ব্যবহারকারী আলাপ:Meghmollar2017/সংকলন/২০২১
এটি আমার মূল আলাপ পাতা নয়। এখানে বার্তা লেখা থেকে বিরত থাকুন। বার্তা দেওয়ার জন্য আমার মূল আলাপ পাতা ব্যবহার করুন।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা![সম্পাদনা]
আপনি এবং আপনাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও একই সাথে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য ধন্যবাদ! -শাকিল হোসেন আলাপ ১৬:২২, ৩১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- – ব্যবহারকারী আলাপ পাতায় কোডটি যুক্ত করে নতুন বছরের শুভেচ্ছা জানান
{{subst:ব্যবহারকারী:MdsShakil/ইংরেজি নববর্ষ}}
- @MdsShakil: খুবই অসাধারণ এবং বিশেষ এই শুভেচ্ছাটির অসংখ্য ধন্যবাদ। আপনার জীবনেও নতুন বছর হাসি-আনন্দ এবং বিশেষ অর্জনে পূর্ণ করুক। শুভ নববর্ষ এবং নবদশক! — Meghmollar2017 • আলাপ • ১৮:১৯, ৩১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২০[সম্পাদনা]
শুভেচ্ছা। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:৫২, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: অসংখ্য ধন্যবাদ, ভাইয়া, এই সুন্দর পদকটি দেওয়ার জন্য।
— Meghmollar2017 • আলাপ • ০২:৫৫, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
আজ অউর কাল (১৯৬৩-এর চলচ্চিত্র)[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদি ভাই, আজ অউর কাল (১৯৬৩-এর চলচ্চিত্র) নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। ফয়সাল গ. (আলাপ) ০৫:১৬, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ফয়সাল গ.: ভাই, একটু সময় লাগবে। উইকিফাইল ট্রান্সফারে ইন্টার্নাল সার্ভার এরর দেখাচ্ছে। — Meghmollar2017 • আলাপ • ০৫:১৯, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017:, বিশেষ:আপলোড ব্যবহার করতে পারেন চাইলে। ফয়সাল গ. (আলাপ) ০৫:২০, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ফয়সাল গ.: জি, পারতাম। কিন্তু কোনো একটা কারণে (হয় ব্রাউজার, নয়তো অপারেটিং সিস্টেমের জন্য) আমার মোবাইলের ডাউনলোড ফাইলের এক্সটেনশন বদলে যায়। @MS Sakib এবং কুউ পুলক: ভাইয়েরা সাহায্য করতে পারবেন মনে হয়। — Meghmollar2017 • আলাপ • ০৫:২৫, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: ফাইল কি .webp ফরম্যাটে ডাউনলোড হচ্ছে? এটা হলে আপনি আপনার ব্রাউজার হালনাগাদ করুন। আমি যখন ব্যাক-ডেটেড ব্রাউজার কিংবা ফ্রি-ব্যাসিক্স ব্যবহার করতাম তখন এমন হতো।≈ MS Sakib «আলাপ» ১০:১৯, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ফয়সাল গ.: জি, পারতাম। কিন্তু কোনো একটা কারণে (হয় ব্রাউজার, নয়তো অপারেটিং সিস্টেমের জন্য) আমার মোবাইলের ডাউনলোড ফাইলের এক্সটেনশন বদলে যায়। @MS Sakib এবং কুউ পুলক: ভাইয়েরা সাহায্য করতে পারবেন মনে হয়। — Meghmollar2017 • আলাপ • ০৫:২৫, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @MS Sakib: বিগত চার পাঁচ মাস যাবৎ ক্রোম (এবং ওয়েবভিউ) আপডেট নিচ্ছে না। গুগলে অনুসন্ধান করেছিলাম, কিন্তু সে অনুযায়ী কাজ হয় নি। আবার খুঁজতে হবে এ সমস্যার নতুন কোনো আপডেট এসেছে কিনা। — Meghmollar2017 • আলাপ • ১১:১২, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
শ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদি ভাই, শ্রীলঙ্কা লাইট ইনফ্যান্ট্রি নিবন্ধটির তথ্যছকে চিত্র আপলোড করা প্রয়োজন; আপনি না পারলে এমএস সাকিব ভাইকে বলুন। সাব্বির ফয়সাল (আলাপ) ১৫:৩৪, ৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
Make it say what..[সম্পাদনা]
Make it say what it means and mean what it says অর্থ কী রে গ্যাদা? হীরক রাজা ❯❯❯ আলাপ ১৭:১৬, ৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
@Aishik Rehman: আমি জানি না দাদা! আপনি পারবেন নি কইতে, এর অর্থ কী পারে হইতে? 🤔 — Meghmollar2017 • আলাপ • ১৭:১৮, ৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
Wikipedia Asian Month 2020 Postcard[সম্পাদনা]
Dear Participants, Jury members and Organizers,
Congratulations!
It's Wikipedia Asian Month's honor to have you all participated in Wikipedia Asian Month 2020, the sixth Wikipedia Asian Month. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the Wikipedia Asian Month International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2020. Please kindly fill the form, let the postcard can send to you asap!
- This form will be closed at February 15.
- For tracking the progress of postcard delivery, please check this page.
Cheers!
Thank you and best regards,
Wikipedia Asian Month International Team, 2021.01বিজয়বাহু পদাতিক রেজিমেন্ট[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদি ভাই, বিজয়বাহু পদাতিক রেজিমেন্ট নিবন্ধটির আন্তঃভাষা সংযোগ করে দিন (Vijayabahu Infantry Regiment হচ্ছে নিবন্ধটির ইংরেজি সংস্করণ)। ফয়সাল ফজলু (আলাপ) ০৪:১৪, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ফয়সাল ফজলু:
করা হয়েছে — Meghmollar2017 • আলাপ • ০৪:১৫, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017:, @আদি ভাই, আন্তঃভাষা (অন্যান্য ভাষার উইকির সঙ্গে সংযোগ) এখনো প্রদর্শিত হচ্ছেনা। ফয়সাল ফজলু (আলাপ) ০৪:১৮, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ফয়সাল ফজলু: পাতার ক্যাশে পরিষ্কার করুন। সরাসরি উইকিউপাত্ত থেকে যোগ দেওয়া হয়েছে। তাই সমগ্র উইকিতে হালনাগাদ হতে বেশি সময় লাগার কথা নয়। — Meghmollar2017 • আলাপ • ০৪:১৮, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017:, @আদি ভাই, এখন আন্তঃভাষা দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ফয়সাল ফজলু (আলাপ) ০৪:২১, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
মাদ্রাজ বিশ্ববিদ্যালয়[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদিভাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় নিবন্ধটি ঠিক নেই (অস্বাভাবিক দেখাচ্ছে); ঠিক করে দিন (দয়া করে দেখুন নিবন্ধটি)। ফয়সাল সায়েম (আলাপ) ০৬:০০, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
Wikipedia Asian Month 2020 Postcard[সম্পাদনা]
Dear Participants and Organizers,
Kindly remind you that we only collect the information for Wikipedia Asian Month postcard 15/02/2021 UTC 23:59. If you haven't filled the Google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.
Cheers!
Thank you and best regards,
উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ - পর্যালোচনা পদক[সম্পাদনা]
পর্যালোচনা পদক • উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ • সুপ্রিয় Meghmollar2017, |
চমৎকার![সম্পাদনা]
![]() |
দারুণ করছেন! |
শুভকামনা! Knw360 (আলাপ) ১৯:২৬, ১১ জানুয়ারি ২০২১ (ইউটিসি) |
পরিষ্করণ দরকার[সম্পাদনা]
চরিত্র সমূহ অংশ বাঁশরি (নাটক) Wikifulness (আলাপ) ১০:১৮, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Wikifulness: চরিত্রসমূহ অংশে ঠিক কী ধরনের পরিষ্করণ দরকার৷ সেটি বোধগম্য হয়নি। কারণ, সেখানে একটা তালিকা-ভিন্ন আর কিছু নেই। যাই হোক, আমি নিবন্ধটিতে অন্যান্য কিছু পরিষ্করণ ও উইকিফাই করেছি। ব্যবহারকারীদের এইরকম সমস্যার সমাধানের জন্য আমরা উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ (রসনিমা) তৈরি করছি। সংঘটি চালু হলে এখানে খুব সহজেই পরিষ্করণের অনুরোধ করতে পারবেন। সংঘের হালনাগাদ জানতে এখানে নজর রাখতে পারেন। এছাড়া যেকোনো সমস্যায় আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। আপনার সম্পাদনা শুভ হোক। — Meghmollar2017 • আলাপ • ১০:৩৮, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
obj Wikifulness (আলাপ) ১০:৪০, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Wikifulness: নিবন্ধে আর কোনো obj নেই। :) আপনার প্রদত্ত নিবন্ধগুলো আমার বিবেচনায় রইল। রসনিমা সংঘের কাজের জন্য এখন নতুন নিবন্ধ তৈরিতে খুব একটা সময় দিতে পারছি না। আপনি যদি পারেন, তবে অনুবাদের কাজ করতে থাকুন। আমার যতটুকু সম্ভব হয়, আমি সাহায্য করবো। — Meghmollar2017 • আলাপ • ১০:৪২, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
obj সরানোর জন্য ধন্যবাদ। Wikifulness (আলাপ) ১০:৪৩, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
আমি অনুবাদ করতে পারিনা। পদ্ধতি জানা নেই। Wikifulness (আলাপ) ১০:৪৪, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Wikifulness: কোনো ব্যাপার নয়; অনুবাদ করা খুবই সহজ। মনে করুন, আপনার কাছে দুইটি অপশন। আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন, তবে বিশেষ:বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্রথমে যান্ত্রিক অনুবাদ তৈরি হবে, আপনি ধীরে ধীরে সেটিকে সংশোধন করে তারপর প্রকাশ করবেন। মোবাইল থেকে এই পদ্ধতি কিছুটা সমস্যা করে। সেক্ষেত্রে আপনি ইংরেজি উইকি থেকে একটি একটি করে অনুচ্ছেদের উৎস কোড কপি করে এনে, তারপর ধীরে ধীরে অনুবাদ করতে পারেন।
- বিষয়বস্তু অনুবাদের ক্ষেত্রে ভাষা সংযোগ স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়ে যাবে। যদি মোবাইল থেকে করেন, তবে ডেস্কটপ মোডে গিয়ে হাতের বাম পাশের মেনু বারে "আন্তঃসংযোগ দিন" লেখায় ক্লিক করলে ভাষা সংযোগের অপশন আসবে।
- আপনি উপরের যেকোনো এক পদ্ধতিতে কাজ করতে পারেন। তবুও কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। শুভেচ্ছা! :) — Meghmollar2017 • আলাপ • ১০:৫৪, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
ডেক্সটপ মোড কী? Wikifulness (আলাপ) ১১:১৩, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
আমি মোবাইলে কাজ করি। Wikifulness (আলাপ) ১১:১৫, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Wikifulness: আপনি মোবাইল সংস্করণ থেকে প্রতিটি পাতার নিচে এরকম লেখা দেখতে পাবেন:
- বিষয়বস্তু CC BY-SA 3.0-এর আওতায় প্রকাশিত যদি না অন্য কিছু নির্ধারিত থাকে।
- গোপনীয়তার নীতি • ব্যবহারের শর্তাবলী • ডেস্কটপ
- এই ডেস্কটপ লেখা স্থানে ক্লিক করলে আপনি সাইটের ডেস্কটপ সংস্করণে প্রবেশ করবেন। — Meghmollar2017 • আলাপ • ১১:১৭, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- পুনশ্চঃ @Wikifulness: মোবাইল থেকে ডেস্কটপ মোডে প্রবেশ না করেও আপনি কাজটি করতে পারবেন, যদি উচ্চতর মোড চালু করা থাকে। সেক্ষেত্রে পাতার উপরে ডান পাশে তিনটি ডট চিহ্নে অনেকগুলো লিংক পাবেন। তার মধ্যে একটি থাকবে "উইকিউপাত্ত আইটেম"। এতে ক্লিক করে যে পাতা আসবে, সেখানে উইকিপিডিয়া লেখার পাশে কলম বোতামে চাপলে একটি ফরম আসবে। সেখানে প্রথম ঘরে "bnwiki" এবং দ্বিতীয় ঘরে নিবন্ধের নাম যোগ করবেন। এই কাজটি ইংরেজি উইকির নিবন্ধ থেকে করতে হবে। মোবাইলের জন্য উচ্চতর মোড বাম পাশের সেটিংসে পাবেন। — Meghmollar2017 • আলাপ • ১১:২২, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
ধন্যবাদ। চেষ্টা করে দেখব। Wikifulness (আলাপ) ১৩:২২, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
সম্ভব হলে বাংলায় অনুবাদ করুন[সম্পাদনা]
https://en.m.wikipedia.org/wiki/Prakritir_Pratisodh Wikifulness (আলাপ) ১০:৩৬, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
https://en.m.wikipedia.org/wiki/Jibita_o_Mrita Wikifulness (আলাপ) ১০:৩৮, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
https://en.m.wikipedia.org/wiki/Denapaona Wikifulness (আলাপ) ১০:৩৯, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
গোল্ডেন রাইস[সম্পাদনা]
এই পাতাটি প্রায় পুরোটাই গোল্ডেন রাইস এর উইকিপিডিয়া ইংরেজি পাতা থেকে অনুদিত। এটি কোনোভাবেই মৌলিক গবেষণা নয়। Golden Rice Bangla (আলাপ) ১১:৩১, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Golden Rice Bangla: অপসারণ প্রস্তাবনায় আপনার বার্তা রাখুন। নিবন্ধ থেকে ট্যাগ সরাবেন না, ট্যাগ আনইনভলভ কোনো ব্যবহারকারী অপসারণ করবেন। ট্যাগ থাকা অবস্থাতেই আপনি কাজ চালিয়ে যেতে পারেন।
- বাংলাদেশের প্রেক্ষাপট অংশটুকু পুরোটাই মৌলিক গবেষণা। সেই অংশে যথাযথভাবে তথ্যসূত্র যোগ করুন অথবা অংশটি মুছে দিন। এছাড়া অন্যান্য কোনোভাবে সাহায্যের প্রয়োজন হলে আমার আলাপ পাতা বার্তা প্রদানের জন্য উন্মুক্ত। আপনাকে ধন্যবাদ। — Meghmollar2017 • আলাপ • ১২:৩৪, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তথ্যসূত্র যোগ করার চেষ্টা করছি। Golden Rice Bangla (আলাপ) ১২:৩৯, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Golden Rice Bangla: আপনাকে এখান থেকে ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন করার পরামর্শ দিচ্ছি, আপনার কোন নিকনেম বা নিজের নাম ব্যবহারকারী নাম হিসাবে ব্যবহার করতে পারেন -শাকিল হোসেন আলাপ ১৩:০৫, ১২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
সাহায্য[সম্পাদনা]
একটু সাহায্য করবেন? চলচ্চিত্র বিষয়ক নিবন্ধের শিরোনাম কিভাবে বাঁকিয়ে মানে italics করে লিখতে হয়? আমি চলচ্চিত্র বিষয়ক নিবন্ধ তৈরী করতে গিয়ে এই সমস্যায় পড়েছি। সাহায্য করুন। --তমালকৃষ্ণ মণ্ডল (আলাপ) ০৬:২৭, ১৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @তমালকৃষ্ণ মণ্ডল: সাধারণত {{তথ্যছক চলচ্চিত্র}} ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে ইটালিক শিরোনাম তৈরি হয়। তথ্যছক ব্যবহার না করলে {{বাঁকা শিরোনাম}} কাজে দেবে।
- আর, একটি বিষয় হলো যে, অতীত কোনো কারণে হেসিটেট করবেন না; আমি খুবই কষ্ট পাবো। উইকিপিডিয়া ভার্চুয়াল হলেও, এটি আমাদের সাথে গভীরভাবে জড়িয়ে গেছে। কেউ আমার কারণে আঘাত পেলে, আমারই খারাপ লাগবে। :( আশা করি, বৈরিতা রাখবেন না; আর অতীতে আমার কথায় আঘাত পেয়ে থাকলে, সেগুলো ক্ষমা করে দেবেন। — Meghmollar2017 • আলাপ • ০৬:৩৪, ১৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
না দাদা। আসলে ভুলগুলো আমারই হয়েছিল,আমি না বুঝে অনেককিছু করেছিলাম। আমি একটু আবেগে ভেসে গিয়েছিলাম। আমাকেও ক্ষমা করবেন দাদা। নমস্কার 🙏 অসংখ্য ধন্যবাদ সাহায্যের জন্য। --•তমালকৃষ্ণ মণ্ডল (আলাপ) ০৬:৩৯, ১৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
দৃষ্টি আকর্ষণ[সম্পাদনা]
en:Wars of national liberation এটা একটু দেখো। মুক্তিযুদ্ধ বা liberation war আর স্বাধীনতা যুদ্ধ বা war of independence দুটো এক হলেও কিছু পার্থক্য মনে হয় আছে, যেমন গেরিলা যুদ্ধ, আমি এইমাত্র দেখলাম। তুমি পড়ে দেখো। নিবন্ধটি বাংলায় অনুবাদ হওয়া দরকার। 116.58.201.237 (আলাপ) ০৬:০৬, ২২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- বিষয়টা আসলেই বেশ সতন্ত্র, উপনিবেশ বিরোধিতা, গেরিলা যুদ্ধ, সকল যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সাহায্য, কিছুটা সাতন্ত্র্যের গন্ধ পাচ্ছি। পড়ে দেখতে পারো,
Wars of national liberation or national liberation revolutions are conflicts fought by nations to gain independence. The term is used in conjunction with wars against foreign powers (or at least those perceived as foreign) to establish separate sovereign states for the rebelling nationality. From a different point of view, such wars are called insurgencies, rebellions, or wars of independence.[1] Guerrilla warfare or asymmetric warfare is often utilized by groups labeled as national liberation movements, often with support from other states. The term "wars of national liberation" is most commonly used for those fought during the decolonization movement. Since these were primarily in the third world against Western powers and their economic influence and a major aspect of the Cold War, the phrase itself has often been viewed as biased or pejorative.[2] Some of these wars were either vocally or materially supported by the Soviet Union, which stated itself to be an anti-imperialist power, supporting the replacement of western-backed governments with local communist or other non pro-western parties.[1][3] However, this did not always guarantee Soviet influence in those countries. In addition to and increasingly in competition to the Soviet Union, the People's Republic of China presented themselves as models of independent nationalist development outside of Western influence, particularly as such posturing and other longterm hostility meant they were regarded as a threat to Western power and regarded themselves as such, using their resources to politically, economically and militarily assist movements such as in Vietnam. In January 1961 Soviet premier Nikita Khrushchev pledged support for "wars of national liberation" throughout the world.[4]
116.58.201.237 (আলাপ) ০৬:১১, ২২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- en:Liberation movement এটাও দেখতে পারো, এছাড়া মুক্তিযুদ্ধের আগের ভিডিও ফুটেজগুলোতে শেখ মুজিবুর রহমানকে en:Emancipation শব্দটিও বারবার ব্যবহার করতে দেখেছি। 116.58.201.237 (আলাপ) ০৬:১৬, ২২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @116.58.201.237: ভাই, এসব দেখে আমায় কী করতে বলেন? আমার ঠিক বোধগম্য হলো না। যাই হোক, আপনি Lazy-restless নাকি Sourav Haldar? — Meghmollar2017 • আলাপ • ০৬:৩৭, ২২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- Lazy-restless. তুমি সবসময় এসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক করো। তাই তোমাকে কিছু খোরাক দিলাম। 116.58.201.148 (আলাপ) ০৮:১৯, ২২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @116.58.201.237: ভাই, এসব দেখে আমায় কী করতে বলেন? আমার ঠিক বোধগম্য হলো না। যাই হোক, আপনি Lazy-restless নাকি Sourav Haldar? — Meghmollar2017 • আলাপ • ০৬:৩৭, ২২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
পরামর্শ[সম্পাদনা]
@Meghmollar2017: একটি নতুন নিবন্ধ লিখতে চাই।এজন্য কিভাবে খেলাঘর ব্যবহার করবো। সে বিষয়ে তোমার পরামর্শ চাচ্ছি। নিবন্ধটি সম্পূর্ন হবার পর কিভাবে পেশ করবো সেটাও জানতে চাচ্ছি। সাজিদ বার্তা দিন ০৪:৩২, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ShazidSharif2001: ভাই, ট্যাকটিক্যালি আপনার যেকোনো ব্যবহারকারী উপপাতাই আপনার খেলাঘর। তবে এই লিংক ব্যবহার করে আপনার খেলাঘর সম্পাদনা করতে পারবেন। খেলাঘরে নিবন্ধ তৈরি করার নির্দিষ্ট কোনো প্রক্রিয়া বা নিয়ম নেই। আপনি যতদিন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, সেভাবে সময় নিয়ে নিবন্ধ তৈরি করতে পারেন। কেউ আপনার উপপাতায় বাধা দেবে না। সাধারণ নিবন্ধ যেভাবে তৈরি করেন, খেলাঘরে নিবন্ধ তৈরিও সেরকমই। ইংরেজি নিবন্ধ কপি করে আপনার খেলাঘরে পেস্ট করে অনুবাদ করতে পারেন। বিশেষ:বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করলে, উপরে একটি অপশন পাবেন, টার্গেট পেজটি কোথায় প্রকাশ করা হবে। আপনি শিরোনাম সম্পাদনা করে খেলাঘরে প্রকাশ করতে পারেন।
- খেলাঘরে নিবন্ধের কাজ শেষ হওয়ার পর সেটি মূল নামস্থানে স্থানান্তর করুন। এজন্য বিশেষ:পাতা স্থানান্তর ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে নামস্থান "ব্যবহারকারী" থেকে "(প্রধান)" নির্ধারণ করতে হবে। অথবা আপনি পুরো নিবন্ধটা কপি করে মূল নামস্থানে পেস্ট করেও নিবন্ধ প্রকাশ করতে পারেন। দ্বিতীয় ক্ষেত্রে হবে কি, আপনার নিবন্ধের ইতিহাস পরিষ্কার থাকবে। এটা আফতাব ভাইয়ের টেকনিক।
- আপনি চাইলে আমার খেলাঘর উপপাতার বিন্যাস ব্যবহার করতে পারেন।
শুভকামনা! — Meghmollar2017 • আলাপ • ০৪:৫৩, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: এটা কোনো অনুবাদ নয়। একজন ব্যক্তি সম্পর্কে।আমার কাছে প্রয়োজনীয় তথ্যসূত্র রয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যছক কোথায় পাবো। সাজিদ বার্তা দিন ০৪:৫৭, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ShazidSharif2001: সেটাও আপনি খেলাঘরেই করতে পারেন। আমি কিছুদিন আগে “সাদাত রহমান” নামে নিবন্ধ তৈরি করেছিলাম, সেটি দেখতে পারেন। আর তথ্যছকের জন্য সম্পর্কিত ব্যক্তির অনেক তথ্যছক আছে। সাধারণ: {{তথ্যছক ব্যক্তি}}, {{তথ্যছক ধর্মীয় জীবনী}} ইত্যাদি। আপনি যার নামে নিবন্ধ তৈরি করছেন তিনি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) অনুসরণ করে কিনা নিশ্চিত হয়ে নিন। তাহলে আর কোনো সমস্যা নেই। — Meghmollar2017 • আলাপ • ০৫:০৩, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: ধন্যবাদ। সাজিদ বার্তা দিন ০৫:০৪, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: স্বয়ংক্রিয় ছাকন থেকে পরিত্রাণ পাবার উপায়? সাজিদ বার্তা দিন ০৭:১০, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: ধন্যবাদ। সাজিদ বার্তা দিন ০৫:০৪, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
@ShazidSharif2001: সাধারণ ব্যবহারকারী হিসেবে একটাই উপায়: ছাঁকনি যেই তথ্যসূত্র বাদ দিতে বলছে, সেটা বাদ দেওয়া। যেগুলো ছাঁকনিভুক্ত সূত্র, সেগুলো নির্ভরযোগ্য সূত্র নয়; হয় ব্লগ, নয় স্প্যামসাইট। সেগুলো বাদ দেওয়াটাই ভালো। — Meghmollar2017 • আলাপ • ০৭:১৩, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: একটি সরঞ্জামের সাহায্য নিলাম।নির্ভরযোগ্য পিডিএফ কি তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যায়? আমার সর্বশেষ সম্পাদনাটি দেখো। সাজিদ বার্তা দিন ০৭:১৮, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ShazidSharif2001: পিডিএফ ব্যবহার করা যাবে। তবে ব্যক্তির উল্লেখযোগ্যতা নিয়ে আমি অতটা নিশ্চিত নই। আপনি এ বিষয়ে আফতাব ভাইয়ের সাথে আলোচনা করুন। আর নিবন্ধের নামকরণে
ড.“মোজাম্মেল হক খান” ব্যবহার করুন। — Meghmollar2017 • আলাপ • ০৭:৩৭, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)- @Meghmollar2017: আচ্ছা। সাজিদ বার্তা দিন ০৭:৪৭, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ShazidSharif2001: পিডিএফ ব্যবহার করা যাবে। তবে ব্যক্তির উল্লেখযোগ্যতা নিয়ে আমি অতটা নিশ্চিত নই। আপনি এ বিষয়ে আফতাব ভাইয়ের সাথে আলোচনা করুন। আর নিবন্ধের নামকরণে
বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম[সম্পাদনা]
বন্ধু আশা করি ভালো আছিস, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস। আমি যথাসম্ভব সকল তথ্যসূত্র যোগ করেছি বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জাম তালিকায়। পারলে একটু চেক করে দেখতো বন্ধু। Dibosh Chakma (আলাপ) ১২:৫২, ২৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- সামরিক সরঞ্জামাদির তথ্যসূত্রের যথার্থতা বিষয়ে আমার ধারণা কম। আগেরবার শাকিলের সাহায্য নিয়েছিলাম। @আফতাবুজ্জামান: ভাই, এবারকে সাহায্য করুন। — Meghmollar2017 • আলাপ • ১৩:২২, ২৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
স্থানান্তর[সম্পাদনা]
সক্রিয় হলে উইকিপিডিয়া:MD SHARIF AL AMIN এই পাতাটি পুনর্নির্দেশ ছাড়া ব্যবহারকারী:MD SHARIF AL AMIN এ স্থানান্তর করে দিয়েন😶 —শাকিল হোসেন আলাপ ০৮:১৯, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: ব্যবহারকারী তাঁর পাতা আবার তৈরি করেছেন। কাজেই, উইকিপিডিয়া নামস্থানের পাতাটি মুছে দিলেই হবে। কোনো প্রশাসক সক্রিয় হলে প্রথমেই এটি চোখে পড়বে।
— Meghmollar2017 • আলাপ • ০৯:২২, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- এটা প্রকল্প পাতা থেকে স্থানান্তর প্রয়োজন। ব্যবহারকারীর নামস্থানে করাটাই ভালো হবে —শাকিল হোসেন আলাপ ০৪:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @MdsShakil:
করা হয়েছে। — Meghmollar2017 • আলাপ • ০৪:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @MdsShakil:
Enabling Section Translation on Bengali Wikipedia[সম্পাদনা]
হ্যালো Meghmollar2017
I trust this message meets you well. I am Uzoma, the new Community Relations Specialist supporting the Language team, nice to meet you.
We, the Language team plan to improve the mobile translation experience with Section Translation enablement in Bengali Wikipedia. This announcement contains the details.
Since you translate articles, we thought it might be of your interest. Please, feel free to provide any feedback.
Thanks!
UOzurumba (WMF) (আলাপ) ১০:৩৫, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
রসনিমা কিভাবে কাজ করবে?[সম্পাদনা]
একটা নিবন্ধে কি সবাই মিলে কাজ করবে? নাকি একজন একটি করে নিবন্ধে কাজ করবে? ব্যক্তিগত মতে একের অধিকজন কাজ করলে ভালো হবে। তবে সেক্ষেত্রে সম্পাদনা দন্দ্ব দূরে রাখতে হবে। নাইম (আলাপ) ০৫:৪৭, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ইফতেখার নাইম: আপনার প্রশ্নের উত্তর একই সাথে হ্যাঁ এবং না।
রসনিমার দুইটি আলাদা শাখা; রচনা সংশোধন শাখা এবং নিবন্ধ মানোন্নয়ন শাখা।
- রচনা সংশোধন, যেমন: বানান ঠিক করা, ব্যাকরণ ঠিক করা ইত্যাদির জন্য একসাথে একাধিক ব্যক্তির কাজ করার প্রয়োজন হয় না। তাই সেখানে (সাধারণ অবস্থায় কিংবা কোনো প্রতিযোগিতায়) ব্যবহারকারী একা কাজ করবেন।
- অন্যদিকে, মানোন্নয়নে অনেকে মিলে কাজ করলে কাজ দ্রুত এগোবে; বিশেষ করে নির্বাচিত নিবন্ধ হিসেবে মানোন্নয়নের লক্ষ্য নেওয়া নিবন্ধটিতে। সেখানে আমরা সবাই একসাথে কাজ করব।
- কিন্তু সংঘের নিয়মিত আয়োজন হিসেবে মানোন্নয়ন অভিযান বা অনিয়মিত কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আলাদা ক্রেডিটের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা একসাথে কাজ করতে অনুৎসাহিত করব। প্রতিযোগিতায় সম্পাদনা দ্বন্দ্ব এড়ানোর জন্য {{রসনিমা কাজ চলছে}} ব্যবহার করতে পারবেন। আলাদা নিবন্ধে কাজ করার সুবিধা হবে: নিবন্ধে সম্পাদনা দ্বন্দ্ব হবে না এবং একই সাথে একাধিক নিবন্ধে উন্নয়ন কাজ হবে। তবুও, যদি কেউ একসাথে কাজ করতে চান, তাহলে সমানুপাতিক হারে ক্রেডিট দেওয়া হবে। এ বিষয়ে এখানে কিছু সাধারণ প্রশ্নের উত্তর পাবেন। তবে লক্ষ্যণীয় যে, এখানের সমস্ত প্রশ্নের উত্তর কেবলমাত্র অভিযান সম্পর্কিত এবং নির্বাচিত নিবন্ধ অভিযানের আওতাভুক্ত হবে না।
- বার্তাটি অত্যন্ত দীর্ঘ হয়ে গেল। আপনার যদি বার্তার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই বলবেন।
— Meghmollar2017 • আলাপ • ০৬:১২, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- বার্তাটি অত্যন্ত দীর্ঘ হয়ে গেল। আপনার যদি বার্তার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই বলবেন।
- @ইফতেখার নাইম: পুনশ্চঃ আগের সংস্করণের বার্তাটি জটিল হয়ে গিয়েছিল। অনুগ্রহ করে নতুন সংস্করণটি পুনর্বার পড়ুন। তাছাড়া, চলতি মাসে (জানুয়ারি) প্রদত্ত কিছু নীতিনির্ধারণী প্রস্তাবনায় এরকম কিছু সিদ্ধান্তের পক্ষে মতামত এসেছে। এই আলোচনা সংঘের কার্যক্রম বুঝতে আপনার সহায়ক হবে। — Meghmollar2017 • আলাপ • ০৬:২১, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
মাদ্রাজ টু পন্ডিচেরি[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদি ভাই, মাদ্রাজ টু পন্ডিচেরি পাতাটির সঙ্গে Madras to Pondicherry নিবন্ধটির আন্তঃভাষা সংযোগ করে দিন, এবং মাদ্রাজ টু পন্ডিচেরি পাতাটিতে চিত্র আপলোড করে দিন। সৈকত মারুফ (আলাপ) ১৩:৩৭, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- ইতোমধ্যে কুউ পুলক ভাই করে দিয়েছেন৷ :) — Meghmollar2017 • আলাপ • ১৩:৪০, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ - ফরম পূরণ করুন[সম্পাদনা]
![]() |
সুপ্রিয় অবদানকারী, |
গোলমাল[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদি ভাই, গোলমাল নিবন্ধটিকে Gol Maal নিবন্ধটির সঙ্গে আন্তঃভাষা সংযোগ করে দিন এবং গোলমাল নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। রাসেল নাবিল (আলাপ) ১৫:১৩, ৩১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017:, শুধু চিত্রটা আপলোড করে দিন (নিবন্ধটির ইংরেজি সংস্করণ থেকে)। রাসেল জাভেদ (আলাপ) ১৫:২৪, ৩১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- এটিও ইতোমধ্যে অন্য একজন করে দিয়েছেন। :) — Meghmollar2017 • আলাপ • ১৬:২১, ৩১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
পরামর্শ[সম্পাদনা]
সুপ্রিয় আদিভাই, আপনি বর্তমানে এই বাংলা উইকিপিডিয়াতে সক্রিয় অবদানকারী হিসেবে কাজ করে যাচ্ছেন, এর জন্য ধন্যবাদ। আমার পরামর্শ হলো, আপনি প্রশাসকদের নিকট রোলব্যাক অধিকারের জন্য আবেদন করতে পারেন। কারন সম্পাদনা বাতিলকরনে আমি আপনার ভালো অবদানের আশাবাদী। ধন্যবাদ। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৬:০২, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- ধন্যবাদ, সাফী ভাই। আমিও ভাবছিলাম রোলব্যাক অধিকার নেওয়ার কথা। তবে, টুইংকল, মোবাইল আনডু আর পুনরানয়ন টুল দিয়েই মোটামুটি সব কাজ হয়ে যায়। তাছাড়া ইতোমধ্যে প্রয়োজনসাপেক্ষে দু-দুটো অধিকার আমার অ্যাকাউন্টের সাথে যুক্ত করেছি। তবুও, আপনি যখন বলছেন, তখন আরেকবার বিবেচনা করাই যায়।
আপনাকে আবারও ধন্যবাদ। — Meghmollar2017 • আলাপ • ১৬:১৮, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-05[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সমস্যা
- সম্পাদনা পার্থক্যে আইপিভি৬ ঠিকানাগুলি ছোট হাতের অক্ষরে দেখানো হত। এর ফলে অকার্যকর লিঙ্কের সৃষ্টি হচ্ছিল কারণ বিশেষ:অবদান আইপিদের জন্য কেবল বড় হাতের অক্ষর গ্রহণ করে। এটি ঠিক করা হয়েছে। [১]
এই সপ্তাহের পরিবর্তনসমূহ
- আপনি শীঘ্রই বহুভাষিক উইকিসংকলনের পৃষ্ঠাগুলির লিঙ্ক উইকিউপাত্তে যোগ করতে পারবেন। [২]
- প্রায়ই সম্পাদকরা দুটি আইটেমের মধ্যে একটি ফাঁক তৈরি করতে একটি "অ-ভাঙ্গন শূন্যস্থান" ব্যবহার করে, পড়ার সময় যা লেখাগুলিকে একসাথে দেখায়। এটি একটি লাইন বিরতি এড়াতে ব্যবহার করা যেতে পারে। আপনি এখন ২০১০, ২০১৭, এবং দৃশ্যমান সম্পাদনার বিশেষ অক্ষর সরঞ্জামের মাধ্যমে এটি যোগ করতে সক্ষম হবেন। দৃশ্যমান সম্পাদনায় অক্ষরটিকে একটি ধূসর পটভূমিতে দেখানো হবে। [৩][৪]
উইকিগুলি খারাপ সম্পাদনা বন্ধ করতে অপব্যবহার ছাঁকনি ব্যবহার করে। ছাঁকনি রক্ষণাবেক্ষণকারীরা এখন
1.2.3.4 - 1.2.3.55
-এর মত সিনট্যাক্স ব্যবহার করতে পারেন এবং সেই সাথে আইপি পরিসীমার জন্য1.2.3.4/27
-এর মত সিনট্যাক্স ব্যবহার করতে পারেন। [৫]মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২ ফেব্রুয়ারি থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ৩ ফেব্রুয়ারি থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ৪ ফেব্রুয়ারি থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- মিনের্ভা হচ্ছে একটি আবরণ যা মোবাইল ডিভাইসগুলির জন্য উইকিমিডিয়ার উইকিগুলিতে ব্যবহৃত হয়। একটি পৃষ্ঠা সুরক্ষিত থাকলে, আপনি তা সম্পাদনা করতে না পারলেও আপনি সাধারণত সেটির উৎস উইকিকোড পড়তে পারেন। এটি মোবাইল ডিভাইসে মিনের্ভাতে কাজ করে না। এটি ঠিক করা হচ্ছে। কিছু ক্ষেত্রে একটির উপর আরেক লেখা চলে আসতে পারে। মোবাইলে কাজ করার জন্য আপনার সম্প্রদায়কে মিডিয়াউইকি:Protectedpagetext হালনাগাদ করতে হবে। আরও পড়ুন। [৬][৭]
ক্লাউড ভিপিএস এবং টুলফোর্জ, উইকির সাথে যোগাযোগের জন্য তাদের ব্যবহৃত আইপি ঠিকানা পরিবর্তন করবে। নতুন আইপি ঠিকানা হবে
185.15.56.1
। এটি ৮ ফেব্রুয়ারি করা হবে। আরও পড়ুন।
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
২২:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
রসনিমার কাজ শুরু প্রসঙ্গে[সম্পাদনা]
রসনিমার তৈরির কাজ কত দিনে সম্পূর্ণ হতে পারে? আর এখন কি রসনিমার তালিকায় থাকা নিবন্ধ নিয়ে কাজ করতে পারি? নাইম (আলাপ) ০৮:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ইফতেখার নাইম: প্রায় শেষ! শুধু মানোন্নয়নের নির্দেশনা পাতাটি তৈরি হয়ে গেলেই হাবের কাজ শেষ হয়ে যাবে। তারপর পূর্বঘোষণা অনুযায়ী মার্চের শুরু থেকেই নিয়মিত আয়োজন (অভিযান এবং মহোৎসব) চলবে। তালিকা এবং অনুরোধ পাতাদ্বয় ইতোমধ্যে উন্মুক্ত; এই সপ্তাহেই এ সংক্রান্ত ঘোষণা আলোচনাসভায় দিয়ে দেব (ফেব্রুয়ারি পরিক্রমায়)। আর, তালিকা থেকে কাজ করার আগে একটু অপেক্ষা করার অনুরোধ করব। কারণ এই তালিকা থেকে বেছে বেছে কয়েকটি নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতার তালিকায় যুক্ত করা হবে। এ বিষয়ে অংকন ভাই আর আফতাব ভাইয়ের সাথে কথা বলেছি। :) তাহলে আপনার কাজটি প্রতিযোগিতারও অন্তর্ভুক্ত হবে। শুভকামনা। — Meghmollar2017 • আলাপ • ০৮:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
পুনশ্চঃ অংকন ভাই বলেছেন যে, উনি আশা করেন সংঘের সদস্যরা প্রতিযোগিতায় নিবন্ধ পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। — Meghmollar2017 • আলাপ • ০৮:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
সাহায্য[সম্পাদনা]
ভাই, ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ বাংলা অনুবাদ করলে কিছু নিবন্ধের চিত্র বাংলা উইকিপিডিয়া কেন ব্যবহার করা যায় না।ইংরেজির উইকিপিডিয়া থেকে লিংক কপি করে পেস্ট করলেও কিছু নিবন্ধেে(যেমনঃ গুড উইল হান্টিং) ছবি কেন বাংলা উইকিপিডিয়া প্রদর্শন করে না।
আরেকটি সমস্যা, কিছুদিন পূর্বে চাক ফিনি নিবন্ধে আমার আপলোড করা চিত্রটিতে চাক ফিনির স্ক্রিনশট.jpg লাইসেন্স জনিত সমস্যা দেখা দিয়েছে ভাই একটু দেখবা। Wiki Nahid NHB (আলাপ) ০৬:২১, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Wiki Nahid NHB: যদি কোনো চিত্র কমন্সে থাকে, তাহলেই সকল উইকিপিডিয়ায় সেটি দৃশ্যমান হবে। কমন্সে চিত্র আপলোডের ক্ষেত্রে কপিরাইট ইস্যু খুব গুরুত্বের সাথে দেখা হয়। কোনো উন্মুক্ত লাইসেন্সের অধীনে চিত্র আপলোড করা না হলে, সেটি মুছে দেওয়া হয়। কপিরাইটযুক্ত চিত্র নিবন্ধে খুব দরকারি (যেমন: লোগো, মৃত ব্যক্তির চিত্র কমন্সে না থাকলে) হলে সেটি স্থানীয় উইকিপিডিয়ায়
চিত্র:
হিসেবে আপলোড করা হয়। এ সংক্রান্ত সুস্পষ্ট নীতিমালা উইকিমিডিয়া প্রকল্পগুলোতে রয়েছে: - এই পাতাগুলোতে বিস্তারিত না পেলে, ইংরেজি ভাষার পাতাগুলো দেখতে পারো। কোনো বিষয়ে খটকা থাকলে প্রশ্ন করো, আমি সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। শুভকামনা।
— Meghmollar2017 • আলাপ • ০৬:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
ভাই, কমন্সের কোন চিত্র বাংলা নিবন্ধে কিভাবে ব্যবহার করতে হয়,তার একটা লিংক দিলে ভাল হতো।😊 Wiki Nahid NHB (আলাপ) ০৬:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Wiki Nahid NHB: কমন্সের চিত্র কিংবা স্থানীয় চিত্র ব্যবহারের নিয়ম একই:
- [[File:file_name.extension|thumb|200px|(ক্যাপশন)]]
- যেমন, Shaheed Minar.JPG চিত্রটি আমি ব্যবহার করতে চাই। আমি লিখব:
- [[File:Shaheed Minar.JPG|thumb|200px|শহীদ মিনার]]।
- তাহলে চিত্র আসবে:
- — Meghmollar2017 • আলাপ • ০৬:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
অনেক দিন ধরে খুঁজছিলাম।অনেক কাজে আসবে।ধন্যবাদ😊। Wiki Nahid NHB (আলাপ) ০৬:২৬, ৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক![সম্পাদনা]
| ||||
![]() |
সুপ্রিয় আদিব ভাই,
মুজিব বর্ষের মহোপলক্ষে আপনি সহ বেশ কয়েকজন নিবেদিত প্রাণ উইকিপিডিয়ানের নিরলস প্রচেষ্টায় বাংলা উইকিপিডিয়ায় “শেখ মুজিবুর রহমান” নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ হিসেবে মনোনীত হয়েছে। তাই, এই শুভক্ষণে আপনাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। – শুভেচ্ছান্তে, |
- @MS Sakib: তোমাকেও ধন্যবাদ। তোমাদের উৎসাহই আমাদের অনুপ্রেরণা। আমাদের সকলের প্রচেষ্টায় উইকিপিডিয়া অনেক দূর এগিয়ে যাক। আবারও ধন্যবাদ।
— Meghmollar2017 • আলাপ • ১৭:৩১, ৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
রসনিমা পরিক্রমা (ফেব্রুয়ারি ২০২১)[সম্পাদনা]
— রসনিমা — |
পরিক্রমা |
ফেব্রুয়ারি ২০২১ - মাঘ ১৪২৭ |
সকলকে বিদায়ী শীতের শিশির-সিক্ত শুভেচ্ছা। আপনারা জেনে আনন্দিত হবেন যে, রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ (রসনিমা) শীঘ্রই নিয়মিত কার্যক্রম শুরু করতে চলেছে। আগামী মার্চ মাসে সংঘের প্রথম নিয়মিত কার্যক্রম হিসেবে রচনা সংশোধন মহোৎসব আয়োজন করা হবে। ইতোমধ্যে সংঘের কেন্দ্রীয় হাবের নির্মাণকাজ প্রায় সমাপ্ত; মানোন্নয়নের লক্ষ্য হিসেবে তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং সংঘের অনুরোধ পাতাগুলো ব্যবহারকারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়া, সংঘের নিয়মিত কার্যক্রম হিসেবে নির্বাচিত নিবন্ধের সংখ্যা বৃদ্ধি, আসন্ন নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, শীঘ্রই চালু হওয়ার অপেক্ষায় থাকা গ্রোথ ফিচার ও উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সাথে সংঘের সমন্বয় ইত্যাদি বিষয়ে সংঘের আলোচনা পাতায় নিয়মিত সভা আহ্বান করা হয়েছে। এতে সম্প্রদায়ের সকলের অংশগ্রহণ কামনা করছি। |
গুরুত্বপূর্ণ ট্যাগ রচনা সংশোধন প্রয়োজন এমন কোনো নিবন্ধ দৃষ্টিগোচর হলে নিচের ট্যাগগুলো যুক্ত করুন; এগুলো সংঘের দৃষ্টিগোচর হবে। {{রচনা সংশোধন}} ~ {{অনুপযুক্ত পুরুষ}} ~ {{বেমানান}} ~ {{রচনা সংশোধন অনুচ্ছেদ}} ~ {{রচনা সংশোধন ইনলাইন}} ~ {{ব্যাকরণ}} ~ {{বানান}} ~ {{বানান সংশোধন}} এছাড়া অন্যান্য সমস্যায় নিচের ট্যাগগুলো ব্যবহার করতে পারেন: |
সংঘে যোগ দিন মেইলিং লিস্টে যোগ দিন |
বার্তা প্রেরক: — Meghmollar2017 • আলাপ • ১৭:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি) |
|
Tech News: 2021-06[সম্পাদনা]
Latest tech news from the Wikimedia technical community. Please tell other users about these changes. Not all changes will affect you. Translations are available.
Recent changes
- The Wikipedia app for Android now has watchlists and talk pages in the app. [৮]
Changes later this week
- You can see edits to chosen pages on Special:Watchlist. You can add pages to your watchlist on every wiki you like. The GlobalWatchlist extension will come to Meta on 11 February. There you can see entries on watched pages on different wikis on the same page. The new watchlist will be found on Special:GlobalWatchlist on Meta. You can choose which wikis to watch and other preferences on Special:GlobalWatchlistSettings on Meta. You can watch up to five wikis. [৯]
The new version of MediaWiki will be on test wikis and MediaWiki.org from 9 February. It will be on non-Wikipedia wikis and some Wikipedias from 10 February. It will be on all wikis from 11 February (calendar).
Future changes
- When admins protect pages the form will use the OOUI look. Special:Import will also get the new look. This will make them easier to use on mobile phones. [১০][১১]
- Some services will not work for a short period of time from 07:00 UTC on 17 February. There might be problems with new short links, new translations, new notifications, adding new items to your reading lists or recording email bounces. This is because of database maintenance. [১২]
Last week Tech News reported that the IP address Cloud VPS and Toolforge use to contact the wikis will change on 8 February. This is delayed. It will happen later instead. [১৩]
Tech news prepared by Tech News writers and posted by bot • Contribute • Translate • Get help • Give feedback • Subscribe or unsubscribe.
১৭:৪২, ৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
সুভাষচন্দ্র বসু নিবন্ধে বই উদ্ধৃতি দিয়ে তথ্যসূত্র[সম্পাদনা]
বিশেষ:পার্থক্য/4875614 এর মতো আলাদা করে বই উদ্ধৃতি দেওয়া ঠিক হবে? নাইম (আলাপ) ১৩:৩১, ৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ইফতেখার নাইম: ভাই, আপনার প্রশ্নটি বুঝিনি। আপনার প্রশ্নটি বোধহয় ছিল, বই থেকে তথ্যসূত্র দিলে সেটি নির্ভরযোগ্য হবে কিনা। যতক্ষণ কোনো বইয়ের উদ্ধৃতি কোনো বইয়ের অর্থকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করছে, ততক্ষণ দেওয়া যাবে। — Meghmollar2017 • আলাপ • ১৩:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ইফতেখার নাইম: এখানে দুটো বিষয় বিবেচ্য। প্রথমত, {{efn}} বাংলায় ঠিকমত কাজ করে না; অন্তত মোবাইল থেকে করে না। (আমাদের মোবাইল ব্যবহারকারীদের প্রতি দৃষ্টি দিতে হবে। কারণ নিবন্ধের ৯০% পাঠক মোবাইল ব্যবহারকারী।) দ্বিতীয়ত, নেস্টেড <ref></ref> ট্যাগ কাজ করে না। অর্থাৎ, একটি রেফ ট্যাগের ভেতরে অন্য রেফ ট্যাগ কাজ করে না। এমতাবস্থায়, টীকার ঠিক পরেই তথ্যসূত্র দিতে উৎসাহিত করব। উল্লেখ্য, শেখ মুজিবুর রহমান নিবন্ধেও আমরা এরকম করেছি। — Meghmollar2017 • আলাপ • ১৩:৫২, ৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
" সুভাষচন্দ্র বসুর পিতা দক্ষিণ চব্বিশ পরগণার মাহিনগরের বিখ্যাত বসু বংশের সন্তান, যারা মাহিনগরের বসু নামে খ্যাত এবং তার মাতা উত্তর কোলকাতার হাটখোলা দত্ত বাড়ির কন্যা ছিলেন৷"
এটা সুভাষচন্দ্রের তুলনায় তার বাবা মাকে বেশি গুরুত্ব দিচ্ছে এটা কীভাবে লেখা উচিৎ? নাইম (আলাপ) ০১:২৬, ১২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ইফতেখার নাইম: “জন্ম ও বংশপরিচয়” ইত্যাদি অনুচ্ছেদের বর্ণনায় দেওয়া যেতে পারে। সেখানে বাবা-মা ও পরিবারের বর্ণনা প্রাসঙ্গিক। বাক্যটিকে একটু সাজিয়ে (দ্বিত্বন এড়িয়ে) এভাবে লেখা যেতে পারে, সুভাষচন্দ্র বসু দক্ষিণ চব্বিশ পরগণার বিখ্যাত “মাহিনগরের বসু” পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা <পিতার নাম ও বর্ণনা> এবং মাতা <মাতার নাম> উত্তর কোলকাতার হাটখোলা দত্ত বাড়ির কন্যা ছিলেন৷ এসব বর্ণনা এখানে শুধু প্রাসঙ্গিকই নয়, যথেষ্ট গুরুত্বও বহন করে। ধন্যবাদান্তে — Meghmollar2017 • আলাপ • ০৩:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
নতুন উইকিপিডিয়া অনুবাদের উপকরণ ব্যবহার করে দেখুন (উইকিপিডিয়া গবেষণা)[সম্পাদনা]
প্রিয় Meghmollar2017,
আপনি একজন বাংলা উইকিপিডিয়া সম্পাদক হওয়ায়, আমি আপনাকে একটি গবেষণা সেশনে যোগ দিতে এবং একটি নতুন সম্পাদনা উপকরণ ব্যবহার করে দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাই। অংশগ্রহণের জন্য ভিডিও কলে ব্যবহার উপযোগী পর্যাপ্ত দ্রুত গতির স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ উপস্থিত থাকা প্রয়োজন।
অংশগ্রহণের জন্য প্রথমে এই সংক্ষিপ্ত ফর্ম পূরণ করুন এবং নির্বাচিত হলে আপনি অংশগ্রহণের দিন / সময় নির্ধারণ করার জন্য ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ পাবেন।
গবেষণা সেশনের সফল সমাপ্তির পরে আপনাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে আমরা আপনার স্থানীয় মুদ্রায় একটি $20USD মূল্যের ভিসা কার্ড প্রদান করতে ইচ্ছুক।
শুভেচ্ছান্তে, EAsikingarmager (WMF) (আলাপ) ১৮:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
এই সমীক্ষা তৃতীয় পক্ষের সেবার মাধ্যমে পরিচালিত হবে, যাদের এই সেবা প্রদানে অতিরিক্ত শর্ত থাকতে পারে। গোপনীয়তা এবং ডেটা-ব্যবস্থাপনা সম্পর্কিত আরও তথ্যের জন্য সমীক্ষার গোপনীয়তার বিবৃতি দেখুন।
আজাকি হালনাগাদ[সম্পাদনা]
-- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান, অসংখ্য ধন্যবাদ। <3 — Meghmollar2017 • আলাপ • ০৪:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
বীর শমশের জঙ্গ বাহাদুর রাণা[সম্পাদনা]
নেপালের রাণা বংশের প্রধানমন্ত্রী বীর শমশের রাণার পুরা নাম শ্রী তিন মহারাজ বীর শমশের জঙ্গ বাহাদুর রাণা৷ এটা শ্রী শ্রী শ্রী করে উচ্চারণ হবে না, তারপর শ্রী ৩ উপযুক্ত৷ এইভাবে নেপালের রাজার নামে শ্রী ৫ মহারাজ-এর সম্বোধন করা আছে, এটা শ্রী শ্রী শ্রী শ্রী শ্রী করে উচ্চারণ হবে না৷ हिमाल सुबेदी (আলাপ) ০৯:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @हिमाल सुबेदी: প্রধানমন্ত্রীর নাম পড়া হয় বা উচ্চারণ করা হয় কীভাবে? শ্রী শ্রী শ্রী... নাকি শ্রী তিন...। "উচ্চারণ" (pronunciation; not spelling) যেরকমভাবে করা হয়, বাংলায় সেটিই রাখা উচিত, বলে আমি মনে করি৷ কারণ নেপালের প্রচলন কিংবা উচ্চারণ-রীতির সাথে বাংলাদেশ ও ভারতের বাঙালিরা পরিচিত হবে না, সেটাই স্বাভাবিক। শুভকামনান্তে — Meghmollar2017 • আলাপ • ০৯:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
সারওয়াত গিলানি[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদি ভাই, সারওয়াত গিলানি নিবন্ধটির তথ্যসূত্র পট করে মুছে দিলেন কেন? আমি নিবন্ধটি বড়ো করছি; সময় দিন; নিবন্ধটির ইংরেজি সংস্করণের সঙ্গে মিল রাখার চেষ্টাটাই করছিলাম। (বিশাল খান) মাহমুদুর রহমান নাঈম (আলাপ) ১৫:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @মাহমুদুর রহমান নাঈম: বিশাল ভাই, ইনস্টাগ্রাম কোনো নির্ভরযোগ্য উৎস নয়। আপনি অন্য কোনো উৎস থেকে তথ্যসূত্র দিয়ে সম্প্রসারণ করুন। শুভকামনান্তে — Meghmollar2017 • আলাপ • ১৫:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017:, @আদি ভাই, ইন্সটাগ্রামের তথ্যসূত্র মুছে দিয়েছি; নিবন্ধটির ইংরেজি সংস্করণে দেওয়া আছে - ; ধন্যবাদ। মাহমুদুর রহমান নাঈম (আলাপ) ১৫:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
অনুবাদ বিষয়ক সাহায্য[সম্পাদনা]
ভাই, পাতা অনুবাদ থেকে কোন নিবন্ধ অনুবাদ করে প্রকাশ করার পর(যেমনঃপাতা দীর্ঘ হওয়ায় সবটুকু অনুবাদ করা সম্ভব হয়নি)। আবার,পাতা অনুবাদ থেকে সেই নিবন্ধটির বাকি অংশ অনুবাদ করে নিবন্ধটি আবার প্রকাশ করলে নিবন্ধটি কি দুইবার প্রকাশ হয়ে যাবে। Wiki Nahid NHB (আলাপ) ১৪:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Wiki Nahid NHB: বার্তাটি ভুল জায়গায় দেওয়ায় আমার কাছে কোনো নোটিফিকেশন আসেনি। যার কারণে সময়মতো উত্তর দেওয়াও সম্ভব হয়নি। অনুবাদ টুলটি ব্যবহার করার অভিজ্ঞতা আমার তেমন নাই। টুলটি যথেষ্ট সমস্যা করে; এবং টুলে অভ্যস্ত হয়ে গেলে উৎস সম্পাদনায় ফিরে আসা খুবই কঠিন হয়ে যায়। যেহেতু এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, তাই এ ধরনের সমস্যা কেন হয়, সমস্যার সমাধানের কোনো সঠিক উত্তর আমার জানা নেই। তবে হ্যাঁ, আলাদা আলাদা করে অনুবাদ প্রকাশ করলে পাতা দুইবারই প্রকাশিত হবে। এ সমস্যা সমাধানের জন্য “অনুচ্ছেদ অনুবাদ” টুলটি ব্যবহার করতে পারো। এট সম্প্রতিই [শুধুমাত্র] মোবাইল ব্যবহারকারীদের জন্য বিশেষায়িত করে তৈরি করা হয়েছে। এটি বিশেষ:বিষয়বস্তু অনুবাদ ঠিকানাতেই পাওয়া যাবে। এটি ব্যবহার করে একেবারে পুরো নিবন্ধে কাজ না করে অনুচ্ছেদ আকারে কাজ করতে পারবে। তবে প্রাথমিক অবস্থায় টুলটিতে কেবল পরামর্শকৃত নিবন্ধই সম্প্রসারণ করতে পারবে। এই সমস্যা কিছুদিনের সমাধান করা হবে। আপাতত @Yahya: ভাইয়ের একটি টুল আছে, সেটা কাজে দেবে। শুভকামনা। আর হ্যাঁ, এরপর থেকে বার্তা এই পাতায় দেবে, নাইলে কোনো নোটিফিকেশন আসবে না, আর রিপ্লাইও পাবা না। :P — Meghmollar2017 • আলাপ • ১৪:২৮, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)
- পিং করার জন্য আদিবকে ধন্যবাদ। @Wiki Nahid NHB: না, দুই বার প্রকাশ হবে না। যদি দ্বিতীয় বা তৃতীয় বারে নিবন্ধের নাম একই রাখেন তবে পূর্বের নিবন্ধেই প্রকাশ হবে। আপনি নিশ্চিন্তে কাজটি করতে পারেন। শুধু খেয়াল রাখবেন, আপনি যে বাংলা নিবন্ধে অনুবাদ প্রকাশ করছেন তার নাম ঠিক মতো লিখেছেন। আর অনুচ্ছেদ অনুবাদ দিয়ে নতুন নিবন্ধ শুরু করা যায় না। পূর্বেই বাংলায় বিদ্যমান এমন নিবন্ধ সম্প্রসারণ করা যায়। আবার এটি দিয়ে নিজের মতো করে নিবন্ধ বাছাই করে নেয়া যায় না। আমার টুলসটি নিবন্ধ বাছাই করে নিতে সাহায্য করে। এ সম্পর্কে আরও কোনও প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। —ইয়াহিয়া (আলাপ • অবদান) ১৫:৪১, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)
ভাই তোমাদের ধন্যবাদ, @Yahya: ভাই তোমার টোলের লিংক টা দিওতো।
Wiki Nahid NHB (আলাপ) ১৫:৫৪, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Wiki Nahid NHB: স্ক্রিপ্টটি খুবই ছোট হওয়ায় কোনও নথির পাতারা তৈরি করি নাই। এই পাতাটিতে গিয়ে নিচের কোডগুলো লিখে সংরক্ষণ করে অন্য কোনও ভাষার নিবন্ধে গেলে মোবাইলের উপরে তিনটা ডট চিহ্ন যেখানে থাকে সেখানে “অনুচ্ছেদ অনুবাদ” নামে একটা লিংক যোগ করবে। সেখানে ক্লিক করে নিবন্ধটির অনুচ্ছেদ নির্বাচন করে লাইন বাই লাইন অনুবাদ করা যাবে। যদি নিবন্ধটি অলরেডি বাংলায় না থাকে তবে কিন্তু কাজ করবে না। কোড- —ইয়াহিয়া (আলাপ • অবদান) ১৬:১১, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)
mw.loader.load( 'https://bn.wikipedia.org/w/index.php?title=User:Yahya/scripts/বাংলায়_অনুবাদ.js&action=raw&ctype=text/javascript' );
- @Wiki Nahid NHB: তিনটি ফোঁটা দেখার জন্য মোবাইলের উচ্চতর মোড চালু করে নিতে হবে। বামপাশের কোণার কোলাপ্সিবল প্যানেলে গিয়ে সেটিংসে উচ্চতর মোড পাবে। — Meghmollar2017 • আলাপ • ১৬:১৬, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)
@Yahya: @Meghmollar2017:ভাই, তোমাদের আন্তরিক সহযোগিতার জন্য আশাকরী খুবই উপকৃত হবো। তোমাদের সহযোগিতাপূর্ণ মনোভাবকে আবার ধন্যবাদ জানাই।আর আমি লিংকও যুক্ত করে নিয়েছি।☺️ Wiki Nahid NHB (আলাপ) ০১:২৮, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-07[সম্পাদনা]
Latest tech news from the Wikimedia technical community. Please tell other users about these changes. Not all changes will affect you. Translations are available.
Problems
- There were problems with recent versions of MediaWiki. Because the updates caused problems the developers rolled back to an earlier version. Some updates and new functions will come later than planned. [১৪][১৫]
- Some services will not work for a short period of time from 07:00 UTC on 17 February. There might be problems with new short links, new translations, new notifications, adding new items to your reading lists or recording email bounces. This is because of database maintenance. [১৬]
Changes later this week
The new version of MediaWiki will be on test wikis and MediaWiki.org from 16 February. It will be on non-Wikipedia wikis and some Wikipedias from 17 February. It will be on all wikis from 18 February (calendar).
Tech news prepared by Tech News writers and posted by bot • Contribute • Translate • Get help • Give feedback • Subscribe or unsubscribe.
১৭:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
শিরোনাম সংশোধন করুন[সম্পাদনা]
শাম লাল (পালোয়ান)..... পালোয়ান নয়, জিমন্যাস্ট হবে। Wikifulness (আলাপ) ১১:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Wikifulness: ভাই, এখানে জিমন্যাস্টের বাংলা পরিভাষা “শরীরকলাবিদ” ব্যবহারের স্কোপ কতটা? মানে বাংলা পরিভাষা ব্যবহার করলে হয়তো ভালো দেখায়৷ — Meghmollar2017 • আলাপ • ১২:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
তাহলে এটা দেখুন। দীপা কর্মকার... জিমন্যাস্ট লিখতে অসুবিধা নেই। ধন্যবাদ... Wikifulness (আলাপ) ১৭:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Wikifulness:
করা হয়েছে। আপনাকে ধন্যবাদ, বিষয়টি গোচরীভূত করানোর জন্য। — Meghmollar2017 • আলাপ • ১৭:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
ধন্যবাদ Wikifulness (আলাপ) ০৫:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-08[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- ভিজুয়াল সম্পাদক এখন চিত্রগুলি খুঁজতে মিডিয়া অনুসন্ধান ব্যবহার করবে। আপনি যখন দৃষ্টান্তগুলি খুঁজছেন, আপনি তখন ভিজুয়াল সম্পাদকে কমন্সের চিত্র অনুসন্ধান করতে পারেন। এটি সম্পাদকদের আরও ভাল চিত্রগুলি খুঁজে পেতে সহায়তা করার জন্য। [১৭]
সিনট্যাক্স হাইলাইটারটি এখন আরও বেশি ভাষা নিয়ে কাজ করে: ফুথার্ক, গ্রাফভিজ/ডট, সিডিডিএল এবং এএমডিজিপিউ। [১৮]
সমস্যাগুলি
- একটি টাইমলাইন সম্পাদনা করার ফলে এটি থেকে সমস্ত পাঠ্য মুছে ফেলা হতে পারত। এটি একটি ত্রুটির কারণে হয়েছিল এবং এটি সংশোধন করা হয়েছে। এটি সঠিকভাবে দেখানোর জন্য আপনাকে আবার টাইমলাইনটি সম্পাদনা করতে হবে। [১৯]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২৩ ফেব্রুয়ারি থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ২৪ ফেব্রুয়ারি থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ২৫ ফেব্রুয়ারি থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
বিকাশকারী এবং ব্যবহারকারীরা যারা রাস্ট প্রোগ্রামিং ভাষার সাথে উইকিমিডিয়া উইকিগুলিতে কাজ করতে আগ্রহী তাদের জন্য একটি ব্যবহারকারী গ্রুপ রয়েছে। আপনি ভবিষ্যতে আপনার উইকিকে আরও ভাল করতে চান এমন অন্যদের সাথে যোগ দিতে বা বলতে পারেন এখানে।
প্রযুক্তি সংবাদ লেখকদের দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
০০:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
Section Translation tool enabled in Bengali Wikipedia[সম্পাদনা]
Hello Meghmollar2017!
The Language team is pleased to let you know that the Section Translation tool is now enabled in Bengali Wikipedia. It means you can translate real content one section at a time using your mobile devices with ease.
We know this tool will be useful for your community since data shows significant mobile editing activity in Bengali Wikipedia. Also, the Bengali editors helped validate the Section translation concept during the Initial research.
Content created with the tool will be marked with the “sectiontranslaiton” tag for the community to review. We’ll monitor the content created, but we are very interested to hear about your experience both using the tool and reviewing the contents created with it.
In the future, there are plans to make the following improvements to the tool:
- Enhance the ways to select the articles for translation
- Support complex content like infoboxes
- Allow working on a translation in multiple sessions.
- Add mechanisms for communities to filter low-quality translations.
So, enjoy the tool and provide feedback on improving it before deploying it to other Wikipedia communities.
Thank you! UOzurumba (WMF) (আলাপ) ১২:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এর পাতা কে অপসারণ এর
বিরোধিতা[সম্পাদনা]
ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন একটি সরকারি সামাজিক সেবা মূলক সংগঠন। এটি একটি আন্তর্জাতিক পর্যায়ে সংগঠন।বাংলাদেশ সরকার থেকে অনুমোদন প্রাপ্ত সংগঠন। এই সংগঠনের পাতাকে যদি অপসারণ করা হয় তাহলে সংগঠনটিকে অপমান করা হয়। Sabbirahmed00bd (আলাপ) ১৭:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-09[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- যেসব উইকি গ্রোথ দল সরঞ্জাম ব্যবহার করছে, এখন সেসব উইকির যে কোনও স্থানে যাদু শব্দের মাধ্যমে নবাগতদের মেন্টরের নাম দেখা যাবে। এটি স্বাগতম বার্তায় বা ব্যবহারকারী বক্সে ব্যবহার করা যেতে পারে।
- ভিডিওকাটটুলের একটি নতুন সংস্করণ এখন উপলভ্য। এটির সাহায্যে ভিডিও কর্তন, ট্রিমিং, অডিও অক্ষমকরণ এবং ভিডিও সামগ্রী ঘুরানো যায়। এটি বিকাশকারী আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে তৈরি করা হচ্ছে।
সমস্যাগুলি
- কাজের সারিতে কিছু সমস্যা ছিল। অর্থাৎ, কিছু ফাংশন পরিবর্তন সংরক্ষণ করতো না এবং গণবার্তা প্রদানে দেরি হতো। এটি উইকি সম্পাদনায় কোনও প্রভাব ফেলেনি। [২০]
- কিছু সম্পাদক ফায়ারফক্স এবং সাফারির সর্বশেষ সংস্করণ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টগুলিতে লগ ইন বা প্রবেশ নাও করতে পারেন। [২১]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২ মার্চ থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ৩ মার্চ থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ৪ মার্চ থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
প্রযুক্তি সংবাদ লেখকদের দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৯:০৮, ১ মার্চ ২০২১ (ইউটিসি)
Growth team newsletter #17[সম্পাদনা]
গ্রোথ দলের সপ্তদশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
গ্রোথ দলের লক্ষ্য হল সফটওয়্যারজনিত পরিবর্তনের মাধ্যমে মধ্যম আকারের উইকিমিডিয়া প্রকল্পসমূহে নবাগতদের ধরে রাখতে সহায়তা করা।
কাঠামোবদ্ধ কাজ[সম্পাদনা]
একটি লিঙ্ক যুক্ত করুন: গ্রোথ দল আমাদের প্রথম "কাঠামোবদ্ধ কাজ" নিয়ে প্রকৌশলগত কাজ চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে নিবন্ধে উইকিলিঙ্ক যুক্ত করার কাজটি ভেঙে সহজ কিছু কার্যপ্রণালীর আওতায় নিয়ে আসা হবে। এর মাধ্যমে নবাগতদের একটি অ্যালগোরিদম দিয়ে কিছু শব্দ ও বাক্যাংশের পরামর্শ দেয়া হবে, যা অন্য নিবন্ধের সাথে সংযুক্ত হতে পারে।
একটি ছবি যুক্ত করুন: যদিও আমরা আমাদের প্রথম কাঠামোবদ্ধ কাজটি নির্মাণ করছি, একই সাথে আমরা পরবর্তী কাজ নিয়েও চিন্তা করছি। "একটি ছবি যুক্ত করুন" কাঠামোবদ্ধ কাজের মাধ্যমে যেসকল নিবন্ধে ছবি নেই, সে সকল নিবন্ধের ক্ষেত্রে নবাগতদেরকে উইকিমিডিয়া কমন্স থেকে ছবির পরামর্শ দেয়া হবে। এটা একটা আশাব্যাঞ্জক ভাবনা, এবং এক্ষেত্রে অনেক দিক নিয়ে চিন্তা করতে হচ্ছে। আমরা ইতিমধ্যে সম্প্রদায়ের সদস্যদের থেকে অনেক কিছু জেনেছি। আমরা সবাইকে প্রকল্প পাতা দেখার জন্য এবং আলোচনায় অংশ নেয়ার জন্য উৎসাহিত করছি।
আগামীর পথ: আরো উইকি গ্রোথ বৈশিষ্ট্য পেতে যাচ্ছে[সম্পাদনা]
গত নভেম্বরে গ্রোথ দল নবাগতদের কাজের প্রভাব সম্পর্কিত বিশ্লেষণ প্রকাশ করেছে। আমরা ঘোষণা দিয়েছিলাম, যে আমরা দেখতে পেয়েছি গ্রোথ বৈশিষ্ট্য এবং বিশেষত নবাগতদের কাজ নবাগতদের থেকে সম্পাদনার পরিমাণ বাড়িয়েছে। এই ফলাফলের ভিত্তিতে আমরা মনে করি সকল উইকিপিডিয়ার উচিত এই বৈশিষ্ট্যসমূহ চালু করা।
আমরা আরো বিভিন্ন উইকির সাথে সংযুক্ত হয়ে এই বৈশিষ্ট্যাবলী প্রয়োগ করার কথা ভাবছি, এর মধ্যে সকল আকারের উইকিপিডিয়া অন্তর্ভুক্ত। বাংলা উইকিপিডিয়া সম্প্রতি গ্রোথ বৈশিষ্ট্য ব্যবহার করতে শুরু করেছে। ড্যানিশ, থাই, ইন্দোনেশিয়, এবং রোমানিয় উইকিপিডিয়াতে দ্রুতই এ বৈশিষ্ট্য চালু হতে যাচ্ছে। এ সম্পর্কিত প্রশ্নের জন্য আমাদেরকে জানান।
আমরা অনুবাদকের সন্ধানে আছি যারা এই ইন্টারফেস অনুবাদ করতে পারবে। Translatewiki.net-এ অনুবাদের কাজ করা হয় (এখানে কাজ করার জন্য উইকিমিডিয়া ব্যতীত অন্য একটি অ্যাকাউন্টের প্রয়োজন)। যেসকল সম্প্রদায়ে ইতিমধ্যে গ্রোথ বৈশিষ্ট্য চালু আছে, তাদেরকে অনুবাদ যাচাই করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এখানে অনুবাদের কাজগুলো দেখুন।
প্রকারভেদ পরীক্ষণ[সম্পাদনা]
আগের নিউজলেটারে উল্লেখ করা হয়েছিল, আমরা নবাগতদের নীড়পাতার দুইটি প্রকারভেদ নিয়ে পরীক্ষা করেছি। এর মাধ্যমে আমরা দেখতে চেয়েছি কোন সংস্করণ বেশি পরিমাণ পরামর্শকৃত সম্পাদনা শেষ করার ক্ষেত্রে কার্যকরী। আমরা পরীক্ষণটি শেষ করেছি, এবং জেনেছি যে এদের মধ্যে একটি ধরণের ফলে ডেস্কটপে বেশি সম্পাদনা করা হয়েছে, অন্যদিকে অপর ধরণের ফলে মোবাইলে বেশি সম্পাদনা হয়েছে। এর ভিত্তে, আমরা প্রতিটি প্ল্যাটফর্মে নবাগতদের জন্য সবচেয়ে কার্যকরী প্রকারভেদটি প্রয়োগ করব।
মেন্টরদের জন্য সংবাদ[সম্পাদনা]
মেন্টর ড্যাশবোর্ড: আমরা বিভিন্ন সম্প্রদায়ের মেন্টরদের সাক্ষাৎকার নিয়েছি। এর কারণ আমরা মেন্টর ড্যাশবোর্ড বৈশিষ্ট্য নিয়ে ভাবছি, যার মাধ্যমে মেন্টরগণ তাদের পরামর্শগ্রহীতাদের উন্নতির ব্যাপারে ওয়াকেবহাল থাকতে পারবেন। আমরা সকল মেন্টরদের উৎসাহিত করব এ সকল সরঞ্জাম নিয়ে তাদের চিন্তা জানানোর জন্য।
মেন্টরদের জন্য জাদুশব্দ: বর্তমানে একটি জাদুশব্দ, {{#mentor}}
, ব্যবহার করা সম্ভব, যার মাধ্যমে নবাগতদের মেন্টরের নাম দেখা যাবে। এটি স্বাগত বার্তা, ব্যবহারকারী বাক্স, ইত্যাদিতে প্রয়োগ করা যেতে পারে।
সাহায্য প্যানেলের বদলে প্রশ্ন সরাসরি মেন্টরদের কাছে যাচ্ছে: অধিকাংশ উইকিতে সাহায্য প্যানেল ব্যবহার করার সময় নবাগতরা সাহায্যকেন্দ্রে প্রশ্ন জিজ্ঞাসা করেন। চেক উইকিপিডিয়াতে আমরা এই প্রশ্ন সাহায্যকেন্দ্রের বদলে সরাসরি মেন্টরদের পাঠানোর মাধ্যমে পরীক্ষা করেছি। এর মাধ্যমে নবাগতদের অভিজ্ঞতা আরো সহজ হয়ে ওঠে, এবং মেন্টরশিপ প্রশ্ন কেবলমাত্র এর ৩০% বৃদ্ধি পায়। আমরা বর্তমানে এই পরিবর্তন আরবি, বাংলা, ফরাসি, এবং ভিয়েতনামিয় উইকিপিডিয়াতে প্রয়োগ করেছি এবং এটাকে সহজাত (ডিফল্ট) অভিজ্ঞতা হিসেবে তৈরি করছি।
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৬:০৩, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)
বাংলাদেশ সেনাবাহিনী[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদি ভাই, ব্যবহারকারী:শুভ্র তুষার/খেলাঘর-এর লেখাগুলো বাংলাদেশ সেনাবাহিনী নিবন্ধতে যোগ করে দিন, শুধুমাত্র স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীরাই নিবন্ধটি সম্পাদনা করতে পারেন; তাছাড়া আপনি স্বয়ংক্রিয় পরীক্ষক ও। শুভ্র তুষার (আলাপ) ১৬:২২, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)
- @শুভ্র তুষার: বাংলাদেশ সেনাবাহিনী#বাংলাদেশ সেনাবাহিনীতে নারী—
করা হয়েছে। আমি অতিরিক্ত ক্রসচেক করে নিয়েছি। ইংরেজিতে একটি চিত্র আছে; সেটা কি মুক্ত নয়? — Meghmollar2017 • আলাপ • ১৬:৩৬, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017:, বাংলাদেশ সেনাবাহিনী নিবন্ধের একটু নিচেই চিত্রটি আছে (বাংলাদেশ সেনাবাহিনী#সেনানিবাসের তালিকা দেখুন)। শুভ্র তুষার (আলাপ) ১৬:৩৯, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)
- @শুভ্র তুষার: ওহ আচ্ছা, দেখতে পেয়েছি। ধন্যবাদ। :) — Meghmollar2017 • আলাপ • ১৬:৪০, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017:, বাংলাদেশ সেনাবাহিনী নিবন্ধের একটু নিচেই চিত্রটি আছে (বাংলাদেশ সেনাবাহিনী#সেনানিবাসের তালিকা দেখুন)। শুভ্র তুষার (আলাপ) ১৬:৩৯, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)
হুমায়ুন আজাদ এবং শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদি ভাই, হুমায়ুন আজাদ এবং শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা এই নিবন্ধদুটির অমীংমাসিত সম্পাদনা মীমাংসিত করে দিন। শুভ্র তুষার (আলাপ) ১৬:৪১, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)
মন্তব্য রিয়াজ ভাই করে দিয়েছেন। — Meghmollar2017 • আলাপ • ১৬:৫১, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-10[সম্পাদনা]
উইকিমিডিয়া প্রযুক্তি সম্প্রদায় কর্তৃক সর্বশেষ প্রযুক্তি সংবাদ। এই পরিবর্তন সম্পর্কে অন্য ব্যবহারকারীদেরকেও জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। অনুবাদও পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- অনুচ্ছেদ অনুবাদ এখন বাংলা উইকিপিডিয়ায় কাজ করছে। এটি মোবাইল ব্যবহারকারীদের নিবন্ধের অনুচ্ছেদ অনুবাদে সহায়তা করবে। এটি পরবর্তীতে আরও কিছু উইকিতেও আসবে। প্রথম লক্ষ্য হচ্ছে যেসব সক্রিয় উইকিতে নিবন্ধের সংখ্যা কম সেগুলো। আপনি এটি পরীক্ষা করে দেখতে পারেন এবং প্রতিক্রিয়া জানাতে পারেন।
- ফ্ল্যাগড রিভিশন এখন প্রশাসকদের পর্যালোচনা অধিকার দেয়। [২২]
- কেউ একটি উইকিপিডিয়া নিবন্ধের লিংক টুইটারে যুক্ত করলে এখন থেকে প্রাকদর্শন দেখা যাবে। [২৩]
সমস্যাগুলি
- অনেক গ্রাফে জাভাস্ক্রিপ্ট ত্রুটি দেখা যায়। গ্রাফ সম্পাদকরা তাদের সম্পাদনার পর ব্রাউজারের ডেভেলপার কনসোলে তা পরীক্ষা করতে পারেন। [২৪]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ৯ মার্চ থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ১০ মার্চ থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ১১ মার্চ থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
- নতুন আলোচনা সরঞ্জাম শীঘ্রই বেশিরভাগ উইকিতে নতুন আলোচনা সরঞ্জাম বেটা বৈশিষ্ট্য হতে যাচ্ছে। লক্ষ্য হচ্ছে, নতুন আলোচনা শুরুর প্রক্রিয়াকে সহজতর করা। [২৫]
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- টেমপ্লেট নিয়ে কাজ করা সহজতর করতে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। মার্চে প্রথম কোনও উইকিতে কিছু পরিবর্তন আসবে। অন্যান্য পরিবর্তনগুলো জুনে প্রথম উইকিতে আসবে। এটি যারা টেমপ্লেট ব্যবহার করেন এবং যারা রক্ষণাবেক্ষণ করেন উভয়ের জন্যই। আরও জানুন এখানে।
- তথ্যসূত্র প্রাকদর্শন পূর্বনির্ধারিত বৈশিষ্ট্য হিসেবে কিছু উইকিতে ১৭ মার্চ চালু হবে। এটি পাতা প্রাকদর্শনের কিছু সেটিংস ভাগ করে নিবে। আপনি যদি রেফারেন্স টুলটিপস অথবা ন্যাভিগেশন-পপআপস গ্যাজেট পছন্দ করে থাকেন তাহলে সেগুলোর ব্যবহারও চালিয়ে যেতে পারে। এগুলো ব্যবহার করলে তথ্যসূত্র প্রাকদর্শন দেখা যাবে না। [২৬][২৭]
- নতুন ফাংশন সমূহ ইন্টারনেট এক্সপ্লোরার ১১ তে কাজ করবে না। কারণ, ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে একটি পুরনো ব্রাউজার যাতে বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্টগুলো যেভাবে লেখা হয় তা কাজ করে না। যেগুলো ইন্টারনেট এক্সপ্লোরারে এখন কাজ করছে এবারের মতো সেগুলো কাজ করবে। আরও পড়তে পারেন এখানে।
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৭:৫১, ৮ মার্চ ২০২১ (ইউটিসি)
ছোটো একটি ভুল সংশোধন প্রসঙ্গে[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদি ভাই, Ekti Khuner Swapna নিবন্ধতে Sufia take the young man to the roof in the evening and then at one stage he proposes marriage to the young man এই বাক্যে he proposes কে she proposes লিখে দিন। শুভ্র মাহিন (আলাপ) ০৩:৫৫, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017:, @আদি ভাই, ইতোমধ্যেই কাজটি অন্য একজন ব্যবহারকারী (সাজিদ শরীফ ভাই) করে দিয়েছেন। শুভ্র মাহিন (আলাপ) ০৪:০২, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)
- Sufia take এর পরিবর্তে Sufia takes হবে। সিতাংশু কর (আলাপ) ১৬:৩৮, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)
করা হয়েছে — Meghmollar2017 • আলাপ • ১৬:৪২, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)
- Sufia take এর পরিবর্তে Sufia takes হবে। সিতাংশু কর (আলাপ) ১৬:৩৮, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)
কাজী মোহাম্মদ ইদ্রিস নিবন্ধ উন্নয়নের জন্য অনুরোধ।[সম্পাদনা]
আপনার কাছে একটু সাহায্য দরকার। “কাজী মোহাম্মদ ইদ্রিস স্মারকগ্রন্থ” থেকে নিবন্ধটি মান্নোয়ন করা দরকার। অন্তত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কিন্তু ইন্টারনেটে তার সম্পর্কে প্রায় কিছুই লিখা নেই। রকমারিতে বইটি নেই, আমি তার উপর থাকি গ্রামে তাই আপনি যদি পারেন তাহলে একটু দেখবেন বইটি দিয়ে কোনভাবে নিবন্ধটি উন্নয়ন করা সম্ভব হয় কিনা। অথবা ব্যক্তিগতভাবে (অফ উইকিতে) পাতার ছবিগুলো একটু একটু করে পাঠাতে পারেন। — ইফতেখার নাইম (আলাপ) ০৬:৩১, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)
- ইফতেখার নাইম ভাই, বইটি তো আমার কাছেও নেই। আর বিগত এক বছর ধরে আমিও গ্রামের বাড়িতেই আছি। তবুও আমি দেখব কোনোভাবে সংগ্রহ করতে পারি কিনা। :) — Meghmollar2017 • আলাপ • ০৭:৫৯, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)
উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ[সম্পাদনা]
- দাওয়াত পাননি বলে কান্নাকাটি করছিলেন দেখলাম। একটি নাদান শিশুকে এভাবে কাঁদতে দেখতে বড়োই খারাপ লাগছিল। তাই দাওয়াতখানা দিয়েই দিলাম। এবার খুশি? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৪৯, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: আপনার দাওয়াতখানা দেখে দুনিয়ায় সকল বাচ্চার কান্না থেমে গেছে। ;) এদিকে আবার আনন্দে আমার চোখে পানি চলে এলো(!)। :3 ধন্যবাদ (ফর লেট ইনভিটেশন)। :P — Meghmollar2017 • আলাপ • ১৩:১২, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)
পরামর্শ[সম্পাদনা]
@ Meghmollar2017 @Meghmollar2017: < উক্ত বিষয়ে আপনার পরামর্শ চাই >@Meghmollar2017: <আপনার বার্তা> (Sami Wahed Chowdhury (আলাপ) ১৮:২৩, ১২ মার্চ ২০২১ (ইউটিসি))
- @Sami Wahed Chowdhury: কীরকম পরামর্শ ঠিক বুঝতে পারিনি। আপনি ঠিক কী জানতে চাইছেন, সেটা স্পষ্ট করে না বললে উত্তর দেওয়াটা কঠিন। বার্তা প্রদানের জন্য
<আপনার বার্তা>
এই পুরো অংশটুকুর পরিবর্তনে আপনার বার্তা লিখুন। <> চিহ্ন দিতে হবে না। :) — Meghmollar2017 • আলাপ • ১৮:৩৭, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017 আমি আমার পিতামহের নামে মুল্যবান তথ্য উইকিতে তথ্য যোগ করতে চাই। আমার খেলাঘরে তার নামে একটা প্রবন্ধ সস্মাপদনা করছি ব্যবহারকারী:Sami Wahed Chowdhury/আব্দুল ওয়াহেদ চৌধুরী (মেজর) তা মুছেফেলা এরাতে ওঁ প্রবন্ধ প্রকাশে আমার কি করণীয় কারাণ বিষয়টা জাতীও ইতিহাসের অংশ বটে (Sami Wahed Chowdhury (আলাপ) ১৯:১৭, ১২ মার্চ ২০২১ (ইউটিসি))
- @Sami Wahed Chowdhury: পিতামহের ক্ষেত্রে করা যাবে কিনা, সেটা আফতাবুজ্জামান ভাই হয়তো সুপরামর্শ দিতে পারবেন। তবে আপনি এমন কাউকে বলুন, যিনি এই নিবন্ধটি তৈরি করে দিতে আগ্রহী হবেন। আপনি সরাসরি সম্পাদনা করতে না পারলেও, আলাপ পাতায় পরামর্শ কিংবা সূত্র সরবরাহ করে সাহায্য করতে পারেন। এজন্য বাংলা উইকিপিডিয়ার অফিসিয়াল গ্রুপে সাহায্য চাইতে পারেন। এরকম ক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হন, তাই বিশেষ করে বলে রাখি, নিবন্ধ তৈরি করতে কখনোই কোনো প্রকার লেনদেন করবেন না। — Meghmollar2017 • আলাপ • ১৯:৩৩, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017 আমি আমার পিতামহের নামে মুল্যবান তথ্য উইকিতে তথ্য যোগ করতে চাই। আমার খেলাঘরে তার নামে একটা প্রবন্ধ সস্মাপদনা করছি ব্যবহারকারী:Sami Wahed Chowdhury/আব্দুল ওয়াহেদ চৌধুরী (মেজর) তা মুছেফেলা এরাতে ওঁ প্রবন্ধ প্রকাশে আমার কি করণীয় কারাণ বিষয়টা জাতীও ইতিহাসের অংশ বটে (Sami Wahed Chowdhury (আলাপ) ১৯:১৭, ১২ মার্চ ২০২১ (ইউটিসি))
হিরোসিমা দিবস[সম্পাদনা]
নিবন্ধে ইতিহাসের তথ্যই উদ্ধৃত হয়েছে।গবেষণার কোন প্রচেষ্টা করা হয় নি। তাছাড়া অবকাশও নেই। ভাষা বাংলা সাহিত্য সমৃদ্ধ। সেকারণে নিবন্ধের প্রস্তাবনা যুক্তিযুক্ত কিনা মতামত গৃহীত হোক।Lakshmikanta Manna (আলাপ) ০০:৪৮, ১৫ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Lakshmikanta Manna: দাদা, শুভেচ্ছা নেবেন। হিরোশিমা দিবস নিবন্ধটি অপসারণের কারণ হিসেবে বলেছি, নিবন্ধটির ভাষা বিশ্বকোষীয় রচনাশৈলী অনুসরণ করেনি। নিবন্ধটিতে দিনটি কীভাবে আন্তর্জাতিক দিবসে রূপান্তরিত হলো, সে সম্পর্কে কোনো বর্ণনা নেই, বরং দিনটিতে কী হয়েছিল, তার আবেগীয় বর্ণনা রয়েছে। এই বর্ণনা “হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণ” নিবন্ধেই উল্লেখ করা আছে। তাই এটিকে সেই নিবন্ধে পুনর্নির্দেশ করা যায় কিনা, তার আলোচনা আহ্বান করেছি। আরও লক্ষ করুন, এটি কিন্তু “দ্রুত অপসারণ” নয়, অপসারণ প্রস্তাবনা মাত্র। আপনি এখানে প্রস্তাবনার পক্ষে বিপক্ষে মতামত রাখতে পারেন এবং আলোচনা চলমান অবস্থায় নিবন্ধে কাজও করতে পারবেন। আলোচনায় সকলের মতামত সাপেক্ষেই নিবন্ধটি রাখা হবে অথবা অপসারণ করা হবে। কাজেই চিন্তিত হবেন না। আলোচনা ব্যতীত কোনো নিবন্ধই অপসারণ করা হয় না। আপনাকে ধন্যবাদ ও শুভকামনা। — Meghmollar2017 • আলাপ • ০৩:২৩, ১৫ মার্চ ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-11[সম্পাদনা]
উইকিমিডিয়া প্রযুক্তি সম্রদায় কর্তৃক সর্বশেষ প্রযুক্তি সংবাদ। এই পরিবর্তনসমূহ সম্পর্কে অন্য ব্যবহারকারীদেরকেও জানান। সকাল পরিবর্তন আপনার উপর প্রভাব ফেলবে না। আরও অনুবাদ পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- যেসব উইকি ডেস্কটপ উন্নয়ন প্রকল্পের অংশ তারা এখন থেকে নতুন অনুসন্ধান ফাংশন ব্যবহার করতে পারবেন। ডেস্কটপ উন্নয়ন ও অনুসন্ধান ফাংশন পরবর্তীতে আরও বেশ কিছু উইকিতে আসবে। আপনি এর আগেই পরীক্ষা করে দেখতে পারেন।
Editors who put up banners or change site-wide JavaScript code should use the client error graph to see that their changes has not caused problems. You can read more. [২৮]
সমস্যা
- ডেটাবেজ সমস্যার কারণে উইকিমিডিয়া বেটা ক্ল্যাস্টার একদিনেরও বেশি সময় পর্যন্ত রিড-অনলি (শুধু পড়া যাবে) হয়ে থাকবে।
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ১৬ মার্চ থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ১৭ মার্চ থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ১৮ মার্চ থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- You can add a newline or carriage return character to a custom signature if you use a template. There is a proposal to not allow them in the future. This is because they can cause formatting problems. [২৯][৩০]
- 23 March তারিখে ৬.০০ টায় (ইউটিসি) অল্প সময়ের জন্য আপনি ১২ টি উইকি পড়তে পারবেন কিন্তু সম্পাদনা করতে পারবেন না। এটি ৩০ মিনিটের মতো স্থায়ী হতে পারে তবে এই সময় সম্ভবত আরও কম হবে।
You can use Quarry for SQL queries to the Wiki Replicas. Cross-database
JOINS
will no longer work from 23 March. There will be a new field to specify the database to connect to. If you think this affects you and you need help you can post on Phabricator or on Wikitech. PAWS and other ways to do SQL queries to the Wiki Replicas will be affected later. [৩১]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
২৩:২৩, ১৫ মার্চ ২০২১ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১[সম্পাদনা]
মেঘমোল্লার ভাই, আমার কাজ করা আপেল নিবন্ধটি কি পর্যালচনা করা হবে না? Tanbirzx (আলাপ) ১১:৫৮, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Tanbirzx: ভাই, অবশ্যই হবে। আমি নিবন্ধটি আপনার নামে জমা করে দিয়েছি। এখন কোনো পর্যালোচক ধারাবাহিকভাবে পর্যালোচনার সময় “আপেল” নিবন্ধটি পেলে, সেটি পর্যালোচনা করবেন। পর্যালোচনার পর নিবন্ধটি গৃহীত হলে আপনাকে অবশ্যই অবহিত করা হবে। বাদ যাবে না একটি শিশুও, ;) আপনি এ বিষয়ে চিন্তা করবেন না। আপনি অন্য আরেকটি নিবন্ধে কাজ করতে থাকুন। হাতে আর বেশি সময় নেই, প্রতিযোগিতার আর মাত্র দুই সপ্তাহ বাকি। শুভকামনা রইল। :) — Meghmollar2017 • আলাপ • ১৩:১৯, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি)
বাহ বাহ[সম্পাদনা]
এত্তো এত্তো অফিশিয়াল বার্তার ভীড়ে আমার ভাসমান আনঅফিশিয়াল বার্তা! নটর ডেম উইকি প্রকল্প চালু করার জন্য অভিনন্দন! আদিব ছাড়া উইকি ফাঁকা ফাঁকা লাগত! এখন মনে হচ্ছে এইটা হলো বাংলা উইকিপিডিয়া উইথ মেঘ ভাই! ইতি রুহান ভাই (সাক্ষর দেওয়াই লাগবে?) না হলে তো আবার লিখবা সাক্ষরহীন এই বার্তাটি দিয়েছেন নিরক্ষর —Wiki RuHan [ Talk ] ২০:০৮, ১৯ মার্চ ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-12[সম্পাদনা]
উইকিমিডিয়া প্রযুক্তি সম্প্রদায় কর্তৃক সর্বশেষ প্রযুক্তি সংবাদ। অন্যদেরও এই পরিবর্তন সম্পর্কে জানান৷ সকল পরিবর্তন আপনার উপর প্রভাব ফেলবে না৷ আরও অনুবাদ উপলব্ধ।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- কাইওএস ফোনের জন্য একটি উইকিপিডিয়া অ্যাপ এসেছে। এই ফোনে টাচ স্ক্রিন সুবিধা নেই, তাই পাঠকরা খুব সহজেই ফোনের বাটন ব্যবহার করে উইকিপিডিয়া ব্যবহার করতে পারবে। এখানে একটি সিম্যুলেটর রয়েছে, যা দিয়ে এটি কেমন দেখায় তা দেখতে পারবেন।
- রিপ্লাই টুল ও নতুন আলোচনা সরঞ্জাম এখন "আলোচনা সরঞ্জাম" বেটা বৈশিষ্ট্য হিসেবে জার্মান উইকিপিডিয়া ছাড়া বাকি সব উইকিতে উপলব্ধ।
সমস্যা
- 23 March তারিখে ৬.০০ টায় (ইউটিসি) অল্প সময়ের জন্য আপনি ১২ টি উইকি পড়তে পারবেন কিন্তু সম্পাদনা করতে পারবেন না। এটি ৩০ মিনিটের মতো স্থায়ী হতে পারে তবে এই সময় সম্ভবত আরও কম হবে।
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২৩ মার্চ থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ২৪ মার্চ থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ২৫ মার্চ থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
- পড়ার সুবিধার্থে সিনট্যাক্স হাইলাইটিং পরিবর্তন হবে। এটি শীঘ্রই প্রথম উইকিতে আসবে। [৩২]
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- ফ্ল্যাগড রিভিশনে এখন আর "tone" বা "depth" -এর মতো একাধিক ট্যাগ নেই। এটার এখন শুধু একটি স্তর থাকবে। এটা পরিবর্তন করা হয়েছে, কারণ, অল্প কয়েকটি উইকি এই বৈশিষ্ট্য ব্যবহার করে এবং এগুলো এই সরঞ্জাম ব্যবহারকে কঠিন করে ফেলেছিল। [৩৩][৩৪]
জাভাস্ক্রিপ্টের গ্যাজেট ও ব্যবহারকারী স্ক্রিপ্ট সাম্প্রতিক পাতার ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারে। ২০১৫ সালে এটি
wg*
থেকেmw.config
-তে স্থানান্তরিত হয়েছে।wg*
শীঘ্রই কাজ করা বন্ধ করে দিবে। [৩৫]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৬:৫৩, ২২ মার্চ ২০২১ (ইউটিসি)
অনুচ্ছেদ অনুবাদ স্ক্রিপ্ট[সম্পাদনা]
- ব্যবহারকারী আলাপ:Meghmollar2017/common.js থেকে অনুলিপ্ত।
ব্রো, যতদূর জানি এইটা মেটায় যুক্ত না করলে কাজ করবে না —শাকিল হোসেন আলাপ ১৪:০৯, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- @MdsShakil এবং Meghmollar2017: হ্যাঁ, মেটায় বা ইংরেজি উইকিতে যুক্ত করতে হবে।— ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:৩৯, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- @MdsShakil এবং Yahya: স্ক্রিপ্টটি মেটায় স্থানান্তর করেছি। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। :) — Meghmollar2017 • আলাপ • ১৬:১৬, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-13[সম্পাদনা]
উইকিমিডিয়া প্রযুক্তি সম্প্রদায় কর্তৃক সর্বশেষ প্রযুক্তি সংবাদ। অন্যদেরও এই পরিবর্তনগুলি সম্পর্কে জানান৷ সকল পরিবর্তনগুলি আপনার উপর প্রভাব ফেলবে না৷ অনুবাদ উপলব্ধ।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- Some very old web browsers don’t work well with the Wikimedia wikis. Some old code for browsers that used to be supported is being removed. This could cause issues in those browsers. [৩৬]
IRC recent changes feeds have been moved to a new server. Make sure all tools automatically reconnect to
irc.wikimedia.org
and not to the name of any specific server. Users should also consider switching to the more modern EventStreams. [৩৭]
সমস্যাগুলি
- যখন আপনি এমন একটি পৃষ্ঠা সরান যা অনেক সম্পাদক তাদের ওয়াচলিস্টে রেখেছেন, পৃষ্ঠাটির ইতিহাস বিভক্ত হতে পারে। আবার কিছুক্ষণের জন্য আবার সরানও সম্ভব নাও হতে পারে। এটি একটি কাজের সারি সমস্যার কারণে হচ্ছে। [৩৮]
- মেটায় কিছু অনুবাদযোগ্য পৃষ্ঠাগুলি সম্পাদনা করা যাচ্ছিল না। এটি অনুবাদ সরঞ্জামে একটি বাগ থাকার কারণে হয়েছিল। নতুন মিডিয়াউইকি সংস্করণটি এরকম সমস্যার কারণে বিলম্বিত হয়েছিল। [৩৯][৪০]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ৩০ মার্চ থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ৩১ মার্চ থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ১ এপ্রিল থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
প্রযুক্তি সংবাদ লেখকদের দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৭:৩১, ২৯ মার্চ ২০২১ (ইউটিসি)
আপনার ইমেইল এসেছে![সম্পাদনা]

২৩:৪৬, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।
— ইফতেখার নাইম (আলাপ) ২৩:৪৬, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)
অভিযোগ।[সম্পাদনা]
আমি খেয়াল করেছি,আপনি আমার বিভিন্ন অবদান মুছে দিয়ে আপনার মত লিখেছেন। আমি অত বড় উইকিপিডিয়ান না হলেও সঠিক তথ্য দেই।এরপর থেকে আমার উপর দিয়ে বাটপারি করলে আপনাকে দেখে নেব। Abdullah Ruhani (আলাপ) ০৪:১৭, ১ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @Abdullah Ruhani: আমি দুঃখিত। কিন্তু আপনি কিসের কথা বলছেন, সেটা আমার বোধগম্য হয়নি। আপনার অভিযোগটি ঠিক কোন পাতা বা কী বিষয়ে, অনুগ্রহ করে তা স্পষ্ট করে বলুন। আর দয়া করে, উইকিপিডিয়ার পরিবেশ অকারণে নষ্ট করবেন না। ধন্যবাদ। — Meghmollar2017 • আলাপ • ০৪:২১, ১ এপ্রিল ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-14[সম্পাদনা]
উইকিমিডিয়া প্রযুক্তি সম্রদায় কর্তৃক সর্বশেষ প্রযুক্তি সংবাদ। এই পরিবর্তনসমূহ সম্পর্কে অন্য ব্যবহারকারীদেরকেও জানান। সকাল পরিবর্তন আপনার উপর প্রভাব ফেলবে না। অনুবাদ পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- সম্পাদকরা কোনও নিবন্ধের একটি অংশটি ভেঙে ফেলতে পারে তাই এটি দেখতে আপনাকে এটিতে ক্লিক করতে হবে। যখন আপনি ভাঙা সামগ্রীর অভ্যন্তরে কোনও বিভাগে কোনও লিঙ্ক ক্লিক করবেন তখন বিভাগটি দেখানোর জন্য এটি এখন প্রসারিত হবে। ব্রাউজারটি সেই বিভাগে স্ক্রোল করে নামবে। আগে আপনি প্রথমে নিজে ম্যানুয়ালি প্রসারিত না করলে এজাতীয় লিঙ্কগুলি কাজ করত না। [৪১]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
The citoid API will use for example
2010-12-XX
instead of2010-12
for dates with a month but no days. This is because2010-12
could be confused with2010-2012
instead ofDecember 2010
. This is called level 1 instead of level 0 in the Extended Date/Time Format. [৪২]মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ৬ এপ্রিল থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ৭ এপ্রিল থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ৮ এপ্রিল থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
PAWS এখন নতুন উইকির প্রতিরূপে সংযুক্ত হতে পারে। ক্রস-ডাটাবেস
JOINS
২৮ এপ্রিল থেকে আর কাজ করবে না। ডাটাবেসগুলিতে সংযোগ করার একটি নতুন উপায় রয়েছে। ২৮ এপ্রিল পর্যন্ত ডেটাবেসগুলিতে সংযোগের দুটি উপায়ই কাজ করবে। যদি আপনি মনে করেন এটি আপনাকে প্রভাবিত করে এবং আপনার সাহায্যের দরকার হয় তবে আপনি ফ্যাব্রিকেটর বা উইকিটেকে পোস্ট করতে পারেন।
প্রযুক্তি সংবাদ লেখকদের দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৯:৪১, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-16[সম্পাদনা]
উইকিমিডিয়া প্রযুক্তি সম্রদায় কর্তৃক সর্বশেষ প্রযুক্তি সংবাদ। এই পরিবর্তনসমূহ সম্পর্কে অন্য ব্যবহারকারীদেরকেও জানান। সকাল পরিবর্তন আপনার উপর প্রভাব ফেলবে না। অনুবাদ পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- Email to the Wikimedia wikis are handled by groups of Wikimedia editors. These volunteer response teams now use Znuny instead of OTRS. The functions and interface remain the same. The volunteer administrators will give more details about the next steps soon. [৪৩][৪৪]
- If you use syntax highlighting, you can see line numbers in the 2010 and 2017 wikitext editors when editing templates. This is to make it easier to see line breaks or talk about specific lines. Line numbers will soon come to all namespaces. [৪৫][৪৬][৪৭]
Because of a technical change there could be problems with gadgets and scripts that have an edit summary area that looks similar to this one. If they look strange they should use
mw.loader.using('mediawiki.action.edit.styles')
to go back to how they looked before. [৪৮]- মিডিয়াউইকির সর্বশেষ সংস্করণ গত সপ্তাহে উইকিমিডিয়া উইকিগুলিতে এসেছিল। গত সপ্তাহে কোনও প্রযুক্তি সংবাদ বের হয়নি।
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
- এই সপ্তাহে কোনও নতুন মিডিয়াউইকি সংস্করণ নেই।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- The user group
oversight
will be renamedsuppress
. This is for technical reasons. This is the technical name. It doesn't affect what you call the editors with this user right on your wiki. This is planned to happen in two weeks. You can comment in Phabricator if you have objections.
প্রযুক্তি সংবাদ লেখকদের দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৬:৪৯, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)
দৃষ্টি আকর্ষণ[সম্পাদনা]
আপনার দ্রুত অপসারণ ট্যাগকৃত একটি পাতা ব্যবহারকারীর অনুরোধে তার উপপাতায় সরিয়ে দিয়েছি। আর ইদানীং আপনাকে মেসেঞ্জারে খুজে না পাওয়ায় দুরত্ব অনুভব করছি। আশাকরি খুব দ্রুত আবার ফিরে আসবেন। ধন্যবাদান্তে — SHEIKH (আলাপন) ০৬:৪৭, ২৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- আপনাকে ধন্যবাদ, শেখ ভাই। ইনশাআল্লাহ, একদিন আবার ফিরে আসব। ততদিন পর্যন্ত দোয়া রাখবেন। :) — Meghmollar2017 • আলাপ • ০৭:০০, ২৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা: তথ্য প্রদানের অনুরোধ[সম্পাদনা]
![]() |
সুপ্রিয় অবদানকারী, |
Tech News: 2021-17[সম্পাদনা]
উইকিমিডিয়া প্রযুক্তি সম্রদায় কর্তৃক সর্বশেষ প্রযুক্তি সংবাদ। এই পরিবর্তনসমূহ সম্পর্কে অন্য ব্যবহারকারীদেরকেও জানান। সকাল পরিবর্তন আপনার উপর প্রভাব ফেলবে না। অনুবাদ পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- টেমপ্লেটগুলির নির্দিষ্ট মান থাকতে পারে এমন প্যারামিটার রয়েছে। টেম্পলেটডেটা দিয়ে সম্পাদকদের জন্য এই মানগুলি প্রস্তাব করা সম্ভব। আপনি শীঘ্রই তাদের ভিজ্যুয়াল সম্পাদকের একটি ড্রপডাউন তালিকা হিসেবে দেখতে পাবেন। এটি টেমপ্লেট ব্যবহারকারীদের সঠিক মানগুলি দ্রুত খুঁজে পেতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। [৪৯][৫০][৫১]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২৭ এপ্রিল থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ২৮ এপ্রিল থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ২৯ এপ্রিল থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
প্রযুক্তি সংবাদ লেখকদের দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
২১:২৫, ২৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-18[সম্পাদনা]
উইকিমিডিয়া প্রযুক্তি সম্রদায় কর্তৃক সর্বশেষ প্রযুক্তি সংবাদ। এই পরিবর্তনসমূহ সম্পর্কে অন্য ব্যবহারকারীদেরকেও জানান। সকাল পরিবর্তন আপনার উপর প্রভাব ফেলবে না। অনুবাদ পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- টুইঙ্কল ইংরেজি উইকিপিডিয়ার একটি গ্যাজেট। এটি রক্ষণাবেক্ষণ এবং টহল দেওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে। এটি এখন অন্যান্য উইকিগুলিতে ব্যবহার করা যেতে পারে। আপনি টুইঙ্কল-স্টার্টার গিটহাবের সংগ্রহশালা ব্যবহার করে এখন আপনার উইকিতেও টুইঙ্কল ব্যবহার করতে পারেনl
সমস্যাগুলি
- সামগ্রী অনুবাদ সরঞ্জাম অল্প সময়ের জন্য অনেক নিবন্ধের জন্য কাজ করেনি। এটি একটি বাগের কারণে হয়েছিল। [৫২]
- কিছু জিনিস ৫ মে প্রায় এক মিনিটের জন্য কাজ করবে না। এটি ঘটবে ০৬:০০ ইউটিসিতে। এটি সামগ্রী অনুবাদ সরঞ্জাম এবং বিজ্ঞপ্তিগুলিকে আরো কিছু জিনিসের সঙ্গে প্রভাবিত করবে। ক্র্যাশ এড়ানোর জন্য একটি আপগ্রেড করার কারণে এটি হবে। [৫৩]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
- রেফারেন্স পূর্বরূপ ৫ মে থেকে একাধিক উইকিতে একটি ডিফল্ট বৈশিষ্ট্য হয়ে উঠবে। এটি পরিকল্পনার চেয়ে কিছু পরে হচ্ছে কিছু পরিবর্তন হওয়ার কারণে। আপনি চাইলে পৃষ্ঠা পূর্বরূপ ব্যবহার না করে এটি ব্যবহার করতে পারেন। আগের পরিকল্পনাটি ছিল উভয় বা কোনওটিই না ব্যবহারের উপায় রাখা। [৫৪][৫৫]
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ৪ মে থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ৫ মে থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ৬ মে থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
.error
,.warning
এবং.success
সিএসএস ক্লাসগুলি মোবাইল পাঠকদের জন্য কাজ করে না যদি তাদের নির্দিষ্টভাবে আপনার উইকিতে সংজ্ঞায়িত না করা থাকে। জুন থেকে তারা ডেস্কটপ পাঠকদের জন্যও আর কাজ করবে না। এটি গ্যাজেট এবং টেমপ্লেটগুলিকে প্রভাবিত করতে পারে। ক্লাসগুলি পরিবর্তে MediaWiki:Common.css বা টেম্পলেটস্টাইলসে সংজ্ঞায়িত করা যাবে। [৫৬]
প্রযুক্তি সংবাদ লেখকদের দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৫:৪৩, ৩ মে ২০২১ (ইউটিসি)
পাক সার জমিন সাদ বাদ[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদি ভাই, পাক সার জমিন সাদ বাদ নিবন্ধটি দেখুন (অমীমাংসিত সম্পাদনা মীমাংসিত করে দিন)। মামুন সাদেক (আলাপ) ০৪:৫৭, ৮ মে ২০২১ (ইউটিসি)
করা হয়েছে — Meghmollar2017 • আলাপ • ০৫:০৩, ৮ মে ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-19[সম্পাদনা]
উইকিমিডিয়া প্রযুক্তি সম্রদায় কর্তৃক সর্বশেষ প্রযুক্তি সংবাদ। এই পরিবর্তনসমূহ সম্পর্কে অন্য ব্যবহারকারীদেরকেও জানান। সকাল পরিবর্তন আপনার উপর প্রভাব ফেলবে না। অনুবাদ পাওয়া যাচ্ছে।
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ১১ মে থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ১২ মে থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ১৩ মে থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- অনলাইনে উইকিমিডিয়া হ্যাকাথন ২২-২৩ মে অংশ নিতে অংশগ্রহণকারীরা কী কাজ করার পরিকল্পনা করছেন তা দেখতে পারেন।
প্রযুক্তি সংবাদ লেখকদের দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৫:১০, ১০ মে ২০২১ (ইউটিসি)
ঈদ মোবারক![সম্পাদনা]
ঈদ মোবারক পরিশ্রমী উইকিপিডিয়ান ভাই!!! পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা!। ~ তন্ময় (আলাপ) ১৯:২০, ১৩ মে ২০২১ (ইউটিসি)
- @Mzz Tanmay: ভাই, ধন্যবাদ এবং আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। :) — Meghmollar2017 • আলাপ • ০৩:১৩, ১৪ মে ২০২১ (ইউটিসি)
শুধু বলতে চাই যে...[সম্পাদনা]
এটা না করলেই বরং ভালো হতো!!!
আপনার এই মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত :( ধন্যবাদান্তে — প্রিয় (আলাপ ।। অবদান) ১২:০৩, ১৬ মে ২০২১ (ইউটিসি)
- @Symoum Syfullah Priyo: ভাই, দুঃখিত হবেন না। আমি ভেবেছিলাম যে, ডাকনাম ধরে ডাকাটা হয়তো ভালো দেখাবে না। তাই, পরিবর্তন করেছিলাম। আপনি এতে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনার আলাপ পাতায় যা হচ্ছে, বিষয়টি কিন্তু বেশ হাস্যকর। জানি না, আইপি ব্যবহারকারী এসব করে কী পাচ্ছেন! — Meghmollar2017 • আলাপ • ০৪:২৩, ১৭ মে ২০২১ (ইউটিসি)
আপনার জন্য এক কাপ কফি![সম্পাদনা]
![]() |
কেবল আপনার জন্য! ভালো থাকবেন, সুস্থ থাকবেন। — প্রিয় (আলাপ ।। অবদান) ০৭:২৬, ১৭ মে ২০২১ (ইউটিসি) |
- @Symoum Syfullah Priyo: অসংখ্য ধন্যবাদ। চিয়ার্স — Meghmollar2017 • আলাপ • ১১:৫১, ১৭ মে ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-20[সম্পাদনা]
উইকিমিডিয়া প্রযুক্তি সম্রদায় কর্তৃক সর্বশেষ প্রযুক্তি সংবাদ। এই পরিবর্তনসমূহ সম্পর্কে অন্য ব্যবহারকারীদেরকেও জানান। সকাল পরিবর্তন আপনার উপর প্রভাব ফেলবে না। অনুবাদ পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- উত্তর সরঞ্জাম-এ একটি নতুন সরঞ্জামদণ্ড যোগ করা হয়েছে। এটি উইকিটেক্সট উত্স মোডে কাজ করে। আপনি এটি আপনার পছন্দসমূহ-এ সক্ষম করতে পারেন। [৫৭] [৫৮] [৫৯]
- Wikimedia mailing lists are being moved to Mailman 3. This is a newer version. For the character encoding to work it will change from
UTF-8
toutf8mb3
. [৬০][৬১] An earlier issue of Tech News said that the citoid API would handle dates with a month but no days in a new way. This has been reverted for now. There needs to be more discussion of how it affects different wikis first. [৬২]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
MediaWiki:Pageimages-blacklist
will be renamedMediaWiki:Pageimages-denylist
. The list can be copied to the new name. It will happen on 19 May for some wikis and 20 May for some wikis. Most wikis don't use it. It lists images that should never be used as thumbnails for articles. [৬৩]মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ১৮ মে থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ১৯ মে থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ২০ মে থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৩:৪৯, ১৭ মে ২০২১ (ইউটিসি)
Growth Newsletter #18[সম্পাদনা]
গ্রোথ দলের অষ্টাদশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
গ্রোথ দলের লক্ষ্য হল সফটওয়্যারজনিত পরিবর্তনের মাধ্যমে মধ্যম আকারের উইকিমিডিয়া প্রকল্পসমূহে নবাগতদের ধরে রাখতে সহায়তা করা।
কাঠামোবদ্ধ কাজগুলো[সম্পাদনা]
"একটি লিঙ্ক যুক্ত করুন" বর্তমানে উৎপাদন পর্যায়ে আছে এবং শীঘ্রই আমাদের চারটি পাইলট উইকিতে (আরবি, চেক, ভিয়েতনামিয় এবং বাংলা উইকিপিডিয়া) চালু হবে। আমরা এই সপ্তাহে এবং এর পরের সপ্তাহে শেষ পর্যায়ের পরীক্ষা চালাব। এর পরের সপ্তাহে, অর্থাৎ ২৪শে মে বা ৩১শে মে'র সপ্তাহে আমরা এটি চারটি উইকিতে চালু করব। এর দুই সপ্তাহ পরে আমরা প্রাথমিক উপাত্ত বিশ্লেষণ করব এবং দেখব কোনো সমস্যা বা ধারা দৃশ্যমান আছে কীনা। আমরা আশা করছি যে এই বৈশিষ্ট্য নতুন ধরনের নবাগতদেরকে সহজ এবং সফল সম্পাদনা করতে সাহায্য করবে। যদি সবকিছু চার সপ্তাহ পরে ঠিক থাকে, আমরা ধীরে ধীরে গ্রোথ বৈশিষ্ট্যযুক্ত সকল উইকিতে এই সুবিধাটি চালু করব।
মেন্টরদের জন্য সংবাদ[সম্পাদনা]

- আমরা বর্তমানে একটি মেন্টর ড্যাশবোর্ড নিয়ে কাজ করছি। এই বিশেষ পাতার লক্ষ্য মেন্টরদের সহায়তা করা, যেন তারা তাদের কাজে আরো সক্রিয় এবং সফল হন। প্রথম ধাপে এই ড্যাশবোর্ডে একটি সারণি থাকবে যেখানে মেন্টররা তাদের বর্তমান পরামর্শগ্রহীতাদের (মেন্টি) অবস্থা দেখতে পাবেন; এছাড়া তাদের নিজেদের সেটিংসের জন্য একটি মডিউল থাকবে, এবং অপর একটি মডিউলে তারা পরামর্শগ্রহীতাদের জন্য নিজ নিজ উত্তরগুলো গুছিয়ে রাখতে পারবেন।
- আমরা গ্রোথ দলের চারটি পাইলট উইকিতে ত্রৈমাসিক অডিট পরিচালনা করেছি। এর প্রেক্ষিতে দেখা গেছে যে মেন্টরদের অধিকাংশই সক্রিয়।
সম্প্রদায় কনফিগারেশন[সম্পাদনা]
আমরা একটি প্রকল্পে কাজ করছি যার মাধ্যমে সম্প্রদায় নিজেদের মত করে গ্রোথ বৈশিষ্ট্যের কনফিগারেশন নিয়ন্ত্রণ করতে পারবেন। এর আগে সম্প্রদায়কে গ্রোথ দলের সাথে সরাসরি কাজ করতে হতো যেন, তাদের মাধ্যমে সম্প্রদায় কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের পরিবর্তন করতে পারে। আমরা এই সক্ষমতার ভার প্রশাসকদের হাতে তুলে দিতে চাই, একটি সহজ ব্যবহারযোগ্য আকারে। এর মাধ্যমে সম্প্রদায়ের প্রয়োজন মোতাবেক সহজেই এই বৈশিষ্ট্য কাটছাঁট করা সম্ভব হবে। আমরা প্রাথমিকভাবে এটি গ্রোথ বৈশিষ্ট্যের জন্য বানাচ্ছি, তবে আমরা মনে করি অন্যান্য বৈশিষ্ট্যের ক্ষেত্রেও এটা প্রয়োগ করা সম্ভব হতে পারে। আমরা আগামী সপ্তাহে পাইলট উইকিগুলোতে এটা চালু করে দেখব, এবং এরপরে সকল গ্রোথ বৈশিষ্ট্যযুক্ত উইকিতে এটা প্রয়োগ করা হবে। আমরা আশা করছি আপনি প্রকল্প পাতা দেখবেন এবং আপনার যেকোনো ভাবনা আলাপ পাতায় জানাবেন।
স্কেলিং[সম্পাদনা]
- গ্রোথ বৈশিষ্ট্যাবলী বর্তমানে ৩৫টি উইকিতে চালু আছে। নিচের এই তালিকায় সাম্প্রতিক উইকিগুলো উল্লেখিত আছে: রোমানীয় উইকিপিডিয়া, ডেনীয় উইকিপিডিয়া, থাই উইকিপিডিয়া, ইন্দোনেশীয় উইকিপিডিয়া, ক্রোয়েশীয় উইকিপিডিয়া, আলবেনীয় উইকিপিডিয়া, এস্পেরান্তো উইকিপিডিয়া, হিন্দি উইকিপিডিয়া, নরওয়েজীয় বোকমাল উইকিপিডিয়া, জাপানি উইকিপিডিয়া, তেলুগু উইকিপিডিয়া, স্পেনীয় উইকিপিডিয়া, সরল ইংরেজি উইকিপিডিয়া, মালয় উইকিপিডিয়া, তামিল উইকিপিডিয়া, গ্রিক উইকিপিডিয়া, কাতালান উইকিপিডিয়া ।
- নতুন এক দল উইকিপিডিয়া গ্রোথ বৈশিষ্ট্যাবলী প্রয়োগের জন্য নির্ধারিত হয়েছে। যদি প্রয়োগ করার প্রক্রিয়া সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে, বা যদি আপনার সম্প্রদায় এই বৈশিষ্ট্যাবলী আগেই পেতে চায়, তাহলে স্বচ্ছন্দ্যে আমাদের সাথে যোগাযোগ করুন।
- ইংরেজি উইকিপিডিয়া সম্প্রদায়ের সাথে আলোচনা করে ঠিক হয়েছে যে, নতুন অ্যাকাউন্টগুলোর মধ্যে একটি ছোট অংশে গ্রোথ বৈশিষ্ট্যবলী পরীক্ষিত হবে। সেখানে বর্তমানে নিবন্ধিত ব্যবহারকারীগণ তাদের পছন্দে গিয়ে এটি চালু করতে পারেন।
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৫:২৩, ১৭ মে ২০২১ (ইউটিসি)
বিশেষায়িত বিজ্ঞপ্তি.js[সম্পাদনা]
স্ক্রিপ্টটি নির্দিষ্ট দিনে প্রতিবার পাতা লোড হওয়ার সময় বিজ্ঞপ্তি দেয়। আপনি যদি প্রতি মাসে একবার বিজ্ঞপ্তি চান, এভাবে করতে পারবেন:
mw.loader.using('mediawiki.storage', function () {
var today = new Date();
if (mw.storage.get('mw-biggopty') === today.getMonth().toString()) {
return;
}
var lastDayOfMonth = new Date(today.getFullYear(), today.getMonth()+1, 0);
if (today.getDate() === lastDayOfMonth.getDate()) {
mw.notify('আজ মাসের শেষ দিন। রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘে সময় দিন।');
mw.storage.set('mw-biggopty', today.getMonth().toString());
}
});
— AKanik 💬 ১০:১৬, ১৯ মে ২০২১ (ইউটিসি)
- @Ahmad Kanik: আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। — Meghmollar2017 • আলাপ • ১১:৫১, ১৯ মে ২০২১ (ইউটিসি)
অভিযোগ[সম্পাদনা]
আপনি আমার অবদান মুছে দিয়েছেন কেন? আমি সব সঠিক তথ্য সংগ্রহ করে সম্পাদনা করেছিলাম আর আপনি তা মুছে দিলেন কেন বুঝলাম না আমার দেওয়া তথ্যে ভুল থাকলে আমাকে বলতেন বা সংশোধন করতেন কিন্তু আপনি পুরোটাই মুছে দিলেন। — Md Riaz Ahmed Gazi (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Md Riaz Ahmed Gazi: ভাই, আপনার সম্পাদনা মুছে দেওয়া হয়েছে, কারণ কুমিল্লা বিভাগ নিবন্ধে এত তালিকা অপ্রাসঙ্গিক। বিদ্যুৎকেন্দ্র, স্থলবন্দর ইত্যাদির জন্য আলাদা আলাদা তালিকা নিবন্ধ তৈরি করা হয়, সেখানে একটি দেশের সকল বিদ্যুৎকেন্দ্র, স্থলবন্দর ইত্যাদির নাম স্থান পায়। কিন্তু একটি প্রস্তাবিত বিভাগের নিবন্ধে এত তালিকা রাখার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আপনি আয়তনের অংশটুকু সংশোধন করেছেন, কিন্তু তার জন্য কোনো তথ্যসূত্র দেননি। আপনি যে তথ্য বদলে অন্য তথ্য অন্তর্ভুক্ত করতে চান, তার জন্য অবশ্যই নির্ভরযোগ্য তথ্যসূত্র প্রদান করতে হবে। অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না। উইকিপিডিয়া মৌলিক গবেষণার স্থান নয়। — Meghmollar2017 • আলাপ • ১১:৪৪, ২২ মে ২০২১ (ইউটিসি)
আমার সম্পাদনা[সম্পাদনা]
আচ্ছা, আমি আসলে বুঝলাম না কেন আপনারা আমার পিছনে লেগেছেন, আমি কি কোনো খারাপ কিছু করেছি? আমি স্রেফ বানান সংশোধন করেছি, আর আপনারা খালি খালি আমার এডিট লগ খুলে আমার সব কিছু পূর্বস্থলে নিয়ে যাচ্ছেন, ব্যাপারটা কী আসলে বুঝলাম না? Shohure Jagoron (আলাপ) ১৮:৩৫, ২৩ মে ২০২১ (ইউটিসি)
- @Shohure Jagoron: ভাই, সম্পূর্ণ বিষয়টি আপনার কাছে পেছনে পড়া মনে হয়েছে, জেনে দুঃখ পেলাম। নতুন হিসেবে ভুল হয়েই থাকে, কিন্তু আপনি একসাথে একাধিক নীতিমালা ভঙ্গ করেছেন। উইকিপিডিয়ায় একটি নির্দিষ্ট নামকরণ নীতিমালা আছে, তাতে বলা আছে, শিরোনাম হতে হবে প্রচলিত। তাতে বিকল্প অন্য নাম থাকলে সেটা শীর্ষ অনুচ্ছেদে কেবল উল্লেখ করা হবে; পুরো নিবন্ধ স্থানান্তর করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, পুরনো ও জনপ্রিয় নিবন্ধগুলো স্থানান্তরের পূর্বে উইকিপিডিয়া সম্প্রদায়ের মতামত ও সুস্পষ্ট ঐকমত্য থাকতে হবে। অন্যথায় সেটা পূর্বাবস্থায় ফেরত আনা বাঞ্ছনীয়। এখানেও সেটাই ঘটেছে। সম্প্রদায়ের মতামত ছাড়া স্থানান্তর করা সমস্ত পাতা পূর্বাবস্থায় ফেরত আনা হয়েছে। এছাড়াও, আপনি ফ্যাকচুয়াল এরর ইনক্লুড করার চেষ্টা করেছেন। যেমন: ড্রাগন নিবন্ধটিকে আজদাহা নামে স্থানান্তর করেছেন, অথচ বাংলা একাডেমির অভিধানে আজদাহা শব্দের অর্থ ড্রাগন কিংবা এরা একে অপরের পরিভাষা অথবা সমার্থক, তার ন্যূনতম ইঙ্গিতও নেই। অথচ আপনি স্থানান্তর করে দিলেন, কারণ “ড্রাগন ইংরেজি শব্দ”। বলি আজদাহা কি বাংলা শব্দ? তা-ও তো নয়। তাহলে এ ধরনের সেন্সরশিপের মানসিকতা কেন? — Meghmollar2017 • আলাপ • ০৪:৫৫, ২৪ মে ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-21[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- উইকিমিডিয়া আন্দোলন ফ্রিনোড নামে একটি নেটওয়ার্কে আইআরসি ব্যবহার করছে। নেটওয়ার্কের নিয়ন্ত্রণে কে রয়েছে তার চারপাশে পরিবর্তন হয়েছে। উইকিমিডিয়া আইআরসি গ্রুপ এর পরিবর্তে নতুন লিবেরা চ্যাট নেটওয়ার্কে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি সমস্ত চ্যানেল সরানোর আন্দোলনের জন্য একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয় তবে বেশিরভাগ উইকিমিডিয়া আইআরসি চ্যানেল সম্ভবত ফ্রিনোড ছেড়ে চলে যাবে। এই বিষয়ে একটি মাইগ্রেশন গাইড এবং চলমান উইকিমিডিয়া আলোচনা রয়েছে।
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২৫ মে থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ২৬ মে থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ২৭ মে থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৭:০৭, ২৪ মে ২০২১ (ইউটিসি)
টুইং[সম্পাদনা]
ভাইয়া, নিবন্ধ প্রণেতাকে দ্রুত অপসারণ প্রস্তাবনা অবহিতকরণের কাজটা টুইংকল দিয়ে করা যায় কী? — মো. হাসিব আফিফ (আলাপ) ০৯:৪২, ২৮ মে ২০২১ (ইউটিসি)
- @Md. Haseeb Afeef: যায় – এখানে গিয়ে সেটিংস নির্ধারণ করতে পারবেন। তবে মোবাইল থেকে এখানে কোনো অপশন দেখা যাবে না। কম্পিউটার থেকে অথবা মোবাইলের ডেস্কটপ মোডে গিয়ে সেটিংস সম্পাদনা করতে হবে। মোবাইল থেকে ব্যবহারের সময় টুইঙ্কল অনেক ক্ষেত্রে ঠিকঠাক কাজ করে না। এই যেমন আমার ক্ষেত্রেও দ্রুত অপসারণ প্রস্তাবনা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধ প্রণেতাকে জানায় না! — Meghmollar2017 • আলাপ • ০৯:৫০, ২৮ মে ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: সেটিংসে তো দেখতেছি "এই ট্যাগগুলো সংযোজনের পর প্রণেতাকে জানানো হবে:"-তে টিক দেয়া আছেই। মোবাইলের ডেস্কটপ মোডে দ্রুত অপসারণ প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু প্রণেতার কাছে বার্তা গেল না। — মো. হাসিব আফিফ (আলাপ) ১১:২৫, ২৮ মে ২০২১ (ইউটিসি)
- @Md. Haseeb Afeef: এই সমস্যাটা আমারও হচ্ছে। আপনি উইকির কোনো মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকলে (উইকি আলাপ কিংবা বাংলা উইকিপিডিয়ার সম্পাদকগণ, বাংলাদেশ) সেখানে প্রশ্ন করে দেখতে পারেন। ইয়াহিয়া ভাই কিংবা রিয়াজ ভাই সাহায্য করতে পারবেন। — Meghmollar2017 • আলাপ • ১১:২৮, ২৮ মে ২০২১ (ইউটিসি)
- @Md. Haseeb Afeef: বাংলা উইকির টুইংকেলের কোডগুলো পুরোনো হয়ে যাওয়ায় এই অপশনটি এখন কারো ক্ষেত্রই কাজ করে না (মোবাইল বা ডেস্কটপ উভয় থেকেই)। বাই দা ওয়ে, আপনার সাক্ষরে একটু সমস্যা রয়েছে ঠিক করে নিয়েন। আদিভাই কে আবার নিয়মিত দেখে ভালো লাগছে
—শাকিল হোসেন আলাপ ১১:৩৩, ২৮ মে ২০২১ (ইউটিসি)
- @Md. Haseeb Afeef: বাংলা উইকির টুইংকেলের কোডগুলো পুরোনো হয়ে যাওয়ায় এই অপশনটি এখন কারো ক্ষেত্রই কাজ করে না (মোবাইল বা ডেস্কটপ উভয় থেকেই)। বাই দা ওয়ে, আপনার সাক্ষরে একটু সমস্যা রয়েছে ঠিক করে নিয়েন। আদিভাই কে আবার নিয়মিত দেখে ভালো লাগছে
- @Md. Haseeb Afeef: এই সমস্যাটা আমারও হচ্ছে। আপনি উইকির কোনো মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকলে (উইকি আলাপ কিংবা বাংলা উইকিপিডিয়ার সম্পাদকগণ, বাংলাদেশ) সেখানে প্রশ্ন করে দেখতে পারেন। ইয়াহিয়া ভাই কিংবা রিয়াজ ভাই সাহায্য করতে পারবেন। — Meghmollar2017 • আলাপ • ১১:২৮, ২৮ মে ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: সাক্ষরে সমস্যাটা কী ভাই? — মো. হাসিব আফিফ (আলাপ) ১১:৪০, ২৮ মে ২০২১ (ইউটিসি)
@Md. Haseeb Afeef: [[ব্যবহারকারী:Md. Haseeb Afeef|মো. হাসিব আফিফ]] ([[ব্যবহারকারী আলাপ:Md. Haseeb Afeef#top|আলাপ]])
এর বদলে [[ব্যবহারকারী:Md. Haseeb Afeef|মো. হাসিব আফিফ]] ([[ব্যবহারকারী আলাপ:Md. Haseeb Afeef|আলাপ]]
ব্যবহার করা উচিত। #top অপ্রয়োজনীয় —শাকিল হোসেন আলাপ ১১:৪৯, ২৮ মে ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: আচ্ছা। ধন্যবাদ আপনাকে। — মো. হাসিব আফিফ (আলাপ) ১১:৫৫, ২৮ মে ২০২১ (ইউটিসি)
ইলেকট্রনিক[সম্পাদনা]
ভাই, কিছু নিবন্ধ এবং বিষয়শ্রেণী ইলেক্ট্রনিক থেকে ইলেকট্রনিক করছি। -- সাইফুর (আলাপ) ০৯:৫৫, ৩১ মে ২০২১ (ইউটিসি)
- নিঃসন্দেহে। :) — Meghmollar2017 • আলাপ • ১১:৫৭, ৩১ মে ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-22[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সমস্যাগুলি
- ভেক্টর স্ক্রিনে পাতার শিরোনামের নিচের বিজ্ঞপ্তি এবং বিষয়শ্রেণীতে পাঠ্যের আকারের একটি সমস্যা ছিল। গত সোমবার এটি সমাধান করা হয়েছে। [৬৪]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
- এই সপ্তাহে কোনও নতুন মিডিয়াউইকি সংস্করণ নেই।
প্রযুক্তি সংবাদ লেখকদের দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৭:০৬, ৩১ মে ২০২১ (ইউটিসি)
ফাতওয়ার তালিকা অপসারণ[সম্পাদনা]
কেন ফাতওয়া তালিকা অপসারণে নোটিশ দিলেন? কারণ বলেন।--মো. মাহমুদুল আলম (আলাপ) ০৮:৪২, ১ জুন ২০২১ (ইউটিসি)
- @মো. মাহমুদুল আলম: অপসারণ নোটিশ দেওয়ার কারণ নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং অ-বিশ্বকোষীয়। পাশাপাশি নিবন্ধের শিরোনাম নীতিমালা অনুসারে শুদ্ধ নয়। আপনি চাইলে ইংরেজি উইকিপিডিয়ার en:List of fatwas নিবন্ধটি অনুবাদ করে আনতে পারেন। এছাড়া বানানের বিষয়ে আপনাকে সতর্ক হওয়ার অনুরোধ করছি। এ বিষয়ে আপনার আরও প্রশ্ন থাকলে আমাকে কিংবা যিনি নিবন্ধটি অপসারণ করেছে, তাঁকে নির্দ্বিধায় করতে পারেন। ধন্যবাদ। — Meghmollar2017 • আলাপ • ০৯:২৮, ১ জুন ২০২১ (ইউটিসি)
- পড়লাম en:List of fatwas এতে কে কার বিরুদ্ধে, পক্ষে, ফতওয়া দিয়েছে। তা উল্লেখ আছে। এরকম হাজার হাজার ফতওয়া আছে। যেমন, কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করা, শিখ ধর্মকে অমুসলিম বলা ইত্যাদি। আমার মনে ফতওয়ার বই ও লেখককের নাম লিখলে হবে। আপনি কি বলেন।--মো. মাহমুদুল আলম (আলাপ) ১৫:০৩, ১ জুন ২০২১ (ইউটিসি)
- @মো. মাহমুদুল আলম: সেক্ষেত্রে নিবন্ধের নাম দিতে পারেন ফতোয়া গ্রন্থের তালিকা (বইয়ের ক্ষেত্রে) কিংবা ফতোয়া প্রদানকারী ব্যক্তির তালিকা (ব্যক্তির ক্ষেত্রে)। আপনি একেবারে কোনো নিবন্ধ শেষ করতে না পারলে খেলাঘরে কাজ শুরু করতে পারেন। এখানে আপনার যতটুকু সময় দরকার, ততটুকু সময় নিয়ে লিখুন, কেউ বাধা দেবে না। এরপর কাজ শেষ হলে মূল নামস্থানে স্থানান্তর করে আনতে পারবেন। মূল নামস্থানের এরকম অতি ছোট নিবন্ধে {{db-a1}} ধারায় যে কেউ অপসারণের ট্যাগ আবার লাগাতে পারেন। — Meghmollar2017 • আলাপ • ০৪:৪৫, ২ জুন ২০২১ (ইউটিসি)
- পুনশ্চঃ আপনাকে নিবন্ধটি পুনরায় তৈরির জন্য ধন্যবাদ। আমি সেখানে রচনাশৈলীতে সংশোধন করেছি। অনুগ্রহ করে বইগুলোর নামের বিষয়ে নিশ্চিত করুন যে, বিদেশে লেখা বইগুলোর বাংলা সংস্করণের শিরোনাম ও লেখকের নাম অনুরূপ দেওয়া। নিবন্ধে ফতোয়া বানানটি ব্যবহার করা সমুচিত হবে, কেননা সেটি প্রচলিত বাংলা বানান। — Meghmollar2017 • আলাপ • ০৪:৫৭, ২ জুন ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-23[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ৮ জুন থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ৯ জুন থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ১০ জুন থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- উইকিমিডিয়া আন্দোলন প্রযুক্তিগত কাজের জন্য ফ্যাব্রিকেটর ব্যবহার করে। এখানেই প্রযুক্তিগত পরামর্শ, বাগ এবং ডেভেলপাররা কী নিয়ে কাজ করছেন তা সংগ্রহ করা হয়। ফ্যাব্রিকেটরের পিছনের সংস্থাটি এটিতে কাজ করা বন্ধ করে দেবে। এটি এখন উইকিমিডিয়া আন্দোলনের জন্য কিছু পরিবর্তন করবে না তবে, ভবিষ্যতে পরিবর্তন আনতে পারে। [৬৫][৬৬][৬৭]
- উইকিপিডিয়ায় অনুসন্ধান করলে কিছু ভিন্ন ভাষায় আরও ফলাফল পাওয়া যাবে। এটি মূলত তখন কাজ করবে যখন সঠিক বৈশিষ্ট্যসূচক শব্দ দিয়ে অনুসন্ধান করা হবে না কারণ সবসময় সেই ভাষায় এটাকে প্রয়োজন মনে করা হয় না। উদাহরণস্বরূপ
Bedusz
অনুসন্ধান করে জার্মান উইকিপিডিয়ায়Będusz
খুঁজে পাওয়া যাবে না।ę
অক্ষরটি জার্মান ভাষায় ব্যবহার করা হয় না তাই অনেকে এর পরিবর্তেe
লিখবে। এটি ভবিষ্যতে কিছু ভাষায় আরও ভালোভাবে কাজ করবে। [৬৮] ২০১৪ সালে এপিআই ক্রিয়াকলাপের সিএসআরএফ টোকেন প্যারামিটারগুলি পরিবর্তন করা হয়েছিল। ২০১৪ সালের আগের পুরানো প্যারামিটারগুলি শীঘ্রই কাজ করা বন্ধ করে দেবে। এটি সেই বট, গ্যাজেট এবং ব্যবহারকারী স্ক্রিপ্টগুলিকে প্রভাবিত করতে পারে যেগুলো এখনও পুরানো প্যারামিটারগুলি ব্যবহার করে। [৬৯][৭০]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
২০:০৩, ৭ জুন ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]
সুপ্রিয় Meghmollar2017/সংকলন,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)
অরিতাকে অরিতায় ফিরিয়ে আনুন[সম্পাদনা]
গত এক মাস ধরে নোট করে সব লিখে, বিভিন্ন ভাষার উইকি দেখে প্রাসঙ্গিক নতুন নাম দিলুম আর আপনি আপনার অধিকারের/ক্ষমতার জোরে এটিকে অন্য নামে পাঠিয়ে দিলেন! প্রচন্ড রাগ হচ্ছে। উল্লেখ্য যে এটি সাধারণ জেলিফিশ নয়, সাধারণ জেলিফিশ বলেও একটি প্রজাতি আছে । প্রজাতি হচ্ছে কোন নির্দিষ্ট প্রাণীর বিভিন্ন আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন বিবর্তিত প্রাণী। যেমন: মানুষের একটি প্রজাতি হচ্ছে নিয়ান্ডারথাল। আশা করছি আপনি কি সমস্যা লাগিয়েছেন বুঝতে পারছেন । অনুগ্রহ করে এটিকে তার প্রজাতির নামেই(অরিতা) ফিরিয়ে আনুন। ধন্যবাদ। — Nazrul Islam Nahid Majumder (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Nazrul Islam Nahid Majumder: ... আপনার অধিকারের/ক্ষমতার জোরে এটিকে অন্য নামে পাঠিয়ে দিলেন! প্রচন্ড রাগ হচ্ছে। ... আপনি কি সমস্যা লাগিয়েছেন ... কথাগুলো খুব লাগলো। যাই হোক, অনেক খাটাখাটনি করে লেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এখানে কোনো ক্ষমতা দেখাইনি। আপনার জ্ঞাতার্থে, প্রজাতির বৈজ্ঞানিক নাম সবসময়ই দ্বিপদী অথবা ত্রিপদী হতে হবে; যার মধ্যে প্রথমটি গণনাম, দ্বিতীয়টি প্রজাতিক নাম এবং তৃতীয়টি উপপ্রজাতিক নাম। গণনাম ছাড়া কেবলমাত্র প্রজাতিক নাম কোনো অর্থ রাখে না। আপনি আমায় অনুগ্রহ করে বলবেন কি এই প্রজাতির নাম অরিতা আপনি কোথায় পেয়েছেন? আর সাধারণ জেলিফিশ নামে আরও প্রজাতি আছে— অনুগ্রহ করে আমায় তার বৈজ্ঞানিক নাম বলুন। আমি আপনার সমস্যা লাগিয়েছি, সেটা সমাধান তো করতেই হবে। আমার এই প্রশ্নগুলোর উত্তর দিন, আমি আপনার পাতাটি পূর্বাবস্থায় ফেরত এনে দিচ্ছি। — Meghmollar2017 • আলাপ • ১৭:৪৮, ১৩ জুন ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: দুঃখিত! — Nazrul Islam Nahid Majumder (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Nazrul Islam Nahid Majumder: যা হয়ে গেছে, তার জন্য আর দুঃখিত হওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু আমার প্রশ্নগুলোর উত্তর দিন। — Meghmollar2017 • আলাপ • ০৪:২২, ১৪ জুন ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-24[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- মোবাইল থেকে ওয়েবে লগ-ইন ব্যবহারকারীরা উন্নত মোবাইল মোড ব্যবহার করতে পছন্দ করতে পারেন। তারা এখন ডেস্কটপ ব্যবহারকারীদের মতো একই ভাবে বিষয়শ্রেণীগুলো দেখেন। এর অর্থ হ'ল কিছু গ্যাজেট যা সবেমাত্র ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য হয়েছে তা মোবাইল সাইটের ব্যবহারকারীদের জন্যও কাজ করতে পারে। আপনার উইকিতে যদি এই ধরনের গ্যাজেট থাকে তবে আপনি সেগুলি মোবাইল সাইটের জন্যও চালু করার সিদ্ধান্ত নিতে পারেন। মোবাইলে ভাল করে দেখাতে কিছু গ্যাজেট সম্ভবত সংস্কার করার প্রয়োজন হবে। [৭১]
- উইকিউপাত্তে ভাষার লিঙ্কগুলি এখন বহুভাষিক উইকিসংকলনগুলির জন্যও কাজ করবে। [৭২]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
- এই সপ্তাহে কোনও নতুন মিডিয়াউইকি সংস্করণ নেই।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- ভবিষ্যতে আমরা সবাইকে অনিবন্ধিত সম্পাদকদের আইপি নাও দেখাতে পারি। এটা আইনগত কারণেই হবে। এখন প্রক্রিয়াটি মোটামুটি একটি খসড়ার পর্যায়ে রয়েছে যে যাদের প্রয়োজন রয়েছে তাদের আইপি দেখানো কীভাবে কাজ করতে পারে।
- জার্মান উইকিপিডিয়া, ইংরেজি উইকিভয়াজ এবং ২৯টি ছোট উইকি ২২শে জুন কয়েক মিনিটের জন্য শুধু-পঠনযোগ্য মোডে চলে যাবে। এটি ৫:০০ থেকে ৫:৩০ ইউটিসির মধ্যে করার পরিকল্পনা করা হয়েছে। [৭৩]
- ২৮ জুন কয়েক মিনিটের জন্য সমস্ত উইকি শুধুমাত্র পাঠযোগ্য থাকবে। পরের প্রযুক্তি সংবাদে আরও তথ্য প্রকাশিত হবে। এটি আগামী সপ্তাহগুলিতে পৃথক উইকিতেও পোস্ট করা হবে। [৭৪][৭৫]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
২০:২৬, ১৪ জুন ২০২১ (ইউটিসি)
লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক[সম্পাদনা]
![]() |
লক্ষপূরণ পদক | |
প্রিয় Meghmollar2017, বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি) |
- @ANKAN এবং আফতাবুজ্জামান: ভাইয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ। নতুন পদকটি দেখতে কিন্তু খুবই সুন্দর!
— Meghmollar2017 • আলাপ • ০৪:৫০, ১৬ জুন ২০২১ (ইউটিসি)
বাসুলিয়া[সম্পাদনা]
আপনি কি বলতে চাচ্ছেন মাহফুজুর রহমান মারুফ (আলাপ) ১১:০৬, ১৮ জুন ২০২১ (ইউটিসি)
- @মাহফুজুর রহমান মারুফ: আমি বলতে চাইছি, আপনার বাসুলিয়া নিবন্ধটি WP:OR নীতিমালা লঙ্ঘন করায় অপসারণযোগ্য। আপনি সম্পূর্ণ ব্যক্তিগত মনোভাব ব্যক্ত করে নিবন্ধটি লিখেছিলেন, যার কোনো প্রকাশিত ভিত্তি ছিল না। — Meghmollar2017 • আলাপ • ১৫:৩৬, ১৮ জুন ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]
সুপ্রিয় Meghmollar2017,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-25[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
otrs-member
দলের নাম এখনvrt-permissions
। এটি অপব্যবহার ছাঁকুনীগুলোকে প্রভাবিত করতে পারে। [৭৬]
সমস্যাগুলি
- আপনি ২২ জুন কয়েক মিনিটের জন্য জার্মান উইকিপিডিয়া, ইংরেজি উইকিভ্রমণ এবং ২৯টি ছোট উইকি পড়তে পারবেন কিন্তু সম্পাদনা করতে পারবেন না। এটি ৫:০০ থেকে ৫:৩০ ইউটিসি সময়ের মধ্যে করার পরিকল্পনা করা হয়েছে। [৭৭]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২২ জুন থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ২৩ জুন থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ২৪ জুন থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৫:৪৯, ২১ জুন ২০২১ (ইউটিসি)
একটি খুনের স্বপ্ন[সম্পাদনা]
@Meghmollar2017:, @আদি ভাই, একটি খুনের স্বপ্ন নিবন্ধটির বিশদ কাহিনী অংশ কেটে দিয়ে সংক্ষিপ্ত আকারে বিষয়বস্তু যোগ করা হয়েছে, বিশদ কাহিনী spoiler-এর আওতায় পড়ে (কাহিনী অংশ আমি নিজেই আগে অন্য একটি একাউন্ট থেকে লিখেছিলাম); নিবন্ধটির অপরীক্ষিত সম্পাদনা পরীক্ষিত করে দিন। মামুন সাদেক (আলাপ) ১৫:৩০, ২৪ জুন ২০২১ (ইউটিসি)
মন্তব্য, নিবন্ধটি ইতোমধ্যে পুলক ভাই দ্বারা ঠিক করা হয়েছে। মামুন সাদেক (আলাপ) ১৬:৩৫, ২৪ জুন ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-26[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- গ্রোথ বৈশিষ্ট্যগুলিসহ উইকিগুলিতে এখন সরাসরি তাদের উইকিতে গ্রোথ বৈশিষ্ট্যগুলি কনফিগার করতে পারবে। এটি নতুন বিশেষ পৃষ্ঠা
Special:EditGrowthConfig
ব্যবহার করে। [৭৮] - উইকিসংকলনে একটি নতুন ওসিআর সরঞ্জাম যোগ করা হয়েছে। আপনি যদি উইকিসংকলনের "extract text" বোতামটি দেখতে না চান তবে আপনি
.ext-wikisource-ExtractTextWidget { display: none; }
আপনার common.css পৃষ্ঠাতে যোগ করতে পারেন। [৭৯]
সমস্যাগুলি
- আপনি ২৯ জুন কয়েক মিনিটের জন্য উইকিমিডিয়া উইকিগুলো পড়তে পারবেন কিন্তু সম্পাদনা করতে পারবেন না। এটি ১৪:০০ ইউটিসি-এ করার পরিকল্পনা করা হয়েছে। [৮০][৮১]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২৯ জুন থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ৩০ জুন থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ১ জুলাই থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
"Threshold for stub link formatting"
,থাম্বনেইল আকার
এবংশিরোনামগুলিকে স্বয়ংক্রিয়ভাবে ক্রমিক নম্বর দেয়া হোক
পছন্দসমূহে সেট করা যেতে পারে। এগুলির রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল এবং বেশি সম্পাদকগণ এগুলো ব্যবহার করেন না। বিকাশকারীরা এগুলি সরানোর পরিকল্পনা করছেন। এগুলি অপসারণ করলে পৃষ্ঠাগুলি দ্রুত লোড হবে। আপনি আরও পড়তে এবং প্রতিক্রিয়া জানাতে পারেন।- একটি সরঞ্জামদণ্ড উত্তর সরঞ্জামের উইকিটেক্সট উৎস মোডে যুক্ত হবে। এটি পৃষ্ঠাগুলিকে লিঙ্ক করা এবং অন্যান্য ব্যবহারকারীদের পিং করা সহজ করবে। [৮২][৮৩]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৬:৩২, ২৮ জুন ২০২১ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ৯ জুলাই ২০২১[সম্পাদনা]
~ ফায়সাল বিন দারুল (২০২১) ২২:৫২, ৩০ জুন ২০২১ (ইউটিসি)
- জেনে খুবই আনন্দিত হলাম। :) আপনাদের অনেক ধন্যবাদ। — Meghmollar2017 • আলাপ • ০৩:২২, ১ জুলাই ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]
সুপ্রিয় Meghmollar2017,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)
নাথ বিষয়ে[সম্পাদনা]
দেখুন নাথ বা দেবনাথ কোনোদিন ই বৈদ্য নয়, তারা যোগী বা যুগী সম্প্রদায় ভুক্ত , পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি তালিকা দেখে নিতে পারেন ওই পদবী ভুক্ত সম্প্রদায়ের উল্লেখ রয়েছে। অভিরূপ দাশশর্মা (আলাপ) ০৯:১৭, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-27[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
প্রযুক্তি সংবাদ
- প্রযুক্তি সংবাদের পরবর্তী সংখ্যাটি ১৯ জুলাই পাঠানো হবে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- AutoWikiBrowser is a tool to make repetitive tasks easier. It now uses JSON.
Wikipedia:AutoWikiBrowser/CheckPage
has moved toWikipedia:AutoWikiBrowser/CheckPageJSON
andWikipedia:AutoWikiBrowser/Config
.Wikipedia:AutoWikiBrowser/CheckPage/Version
has moved toWikipedia:AutoWikiBrowser/CheckPage/VersionJSON
. The tool will eventually be configured on the wiki so that you don't have to wait until the new version to add templates or regular expression fixes. [৮৪]
সমস্যাগুলি
- ইন্টারনেট আর্কাইভ বট কিছু উইকিতে অনলাইন উৎস সংরক্ষণে সহায়তা করে। এটি সেগুলো ওয়েব্যাক মেশিনে যোগ করে এবং সেখানে তাদের সাথে লিঙ্ক করে। এটি তাই যে পৃষ্ঠাটির সাথে সংযুক্ত ছিল তা অপসারণ করা হলে তারা অদৃশ্য হবে না। এটি বর্তমানে ভুল তারিখের সাথে যুক্ত করার ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে যখন এটি
archive.is
থেকে পৃষ্ঠাগুলিweb.archive.org
এ সরিয়ে নিয়ে যায়। [৮৫]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
- সঠিক টেমপ্লেটগুলি খুঁজে পাওয়া এবং ব্যবহার করা সহজ করার জন্য টেমপ্লেটগুলি খুঁজে পাওয়া, যোগ করা এবং অপসারণ করার সরঞ্জামটি আপডেট করা হবে। এটি ৭ জুলাই প্রথম উইকিতে আসবে। এটি এই বছরের শেষের দিকে আরও উইকিতে আসবে। [৮৬][৮৭]
- এই সপ্তাহে কোনও নতুন মিডিয়াউইকি সংস্করণ নেই।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- কিছু উইকিমিডিয়া উইকি পতাকাযুক্ত সংশোধন বা অমীমাংসিত পরিবর্তন ব্যবহার করে। এটি পাঠকদের জন্য নতুন এবং অনিবন্ধিত অ্যাকাউন্ট গুলি থেকে সম্পাদনাগুলি লুকিয়ে রাখে যতক্ষণ না সেগুলো টহল দেওয়া হয়। নিরীক্ষকদের করা সংশোধনগুলিতে সয়ংক্রিয় পর্যালোচনা ক্রিয়াটি আর লগ হিসাবে সংরক্ষণ করা হবে না। সয়ংক্রিয়-পর্যালোচনার সমস্ত পুরানো লগ গুলি অপসারণ করা হবে। কারণ এটি প্রচুর লগ তৈরি করে যা খুব দরকারী নয়। [৮৮]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৭:৩৩, ৫ জুলাই ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-29[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- সঠিক টেমপ্লেটগুলি খুঁজে পাওয়া এবং ব্যবহার করা সহজ করার জন্য টেমপ্লেটগুলি খোঁজা, যোগ এবং অপসারণ করার সরঞ্জামটি হালনাগাদ করা হয়েছিল। এটি ৭ জুলাই প্রথম উইকিতে আসার কথা ছিল, পরিবর্তে এটি ১২ জুলাই পর্যন্ত বিলম্বিত হয়েছিল। এটি এই বছরের শেষের দিকে আরও উইকিতে আসবে। [৮৯][৯০]
- বিশেষ:অসংযুক্ত পাতা এমন পৃষ্ঠাগুলির একটি তালিকা তৈরি করে যা উইকিউপাত্তের সাথে সংযুক্ত নয়। এটি আপনাকে উইকিউপাত্ত আইটেমের সাথে সংযুক্ত হতে পারে এমন পৃষ্ঠাগুলি খুঁজে পেতে সহায়তা করবে। কিছু পৃষ্ঠা উইকিউপাত্তের সাথে সংযুক্ত করা উচিত নয়। আপনি এই জাদু শব্দগুলো ব্যবহার করতে পারেন
__EXPECTED_UNCONNECTED_PAGE__
এটা কোন পাতায় ব্যবহার করলে তা বিশেষ পৃষ্ঠায় তালিকাবদ্ধ হবে না। [৯১]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২০ জুলাই থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ২১ জুলাই থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ২২ জুলাই থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
How media is structured in the parser's HTML output will soon change. This can affect bots, gadgets, user scripts and extensions. You can read more. You can test it on Testwiki or Testwiki 2.
The parameters for how you obtain tokens in the MediaWiki API were changed in 2014. The old way will no longer work from 1 September. Scripts, bots and tools that use the parameters from before the 2014 change need to be updated. You can read more.
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৫:৩১, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি)
প্রসঙ্গ রসনিমা[সম্পাদনা]
সুধী, আপনার রসনিমা প্রকল্পটির বর্তমান পরিস্থিতি কী? জানতে পারলে ভাল হয় আরকি। হীরক রাজা ১৬:৫৭, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)
- @Aishik Rehman: ভাই, ইদানিং বিষয়টি নিয়ে আমিও খুবই চিন্তিত। আরও আগে রসনিমার কাজ শুরু করার আশা ছিল; বলতে গেলে, অনেকটা ব্যক্তিগত কারণেই, এখন অবধি শুরু করা যায়নি। আশা করি, আগামী নভেম্বরের মধ্যে শুরু করা যাবে। তবে, আমি একা করতে গেলে বিষয়টা বেশ মুশকিল (এর জন্য সর্বাগ্রে দায়ী আমার আলসেমি; বাকিটা পরে)। এ কাজে আপনাদের মধ্যে অন্তত কয়েকজনের সাহায্যের আমার প্রয়োজন হবে। আজ সারাদিন শাকিলের সাথেও এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। সৌভাগ্যবশত, শাকিল ভাই এ কাজে হাতও লাগিয়ে দিয়েছেন।
— Meghmollar2017 • আলাপ • ১৭:১২, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities[সম্পাদনা]
Hello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Bangla and Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)
Tech News: 2021-30[সম্পাদনা]
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- মিডিয়াউইকির একটি নতুন সংস্করণ গত সপ্তাহের আগের সপ্তাহে উইকিমিডিয়া উইকিতে এসেছে। এটি প্রযুক্তি সংবাদে ছিল না কারণ সেই সপ্তাহের কোনও নিউজলেটার ছিল না।
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২৭ জুলাই থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ২৮ জুলাই থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ২৯ জুলাই থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ