ব্যবহারকারী আলাপ:Indra Narayan Banerjee

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৫১, ১০ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Kandorsona নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৩০, ১০ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সক পাপেট্রি বন্ধ করুন[সম্পাদনা]

প্রিয় Indra Narayan Banerjee, আপনি Kandorsona‎ এবং Kandorsona‎ Village‎ নিবন্ধ দুইটি তৈরী করেছেন ঠিকই, কিন্তু উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করে তা করেননি। প্রথমতঃ এটি বাংলা উইকিপিডিয়া, তাই নিবন্ধ বাংলা ভাষায় হতে হবে। ইংরেজী বা অন্য কোন ভাষায় হওয়া যাবে না। ইংরেজী নিবন্ধের জন্য ইংরেজী উইকিপিডিয়া রয়েছে। দ্বিতীয়তঃ নিবন্ধে নিরপেক্ষ ও উল্লেখযোগ্য তথ্যসূত্র প্রদান করতে হবে। আপনার আলাপ পাতায় উইকিপিডিয়ায় কিভাবে সম্পাদনা করতে হবে এবং উইকিপিডিয়ায় কি করা যাবে না, সেই বিষয়ে বিস্তারিত ভাবে বলা আছে। সেই নীতিমালা দয়া করে অনুসরণ করুন। আর একটা কথা, আপনি বিভিন্ন নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে অপসারণের আপত্তি জানাচ্ছেন, এভাবে আপত্তি জানিয়ে লাভ নেই। সবকটা অ্যাকাউন্টের মালিক যে একজন, এটা প্রমাণ করা কিছু ব্যাপার নয়। একে সক পাপেট্রি বলে, আর যদি প্রমাণিত হয়, আপনি এটি করছেন, তবে প্রশাসকরা চাইলে আপনাকে ব্লক করে দিতে পারেন। আপনি নতুন সম্পাদনা শুরু করেছেন, দয়া করে গঠনমূলক সম্পাদনায় অংশ নিন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:০৩, ১০ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

You are suspected of sockpuppetry, which means that someone suspects you of using multiple Wikipedia accounts for prohibited purposes. Please make yourself familiar with the notes for the suspect, then respond to the evidence at উইকিপিডিয়া:সক পাপেট তদন্ত/Indra Narayan Banerjee‎. Thank you. বোধিসত্ত্ব (আলাপ) ১৭:১৮, ১০ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]