ব্যবহারকারী আলাপ:MD. KAZI SHAHINAHA MOID SUNNY

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

উত্ত্যক্তকরণ[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে তিন/চার প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি মাত্র এক/কয়েক লাইন অনুবাদ করে বেশ কয়েকদিন যাবত ফেলে রেখেছেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে তিন/চার প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আইন-বহির্ভূত অপরাধী[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে দুই/তিন প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি মাত্র এক/কয়েক লাইন অনুবাদ করে বেশ কয়েকদিন যাবত ফেলে রেখেছেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে দুই/তিন প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী নাম পরিবর্তনের পাতায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি[সম্পাদনা]

শুভেচ্ছা। একজন বৈশ্বয়ীক নাম পরিবর্তনকারী বা সাহায্যকারী আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদনে সাড়া দিয়েছেন, কিন্তু আবেদনটি সম্পন্ন করতে কিছু তথ্য প্রয়োজন। দয়া করে যত দ্রুত সম্ভব আপনার নাম পরিবর্তনের আবেদনের ভুক্তিতে তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২০, ১২ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় MD. KAZI SHAHINAHA MOID SUNNY,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

Can you please leave অপারেশন ট্রাইডেন্ট (১৯৭১) for me? I personally asked Nahid to include that yesterday, so that I can translate the article. Best, Winged Blades of Godric (আলাপ) ০৬:৩৬, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

কিভাবে আপনাকে হেল্প করতে পারি (ব্যবহারকারী:Winged_Blades_of_Godric) ভাই ? MD. KAZI SHAHINSHA MOID SANI (আলাপ) ১৭:৫৩, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
অপারেশন ট্রাইডেন্ট (১৯৭১)-এ আপনার অনুবাদ অত্যন্ত নিম্নমানের হচ্ছে। এছাড়াও আমি নিজে গতকাল রাতে নাহিদ ভাইকে অনুরোধ করি এই প্রবন্ধটি প্রতিযোগিতা-তালিকায় নথিভুক্ত করতে কারণ আমি এটি অনুবাদ করতে ইচ্ছুক ছিলাম। অতএব আপনাকে অনুরোধ করছি যে আপনি এই প্রবন্ধ অনুবাদ করা থেকে বিরত হন, যাতে আমি আপনার প্রবন্ধটি মুছে দিয়ে নতুন করে অনুবাদ করতে পারি। ধন্যবাদ।
এছাড়াও আলাপ-পৃষ্ঠায় কথোপকথনের সময়, প্রত্যেকটি বার্তার শেষে আপনার নাম সই করতে ভুলবেন না। মেডিয়াউইকি সফটওয়্যার-এ ~~~~ টাইপ করে পৃষ্ঠাটি পাবলিশ করলে, সয়ংক্রিয় ভাবে সই যুক্ত হয়। Winged Blades of Godric (আলাপ) ১৬:৩০, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ভাই আপনার সাথে কি অন্যভাবে কথা বলা যাবে (ব্যবহারকারী:Winged_Blades_of_Godric) ভাই ? ফেসবুকঃ FB. com/shahinsha.official তাহলে আপনার সাথে আলোচনায় সুবিধা হত। MD. KAZI SHAHINSHA MOID SANI (আলাপ) ১৭:৫৩, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
না, দুঃখিত। তবে, Email ব্যবহার করতে পারেন। Winged Blades of Godric (আলাপ) ১৭:৫৮, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
তাহলে আমাকে মেইল করতে পারেন (ব্যবহারকারী:Winged_Blades_of_Godric) ভাই shahinshamoid@gmail.com এই ঠিকানায় । MD. KAZI SHAHINSHA MOID SANI (আলাপ) ১৭:৫৯, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
বাস্তব জীবনে কোনোরূপ নিগ্রহের থেকে নিজেকে রক্ষা করতে, উইকিপেডিয়া-তে অনেক স্বেচ্ছাসেবকরা অজ্ঞাতনামা ভাবে (মানে কোনো ছদ্দনামের আড়ালে) অংশগ্রহণ করে থাকেন। যাই হোক, এই হাইপারলিংক-এ ক্লিক করলে একটি ফর্ম খুলবে, যার মাধ্যমে আপনি আমায় কোনো ইমেইল বার্তা পাঠাতে পারবেন। তবে তার আগে, এখানে ক্লিক করে আপনাকে আপনার নিজের ইমেইল নথিভুক্ত (ও তারপর কন্ফার্ম) করতে হবে। আপনার ইমেইল-এর অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। Winged Blades of Godric (আলাপ) ১৮:১৪, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
শুভেচ্ছা নিন, যেহেতু আপনি অনুবাদ করেছেন, অনুগ্রহ করে বাকী অনুচ্ছেদ অনুবাদ করে ফেলুন (লক্ষ্য করুন যে প্রতিযোগিতার জন্য গণ্য হতে অবশ্যই সম্পূর্ণ অনুবাদ করতে হবে) ও বাক্য গঠনের উন্নতি করার চেষ্টা করুন। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৭, ৭ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী নাম পরিবর্তনের পাতায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। একজন বৈশ্বয়ীক নাম পরিবর্তনকারী বা সাহায্যকারী আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদনে সাড়া দিয়েছেন, কিন্তু আবেদনটি সম্পন্ন করতে কিছু তথ্য প্রয়োজন। দয়া করে যত দ্রুত সম্ভব আপনার নাম পরিবর্তনের আবেদনের ভুক্তিতে তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:১৫, ৫ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

ব্যবহারকারী নাম পরিবর্তনের পাতায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। একজন বৈশ্বয়ীক নাম পরিবর্তনকারী বা সাহায্যকারী আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদনে সাড়া দিয়েছেন, কিন্তু আবেদনটি সম্পন্ন করতে কিছু তথ্য প্রয়োজন। দয়া করে যত দ্রুত সম্ভব আপনার নাম পরিবর্তনের আবেদনের ভুক্তিতে তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:১২, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]