ব্যবহারকারী আলাপ:Kormoandolon

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন এর চেয়ারম্যানের কিছু কথা

একটু ভেবে দেখবেন কি, আজকে কেন যুব সমাজ মরন নেশা জেনেও মাদকের দিকে আকৃষ্ট হচ্ছে? আজকে সমাজের ভাল ছেলেটা ও কেন রাস্তায় হাইজ্যাক, ছিন্তাই, রাহাজানি, ইভটিজিং করছে? যাকে এক সময় আমরা খুব ভাল ছেলে হিসাবে জানতাম, সেই ভাল ছেলেটার হাতে আজকে কেন পিস্তল, রামদা, চাপাতি আর হিরইন, ইয়াবা কিংবা ফেন্সিডিল। আজকে গ্রামের সহজ সরল মেয়েরা কেন খারাপ পথে যাচ্ছে, তার কারন কি? আমরা একবারও কি ভেবে দেখেছি, আমরা শুধু তাদের ঘৃণা করতে জানি। কিন্তু একবার ও তাদের মনের না বলা কথা জানতে চাইনা। জানতে চেষ্টা করি না তাদের মনের অব্যক্ত বেদনার কথা। কেন আজকে তারা সেই রাস্তায় পথ চলছে কি তার কারন, কোন প্রেক্ষাপট তার জন্য দায়ী? কেন আজকে সমাজের একটা ভাল ছেলে বা মেয়ে অন্ধকার পথে চলছে, তার পিছনে অনেক কারন আছে, সেই কারন গুলির মধ্যে সবচেয়ে বড় কারন হচ্ছে বেকার সমস্য। আমরা দেখি গ্রামে অনেক পরিবার আছে যার ৪ টা মেয়ে সবাই শিক্ষিত বাবা বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু সংসারের হাল ধরার জন্য ঢাকায় এসে চাকুরী করার মত সামর্থ্য তাদের নাই। কারন একটা পিয়ন এর চাকুরীর জন্য ও আজকে লাখ টাকা ঘুষ লাগে। আমার কথা অনেকের হয়ত জ্বালার কারন হতে পারে, সে জন্য আগে থেকে ক্ষমা চাচ্ছি। প্রাইভেট চাকুরীর জন্য বড় মাপের রেফারেঞ্চ লাগে। যা অনেকের পক্ষে সম্ভব হয় না। আমাদের দেশে দিন দিন শিক্ষিতের হার বাড়ছে কিন্তু চাকুরীর হার বাড়ছেনা? যেই ছেলেটা ডিগ্রি পাশ করার আগে মা তার জন্য দুধের গ্লাস নিয়া দাড়িয়ে থাকত, ডিগ্রি পাশ করার পর মা সেই ছেলেকে বকা দেয় কাজ ছাড়া কেন সে ভাত খায়। তার মানে মায়ের ভালবাসা কমে যায়নি। মা চায় ছেলে কিছু করুক, সংসারের হাল ধরুক। কিন্তু ছেলে যখন কিছুই করতে পারে না, তখনই সে হতাশ হয়ে নেশার জগতে পা দেয়। আর আমরা তাকে হিরইন, ইয়াবা, ফেন্সিডিল খোর বলে গালি দেই, নতুবা পিস্তল, রামদা, চাপাতি নিয়া রাস্তায় মাস্তানি করে, চাদাবাজি করে, ছিন্তাই করে আরও কত কি ???? এই বিশাল জনগোষ্ঠি কে নিয়ে আমাদের কারো কোন মাথা ব্যথা নাই। কোন জন প্রতিনিধিরা তাদের নিয়ে কথা বলেন কিন্তু কাজ করেন না। সবাই একজন অন্য জনের দোষ ত্রুটি বলতে ব্যস্ত থাকেন। আমরা জনগণও কিছু হইলে রাজনিতিবিদদের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি। আমাদের ও যে সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি, আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি অনেক দায়িত্ব আছে, তা আমরা বেমালুম ভুলে যাই। শুধু সরকার আর আপরাধীকে একটু বকা দিয়ে নিজেদের দায়িত্ব থেকে মুক্ত হই। আসলে আমাদের সকলেরই সমাজের প্রতি দায়িত্ব আছে । সেই সকল বেকার মানুষদের নিয়ে আমার আপনার সকলের ভাবতে হবে। ভাবতে হবে সেই সকল মেয়েদের কথা যারা কাজের অভাবে, খাদ্যের অভাবে খারাপ পথে পা দিচ্ছে। ভাবতে হবে সে সকল ছেলেদের কথা যারা একসময় সমাজের শান্ত ছেলে ছিল, কিন্তু বেকারত্তের অভিশাপে এখন নেশাগ্রস্থ সন্ত্রাসী। আসুন আমারা সাবাই মিলে সমাজকে নিজের মা মনে করি, সবাই সবার দায়িত্ব পালন করি সমাজকে বেকারত্তের অভিশাপ থেকে রক্ষা করি। আমরা যে যেই জায়গায় আছি, সে সেই জায়গা থেকে যদি তার পরিচিত একজন কে একটা কর্মের ব্যবস্থা করি তাহলে বাংলাদেশে আর কোন বেকার থাকবে না। বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন এর উদ্দেশ্য হল, বাংলাদেশের সকল সমাজ কর্মী একটা জায়গায়, এক ফ্ল্যাটফরমে এসে বাংলাদেশের সকল বেকারদের জন্য এক যোগে কাজ করতে চাই। আমরা আর কোন বেকার, হতাশাগ্রস্থ্য যুবকের চাঁপা কান্না শুনতে চাই না। বেকারত্তের অভিশাপে কাউকে আর নেশাগ্রস্থ্য, সন্ত্রাসী বানাতে চাই না। আসুন আমরা সবাই কাঁধে-কাদ মিলিয়ে এক সাথে সমাজকে বেকারত্তের করাল গ্রাস থেকে রক্ষা করতে কাজ করি। বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন নিজস্ব উদ্যগে বেকার ভাই বোনদের জন্য কিছু কর্মসূচি গ্রহন করেছে, তার মধ্যে একটি হল “প্রতিভা বিকাশ কেন্দ্র” যার মাধ্যমে সারা দেশে প্রত্যেকের প্রতিভাকে বিকশিত করার জন্য সার্বিক প্রশিক্ষণ কর্মসূচীর ব্যবস্থা করবে। ক্স যেমন কারিগরি প্রশিক্ষণ কর্মশালা, আইটি ক্ষেত্রে প্রফেশনাল প্রশিক্ষণ কর্মশালা যা গ্রামাঞ্চলে ছাড়িয়ে দিতে চায়। ক্স নারী-শিশু নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে বিনামূল্যে আইনী সহায়তা প্রদান। ক্স ধর্মান্ধতার নামে জঙ্গিবাদ নিমূলে মানব সচেতনতা বৃদ্ধি। ক্স ঢাকা সহ সারাদেশে “এখন আমার কি করণীয়” সর্ম্পকৃত মটিভিশন মূলক সেমিনার ও কাউন্সিল করানো হবে যাতে সকল ছাত্র-ছাত্রীরা তাদের ভবিষৎ জীবনের সঠিক পরিকল্পনা করতে পারেন। ক্স আমাদের একটা স্বনির্ভর ফান্ড থাকবে যেই ফান্ড থেকে সারা দেশের দুস্থ-গরীবদের স্বনির্ভর করার জন্য সাহায্য করা হবে। ক্স ঢাকা সহ সারা দেশে প্রত্যেক স্কুল এবং কলেজে আগামী ৩ মাসের মধ্যে কমিটি গঠন হবে। বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন গতাণুগতিক রাজনৈতিক দলের মত নয়, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করব না, বাংলাদেশের মানুষের মানবিক উন্নয়নে কাজ করব। ক্ষমতায় কে আছেন সেটা দেখার বিষয় নয়, মূল বিষয় হচ্ছে বাংলাদেশের লাখ লাখ বেকারদের কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায়, দেশের মানুষের মন মানষিকতার পরির্বতন কিভাবে করা যায়। সেই বিষয় দেশের সকল সমাজ কর্মীকে এক জায়গায় এক প্লাটফর্মে এসে জাতি ধর্ম ভেদাভেদ ভূলে দেশের জন্য কাজ করতে চাই।

মো: দেলোয়ার হোসাইন চেয়ারম্যান, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন