ব্যবহারকারী আলাপ:Mamundu

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

--mamun (আলাপ) ০৮:৩২, ১৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)মামুন== বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম ==[উত্তর দিন]

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ[সম্পাদনা]

--mamun (আলাপ) ০৮:৫০, ১৯ আগস্ট ২০১৮ (ইউটিসি)মামুন[উত্তর দিন]

ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম ( আই. কে. ই. এ)[সম্পাদনা]

বাংলাদেশের মোট জনগোষ্ঠীর শতকরা ২ জন বুদ্ধি প্রতিবন্ধী । সেই হিসাবে প্রায় ৩২ লক্ষ মানুষকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে গণ্য করা যায় ।এই বিশাল জনগোষ্ঠীর উন্নয়নে এবং পুনর্বাসনে সকলের সহযোগিতা প্রয়োজন । ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য একটি সম্মানজনক অবস্থা তৈরির লক্ষ্যে স্পেশাল অলিম্পিকস নামে একটি আন্তর্জাতিক সংস্থা ১৯৬৮ সনে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৯৪ সনে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ নামে এই কার্যক্রম শুরু হয় । বিগত দিনে ৯ বৎসর ও তদুর্ধ্ব শিশু ও বালক - বালিকাদের ক্রীড়া প্রশিক্ষণ , অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে । জন্মের ২ বৎসরের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধীতা সনাক্ত হয়ে যায় । তাই ২ বৎসর থেকে ৭ বৎসর পর্যন্ত এই শিশুদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শারীরিক যোগ্যতা বৃদ্ধি করা প্রয়োজন । স্পেশাল অলিম্পিকস তাই অনুর্ধ্ব ৭ বৎসরের বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য ইয়াং এ্যাথলেট প্রোগ্রাম নামে একটি ইভেন্ট স্পেশাল অলিম্পিকসের কার্যক্রমে যুক্ত করেছে । ২/৩ বয়সেই শিশুদের বুদ্ধি প্রতিবন্ধীতা চিহ্নিত হওয়ার পর পরই তাদেরকে ইয়ং এ্যাথলেট প্রোগ্রামের অধীনে এনে তাদের শারীরিক যোগ্যতা বৃদ্ধির জন্য কিছু আনন্দদায়ক খেলার ছলে শেখাটাই হচ্ছে ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম । অভিভাবক , স্কুলের শিক্ষক, ভলান্টিয়ার ও ক্রীড়া প্রশিক্ষক সকলেই এই শিশুদের নিয়ে ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম করতে পারেন । ঘরে , বারান্দায়,উঠানে,মাঠে, স্কুলের যে কোন স্থানে ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম ইভেন্টটি করা যেতে পারে । স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ ২০১৬ সনে ২০০০ এবং ২০১৭ সনে ১০০০০(দশ হাজার) শিশুকে ইয়ং এ্যাথলেট প্রোগ্রামে সম্পৃক্ত করেছে । ২০১৮ সনেও ১০০০০ শিশুকে ইয়ং এ্যাথলেট প্রোগ্রামে সংযুক্ত করা হচ্ছে । ২/৩ বৎসর পর পরই এই শিশুদের মধ্য থেকেই শারীরিক যোগ্যতা সম্পন্ন এ্যাথলেট নির্বাচন করে তাদেরকে বিভিন্ন ক্রীড়ায় প্রশিক্ষণ দেয়া হবে। স্কুলে, সংস্থায়, কমিউনিটিতে এবং পরিবারে স্পেশাল অলিম্পিকস এর ইয়ং এ্যাথলেট প্রোগ্রামের কার্যক্রমকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য নিম্নে বর্ণিত নীতিমালা অনুসরণ করা হবে ঃ ১। প্রতি সপ্তাহে কমপক্ষে ২ দিন ১৫ জন ছাত্র / ছাত্রী / শিশুকে নিয়ে (অনুর্ধ্ব ৭ বৎসর) ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম চালাতে হবে। ২। ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেইনার / শিক্ষককে দায়িত্ব দিতে হবে এবং তিনি প্রতি সপ্তাহে ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম চালাবেন ও প্রতি মাসে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর অফিসে ইয়ং এ্যাথলেট প্রোগ্রামে অংশগ্রহণকারীদের ছবিসহ রেজিষ্ট্রেশন ফর্ম জমা দিবেন । একজন ট্রেইনার কমপক্ষে ১০০ জন ইয়ং এ্যাথলেটকে ইয়ং এ্যাথলেট প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবেন । ৩। দায়িত্বপ্রাপ্ত ইয়ং এ্যাথলেট ট্রেইনার স্কুল/সংস্থা/ কমিউনিটি/ পরিবারের সহযোগিতায় প্রতিমাসে ইয়ং এ্যাথলেটদের ছোট খাট শারীরিক যোগ্যতা যাচাই এর জন্য ১ টি ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করবেন । ৪। সমাজে ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ কর্তৃক বিভিন্ন স্থানে নিয়মিত সেমিনার ওয়ার্কশপ আয়োজন করা হবে । এতে শিক্ষক , প্রশিক্ষক, ভলান্টিয়ার ও পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করবেন । ৫। যে সব স্কুল / সংস্থা ইয়ং এ্যাথলেট প্রোগ্রামে ১০০ জন ছাত্র / ছাত্রী / শিশুকে অন্তর্ভুক্ত করবেন এবং নিয়মিত ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম চালাবেন সে সব স্কুল/ সংস্থাকে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর পক্ষ থেকে অার্থিক সহায়তা বাবদ এককলীন ২০,০০০ /- টাকা , ইয়ং এ্যাথলেট গাইড বুক, এক সেট ইয়ং এ্যাথলেট ইকুইপমেন্ট ও টি শার্ট প্রদান করা হবে । আর্থিক সহায়তার ২০,০০০/- টাকা শুধুমাত্র ইয়ং এ্যাথলেট ট্রেইনিং প্রোগ্রামের জন্য ব্যয় করা যাবে । আমাদের প্রত্যাশা স্কুল / সংস্থা/ কমিউনিটি / ভলান্টিয়ার / পরিবারের সক্রিয় অংশগ্রহণে ও সহযোগিতায় বাংলাদেশের ইয়ং এ্যাথলেট প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র/ ছাত্রী / শিশুদের যোগ্যতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তারা এ্যাথলেট হিসাবে স্পেশাল অলিম্পিকস এর ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে । ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম সম্পর্কিত তথ্যাদির জন্য স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের নিম্ন বর্ণিত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে ঃ ১. জনাব অরিন্দম পান্ডে প্রজেক্ট ম্যানেজার ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম মোবাইল ঃ ০১৯৯৩২৬৩৯০৮ ২। ডঃ মাহরুফ আহমেদ মৃদুল চীফ কো অর্ডিনেটর ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম মোবাইলঃ ০১৭৭৭১৩১৫১৭ ৩. জনাব সেলিম হায়দার ঢাকার কো অর্ডিনেটর মোবাইলঃ ০১৭৭১৬৯৯২৪৪ ৪. জনাব আব্দুল্লা আল মামুন দক্ষিণ অঞ্চলের অর্ডিনেটর ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম মোবাইলঃ ০১৯২৩৯৮৮৯৫৭ ৫. জনাব রাসেল আহমেদ উত্তর অঞ্চলের কো অর্ডিনেটর ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম মোবাইলঃ ০১৮৬৭৭৩৪৩৬১ স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ বাড়ি নং- ৩২, রোড - ৯/ডি, উত্তরা, ঢাকা মোবাইলঃ +৮৮০১৭১৩২৪৫৯০৩, +৮৮০১৭১১৫২৮২৭৯ ইমেইল: sobangla@gmail.com/ sobd.ya@gmail.com web: www.specialolympicsbd.com / ikeasobd.bolgspot.com facebook : https://www.facebook.com/IKEASOBD/?modal=admin_todo_tour Youtube: https://www.youtube.com/channel/UCFokYKvWLFH-iBsliNG1Bqw?view_as=subscriber