ব্যবহারকারী আলাপ:Haseeb

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!

প্রিয় Haseeb, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 

হাসিব ভাই, কোনো লিংক যদি নীল থাকে, সেটাকে পরিবর্তন করে অন্য নাম দিলে লিংক্টা আর কাজ করবে না। কারণ লিংকটি নীল এর অর্থ হলো ঐ নামে নিবন্ধটি আছে। নিবন্ধের নাম পালটে দিলে লিংকটা লাল হয়ে যাবে, অর্থাৎ আর কাজ করবেনা।

এই ক্ষেত্রে দুইটা কাজ করতে পারেন। প্রথমটা হলো, নিবন্ধটা যেখানে আছে সেখানেই থাক, লিঙ্ক করার সময় কাংক্ষিত নাম দেয়া। যেমন, [[নিবন্ধের_নাম | যে নাম দেখাতে চাচ্ছেন]]। আর অন্যটা হলো নিবন্ধটাকেই সরানো। তবে নিবন্ধ সরানোর কাজটা সাথে সাথে না করে নিবন্ধের নাম পাল্টানোর কারণটা নিবন্ধের আলাপ পাতায় লিখুন। অন্যরা কেউ আপত্তি না করলে দুই এক দিন পর সরিয়ে দিন।

কোনো সমস্যা হলে আমাকে ইমেইল করুন বা আমার আলাপ পাতায় বার্তা রাখুন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০১:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

উইন্ডোজের ডিফল্ট ইউনিকোড বাংলা ফন্ট ভ্রিন্দা একটা জঘন্য ফন্ট। ওটা বাদ দিয়ে অন্য ফন্ট ইন্সটল করে নিন। আমি ব্যবহার করি সোলাইমানলিপি। ওটা, এবং ইন্টারনেট এক্সপ্লোরারে ওটা দেখানোর ব্যবস্থা সম্পর্কে এখানে দেখুন। খন্ড ৎ না আসার কারণও ঐ ভ্রিন্দার সমস্যা।

জার্মান নামের ব্যাপারে আমি কিছুই জানিনা, তবে অন্য বেশ কয়েকজন এই সব নামের উচ্চারণ নিয়ে কাজ করেছেন। আপনি বরং নাম গুলো ঠিক উচ্চারণ কী হবে, সেটা প্রশাসকদের আলোচনাসভাতে সেটা উল্লেখ করে দিন।

জার্মান অনেক শব্দের বাংলা প্রতিবর্ণীকরণের ব্যাপারে উইকিপিডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ পাতাটি দেখুন, ওখানে ডয়চে ভেল এর রীতি অনুসরণ করা হয়েছে।

জার্মান শহরের উপরে নিবন্ধ নাই বেশি, আপনি ওটার উপরেও কাজ করতে পারেন। উপরের ঐ পাতায় শহর গুলোর নাম কী হবে, তা ডয়চে ভেল অনুসারে দেয়া আছে।

এখানে আসার জন্য আবারো ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০৩:১৭, ৫ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

স্বাগতম[সম্পাদনা]

হাসিব, আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। --mak ০৬:০০, ৫ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)

মন্তব্য[সম্পাদনা]

মন্তব্য শেষে সাক্ষর দিতে ভুলবেন না। আর নতুন মন্তব্য আলাপ পাতার সবার নীচে যোগ করুন। আপনার সম্পাদনার জন্য ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ২২:৪৭, ১৪ জুলাই ২০০৭ (UTC)

শুভেচ্ছা[সম্পাদনা]

সবাইকে ফাতেহা-এ-দোয়াজ-দহম ও দোলের শুভেচ্ছা।

Mzsabusayeed (আলাপ) ০৫:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

কলিম শরাফী[সম্পাদনা]

অভিনন্দন! কলিম শরাফী নিবন্ধটি চমৎকার দাঁড়িয়েছে। একে আরও উন্নয়নের অনুরোধ রইলো। আর নিবন্ধের জন্য একটি ফ্রি ছবি পাওয়া যায় কিনা খুঁজতে হবে। আবারও উইকিপিডিয়ায় অবদানের জন্য ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৩৬, ৩ নভেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]