ব্যবহারকারী আলাপ:Kawsik

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক অর্গানাইজেশন নিবন্ধ দ্রুত অপসারণ[সম্পাদনা]

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণ যোগ্য একটি ট্যাগ স্থাপিত করা হয়েছে। এটি A7 বিভাগের মানদণ্ডের অধীনে করা হয়েছে, কারণ নিবন্ধটি একটা ক্লাব সম্পর্কে করা হয়েছে, কিন্তু এটি কিভাবে বা কেন গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ না ইঙ্গিত করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। অনুগ্রহ করে, উল্লেখযোগ্য হিসাবে সাধারণভাবে গৃহীতর জন্য এই নির্দেশিকা দেখুন। --- ইয়াহিয়া (আলাপ) ১৩:০১, ২৯ আগস্ট ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

খালি পাতার ট্যাগ নোটিশ[সম্পাদনা]

অনুগ্রহ করে, এমন এক বা দুই লাইনের নিবন্ধ (শমী কায়সার, সাইএদ মোহাম্মাদ তাফহিম, মুক্সিমুল আহসান, আব্দুল্লাহ আহমেদ চৌধুড়ী) ‎ তৈরি করবেন না যা খালি বিবেচনা করা হয়। সাধারণত মূল নিবন্ধে বিষয়বস্তুকে সুন্দরভাবে প্রকাশ করে এমন দুই অনুচ্ছেদ লেখুন বা ১৫০ শব্দ বা ১,২০০ অক্ষরবিশিষ্ট নিবন্ধকে খালি বিবেচনা করা হয় না। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১১:২৩, ৩০ আগস্ট ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]