ব্যবহারকারী আলাপ:Mahfuz007

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাসির খান সৈকতআলাপ ০৬:১৯, ২০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

কোড স্মেল[সম্পাদনা]

প্রিয় Mahfuz007,

বাংলা উইকিতে আপনাকে স্বাগত। লক্ষ্য করলাম, কোড স্মেল নামে একটি নতুন নিবন্ধ তৈরী করেছেন। কিন্তু একটা সমস্যা আছে। দেখা গেল, লেখাটি https://www.amarblog.com/mahfuzsust/posts/174474 এবং https://www.amarblog.com/mahfuzsust/posts/174507 থেকে সরাসরি টুকে দেওয়া। তাই সেগুলিকে অপসারণ করা হয়েছে। আর তা ছাড়া, লেখাটি গল্পের মতো করে লেখা। যেমন, এই রকম বাক্যগুলি ... যদি এক প্লেটে ২জন ভাত খায়, তখন তাদেরকে উচিত আলাদা প্লেট করে দেয়া। এগুলি ব্লগে ঠিক আছে, কিন্তু উইকিতে এইরকম গল্পের মতো লেখা বর্জন করা হয়। উইকিতে আমাদের কাজ উপযুক্ত তথ্যসূত্রের সাহায্যে নিরপেক্ষভাবে তথ্য প্রদান করা। আপনার বিষয়ের মধ্যে অভিনবত্ব আছে এবং তা যথেষ্ট গুরুত্বপূর্ণ অবশ্যই। তাই দয়া করে একে নিরপেক্ষ তথ্যবহুল ভাবে লিখুন, এই অনুরোধ রইল। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। ভালো থাকবেন। বোধিসত্ত্ব (আলাপ) ০৭:১২, ২০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]