ব্যবহারকারী আলাপ:Istiaq Himon

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

এফ-১৫ ঈগল নিবন্ধটি সম্পর্কে[সম্পাদনা]

সুপ্রিয় Istiaq Himon, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ৯ আগস্ট, ২০১৮ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ১৫৭৯ দিন পূর্বে এফ-১৫ ঈগল নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:

  1. নিবন্ধটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে

আপনি যা করতে পারেন:

  1. অনুবাদটি সংশোধন করুন।
    1. সরাসরি যান্ত্রিক অনুবাদ নিবন্ধে যোগ করবে না।
    2. যান্ত্রিক ভাবে অনুবাদ করলেও অনুবাদটি সংশোধন করুন।
    3. যান্ত্রিক অনুবাদ করার জন্য উইকিপিডিয়ার অনুবাদক পাতা ব্যবহার করতে পারেন। এতে অনুবাদের মান কিছুটা ভালো হয়।
    4. যান্ত্রিক অনুবাদ করার জন্য অনুবাদক পাতা ব্যবহার করলেও অনুবাদটি সংশোধন করে বোধগম্য করুন।
    5. অনুবাদে যান্ত্রিকতার অস্বাভাবিক ব্যবহার থাকলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০২:১৬, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]