সরিয়ে এটিকে ছাগলনাইয়া পৌরসভায় পুননির্দেশ করেছেন অথচ এ দুটি ভিন্ন দুটি বিষয় সম্পর্কিত নিবন্ধ। ছাগলনাইয়া পৌরসভা হল একটি স্থানীয় সরকার সংস্থা যা ছাগলনাইয়া শহরাঞ্চলের পৌরসেবা প্রদান করে থাকে। একই ভাবে ফেনী, সোনাগাজী শহরাঞ্চলের নিবন্ধগুলোও আপনি এদের পৌরসভার পাতায় স্থানান্তর করেছেন।আপনি এটি কেন করেছেন তার কারণ উল্লেখ করেন নি। আপনাকে একটি প্রশ্ন করি, চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি একই জিনিস? অবশ্যই না! কেননা চট্টগ্রাম একটি শহর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সে শহরের সরকার সংস্থা যা এটিকে পরিচালনা কিরে থাকে। ঠিক একই ভাবে ফেনী পৌরসভা এবং ফেনী একই বিষয় নয়। একই কথা সোনাগাজী, পরশুরাম (শহর), দাগনভূঁইয়া ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য।যথেষ্ট রেফারেন্স সহ এ নিবন্ধগুলো আবার তৈরি করা হবে। এছাড়াও আপনাকে জিজ্ঞেস করলে কোনো উত্তরও পাওয়া যায় না। আমার আলাপ পাতায় অথবা এখানে অবশ্যই এর উত্তর প্রদান করবেন।Great Hero32 (আলাপ) ১৯:৪৯, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Great Hero32: আশা করছি ভাল আছেন। আপনার উল্লেখিত যেসব পৌরশহরের নিবন্ধগুলোকে আমি একই নামের পৌরসভার নিবন্ধে পুনর্নির্দেশ করেছিলাম তার কারণ জানার আগ্রহ প্রকাশ করেছেন আপনি। হ্যা, আপনি ঠিকই বলেছেন যে, পৌরসভা হল একটি স্থানীয় সরকার ব্যবস্থা, যা আওতাধীন শহরাঞ্চলগুলোকে পৌরসেবা প্রদান করে থাকে। কিন্তু এসব শহরাঞ্চল মূলত শহর হিসেবে পরিচিতি লাভ করেছে পৌরসভা প্রতিষ্ঠার কারণেই। আর এসব অতি ক্ষুদ্র শহরাঞ্চলগুলোকে চট্টগ্রাম শহরের তুলনা করাটা কতটুকু যৌক্তিক, তা আমার মাথায় ধরছে না। উইকিপিডিয়ায় উল্লেখযোগ্যতা বলে একটা বিষয় আছে, সে অনুযায়ী এসব অঞ্চল যেগুলোর নামে পৌরসভা সম্পর্কিত নিবন্ধ ইতোমধ্যে রয়েছে, সেই একই অঞ্চলের একই বিষয়বস্তু যোগ করে শহর পরিচয়ে আলাদা নিবন্ধের দরকার আছে বলে আমার মনে হয় নাই। তাই আমি এসব নিবন্ধকে পৌরসভা সম্পর্কিত নিবন্ধসমূহে পুনর্নির্দেশ করেছি। তবে ফেনী যেহেতু জেলা শহর, সেক্ষেত্রে আমার মতে এ নিবন্ধ রাখা যেতে পারে। বাকিগুলো পুনরায় পুনর্নির্দেশ করা উচিত বলে আমার ব্যক্তিগত মত। আর একটা বিষয়, এছাড়াও আপনাকে জিজ্ঞেস করলে কোনো উত্তরও পাওয়া যায় না কথাটা আমি ঠিক বুঝলাম না। আমাকে জিজ্ঞেস করে কে কখন উত্তর পায় নি আমার ঠিক মনে পড়ছে না। জানালে কৃতার্থ হব এবং নিজেকে সংশোধনের চেষ্টা করব। আমি একথা অকপটে স্বীকার করি যে, মানুষ হিসেবে আমি ভুলত্রুটির ঊর্ধ্বে নই। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ২১:২৭, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় MustafaKamal,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -Shahidul Hasan Roman (আলাপ), শুক্রবার ৩:৪৬, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

@Shahidul Hasan Roman: ধন্যবাদ ভাইয়া। MustafaKamal (আলাপ) ১২:০৭, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

‎ দ্রুত অপসারণ প্রস্তাবনা প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় সুধী, আশা করি ভালো আছেন। আপনি রিফাত প্রধান পাতায় দ্রুত অপসারণ প্রস্তাবনা ট্যাগ যোগ করেছেন। আপনি একটু খেয়াল করলেই বুঝতেন যে, নিবন্ধটি ব্যবহারকারী:M.NABIL দ্বারা লেখা, যিনি বাংলা উইকিতে বেশ নিয়মিত ভাবে অবদান রেখে যাচ্ছেন। মাঝে একজনের বাজে সম্পাদনার কারণে উক্ত নিবন্ধটি বাজে নিবন্ধ মনে হতে পারে। তাই আপনার পাতাটির ইতিহাস দেখা দরকার ছিলো। আশা করি ভবিষ্যতে সতর্ক থাকবেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০২:১৩, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Ibrahim Husain Meraj: ভাইয়া, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি ইতিহাস না দেখার কারণে। আমি মূলত দ্রুত অপসারণ প্রস্তাবনা ট্যাগ যোগ করেছি এই নিবন্ধের লেখা দেখে, লেখা ছিল:
গাজী আবদুল্লাহ আল রাহান রিফাত (জন্ম: ৩জুলাই ২০০০, চৌদ্দগ্রাম,কুমিল্লা। তিনি কুমিল্লা চৌদ্দগ্রামের একজন সফল ব্যবসায়ী এবং চৌদ্দগ্রাম মানুষের একজন ভালোবাসার মানুষ। তিনি চৌদ্দগ্রাম ছাত্রলীগের সভাপতি।

যা দ্রুত অপসারণযোগ্য নিবন্ধের মতই। আমার মনে হয়েছিল সম্পাদনাটির লেখক আত্মপ্রচারের উদ্দেশ্যে নিবন্ধটি রচনা করেছিলেন এবং তিনি এই নিবন্ধ কুমিল্লা জেলা নিবন্ধের কৃতি ব্যক্তিত্ব অনুচ্ছেদে ব্যবসায়ী উল্লেখ করে যোগও করেছিলেন, যা আমি সরিয়ে নিয়েছি। আপনার ট্যাগ সরিয়ে নাহিদ ভাইয়ের সর্বশেষ সংস্করণে নেওয়ার সাথে সাথেই বিষয়টি আমার নজরে এসেছে। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ০২:২৭, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@MustafaKamal: ভাই, ব্যাপার না বিষয়টি। একটু খেয়াল করবেন এই যা। -মেরাজ (আলাপ) ১৩:২৯, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যাঘ্র প্রকল্প ২০১৯[সম্পাদনা]

কেমন আছ? অনুরোধ জানাচ্ছি এখানে অংশগ্রহণ করতে। তোমার সহায়তা ও নিবন্ধ তৈরী এই ছোট্ট উইকিকে এগিয়ে নিয়ে যায় ও অন্য সম্পাদকদের উতসাহ প্রদান করে। উক্ত পাতায় তালিকা দেওয়া আছে তা থেকে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করা যাবে, বিস্তারিত নিয়মাবলী সংযোগে দেওয়া আছে। বর্তমানে বাংলা এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে আছে তোমার যোগদানে, বাংলা প্রথমে চলে যেতে প্রয়োজনীয় সাহায্য পেতে পারে। অপেক্ষায় রইলাম।_কায়সার আহমাদ (আলাপ) ০৩:৩৯, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমি করব ইনশাআল্লাহ। MustafaKamal (আলাপ) ০৮:০৯, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ফরিদপুর পৌরসভা[সম্পাদনা]

আপনি সম্প্রতি ফরিদপুর পৌরসভা পাতাটিকে ফরিদপুর পৌরসভা, ফরিদপুর নামে স্থানান্তর করেছেন। এর কারণ ব্যাখ্যা করুন।জোবায়ের (আলাপ) ০৪:১৬, ৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Great Hero32: ফরিদপুর পৌরসভা নামে পাবনাফরিদপুর জেলায় আলাদা দুইটি পৌরসভা রয়েছে, তাই পাতাটিকে ফরিদপুর পৌরসভা, ফরিদপুর নামে স্থানান্তর করেছি। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ২০:৪৬, ৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Be the first to try new Wikipedia features[সম্পাদনা]

প্রিয় MustafaKamal,

আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।

সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।

এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।

বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।

আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।

ধন্যবাদ, Eli --- EAsikingarmager (WMF) (আলাপ) ২১:১৯, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।

ভুল ও সংশোধন , বিষয় যোগ[সম্পাদনা]

আমি পূর্বের চেয়ারম্যান নাম দিলে আপনার সমস্যা কী? "বাংলায়ঃ" "ইংরেজিতে: " MA Rashed Khan (আলাপ) ০৭:২১, ২৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@MA Rashed Khan: সালাম এবং শুভেচ্ছা নিবেন। আশা করছি ভাল আছেন। আপনার প্রশ্নটি অবান্তর, এখানে আমার কোন সমস্যা নেই। এটা উল্লেখ করার প্রয়োজন নেই বলেই আমি মুছে দিয়েছি। কারণ ওনি বর্তমান জনপ্রতিনিধি নন। হ্যা, তবে আপনি একটা কাজ করতে পারেন, পূর্ববর্তী সকল চেয়ারম্যানদের সময়কাল উল্লেখ করে একটা তালিকা করতে পারেন। আর তথ্যসূত্র যোগ করবেন। ধন্যবাদ।MustafaKamal (আলাপ) ১৩:১৯, ২৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
  • নদনদী যোগ করছি মুছলেন কেন?
  • নেতার নাম ও দল যোগ করছি মুছলেন কেন?
  • আরও কৃতি ব্যক্তিত্ব যোগ করছি মুছলেন কেন?
  • সৈয়দা আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয় এর ছবি যোগ করছি মুছলেন কেন?
  • শুধু শুধু লিঙ্ক করে লেখা লাল করবেন না।
  • আপনার কি প্রয়োজন প্রমান নাকি? প্রমান তো ছিল মুছলেন কেন।

কোন সমস্যা/অসুবিধা থাকলে জানান। MA Rashed Khan (আলাপ) ০৩:৫১, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)MA Rashed Khan[উত্তর দিন]

@MA Rashed Khan: আশা করি ভাল আছেন। আপনার প্রশ্নগুলোর জন্য ধন্যবাদ, তবে একটা অনুরোধ কিছু জানতে বা অভিযোগ করার ক্ষেত্রে একটু আন্তরিক হবেন। আপনার প্রশ্নগুলো পড়ে মনে হচ্ছে আপনি আমার সাথে ঝগড়া করছেন। দেখুন, আপনি বেশ কিছু লেখা '''...''' ব্যবহার করে বোল্ড করেছিলেন, যা উইকি রচনাশৈলী বহির্ভূত। তাই আমি আপনার সম্পাদনাগুলো রোলব্যাক করেছি। রোলব্যাকের কারণে কিছু রাখা যায় এমন তথ্য অবশ্য মুছে গেছে, যার কারণে আমি দুঃখিত। সেগুলো আমি ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৩:২২, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যাখ্যা[সম্পাদনা]

নাজিরপুর উপজেলার সম্পাদনা বাতিলের ব্যাখ্যা আলাপ:নাজিরপুর উপজেলা-এ দেয়া হয়েছে। -ইয়াহিয়া (আলাপ) ১৭:৫৫, ৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ[সম্পাদনা]

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: ভাইয়া, আমি ইতোমধ্যে বেশ কিছু উপজেলার নিবন্ধ সমৃদ্ধ করেছি, হয়ত একটু আপডেট করতে হবে, সেগুলো আপডেট করে কি  করা হয়েছে উল্লেখ করে দিতে পারব? এছাড়া আমি ইনশাআল্লাহ এ প্রকল্পে নিয়মিত কাজ করব এবং আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই সবক'টি উপজেলার মানসম্মত নিবন্ধ তৈরি করতে আমরা সক্ষম হব। MustafaKamal (আলাপ) ১৬:০১, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যাঁ, আমি দেখলাম, আপনি বেশ কিছু নিবন্ধ নিয়ে ইতোমধ্যে কাজ করেছেন। আসলে এই প্রকল্পে চাচ্ছি যে, একটি উপজেলা সম্পর্কে বিশ্বকোষে যা যা থাকা উচিত তা দিয়ে যেন উপজেলাগুলো সম্পূর্ণ থাকে একেবারে। এটি করতে পারলে আমরা পরে সবগুলো নিবন্ধ ভালো নিবন্ধ হিসেবেও ব্যবহার করতে পারবো। প্রতিটি শেষ করে {{Completed}} টেমপ্লেট বসিয়ে দেবেন। আর প্রকল্প পাতায় কিছু দিকনির্দেশনাও পাবেন। সবােই মিলে শেষ করতে পারবো আশা রাখছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
জ্বী ভাইয়া, আমি দিকনির্দেশনাগুলো পড়েছি। ইনশাআল্লাহ সমৃদ্ধ করে যাব। MustafaKamal (আলাপ) ১৭:৪১, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করার জন্য বিষয়শ্রেণী:"সংক্রান্ত একটি ধারাবাহিকের অংশ" পার্শ্বদন্ড টেমপ্লেট পাতায় একটি ট্যাগ সংযুক্ত করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার বি১ ধারা অনুযায়ী করা হয়েছে, কারণ বিষয়শ্রেণীটি সাতদিন অথবা তারও বেশি সময় ধরে ফাঁকা ছিল এবং এটি কোন দ্ব্যর্থতা নিরসন বিষয়শ্রেণী, প্রকল্প বিষয়শ্রেণী, রক্ষণাবেক্ষণ বিষয়শ্রেণী নয় কিংবা বর্তমানে এটি নিয়ে বিষয়শ্রেণীর জন্য আলোচনায় কোন আলোচনা চলছে না।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নকীব বট (আলাপ) ১১:০৫, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বুঝিয়ে বলুন[সম্পাদনা]

জনাব আপনি আমার করা সম্পাদনাগুলো কোনো কারণ ছাড়াই অপসারণ করছেন। কেন করছেন আশা করি বলবেন। জোবায়ের (আলাপ) ০৩:৪৭, ২৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Great Hero32: ভাই, আশা করি ভাল আছেন। আপনার সম্পাদনা কোন কারণ ছাড়া অপসারণ করেছি বা করছি সেটা আপনার ভুল ধারণা। আপনার কথায় মনে হচ্ছে আমি আপনার ব্যক্তিগতভাবে আক্রমণ করছি, আসলে ব্যাপারটা তা নয়। আমার নজরতালিকায় থাকা নিবন্ধগুলোর নতুন সম্পাদনাসমূহে যেসব অসামঞ্জস্য বা অপ্রয়োজনীয় সম্পাদনা রয়েছে আমি শুধু সেগুলোই সরিয়েছি বা সংশোধন করেছি। যেমন: ছাগলনাইয়া নিবন্ধে আমি নিকটবর্তী বিমানবন্দরে কক্সবাজার বিমানবন্দর এর জায়গায় ফেনী বিমানবন্দর উল্লেখ করেছি। আর যেহেতু ফেনী বিমানবন্দর বর্তমানে অব্যবহৃত আর কক্সবাজার বিমানবন্দরের চেয়েও নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেক্ষেত্রে আলাদা করে আভ্যন্তরীণ বিমানবন্দর উল্লেখ করার কোন যুক্তি আছে বলে আমার মনে হয় নি, কারণ আন্তর্জাতিক বিমানবন্দর মানে সেটি আভ্যন্তরীণ নয় তা কিন্তু নয়। আশা করি ভুল বুঝবেন না, ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৯:০৪, ২৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

কবিরহাট পৌরসভায় যে সম্পাদনাগুলোর সরাবার কারণ কি ভাই? জোবায়ের (আলাপ) ১০:৩৭, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Great Hero32: কবিরহাট পৌরসভা পাতায় কোন সম্পাদনা তো আমি সরাই নি। হ্যা, আমার অ্যান্ড্রয়েড মোবাইলে নজরতালিকা পর্যবেক্ষণ করতে গিয়ে এ পাতার সম্পাদনার পুনর্বহাল লেখাতে চাপ পড়ে গেছে, তবে সেটা আমি পুনরায় পুর্বাবস্থায় ফিরিয়ে নিয়েছি। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৭:৩৬, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনায় সমস্যা[সম্পাদনা]

কোন কিছু ইডিট/সম্পাদনা করতে পারছি না। সম্পাদনা করতে গেলে কেবল লোডিং দেখায়, অনেক অপেক্ষায় ও লোডিং হয় না।দয়া করে আমাকে সাহায্য করুন। Time traveller Shakib (আলাপ) ১১:৩৮, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Time traveller Shakib: নিবন্ধ সম্পাদনায় সমস্যা হলে আপনি ব্রাউজার পরিবর্তন করে অন্য কোনো ব্রাউজার ইউজ করে দেখতে পারেন (যেমন: অপেরা মিনি থেকে এক্সট্রিম মোডে ব্রাউজিং)। এছাড়াও আপনার ব্রাউজারের ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে আপনার ফোন রিস্টার্ট করে দেখতে পারেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:১৬, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনা মুছে ফেলা[সম্পাদনা]

মনে করেন আমি উইকিপিডিয়াতে একটি সম্পাদনা করলাম কিন্তু পরে জানতে পারলাম তথ্যটি ভূল, এখন আমি কি/কিভাবে সম্পাদনাটি সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারব? এবং উইকিপিডিয়াতে সেই সম্পাদনার কোন শিরনাম দেখাবে না। Time traveller Shakib (আলাপ) ১৬:৪৫, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Time traveller Shakib: প্রিয়, সাকিব! বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম। উইকিপিডিয়ায় সম্পাদনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে ভুল হয়ে থাকে। তাই আপনি চাইলে তাৎক্ষণিক নিজে থেকেই সম্পাদনা স্বাভাবিক নিয়মে মুছে ফেলতে পারেন। যদিও আপনার সেই ভুল সম্পাদনাটি পাতার ইতিহাস পাতায় থেকে যাবে। কিন্তু আপনি যদি চান আপনার সেই ভুল সম্পাদনাটি অন্য কেউ না দেখুক তাহলে আপনি সম্পাদনাটি/সম্পাদনা সারাংশটি লুক্কায়িত করার জন্য বাংলা উইকিপিডিয়ার যেকোনো প্রশাসকের নিকট আলাপ পাতায় বার্তা দিতে পারেন। তবে, এ ধরনের সম্পাদনার জন্য কোনো প্রশাসককে বার্তা না দেওয়াই শ্রেয় কারণ উইকিপিডিয়ায় সম্পাদনার ক্ষেত্রে কম-বেশি ভুল করে এবং ভুল থেকেই সবাই শেখে। সুতরাং সেই ভুল থেকে শিক্ষা নিয়েই উইকিপিডিয়া সমৃদ্ধকরণে এগিয়ে আসা উচিত। আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:০১, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Time traveller Shakib: আপনি নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে তথ্যের ব্যাপারে যদি সন্দিহান হোন তাহলে উইকিপিডিয়া:খেলাঘর ব্যবহার করে সেখানে প্রথমে লিখতে পারেন। পরবর্তীতে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে নিবন্ধ যোগ করতে পারেন। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ২০:৫৮, ২৯ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ছাগলনাইয়া পৌরসভা[সম্পাদনা]

সম্পাদনায় আমি যে তথ্যছকটি যোগ করেছিলাম তা কেন সরিয়েছেন জানতে চাচ্ছি। জোবায়ের (আলাপ) ১৫:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Great Hero32 এবং MustafaKamal: প্রিয়, উইকিপিডিয়ানবৃন্দ বাংলা উইকিপিডিয়ায় আপনাদের অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ, যেখানে যে কেউ সম্পাদনা করতে পারে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে বাংলা উইকিপিডিয়াও ৮০ হাজারের বেশি নিবন্ধের মাইলফলক অতিক্রম করেছে। বেশ কিছুদিন ধরে, লক্ষ্য করলাম যে, আপনারা একে-অন্যের সম্পাদনা সংশোধন ও বাতিল নিয়ে একে অপরের প্রতি অভিযোগ বা সম্পাদনা দ্বন্দ্বের মতো অবস্থা তৈরি করতেছেন, যা দ্বারা আপনাদের একে-অপরের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে একে-অপরের সামান্য ভুল ত্রুটিগুলো ভালো দৃষ্টিতে দেখে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার প্রয়াস অব্যাহত রাখবেন। একজন উইকিপিডিয়ান হিসেবে আপনাদের প্রতি পরামর্শ নয় মূলত অনুরোধ জানালাম, আশা করি বন্ধুত্বপূর্ণভাবেই নিবেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Great Hero32: দেখুন আপনি যেভাবে প্রশ্নগুলো করছেন তাতে মনে হচ্ছে আমি আপনার সম্পাদনা সরিয়ে বারবার ভুলই করছি। অথচ প্রত্যেকবারই আমার উত্তর পাওয়ার পর আপনি চুপ হয়ে গেছেন। আগে ছাগলনাইয়া পৌরসভা সম্পর্কে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। আপনি যে তথ্যছক করেছেন তা বরগুনা জেলার কোন এক পৌরসভার তথ্যছক থেকে কপি করে করেছেন, তথ্যছকটি ইংরেজি ভাষায় লিখিত ছিল, আর যেহেতু আগের তথ্যছকটি বাংলা ভাষায় লিখিত ছিল তাই আমি সেটিকেই অধিকতর গ্রহণযোগ্য মনে করেছি এবং সেজন্যই আপনার সম্পাদনাটি পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়েছি। এবার অন্য প্রসঙ্গে আসি, আপনি আমার কাছ থেকে বারবার কৈফিয়ত চেয়েছেন, আমি জবাব দিয়েছি। আমি যদি আপনাকে এবার প্রশ্ন করি, ছাগলনাইয়া পৌরসভা নিবন্ধটি আমারই তৈরি করা, কিন্তু আপনি আমাকে না জানিয়ে আমার তৈরি করা তথ্যছক কেন সরিয়েছেন? যদি জানতে চাই, কী জবাব দিবেন? সবশেষে একটা অনুরোধ, নিজের কাজকে প্রাধান্য দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না। আপনি আপনার সম্পাদিত গুটিকয়েক লেখা সরানোর কারণে আক্রমণ করে বসছেন, অথচ আপনার বেশ কিছু সৃজনশীল সম্পাদনা আমার দ্বারাই পরীক্ষিত তা বিবেচনায় আনেন নি, ব্যাপারটা দুঃখজনক। আশা করি ভুল বুঝবেন না, ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৯:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আসলে আমি বিষয়টা বিতর্ক হিসেবে দেখছি না। জোবায়ের ভাই হয়ত আমাকে একটু বেশিই ভালবাসেন তাই। MustafaKamal (আলাপ) ১৯:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যাপার না ভাইয়েরা। কেউ কারো সম্পাদনা বাতিলে অভিমান করবেন না বা প্রতিদ্বন্দ্বী ভাববেন না। উইকিতে সম্পাদনা বাতিল, কাটা-ছেড়া একটি সাধারণ ব্যাপার। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩০, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]