ব্যবহারকারী আলাপ:MdaNoman/সংগ্রহশালা ৬

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধ হিসেবে কল্পকাহিনিতে বুধ নিবন্ধটির মনোনয়ন![সম্পাদনা]

প্রিয় সুধী, আপনি জেনে খুশি হবেন যে আমি ভালো নিবন্ধের জন্য আপনার প্রস্তাবিত কল্পকাহিনিতে বুধ নিবন্ধটি ভালো নিবন্ধের মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা শুরু করেছি। প্রক্রিয়াটি শেষ হতে ৭ দিনের মত সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে আপনার কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৭:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আজকের দর্পণ নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ লাগানো প্রসঙ্গে।[সম্পাদনা]

দৈনিক আজকের দর্পণ নিবন্ধটি সম্পাদনাধীন রয়েছে, এটি সম্পূর্ণ হয়নি। সাদি (আলাপ) ১৩:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

The Signpost: 30 September 2022[সম্পাদনা]

News, reports and features from the English Wikipedia's newspaper
Read this Signpost in full · Single-page · Unsubscribe · Global message delivery ০০:০৪, ১ অক্টোবর ২০২২ (ইউটিসি)

মোল্লা মোঃজাহিদুল ইসলাম জাহিদ-এর প্রশ্ন (১৫:১৪, ২ অক্টোবর ২০২২)[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।




আমি এটি কিভাবে ব্যবহার করব ব্যক্তিগত তথ্য বা কোন নিউজ দিতে চাইলে সেটি কিভাবে দিব --মোল্লা মোঃজাহিদুল ইসলাম জাহিদ (আলাপ) ১৫:১৪, ২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মোল্লা মোঃজাহিদুল ইসলাম জাহিদ উইকিপিডিয়াতে ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। উইকিপিডিয়া: উইকিপিডিয়া কি নয় দেখুন। ~ নোমান (আলাপঅবদান) ১৫:২৮, ২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

ভালো নিবন্ধ হিসেবে কল্পকাহিনিতে বুধ নিবন্ধটির মনোনয়ন![সম্পাদনা]

ভালো নিবন্ধ হিসেবে আপনার মনোনীত কল্পকাহিনিতে বুধ নিবন্ধটি উত্তীর্ণ হয়েছে; নিবন্ধটি সম্পর্কে মন্তব্যগুলি দেখার জন্য আলাপ:কল্পকাহিনিতে বুধ দেখুন। আপনাকে অভিনন্দন! যদি নিবন্ধটি এখনো প্রধান পাতার আপনি জানেন কি...-এর জন্য মনোনীত না করা হয়ে থাকে, তবে আপনি আজাকি বা আপনি জানেন কি...-এর জন্য এই পাতায় মনোনয়ন দিতে পারেন। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৩:২৭, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Non-admin closure[সম্পাদনা]

@MdaNoman সুধী! একটি নিবন্ধ একজন অ-প্রশাসক তখনই বন্ধ করতে পারে, যখন আলোচনার মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এটি রাখা যাবে। কিন্তু উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সচলায়তন (ব্লগ) কিন্তু এই আলোচনায় তেমন কিছুই হয়নি। এমনকি কোন প্রশাসক এখনো সিদ্ধান্ত দিতে পারেননি। অনেক প্রশাসকই দেখেছেন, কিন্তু তারাও নিশ্চিত না, অপসারণ বা রেখে দেওয়া সিদ্ধান্ত না দিয়ে এড়িয়ে গিয়েছেন। তাহলে আপনি কীভাবে ১০০% সুনিশ্চিত হলেন, নিবন্ধটি রাখা যায়।

সেটাও আবার আমি যে ধারায় অপসারণযোগ্য বলেছি, আপনিও সেই একই ধারায় রাখার উপযোগ্য বললেন। আমি এমনটা বলছিনা, নিবন্ধটা অবশ্যই মুছে দেওয়া উচিত। হয়তো নিবন্ধটা তথ্যসূত্র যুক্ত করলে উল্লেখযোগ্য হতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি কোনভাবেই এটাকে এভাবে রেখে দিতে পারেন না। এটা নীতিমালাবিরুদ্ধ। দয়া করে এটা পড়ুন, en:Wikipedia:Non-admin closure. আপনাকে ধন্যবাদ। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:০৩, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@DeloarAkram আমি নিবন্ধ নিয়ে আর এগোতে চাচ্ছি না। আপনার মত হলো যে প্রশাসক কোনো সিদ্ধান্তে আসতে পারিনি তবে আমি কিভাবে আসলাম। কিন্তু WP:NOTBUREAUCRACY অনুসারে সকলেই সমান প্রাধান্য পাবে। তাছাড়া, একজন যখন আলোচনা বন্ধ করেছেন , তখন আপনার উচিৎ নয় কি তার সাথে একটু আলোচনা করা? এটা অনেকটা WP: Conflict of interest এর সাথে মিলে যাচ্ছে। আপনি আরও বললেন যে,আমার কাজ নীতিমালা বিরুদ্ধে। en:WP:BADNAC এর সাথে মিল না থাকা সত্ত্বেও এরকম বলাটা অনুচিত। আশা করি আমি কি বলেছি তা বুঝেছেন। ধন্যবাদ। ~ নোমান (আলাপঅবদান) ০৯:২২, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdaNoman আপনার সাথে আলোচনা করিনি এর কারণ আপনার সিদ্ধান্তটা ভুল ছিলো। যা বাতিল করা প্রয়োজন। আর উইকিপিডিয়ায় সবাই সমান প্রাধান্য পাবেনা, যদি সবাই সমান প্রাধান্য পেতো তাহলে বিভিন্ন ধরনের অধিকার থাকতোনা। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:৩৩, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@DeloarAkram আপনার মত হলো আমার সম্পাদনা ভুল। আমার মত হলো আমার সম্পাদনা ঠিক আছে। এই দুই মতের মধ্যে উইকিপিডিয়া:ঐকমত্য তৈরির প্রয়োজনীয়তা ছিলো। ~ নোমান (আলাপঅবদান) ১০:৫৫, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

This Month in Education: September 2022[সম্পাদনা]

Tech News: 2022-40[সম্পাদনা]

MediaWiki message delivery ০০:২১, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Wikidata weekly summary #540[সম্পাদনা]

অভিযোজন নিয়ে শেখ মাহাবুব-এর প্রশ্ন (১৭:২৮, ৪ অক্টোবর ২০২২)[সম্পাদনা]

আসসালামু আলাইকুম আমি শেখ মাহাবুব বলছি আমি একজন শিক্ষার্থী ইন্টারফাষ্ট ইয়ারে পড়াশোনা করি বাংগরা বাজার থানা আমার বাড়ি উপজেলা মুরাদনগর জেলা কুমিল্লা আমি কিছু কথা বলতে চায় বললে কি আমার কোনো সমস্যা হবে

আমাদের এখানে কিছু লোকজন আছে প্রতি দিন রাতের বেলা গাজা বা নিশা মতো অনেক কিছু খা আমাদের এখানে সমাজ টাকে ওরা আস্তে আস্তে নষ্ট করে দিবে মনে হচ্ছে আপনেরা তদন্ত সাপেক্ষে বিবস্ত্র নেয়ার জন্য অনুরুধ করছি যা প্রয়েজন লাগবে আপনাদের আমি দিতে রাজি আছি আর কিছু তথ্য লাগলে প্লিজ বলুন

আমাদের এখানে অনেক --শেখ মাহাবুব (আলাপ) ১৭:২৮, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@শেখ মাহাবুব ওয়া আলাইকুম আসসালাম। আপনি এখানে আইন বিষয়ে কোনো সাহায্য পাবেন না। উইকিপিডিয়া:আইনগত দাবিত্যাগ দেখুন। সম্পাদনা বিষয়ে সাহায্য প্রয়োজন হলে জানাবেন। ধন্যবাদ। ~ নোমান (আলাপঅবদান) ০১:২৩, ৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

বন্ধ করা আলোচনা নিয়ে সমস্যা[সম্পাদনা]

সুধী, আলোচনাসভায় আপনি সম্প্রতি কিছু আলোচনা বন্ধ করেছেন দেখতে পেলাম। কিন্তু সেই আলোচনাগুলো বন্ধ করার যৌক্তিকতা ও সেগুলোতে যুক্ত করা মন্তব্য নিয়ে আমার প্রশ্ন আছে। আকীদা ও ইসলামী ধর্মতত্ত্ব নিবন্ধ বিষয়ে শীর্ষক আলোচনা বন্ধ করতে আপনি লিখেছেন, সকপাপেটারের প্রস্তাবনা খতিয়ে দেখা হয়নি। (পার্থক্য) আলোচনা একজন সকপাপেটার শুরু করলেও সম্প্রদায়ের অনেক ব্যবহারকারী এতে মন্তব্য করেছেন কাজেই “খতিয়ে দেখা হয়নি” এখানে ভ্যালিড হচ্ছে না। পাশাপাশি আলোচনায় সম্প্রদায়ের কোনো ঐকমত্য আসেনি, তাই আলোচনা বন্ধ করা উচিত হয়নি। তবে যেহেতু সকপাপেটারের শুরু করা আলোচনা, এই আলোচনা নতুন করে শুরু করা অন্য কোনো ব্যবহারকারীর হাতে। অপর আলোচনা পর্নোগ্রাফি শিরোনাম স্থানান্তর আলোচনা আপনি বন্ধ করে দিয়েছেন এই বলে প্রচলিত নামানুসারে নিবন্ধের নাম রাখা হলো। প্রস্তাবনা বা আলোচনার জন্য নিবন্ধের আলাপ পাতা ব্যবহারের অনুরোধ করা হলো। (পার্থক্য) আমার দৃষ্টিতে এই মন্তব্য সম্পূর্ণ ইলেজিটিমেট। প্রথমত এবং স্পষ্টত আলোচনায় কোনো সুনির্দিষ্ট ঐকমত্য আসেনি, যার ভিত্তিতে আপনি উপরের মন্তব্যটি বৈধভাবে আলোচনা বন্ধ করার সময় বলতে পারতেন। উপরন্তু নিবন্ধের শিরোনাম WP:STATUSQUO হিসেবে পুনর্বহাল করা হয়েছিল। একইসাথে আলোচনাটি নিবন্ধের আলাপ পাতায় স্থানান্তরিত হয়েছিল। কাজেই কোনোভাবেই আপনার আলোচনা-বন্ধ-করা মন্তব্যের সাথে বাস্তবতার মিল পেলাম না। এভাবে ঐকমত্য ছাড়া খোলা আলোচনা বন্ধ এবং আলোচনা বন্ধ করতে এই ধরনের মন্তব্য পরোক্ষভাবে বিতর্কের সৃষ্টি করছে। — আদিভাইআলাপ১৫:২০, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MdaNoman পর্নোগ্রাফি শিরোনামের ব্যপারে তো ঐক্যমত তো হয়নি। এটা কোনভাবেই বন্ধ করা উচিত হয়নি। আর আকীদা ও ইসলামী ধর্মতত্ত্ব নিবন্ধ শিরোনামের আলোচনা বন্ধে আপনি কী বুঝালেন, আমার বুঝে আসলোনা। প্রথম সিদ্ধান্তটা অত্যন্ত বড় সিদ্ধান্ত ছিলো, এই সিদ্ধান্ত অন্যতম সন্মানিত প্রশাসক/বুরোক্র্যাটের নেওয়া উচিত ছিলো। কারণ এটার সাথে একজন প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ জড়িত রয়েছে। তাকে নিয়ে বুরোক্র্যাটদের আলোচনাসভায় আলোচনায় চলছে। সেখানে আপনার সিদ্ধান্ত দিয়ে আলোচনা বন্ধ করা উচিত নয়। এছাড়াও আপনি তাফসীর বানান প্রস্তাবনায় ঐক্যমত ছাড়াই সিদ্ধান্ত দিয়েছেন (সিদ্ধান্তটা ঠিক থাকলেও আরো আলোচনা হতে পারতো)।
আমার কথা বড় বড় সিদ্ধান্তগুলো প্রশাসকদের নিতে দিন, তাহলে গ্রহনযোগ্যতা ও নিরপেক্ষতা অধিক পরিমাণে ঠিক থাকবে। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৬:১৩, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যাপার না, আস্তে আস্তে শিখবে। অনেকে তো নতুন নেতৃত্ব নেতৃত্ব বলে চিল্লাপাল্লা করে দায়িত্ব শেষ করে, আবার শতবার বললেও বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখে না, উল্টো নানা বিশেষণে আখ্যায়িত হতে হয়। যারা আসলে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখছে আমাদের তাদের উৎসাহ দেওয়া উচিত। ভুল ত্রুটি হবেই, আমার নিজেরও হয়। আমার মনে হয় আমাদের একজন বললেই যথেষ্ট, সকলে মিলে এসে একই জিনিস বলার দরকার নেই। একই সাথে উপদেশ দেওয়া বা মন্তব্যের সময় আমাদের "ভ্যালিড হচ্ছে না", "সম্পূর্ণ ইলেজিটিমেট" জাতীয় শব্দ পরিহার করা উচিত; এগুলো বরং নতুনদের উৎসাহ, উদ্দীপনা দমন করে দেয়। আমরা অভিযোগ করছি অমুক প্রশাসকের অমুক লেখার কারণে কষ্ট পেয়েছি, একই সাথে আমাদের কথার কারণে অন্যজন যাতে কষ্ট না পায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে। এখানে আমরা কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৮, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ভাইয়া, কিছু মনে করবেন না। এই আলোচনার সাথে নতুন নেতৃত্ব এবং “সেই নির্দিষ্ট ব্যক্তিবর্গের” উইকিপিডিয়ায় অবদান রাখা-না-রাখা কীভাবে জড়িত, সেটা বুঝতে পারিনি। আর অমুক প্রশাসকের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে, তখন উনার ভাষাপ্রয়োগের সাথে এই আলোচনার ভাষাপ্রয়োগকে গুলিয়ে ফেলবেন না। আমি নোমান ভাইয়ের “সম্পাদনার যৌক্তিকতা এবং সেগুলোর লেজিটিমেসি” নিয়ে আলোচনা করতে এসেছি। অন্যদিকে উদ্দিষ্ট প্রশাসকের বক্তব্য ব্যক্তিগত আক্রমণমূলক ও আত্মম্ভরিতাপূর্ণ। — আদিভাইআলাপ১৮:১৫, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017 অনুগ্রহ করে ভারী শব্দ ব্যবহার করবেন না। ~ নোমান (আলাপঅবদান) ১৮:১৬, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017, উইকিতে নতুন নেতৃত্ব বলতে এটা বুঝানো হয় না তাকে মাঠেঘাটে সভা মিছিলে নেতৃত্ব দিতে বলা হচ্ছে। উইকিতে নেতৃত্ব বলতে বুঝানো হয় নতুন যিনি উইকিকে এগিয়ে নিবেন, আমরা উইকিতে যে কাজগুলো করছি এগুলোর হাল ধরবেন, আমাদের ক্ষেত্রে বাংলা উইকি। এখানে নতুন নেতৃত্বের কথা আসছে, কারণ নতুন একজন সম্পাদক হিসেবে নোমান যখন চেষ্টা করছে, সাহসী ও উৎসাহী হয়ে আলোচনাসভার ১০-১৫ দিনের ধরে নিষ্ক্রিয় থাকা আলোচনা বন্ধ করছে, তখন তার কাজকে কেন "ভ্যালিড হচ্ছে না", "সম্পূর্ণ ইলেজিটিমেট" ইত্যাদি বলা হচ্ছে? কেউ ভুল করলে তাকে বলতে সমস্যা নেই কিন্তু এই জাতীয় বিশেষণ ব্যবহার করা একদম অনুচিত। আমি উক্ত প্রশাসকের বিষয়টিও উদাহরণ হিসেবে টেনেছি কারণ তুমিসহ কয়েকজন অভিযোগ করেছে তারা তার ভাষাপ্রয়োগকে কষ্ট পেয়েছে। "ভ্যালিড হচ্ছে না", "সম্পূর্ণ ইলেজিটিমেট" ভাষাপ্রয়োগ দ্বারা এখানেও আমি একই বিষয় দেখতে পাচ্ছি, শুধু ব্যক্তিদ্বয় ভিন্ন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১২, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
নোমান, "আকীদা ও ইসলামী ধর্মতত্ত্ব নিবন্ধ বিষয়ে" অনুচ্ছেদে আরেকটু বিস্তারিত লিখ, বর্তমান বন্ধকরণ বার্তাতে কী বুঝাতে চেয়েছো তা ঠিক পরিষ্কার নয়। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩১, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
করেছি। ~ নোমান (আলাপঅবদান) ১৭:৫৭, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@DeloarAkram আপনার মতে আমি ঐক্যমত ছাড়া ৩০ আগষ্ট তারিখে আলোচনা বন্ধ করেছি। অন্যদিকে MS Sakib ভাই ২৯ তারিখে সকল পাতা সঠিক নামে স্থানান্তর করেছিলেন এবং সারাংশতে আলোচনাসভার উল্লেখ করেছিলেন (উদাহরণ)। উনি হয়তো আলাপ বন্ধ করতে ভুলে গেছিলেন তাই আমি করেছিলাম, সেকথা আমি বন্ধ করার সময় উল্লেখ করেছিলাম। তাহলে গৃহীত সিদ্ধান্ত-এর ক্ষেত্রে কিভাবে আরও সিদ্ধান্ত নেওয়া যেত একটু বলবেন? ~ নোমান (আলাপঅবদান) ১৮:০৩, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017,@DeloarAkram পর্ণগ্রাফি শিরোনাম নিয়ে উল্লিখিত পাতায় আলোচনা চলমান। আলোচনাসভায় আলোচনা ছাড়াও অন্যান্য বিষয়ের চর্চা হচ্ছিল, যেগুলো অপ্রয়োজনীয় ( অন্তত বিশ্বকোষ গঠনের জন্য)। এবং সিদ্ধান্ত আলোচনা পাতায় নেওয়া যেতে পারে। এজন্যই আলোচনা থামানো হয়েছে। ~ নোমান (আলাপঅবদান) ১৮:০৭, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
নোমান ভাই, আলোচনা বন্ধ করার সময় এই পয়েন্টগুলো উল্লেখ করে বন্ধ করলেই ভালো হতো না? তাহলে অযথা কথা উঠতো না। আপনার মন্তব্যগুলো নিঃসন্দেহে সিদ্ধান্তমূলক ছিল। তাতে মনে হয়নি আলোচনা কোথাও চলমান আছে। — আদিভাইআলাপ১৮:১৬, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017 প্রস্তাবনা বা আলোচনা বলতে আমি তাই বুঝিয়েছিলাম। বোধহয় আমার বোঝানোর ব্যর্থতা। ~ নোমান (আলাপঅবদান) ১৮:১৯, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdaNoman, এভাবে আলোচনা বন্ধ করার আগে খুব প্রিসাইজ বা সুনির্দিষ্ট মন্তব্য করবেন। তাহলে এই অহেতুক মন্তব্য নিয়ে আলোচনা করতে হয় না। এই আলোচনা আর বেশি দীর্ঘ করতে ইচ্ছা করি না। আপনাকে এবং আলোচনায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ। — আদিভাইআলাপ০৮:৫৪, ১০ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Wikipedia translation of the week: 2022-41[সম্পাদনা]

প্রযুক্তি সংবাদ: 2022-41[সম্পাদনা]

১৪:০৬, ১০ অক্টোবর ২০২২ (ইউটিসি)

Wikidata weekly summary #541[সম্পাদনা]

অনুবাদ বিজ্ঞপ্তি: Universal Code of Conduct/Revised enforcement guidelines/Announcement/Consultation Close[সম্পাদনা]

প্রিয় MdaNoman,

আপনাকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হচ্ছে কারণ আপনি Meta ওয়েবসাইটটিতে বাংলা ভাষায় অনুবাদ করতে একজন অনুবাদকারী হিসেবে নাম লিখিয়েছিলেন। Universal Code of Conduct/Revised enforcement guidelines/Announcement/Consultation Close পাতাটি এখন অনুবাদের জন্য উপলব্ধ রয়েছে। আপনি এখানে গিয়ে এটি অনুবাদ করতে পারেন:

এই পাতাটির অগ্রাধিকার হল মধ্যম।


আপনার সাহায্য অত্যন্ত প্রশংসার দাবিদার। আপনার মত অনুবাদকগণই Meta-কে একটি সত্যিকারের বহুভাষী সম্প্রদায় হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।

আপনি আপনার বিজ্ঞপ্তির পছন্দসমূহ পরিবর্তন করতে চাইলে এখানে যান

আপনাকে ধন্যবাদ!

Meta অনুবাদ সমন্বয়কারী‎, ০২:১৮, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)

অরুপ মহাজন-এর প্রশ্ন (০২:৪১, ১৩ অক্টোবর ২০২২)[সম্পাদনা]

কিভাবে আমি একটা সংগঠেনের নাম এইখানে প্রকাশ করতে পারবো ? বা আমার করণীয় কি কি ? --অরুপ মহাজন (আলাপ) ০২:৪১, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@অরুপ মহাজন এখানে কোনো সংগঠনের নাম প্রকাশ করা যাবে না। WP: উইকিপিডিয়া কি নয় দেখুন। ~ নোমান (আলাপঅবদান) ০৫:১২, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Mostafa Hyder-এর প্রশ্ন (০৫:৩৫, ১৫ অক্টোবর ২০২২)[সম্পাদনা]

উইকিপিডিয়ায় নিজেকে সম্পৃক্ত চাই। অর্থাৎ আমার তথ্য সংযুক্তি করতে চাই। --Mostafa Hyder (আলাপ) ০৫:৩৫, ১৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Mostafa Hyder উইকিপিডিয়াতে এমন কিছু করা যাবে না। WP:উইকিপিডিয়া কি নয় দেখুন। ~ নোমান (আলাপঅবদান) ১৪:৪৬, ১৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

CIS-A2K Newsletter September 2022[সম্পাদনা]


Apologies for sending it in English, feel free to translate it into your language.

Dear Wikimedians,

Hope everything is well. Here is the CIS-A2K's for the month of September Newsletter, a few conducted events are updated in it. Through this message, A2K shares its September 2022 Newsletter. In this newsletter, we have mentioned A2K's conducted events.

Conducted events

Please find the Newsletter link here.
If you want to subscribe/unsubscibe this newsletter, click here.

Thank you MediaWiki message delivery (আলাপ) ১২:৪১, ১৫ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

On behalf of User:Nitesh (CIS-A2K)

Wikipedia translation of the week: 2022-42[সম্পাদনা]

অক্টোবর ২০২২[সম্পাদনা]

থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৪৫, ১৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
সকপাপেট তদন্ত পাতা উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/MdaNomanআল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:১২, ১৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
প্রশাসকদের মেইলিং লিস্টের আলোচনা অনুসারে ব্যবহারকারীর মূল একাউন্টের বাধা তুলে নেওয়া হল। বিস্তারিত লিংক সকপাপেট তদন্ত পাতায়। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:০৪, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Wikidata weekly summary #542[সম্পাদনা]

প্রযুক্তি সংবাদ: 2022-42[সম্পাদনা]

MediaWiki message delivery ২১:৪৪, ১৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]