ব্যবহারকারী আলাপ:JISHNU(FREE BIRD)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

Documentary of "BELRUI" village[সম্পাদনা]

'এমন দেশটি কথাও খুজে পাবে নাকো তুমি , ও সকল দেশের রানি সে যে আমার জন্মভুমি । সে যে আমার জন্মভুমি, সে যে আমার জন্মভুমি "বেলরুই" বরাবরই "জামিদারদের গ্রাম "" (ছোটনাগপুর মালভূমির রাজধানী) নামে পরিচিত। 350 বছরেরও বেশি আগে, রাজপুতানারা রাজস্হান থেকে এই দিকে এসেছিলেন।প্রথমে তারা গড়পঞ্চকুৎ এ বসতি স্থাপন করে, কিন্তু বারবার বরগি আক্রমণের জন্য তারা কাশীপুর স্থানাতরিত হয় ও একটি দল তার সৈন্য সামন্ত নিয়ে বেলরুই এ বসতি স্থাপন করে । ১৫০ বছরের বেশি সময় ধরে এখানে একক ভাবে রাজত্ব করে। কালের কালে সময় বহমান,সারা ভারত বর্ষ east india company er under e চলে যেতে থাকে,belrui o include হয় । রাজারা ও জমিদের এ পরিনত হয় ,তাদের subtitle তখনও ছিল singh। British Raj রাজাদের খুশি করার জন্য 'রয়' (রয়্যাল থেকে আসা) উপাধি দেয় । সময় চলমান ,পরবর্তী কালে এই গ্রামে ই অনেক মুক্তিযোদ্ধা সমর্থন করে। আপনারা সবাই জেনে খুব খুশি হবেন , "নেতাজী" সুভাষ চন্দ্র বসু এখানে এসেছিলেন। যাতে তিনি বসেছিলেন,সেই chair এখনও আমাদের মহিমান্বিত মুহূর্ত বলে যায়। নেতাইজীর অমূল্য চিঠি, এখনও আমাদের শিহরিত করে। সময় পরিবর্তনশীল ,সব সময় একি রকম থাকে না। অহংকার ,ঔদ্ধত্য, অকার্যকারীতা ধীরে ধীরে ধীরে ধীরে এই সুবিশাল সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। এই সভ্যতা কে রক্ষার জন্য , সেই সময় "শ্রী শ্রী সিতারামদাস ওঙ্কারনাথ ঠাকুর" এর আবির্ভাব হয়

এবং প্রতিষ্ঠিত  করেন দাশরথি মঠের । দিন পর দিন ধীরে ধীরে, এই জায়গাটি আবার এর গৌরব ফিরে  পায়। 1943 সালের আঞ্চলিক দুর্ভিক্ষ, বাংলা  বিভাজন হাজারো

হাজারো অসহায় মানুষ এসে আশেপাশের এলাকায় বসতি স্থাপন করে এবং এই গ্রাম তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় ,তাদের আশ্রয় দেয়। tik tok tik tok সময় চলতে থাকে , ভারত স্বাধীন হয়,

রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস আসেন। এই  গ্রাম সমাজ কে উপহার হিসেবে অনেক school ,college দিয়েছে ,এখনো তারা বিদ্যমান ,হ্যাঁ তারা বেইমান নয় ,এখনও গেঁয়ে যায় সেই গৌরবময় মুহূর্তের কথা। এরপর খারাপ সময় করা নাড়তে থাকে,

, সারা বাংলা জুড়ে শুরু নকশাল আন্দোলন, সিপিআইএম সরকার স্থগিত হয়, তাদের হাত থেকে জমি ছিনিয়ে নেওয়া হয় , থেমে যায় এরপর সব উন্নয়ন , এর গরিমা হ্রাস পায় ।

এখন, তরুণ প্রজন্মেদের কাজ পাওয়া,যেতে হয় অন্যান্য রাজ্যে  / অন্য শহরে, সেই গ্রাম হয়ে ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ছে..!যাইহোক, পুরাতন ঐতিহ্য ভবনগুলি আমাদের মহিমান্বিত মুহূর্ত বলে যায়। আমরা গর্বিত যে আমরা এই গ্রামে জন্মগ্রহণ করেছি। 
আমাদের পূর্বপুরুষকে ধন্যবাদ ও সম্মান জানাচ্ছি, যে এইধরনের রাজকীয় রক্ত আমাদের দেওয়ার জন্য ।
And my last key stone is to all,We are not any one's competitor ,We are warrior ,We are RAJPUT.
                                                                                                                                                                                thanking you
                                                                                                                                                                               JISHNU JISHNU(FREE BIRD) (আলাপ) ১১:০২, ১৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]