ব্যবহারকারী আলাপ:H.R Tonu

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

লেখার কপিরাইট সমস্যা[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। আমি দেখেছি আপনি পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও নিবন্ধে ইত্তেফাকের এই প্রতিবেদন থেকে লেখা যুক্ত করেছেন। এটা সম্পূর্ণভাবে কপিরাইট লঙ্ঘন হয়েছে। অনুগ্রহ করে নিবন্ধে লেখা পুনঃর্লিখন করুন, সংশোধন করুন। অন্যথায় কপিরাইট লঙ্ঘনের কারণে আপনার সম্পাদনা বাতিল করতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৮, ৩০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও নিবন্ধে লেখাগুলিকে আমি অনুচ্ছেদে ভাগ করে দিয়েছি। আপনি নামকরণ অনুচ্ছেদ থেকে শুরু করে তার নিচের প্রতিটি অনুচ্ছেদে যেয়ে লেখাগুলিকে যতটা সম্ভব পুনঃর্লিখন করুন, সংশোধন করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৮, ৩০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আচ্ছা, আপনি তো ভাগ করেই দিলেন। আর সম্পাদনার কি জরুরী প্রয়োজন আছে স্যার। H.R Tonu (আলাপ) ২২:৪৯, ৩০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আমি শুধুমাত্র ভাগ করেছি, লেখা পাল্টাই নি। ফলে এখনো ব্যপকভাবে সম্পাদনা করা জরুরী। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৮, ৩০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আমি যদি উক্ত রিপোর্টার জনাব মেহের এলাহী স্যারের পারমিশন নেই তাহলে তো হয়তো সমস্যা হবেনা। তাছাড়া তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক তো দিয়েছি। H.R Tonu (আলাপ) ২৩:২১, ৩০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, অনুমতি নিলে হবে। তবে জনাব মেহের এলাহী যে অনুমতি দিচ্ছেন তা অবশ্যক জনাব মেহের এলাহীকেই উইকিপিডিয়ার নিকট ইমেইল করে জানাতে হবে। এখানে অনুমতিপত্রের নমুনা দিয়েছি, এটা পূরণ করে জনাব মেহের এলাহীকে info-bn@wikimedia.org ঠিকানায় ইমেইল করতে বলবেন। এটি আশু সম্পন্ন করতে হবে। অন্যথায় উপরে যেমন বলেছি, নিবন্ধের লেখা পুনঃর্লিখন করুন, সংশোধন করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:০১, ৩১ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

চেষ্টা করবো। নাহলে সম্পাদনাটি মুছে ফেলবো। H.R Tonu (আলাপ) ০০:০৫, ৩১ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

গোলাম মোস্তফা (শহীদ বুদ্ধিজীবী) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

গোলাম মোস্তফা (শহীদ বুদ্ধিজীবী) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/গোলাম মোস্তফা (শহীদ বুদ্ধিজীবী) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৯:১৮, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

জী বলুন H.R Tonu (আলাপ) ০৯:৫২, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]