ব্যবহারকারী আলাপ:Md Habibur Rahman Salman

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে



সুব্রত রায় (আলাপ) ১২:০২, ২২ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

কাজ ভাল হচ্ছে[সম্পাদনা]

উইকিপিডিয়ায় ফরেস্ট্রি আর বোটানি নিয়ে খুব কম কাজ হয়েছে। তাও যেসব কাজ আছে সেগুলো যথেষ্ট অসম্পূর্ণ। আপনার নতুন নিবন্ধগুলো বেশ ভাল হচ্ছে। আরও চমৎকার হল আপনি উইকির নীতিমালা মেনেই এগুচ্ছেন। আশা করি ভবিষ্যতে আপনার কাছ থেকে এরকম আরও অনেক নিবন্ধ আমরা পাব। যেকোন প্রয়োজনে আমার আলাপ পাতায় লিখতে পারেন। সহযোগিতার সবরকম চেষ্টা করব।----খালেদ (আলাপ) ০৭:২৭, ১৯ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার উৎসাহ পেয়ে ভালো লাগলো। সর্বোচ্চ চেষ্টা করবো ভালো কাজ করার। উইকিপিডিয়ার কাজের পরিবেশটাও বেশ চমৎকার। এমন পরিবেশ সৃষ্টির জন্য সহ-উইকিপিডিয়াচারিদেরকে ধন্যবাদ। নতুন বলে এখনো অনেক নিয়ম-কানুন আমার অজানা। সকলের সহায়তায় আশা করি এগিয়ে যেতে পারবো।--- Md Habibur Rahman Salman (আলাপ) ১৫:৩০, ১৯ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিইফতার (ঘোষণা)[সম্পাদনা]

আপনাকে উইকিইফতারে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫৭, ৩ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

টক ব্যাক[সম্পাদনা]

সুপ্রিয়, Md Habibur Rahman Salman। Khaled0147-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় Md Habibur Rahman Salman,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]