বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Kaim Amin

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অবসরপ্রাপ্ত

এই ব্যবহারকারী বাংলা উইকিপিডিয়া থেকে অবসর নিয়েছেন এবং আলাপ পাতায় বার্তার উত্তর দিবেন না।
দয়া করে তার কমন্সের আলাপ পাতায় বার্তা রাখুন।

আপনাকে বাধা দেওয়া হয়েছে

[সম্পাদনা]
থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ: আপনি বাংলা উইকিতে নিষিদ্ধ ব্যবহারকারীদের হয়ে সুকৌশলে তাদের প্রকল্পের প্রচারণা চালাচ্ছেন (আপনি মাঝেমধ্যে বাংলা উইকিতে "আজকের নির্বাচিত ছবি" টেমপ্লেটে কাজ করেন, তারপর নিষিদ্ধ ব্যবহারকারীদের ঐ প্রকল্পের ছবি আজকের নির্বাচিত ছবি" টেমপ্লেটের মাধ্যমে প্রধান পাতায় যোগ করেন। আপনি এই কাজ করেন যেন কেউ বলতে না পারে যে আপনাকে তো "আজকের নির্বাচিত ছবি" নিয়ে কোনদিন কাজ করতে দেখিনি। উক্ত প্রকল্পটি বাংলা উইকিতে বিতর্কিত + স্বার্থের সংঘাত। এটি সুকৌশল ছাড়া আর কিছু নয়। এতদিন এটি আমার সন্দেহে ছিল, আজ সন্দেহটি আরও স্পষ্ট হয় যখনি আপনি কমন্সে ঐ প্রকল্পের উপপ্রকল্পের পক্ষে আমার তৈরি ফাইলের কৃতিত্ব চুরির চেষ্টা করেন https://w.wiki/EMqs )।
আরো যোগ করতে হয় যে কিছু মাস আগে আপনি গত বছরের বাংলা উইকি সম্প্রদায়ের ঐক্যমত্য স্পষ্ট উপেক্ষা করে বাংলা উইকিতে ঐ নিষিদ্ধ ব্যবহারকারীদের প্রকল্পের ব্যানার টাঙান।

আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}} আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৭, ২ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না

Kaim Amin (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

আপনার কথায় বুঝলাম আমাকে বাধা দেওয়ার কারণ মূলত তিনটি। আমি পয়েন্ট করে উত্তর দিচ্ছি।
  • ব্যানার আবেদন: এই আলোচনা শুধুমাত্র ওই ইভেন্টের জন্য, এখানে পরবর্তী কোনো ইভেন্টের জন্য সিদ্ধান্ত হয়নি (প্রশাসকের নোট অনুসারে)। এই ব্যানার নিয়ে এতদিন অনেক জলঘোলা হয়েছে। সতর্ক না করে কয়েক মাস পর আলোচনা ছাড়া হঠাৎ বাধা দিয়ে দেওয়ার কারণ কি?
  • নির্বাচিত ছবি যোগ: আমি কোন কাজ কেন করি সেটাতো আপনি ধরে নিতে পারেন না। ধারণার বশে আপনি নিশ্চয়ই কাউকে বাধা দেন না। আমি কমন্সে নিয়মিত কাজ করি, সেখানে ভালো ছবি দেখলে কমন্সে নির্বাচিত ছবির আবেদন করি, আবেদন সফল হলে সেটা এখানে টেমপ্লেটে যোগ করি। যে প্রজেক্টেরই হোক, বাংলাদেশের কোনো ছবি নির্বাচিত হলে আমি অবশ্যই সেটা টেমপ্লেটে যোগ করবো। তার কিছু সংখ্যক ছবি কড়িকাঠের হওয়ায় প্রচারণা হিসেবে ধরে নিচ্ছেন, কিন্তু আপনি এই, এই, এই টেমপ্লেট খেয়াল করেননি। আবার তাহলে তো উইকি লাভস বাংলার ছবি কমন্সের এই এই টেমপ্লেটে যোগ করে আমি আপনার ইভেন্টেরও "প্রচারণা" করেছি। আপনার সাথে স্বার্থের সংঘাত আছে এমন প্রজেক্টের প্রচারণাই আমার উদ্দেশ্য থাকলে আমি এমনটা করতাম না। এমনকি যদি প্রচারণা করেও থাকি, এটি অবশ্যই কাউকে বাধা দেওয়ার ভিত্তি হতে পারে না।
  • শৈলীর টেমপ্লেট: আপনি ওই ফাইলের মালিক নন, কাজেই কৃতিত্ব চুরির প্রশ্ন আসে না। আপনাকে উল্লেখ করে আমি ফাইলের আলাপ পাতায় বিস্তারিত ব্যাখ্যা করেছি, সেখানে আলোচনা করা যেতে পারে। এভাবে অন্য প্রকল্পে এসে বাধা দেওয়া অবান্তর।
উপরের সকল সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু কোনো পরোয়া না করে আপনি অসীম মেয়াদে বাধা দিয়ে ফেলেছেন। স্পষ্টতই আমার সাথে আপনার স্বার্থের সংঘাত আছে। আশা করি অন্যান্য প্রশাসকগণ আমার বক্তব্য বিবেচনা করে দেখবেন। কাঈম আমিন (আলাপ) ১৩:২৫, ৩ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:

বাধাপ্রাপ্ত ব্যবহারকারী নিচের আলোচনায় এটি স্পষ্ট করতে ব্যর্থ হয়েছেন যে, তিনি যে কারণে বাধাপ্রাপ্ত হয়েছেন, বাধা অপসারিত হলে ভবিষ্যতে সে ধরনের অবদান না রাখার ক্ষেত্রে সতর্ক হবেন। তদুপরি ব্যবহারকারী বাধা অপসারণের আলোচনাকে অনুরোধকে বাধা বাতিলকরণ ও সতর্কতা প্রত্যাখান হিসেবে উপস্থাপন করেছেন যা বাধাদানের বিরুদ্ধে আবেদন সংক্রান্ত নির্দেশনার পরিপন্থী। তানভির ০৭:৪৬, ৬ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।

@আফতাবুজ্জামান:, প্রথমত প্রজেক্ট শৈলী এবং প্রজেক্ট মৌরসি রাফি কিংবা ওয়াসির তৈরি করা প্রজেক্ট নয়, বরং আমার তৈরি করা প্রজেক্ট। তবুও যেহেতু শুরু থেকে কড়িকাঠের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত, তাই আমি এই দুই প্রজেক্টের স্কোপকে আমি তর্কের খাতিরে এই নীতিমালার আওতায় ধরে নিচ্ছি। যেই টেমপ্লেটের কথা বলা হয়েছে, সেইটিও আমার তৈরি করা। টেমপ্লেটে আপনার আপলোডকে প্রজেক্ট শৈলীর অংশ বলা হয়নি, বরং একটি "সংস্করণকে" প্রজেক্ট শৈলীর অংশ হিসেবে বলা হয়েছে। commons:Template:Project Shoili-New version দ্রষ্টব্য। যেসকল চিত্র নিয়ে প্রজেক্ট শৈলীতে কাজ করা হয়েছে, সেসকল ফাইলের ডকুমেন্টেশনের জন্য এই টেমপ্লেট এবং Commons:Category:Project Shoili-All new versions ব্যবহারের চিন্তা ছিল। বিশেষ করে, উইকিমিডিয়া কমন্সের গ্রাফিক ল্যাবে অনুরোধকৃত এবং বিশেষভাবে পরিবর্তিত যেসকল ফাইল নিয়ে প্রজেক্ট শৈলী থেকে কাজ করেছি, সেগুলো আমার লক্ষ্য ছিল। যেমন: File:Flag of the Bangladesh Nationalist Party.svg সম্পূর্ণটা নতুনভাবে তৈরি করে আপলোড করা হয়েছে। যদিও আপনি ইতোমধ্যেই টেমপ্লেটটি মুছে দিয়েছেন। টেমপ্লেট নিয়ে যেহেতু আপনি আপত্তি জানিয়েছেন, সেহেতু এই টেমপ্লেটের ব্যবহার আপাতত স্থগিত রেখে ভবিষ্যতে সুনির্দিষ্টভাবে এর ব্যবহার নিয়ে চিন্তা করব। দ্বিতীয়ত, প্রজেক্ট কড়িকাঠের ছবি বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা চলমান ছিল না। আমি বাংলা উইকিপিডিয়ায় নতুন নীতিমালার ভিত্তিতে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় ও প্রজেক্ট কড়িকাঠের মধ্যে চলমান রেশারেশি নিরসনে কাজ করছি। এই সিচুয়েশনে এই বাধা অবশ্যই এই প্রক্রিয়ায় একটি চ্যালেঞ্জ হবে। আমি আফতাবুজ্জামান ভাইকে অনুরোধ করব, এই বিবাদ নিরসন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার জন্য এই বাধা পুনর্বিবেচনা করার। এবং কাইম আমিনকে অনুরোধ করব, পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া পর্যন্ত বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় উইকি লাভস ফোকলোর প্রতিযোগিতাসহ যেসকল ছবি দৃশ্যত কনফ্লিক্ট তৈরি করবে, এই ছবি ভবিষ্যতে যুক্ত না করার। আপনি আগ্রহী হলে কমন্স থেকে অন্য ছবি নিয়ে বাংলা উইকিপিডিয়ায় এই সেকশনে কাজ করতে পারেন। আশা করছি, আপনি সক্রিয় হওয়ার পর আপনার বিবেচনার কথা জানাবেন এবং জনাব আফতাবুজ্জামান আপনার বাধার বিষয়ে পুনর্বিবেচনা করবেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। — আদিভাইআলাপ০৮:১৯, ৩ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, Aishik Rehman, Ashiq Shawon, Ferdous, MS Sakib, MdsShakil, Moheen, NahidSultan, RiazACU, ROCKY, Suvray, Wikitanvir, Yahya, এবং Zaheen: সুধী, আমার বাধা অপসারণের আবেদনটি অনেক দিন ধরে ঝুলে রয়েছে। বট কর্তৃক এটি আর্কাইভ করা হয়, আমি আবার ফিরিয়ে এনেছি। কাজেই আবেদনটি দ্রুত পর্যালোচনা করলে ভালো হয়। কাঈম আমিন (আলাপ) ০৯:০৮, ১২ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা করা হচ্ছে... তানভির ১৮:০১, ১৫ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Wikitanvir অনেকদিন হয়ে গেল। আপনার সিদ্ধান্ত? -- Yahya (আলাপ | অবদান) ১৮:৫৪, ৩ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

তাগাদা দেওয়ার জন্য ইয়াহিয়াকে ধন্যবাদ। দেরির জন্য আমি কাঈম আমিনের কাছেও দুঃখ প্রকাশ করছি। যেহেতু আমি প্রথম থেকে এই বাধার বিষয়ে অবগত ছিলাম না, তাই পেছনের কিছু বিষয় ঘেঁটে দেখতে সময় লেগেছে। সাথে বাস্তব জীবনের ব্যস্ততা ও অন্যান্য দায়িত্বের কারণেও কিছু সময় পেরিয়ে গেছে।

কাঈম আমিন, আপনি অনুরোধের কারণে যে তিনটি বিষয় উল্লেখ করেছেন সেগুলো নিয়ে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে।

  • এটা ঠিক যে, কে কোন কাজ করবেন সেটি তাঁর অভিরুচি। তবে স্বার্থের সংঘাতের বিষয়টিও মাথায় রাখতে হয়। বাধাপ্রদানকারী আপনার স্বার্থের সংঘাত সংশ্লিষ্ট কিছু সম্পাদনাকে রেফারেন্স দিয়েছেন। আপনি নিজের নিরপেক্ষতা প্রমাণ করতে আরও কিছু রেফারেন্স দিয়েছেন। আমি সেটার উপর আস্থা রাখতে চাইছি। কিন্তু ‘এমনকি যদি প্রচারণা করেও থাকি, এটি অবশ্যই কাউকে বাধা দেওয়ার ভিত্তি হতে পারে না’ এটা ভুল। উপরে নীতিমালাটি সেটির দিকেই নির্দেশ করছে। এ বিষয়ে তাই আপনার মত জানতে চাইছি।
  • কমন্স বা অন্যপ্রকল্পের বিষয় আমি সেখানে রাখার পক্ষে। অন্য প্রকল্পের কাজ বাংলা উইকিপিডিয়ায় বাধাপ্রদানের কারণ হিসেবে গ্রহণযোগ্য সাধারণত আমি মনে করি না। বাধাপ্রদানকারী প্রশাসক ব্যবহারকারী:আফতাবুজ্জামান বিষয়টিকে বাধাপ্রদানের কারণের পক্ষে অনেকগুলো উদাহরণের একটি ভেবেছেন বলে আমার মনে হচ্ছে। সেটা না হলে, আফতাবুজ্জামানকে আমি সেটা পরিষ্কার করার অনুরোধ করবো। তবে আমি মনে করি যে কর্ম যে প্রকল্পের আওতায় তৈরি হয়নি, সেটা মার্জিনাল কন্ট্রিবিউশনের মাধ্যমে সে প্রকল্পের আওতাভুক্ত করা অনুচিত।

আশা করছি আপনার জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর উত্তর দেবেন। তানভির ১১:০৯, ৫ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Wikitanvir, ওনাকে কমন্সের কারণে বাধা দেওয়া হয়নি। তবে আমি কমন্সের কথা টেনে এনেছি এই জন্য যে তিনি একটি দলের হয়ে কাজ করছেন তা দেখানোর জন্য। তিনি সেই দলকে কত প্রকার ও কতভাবে প্রচার করছেন তা দেখানোর জন্য। যেমনটা আমি উপরে উল্লেখ করেছি তিনি আমার আপলোড করা ফাইলে ওনার দলের প্রচারের জন্য বিশাল বড় ব্যানার লাগিয়েছিলেন। বাংলা উইকিতেও তিনি কৌশলে তার দলের ছবি প্রচার করছেন, প্রধান পাতায় দিচ্ছেন। একটি দলের হয়ে কাজ করতে সমস্যা নেই, তবে যখন ঐ দলটা বাংলা উইকিতে বিতর্কিত, তবে তখন নিশ্চয়ই সেটি সমস্যা (বিতর্কিত + স্বার্থের সংঘাত)।
এছাড়া ব্যানার নিয়ে তার বক্তব্য সন্তোষজনক নয়। তিনি বাংলা উইকি সম্প্রদায়ের ঐক্যমত্য উপেক্ষা করে ব্যানার লাগিয়েছেন এটি স্বীকার না করে এখনো তিনি এটিকে "জলঘোলা" হিসেবে অভিহিত করছেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৩, ৫ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Wikitanvir,
  1. নীতিমালা পাশ হয়েছে দেখেছি। কিন্তু আমি (আফতাবুজ্জামানের ভাষ্যমতে) যে দুইটি 'বিতর্কিত' ছবি (, ) যোগ করেছি, সবকটিই পাশ হওয়ার আগে যোগ করা হয়েছে। কাজেই ওই নীতিমালা এখানে প্রযোজ্য নয়। তাছাড়া যোগকৃত ছবিগুলো কি করে প্রচারের মাধ্যম হতে পারে তা কখনো ব্যাখ্যা করা হয়নি। সেগুলো কড়িকাঠের আপলোড টুল দ্বারা আপলোড করা হয়েছে মাত্র। কড়িকাঠ ছবিগুলোর মালিক নয় এবং ছবিগুলো কড়িকাঠকে সরাসরি কোনোভাবে প্রতিনিধিত্ব করে না। ছবির মালিক কড়িকাঠকে প্রচারের উদ্দেশ্যে আপলোড করেননি। এভাবে FP ছবি নিয়ে প্রশ্ন তোলা মূল আপলোডকারীর জন্য অপমানজনক।
  2. আমি ওই বাক্যটি নতুন করে লিখছি। ‘এমনকি যদি প্রচারণার উদ্দেশ্যে ছবি যোগ করেও থাকি, এটি অবশ্যই কাউকে আলোচনা ছাড়া সতর্কতা ছাড়া অসীম মেয়াদে বাধা দেওয়ার ভিত্তি হতে পারে না।’ WP:COI-তে শুধুমাত্র নিবন্ধ লেখার ক্ষেত্রে প্রচারণার বিষয়টি আনা হয়েছে, আবার নিচেই নিবন্ধে ছবি যোগের ক্ষেত্রে উল্টো উৎসাহ দেওয়া হয়েছে। আবার, প্রচারণার জন্য বাধা দেওয়া যাবে শুধু সেসব অ্যাকাউন্ট যেগুলো সতর্কতা উপেক্ষা করে শুধু প্রচারণার জন্য ব্যবহার করা হয়।
  3. আফতাবুজ্জামান কমন্সের ওই ঘটনা উদাহরণ হিসেবে লিখেছেন এটা ঠিক। কিন্তু অন্য প্রকল্পে সম্পর্কহীন একটি ঘটনার পরপরই, আফতাবুজ্জামান যেভাবে আমাকে POTD-তে ছবি যোগ করার কারণে বাংলা উইকিতে বাধা দেওয়ার প্রয়োজন অনুভব করলেন, তা কিছুটা রীতিবর্জিত। আরও বলতে হয়, কমন্সের ওই সমস্যা সমাধানের জন্য আফতাবুজ্জামান কোনো আন্তরিকতা দেখাননি, আমাকে বাংলা উইকিতে এসে বাধা দেওয়াই তার একমাত্র পদক্ষেপ।
কাঈম আমিন (আলাপ) ১৯:১০, ৫ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
কাঈম আমিন, বুঝলাম যে, আপনি নিজেকে ও নিজের অ্যাকশনকে ডিফেন্স করছেন। কিন্তু উইকিপিডিয়া:বাধাদানের বিরুদ্ধে আবেদন পাতার মূল বক্তব্যটি পড়ে দেখেছেন কি? বাধাপ্রাপ্ত ব্যবহারকারী হিসেবে বাধা অপসারণের আবেদনে প্রশাসকদের বোঝানো আপনার দায়িত্ব।
দেখুন, ছবি প্রচারের মাধ্যম হতে পারে আবার নাও হতে পারে। এটা বিভিন্ন জন বিভিন্নভাবে দেখতে পারেন। কেউ বলতে পারেন, ছবিটি কড়িকাঠ দ্বারা আয়োজিত প্রকল্পের দ্বারা আপলোডকৃত, আপনি সেটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় যুক্ত করে ঐ প্রকল্পের প্রচারণা করছেন। আবার আপনি বা অন্য কেউ বলতে পারেন, এটি বাংলার সংস্কৃতি কেন্দ্রীক একটি নির্বাচিত ও ভালো মানের ছবি, এজন্য এটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় স্থান পেতে পারে। যদি আপনার বেশিরভাগ সম্পাদনা প্রথম যুক্তিকে উপস্থাপন করে, আপনার বাধার মুখে পড়ার সম্ভাবনা বেশি। আমি আপনার জন্য দ্বিতীয় যুক্তি উপযুক্ত ধরে নিচ্ছি। এটা আপনার পক্ষে যায়। আমি যেমনটি বলেছি, প্রথম বাধা হিসেবে আমি আপনার উপর আস্থা রাখতে চাই। কিন্তু আপনাকেও এগুতে হবে। আর এজন্য বাধা অপসারণ করা হলে আপনাকে আপনার সম্পাদনা দিয়ে প্রমাণ করতে হবে যে, আপনাকে সম্প্রদায় বা প্রশাসক কোন যুক্তি দিয়ে আপনাকে বিবেচনা করবেন।
‘এমনকি যদি প্রচারণার উদ্দেশ্যে ছবি যোগ করেও থাকি, এটি অবশ্যই কাউকে আলোচনা ছাড়া সতর্কতা ছাড়া অসীম মেয়াদে বাধা দেওয়ার ভিত্তি হতে পারে না।’ আপনার এই পরিবর্তন মেনে নিলাম। আমি এই বাধাটিকে আপনার জন্য একটি সতর্কতা হিসেবে দেখতে চাই। স্বার্থের সংঘাত নীতিমালা দিয়ে আপনি আরেকটি নীতিমালাকে উপেক্ষা করতে পারেন না। আবার বলছি, নীতিমালা অনুসারে বাধাপ্রাপ্ত ব্যবহারকারী ও তাদের পরিচালিত কোনো সংগঠন, প্রতিষ্ঠান বা দলের আয়োজন ও প্রচার নিষিদ্ধ। এটা নিয়ে এই বাধা অপসারণের আলোচনায় কোনো ধোঁয়াশা নেই, তর্ক-বিতর্কের সুযোগ নেই। আপনি এই প্রকল্পে অবদান রাখতে চাইলে, স্থানীয় নীতিমালা মানতে হবে — সহজ কথা।
আপনি যেহেতু নীতিমালাটি দেখেছেন, আরেকটু ঘেঁটে দেখবেন। আপনি চাইলে এটিও ঘেঁটে দেখতে পারেন যে, আলোচনাসভায় একাধিক আলোচনা সত্ত্বেও কেনো সম্প্রদায়ের সদস্যবৃন্দ এই নীতিমালা তৈরি ও অনুমোদন করলেন। এটি সম্প্রদায়ে সংখ্যাগরিষ্ঠের মনোভাব বুঝতে সাহায্য করবে। অতঃপর আপনি যদি আপনার অবদানে কোথায় সমস্যা তৈরি করেছে সেটি বুঝতে পারেন ও ভবিষ্যতে তা এড়িয়ে চলতে ও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন, তবে আমি এই পর্যালোচনা শেষে বাধা তুলে নিতে প্রস্তুত। তানভির ২০:৩৫, ৫ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Wikitanvir, আপনার দেওয়া ওই পাতা পড়ে দেখলাম, কিন্তু এমন কিছু দেখলাম না যে কোনো প্রশাসক বাধা দিলেই আমাকে সেটা মাথা পেতে নিতে হবে ও ক্ষমা প্রার্থনা করতে হবে। মেনে নেওয়াও কষ্টকর, কারণ আফতাবুজ্জামান বাধা দানের পক্ষে কোনো যথাযথ নীতিমালা দেখাতে পারেননি। এটি বাধা অপসারণের অনুরোধের চেয়ে বেশি বাধা বাতিলকরণের অনুরোধ ধরে নিতে পারেন। সাথে সম্ভব হলে তা ব্লক লগ থেকেও অপসারণের অপসারণের অনুরোধ করছি।

ছবি প্রচারের মাধ্যম হতে পারে আবার নাও হতে পারে। এটা বিভিন্ন জন বিভিন্নভাবে দেখতে পারেন।

আমি এ বিষয়ে আপনার সাথে একমত। আপনি কিংবা আফতাবুজ্জামান হয়তো একে প্রচারের মাধ্যমে হিসেবে দেখছেন, কিন্তু আমি দেখছি না। কড়িকাঠের নাম-বিষয়শ্রেণী সমস্তই কমন্সে। অর্থাৎ, তথাকথিত প্রচারকার্য কমন্সেই হচ্ছে, বাংলা উইকিতে নয়। আবারো বলছি, যিনি আপলোড করেছেন তিনি কড়িকাঠের প্রচার করতে আপলোড করেননি। একজন ব্যক্তি বাংলাদেশের মূল্যবান একটি ছবি মুক্ত লাইসেন্সে দান করেছেন, তার ছবি কি বাংলা উইকির মূল পাতায় আসার দাবি রাখে না? আমার বাধা অপসারণ করা হলেও আমি, কড়িকাঠের হোক বা না হোক, POTD-তে ছবি যোগ করে যাব।

আমি এই বাধাটিকে আপনার জন্য একটি সতর্কতা হিসেবে দেখতে চাই।

আমি এই সতর্কতা প্রত্যাখ্যান করছি। আমি মনে করিনা তৎকালীন কিংবা বর্তমান নীতিমালা অনুসারে আমি কোনো অপরাধ করেছি। আমি শুধুই কড়িকাঠের ছবি যোগ করে চলেছি, এমনটা দেখাতে পারলে হয়তো প্রশ্ন তোলা যেত। অনেকগুলোর মাঝে মাত্র দুটো ছবি কি করে প্রচার কার্যক্রম হয় বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে অভিযোগ সমস্তই অস্পষ্ট ব্যক্তিগত অভিমতের ভিত্তিতে তৈরি।
ধন্যবাদ। কাঈম আমিন (আলাপ) ০৬:৪৩, ৬ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
কাঈম আমিন, আপনাকে শাস্তি মাথা পেতে নিতে বা ক্ষমা চাইতে কেউ বলেনি। আপনাকে বা অন্য কাউকে সম্মানহানী করার উদ্দেশ্যে বাধা প্রদান করা হয় না। বাধা অপসারণের স্থান প্রতিবাদ বা প্রত্যাখানের স্থান নয়। আমি আপনাকে তা বোঝানোর চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে আপনি উইকিপিডিয়ার কাজের প্রক্রিয়া সম্পর্কে যথেষ্ট অবগত নন এবং আপনি নিজের মন মতো ব্যাখ্যা তৈরি করছেন ও সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি বাধাটিকে ভবিষ্যতের জন্য সতর্কতা হিসেবে নিতে আপনি অনাগ্রহী; ভবিষ্যতে ছবি যুক্ত করার ক্ষেত্রে সতর্ক হতেও আপনি অনাগ্রহী; বাধা অপসারণের অনুরোধের বদলে আপনি বাধা বা অ্যাকশন বাতিলের অনুরোধ করছেন। আপনার আন্তরিকতা না থাকলে, আমার একক প্রচেষ্টায় আপনাকে বাধামুক্ত করা আমার পক্ষে সম্ভব হবে না। দুঃখিত। তানভির ০৭:৪৫, ৬ জুলাই ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
এই ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি গ্রহণ করেছেন।

Kaim Amin (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

"আজকের নির্বাচিত ছবি"তে সম্পাদনার জন্য আমাকে বাধাদান করা হয়েছিল। বর্তমানে ওই ধরনের সম্পাদনায় আমার আর আগ্রহ নেই। তাই অভিজ্ঞ অবদানকারী বিবেচনায় আমার বাধা অপসারণের অনুরোধ করছি। ধন্যবাদ -- কাঈম আমিন (আলাপ) ১৪:২০, ৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ মঞ্জুরের কারণ:

নিমোক্ত আলোচনার ভিত্তিতে আপনার অ্যাকাউন্ট থেকে বাধা তুলে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে সম্পাদনায় উইকিপিডিয়ার নিয়ম ও আলাপ পাতায় দেওয়া পরামর্শগুলো মেনে চলবেন, প্রয়োজন হলে অভিজ্ঞ ব্যবহারকারীদের থেকে সাহায্য নিবেন। —শাকিল (আলাপ · অবদান) ০৯:১১, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বাধা অপসারণ প্রশাসক: দয়া করে অনুরোধটি মঞ্জুরের পর এই ব্যবহারকারীর জন্য সক্রিয় স্বয়ংক্রিয় বাধার তালিকাটি দেখুন।
@আফতাবুজ্জামান, Aishik Rehman, Ashiq Shawon, Ferdous, MS Sakib, MdsShakil, Moheen, NahidSultan, RiazACU, ROCKY, Suvray, Wikitanvir, Yahya, এবং Zaheen: সুধী, কিছু দিন তো হলো। আশা করি আপনারা আমার বাধা অপসারণের অনুরোধ গুরুত্ব দিয়ে দেখবেন। কাঈম আমিন (আলাপ) ১৯:৫০, ১১ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

প্রশ্ন: আপনি কি আপনাকে বাধা দেওয়ার কারণ সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন? আপনার বাধা অপসারণের অনুরোধে সেটা পুরোপুরিভাবে প্রতিফলিত হচ্ছে না। —শাকিল (আলাপ · অবদান) ০৪:৫৮, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, আমি জানি আমাকে কেন বাধা দেওয়া হয়েছে। আফতাবুজ্জামান যে আমার বিরুদ্ধে যে প্রচারণার অভিযোগ এনেছেন, সেরকম কাজ করার আমার আর ইচ্ছা নেই। এর আগে আমি ছবি যোগ করা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছিলাম, সেখান থেকে সরে এসেছি। কাঈম আমিন (আলাপ) ১১:০৫, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
"আমি জানি আমাকে কেন বাধা দেওয়া হয়েছে। আফতাবুজ্জামান যে আমার বিরুদ্ধে যে প্রচারণার অভিযোগ এনেছেন, সেরকম কাজ করার আমার আর ইচ্ছা নেই।" অনুগ্রহ করে এই বাক্যটি ব্যাখ্যা করে বলুন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আপনি বাধাদানের কারণ স্পষ্টভাবে বুঝেছেন। পাশাপশি, আপনার অ্যাকাউনট থেকে বাধা তুলে নেওয়া হলে, বাংলা উইকিপিডিয়ায় কীভাবে অবদান রাখার পরিকল্পনা করছেন তাও বলুন। —শাকিল (আলাপ · অবদান) ১৩:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, বাধাদানের কারণে মূল অভিযোগ হিসেবে বলা হয়েছে, আমি POTD-তে ছবি যোগ করার মাধ্যমে প্রচারণা করছি, এই কাজটি আমি আর করব না। আর আপাতত কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, অন্য সাধারণ ব্যবহারকারীদের মতোই অবদান রাখব। কাঈম আমিন (আলাপ) ১৪:৫৩, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Kaim Amin ছোট্ট একটি নোট দিই আপনাকে, ১. আপনাকে প্রশাসক আফতাবুজ্জামান একটি কারণ উল্লেখ করে বাধা দিয়েছেন, সেটি উতরাতে হবে। ২. প্রশাসন তানভির বাধা পর্যালোচনা করে বাধা তোলার অভিপ্রায় নিয়েও কেন তুললেন না, সেও সমস্যাটিও উতরাতে হবে। আরো সহজ কথায় বললে উপরে প্রশাসক তানভির তিনটা মন্তব্য করেছে, তিনটা মন্তব্য কিভাবে নিচ্ছেন সেটা ব্যাখ্যা করে আবেদন করুন। আপনার জন্য সহজ হবে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:০৩, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram, আপনি আমাকে সাহায্য করার জন্য বার্তা দিয়েছেন বলে ধন্যবাদ, কিন্তু আমি এখানে নতুন কিছু দেখছি না। আফতাবুজ্জামান যে ‘প্রচার’ করার জন্য বাধা দিয়েছেন, আমি এখন সেটাই না করার সিদ্ধান্ত নিয়েছি। আর প্রশাসক তানভিরও মূলত বাধাটিকে সতর্কতা হিসেবে নিয়ে, একই কাজটি থেকে বিরত থাকার কথা বলেছেন। কাঈম আমিন (আলাপ) ১৭:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Kaim Amin, আমার মনে হয়, শাকিল আপনার থেকে শুনতে চাইছেন যে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আপনি ভবিষ্যতে কারও পক্ষে "প্রচারণামূলক" উদ্দেশ্যে ছবি যুক্ত করবেন না এবং সম্প্রদায়ের নীতিমালা মেনে চলবেন। @MdsShakil, আমার মনে হয়, ব্যবহারকারী বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং প্রত্যক্ষভাবে ভবিষ্যতে বিষয়গুলো মেনে চলতে অঙ্গীকার ব্যক্ত করেছেন। কাজেই উনার বাধা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা যায়। ধন্যবাদ। — আদিভাইআলাপ১৮:১২, ১২ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, আমি আদিভাইয়ের বক্তব্যটি সমর্থন করছি। আমি সম্প্রদায়ের নীতিমালা মেনে চলবো এবং আমার সম্পাদনায় যাতে কারও প্রচার প্রতীয়মান না হয় এতে সতর্ক থাকবো। কাঈম আমিন (আলাপ) ১০:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আপনার বাধা তোলার অনুরোধে, আপনাকেই আপনার হয়ে কথা বলতে হবে। আপনার পূর্ববর্তী উত্তরগুলো আমার কাছে সন্তোষজনক মনে হয়নি। —শাকিল (আলাপ · অবদান) ১৪:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, সত্যি বলতে আমি বুঝতে পারছি না কি করে আপনাকে সন্তুষ্ট করতে পারি। আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমার সম্পাদনায় কারো প্রচারণা প্রকাশ পাবে না। মুখের কথায় কাজ না হলে কাজের মাধ্যমেও প্রমাণ দিতে পারি, কিন্তু এরজন্য তো আগে আনব্লক করতে হবে। কাঈম আমিন (আলাপ) ১৪:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, আমার বাধা অপসারণের অনুরোধের বেশ কিছুদিন পার হয়েছে, তাই আপনার দৃষ্টি পুনরায় আকর্ষণ করছি। আমি কীভাবে আপনাকে সন্তুষ্ট করতে পারব তা আমি বুঝতে পারছি না। তাই আপনার অবস্থান স্পষ্ট করার অনুরোধ করার পাশাপাশি, আমার বক্তব্যও আবার স্পষ্ট করে এখানে ব্যাখ্যা করছি।
  • আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, আমি প্রজেক্ট কড়িকাঠের প্রচারণার কাজে উইকিপিডিয়ায় নির্বাচিত ছবি যুক্ত করেছি। আমার বাধা তোলা হলে আমি ভবিষ্যতে উইকিপিডিয়ায় নির্বাচিত ছবি বা অন্য যেকোনো স্থানে প্রচারণা করার অভিযোগ তোলার মতো কোনো কাজ করব না বলে কথা দিয়েছি। আসলে আমি উইকিপিডিয়ায় নির্বাচিত ছবির বিষয়েই কাজ করতে অনাগ্রহী। আমি উইকিপিডিয়ায় অন্যভাবে অবদান রাখতে চাই, যা আমার বাধা থাকায় সম্ভব হচ্ছে না।
  • উপরে একজন উইকিতানভিরের পরামর্শের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। উইকিতানভিরের কথামতো, আমার বাধা তোলা হলে আমি একই কাজ পুনরায় করব না যা আগেই বলেছি। পাশাপাশি বাধা অপসারণের প্রস্তাবনা সম্পর্কিত নির্দেশনা অনুধাবনের চেষ্টা করেছি এবং এরপরে আবেদন করেছি। এখানে কোথাও আমার ভুল হয়ে থাকলে স্পষ্টভাবে উল্লেখ করার অনুরোধ করছি।
আশা করছি, আমার বাধা অপসারণের বিষয়ে আপনার সিদ্ধান্ত জানাবেন। ধন্যবাদ -- কাঈম আমিন (আলাপ) ১৬:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
আপনার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ হচ্ছে, বাধাপ্রাপ্ত ব্যবহারকারীদের হয়ে প্রচারণা বা কৌশলে প্রক্সি দেওয়া। আপনাকে সরাসরি এই ব্যাপারটা‌ নিয়ে আপনার অবস্থান এবং আপনি এটা বুঝতে পারছেন কিনা তা স্পষ্ট করতে হবে। উইকিতে আমরা জেনেটির প্রচারণা বলতে যা বুঝিয়ে থাকি, এখানে ব্যাপারটা তা নয়। অনুরোধে বাধাপ্রাপ্ত ব্যবহারকারীদের হয়ে সম্পাদনা বা প্রচারণার নিয়ে আপনার অবস্থান এখনও স্পষ্ট নয়। সম্পর্কিত নীতিমালা বা সাহায্য পাতা দেখতে চাইলে উইকিপিডিয়া:বাধাপ্রাপ্ত ব্যবহারকারী কর্তৃক আয়োজিত কার্যক্রম ও এর প্রচার পাতাটি পড়তে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, আমি বুঝতে পারছি যে, কতিপয় বাধাপ্রাপ্ত ব্যবহারকারীদের সাথে আমার সংশ্লিষ্টতা সম্পর্কে আপনি উদ্বিগ্ন। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে, ওই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীদের সাথে বর্তমানে আমার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই এবং আমি কড়িকাঠের সাথে আগে কাজ করে থাকলেও কোনো স্থায়ী সদস্য নই। আমি নিজে থেকেই উইকিমিডিয়ার সাথে যুক্ত হয়েছি এবং আমার সমস্ত সম্পাদনা নিজে থেকেই করে এসেছি, কেউ আমাকে নির্দেশ দান করেনি।
আমি উইকিপিডিয়ায় প্রকৃত কার্যকর সম্পাদনা করতে চাই, কারও এজেন্ট হয়ে নয়। তাই আবারো আমার বাধা অপসারণের অনুরোধ করছি। কাঈম আমিন (আলাপ) ১৯:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সংগ্রহশালাসমূহ

[সম্পাদনা]

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫-এ আমন্ত্রণ!

[সম্পাদনা]
এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"
এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"

সুপ্রিয় Kaim Amin!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫ উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয়বারের মতো ৫ – ১১ অক্টোবর ২০২৫, সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে।

এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর নিবন্ধ তৈরি ও উন্নত করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। উন্মুক্ত এই সম্পাদনাসভায় অংশ নিয়ে আপনিও বাংলা উইকিপিডিয়ার জ্ঞানভাণ্ডার সম্প্রসারণে মূল্যবান অবদান রাখতে পারেন। আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে সনদপত্র ও উইকিপদক

বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য দেখুন: আয়োজনের মূল পাতা

আপনার সম্পাদনা শুভ হোক!

শুভেচ্ছান্তে,
মহীন
আয়োজক, মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫
১১:৪৫, ৩ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

(এই বার্তাটি ব্যবহারকারী আলাপ:Imamanik05 পাতায় পাঠানো হয়েছিল ও একটি পুনর্নির্দেশের কারণে এখানে পোস্ট করা হচ্ছে।)