ব্যবহারকারী আলাপ:Gmnazmul

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিত্র:বাংলাদেশের ফুটবল.jpg-এর উৎস ও কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

চিত্র:বাংলাদেশের ফুটবল.jpg চিত্রটি আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা বর্ণনা পাতায় নির্দিষ্ট করে বলা নেই, অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ট। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট তথ্যাদি উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন, যা সাধারণত পর্যাপ্ত তথ্যসহকারে বর্ণনা থাকে। যদি কপিরাইটধারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তবে তাঁদেরও কপিরাইট জানানো উচিত।

এই চিত্রের উৎস জানানোর সঙ্গে আমরা আরও জানার প্রয়োজন মনে করি যে, এর লাইসেন্সের শর্তাবলী, যা এই চিত্রের কপিরাইটধারী প্রকাশ করেছেন, যা সাধারণভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়। যদি এই চিত্র, অডিও, বা ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টিকর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএল লাইসেন্সের আওতায় মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে, মিডিয়াটি মুক্ত নয় এমন তবে নিবন্ধ নামে {{non-free fair use in}} ট্যাগ লাগান বা অন্য কোনো প্রযোজ্য ট্যাগ লাগান, যা এখানে বর্ণিত হয়েছে। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি প্রযোজ্য ট্যাগটি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন, তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে, আপনি তাঁদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্স সঠিকভাবে উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটি অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলোর একটি তালিকা পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে তাদের ট্যাগকৃত করার এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে, যেমনটা বর্ণিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রের বিধিমালায়। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের (সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পড়ে, তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে আবারো ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ - অবদান) ০৪:২৫, ১৭ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ফুটবল (সকার) নিবন্ধে আপনার সংযোজন বাতিল করা হয়েছে, কারণ এটি উইকিপিডিয়ার কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করেনি। অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, কপিরাইটকৃত লেখা মুক্ত হিসেবে অনুমতি প্রাপ্ত না হলে তা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। আইনগত কারণে আমরা তাই কোনো ওয়েবসাইট থেকে কপিরাইটকৃত লেখা বা ছবি গ্রহণ করতে পারি না, এবং এধরনের যে-কোনো প্রকার সংযোজন দ্রুততার সাথে অপসারণ করা হয়। তবে আপনি বহিস্থ কোনো ওয়েবসাইটের লেখাকে সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে খুব সতর্কভাবে ও মনোযোগের সাথে বিবেচনা করে, এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়। --জয়ন্ত (আলাপ - অবদান) ০৬:১১, ১৭ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

পরামর্শ[সম্পাদনা]

জনাব Gmnazmul, নববর্ষের শুভেচ্ছা! বৈসাবি উৎসব নিবন্ধে আপনি নিজের স্বাক্ষর যোগ করেছেন। নিবন্ধে স্বাক্ষর যোগ করা যায় না। আপনার অবদান নিবন্ধের ইতিহাসে সংরক্ষিত থাকবে। আর তথ্যসূত্র অংশে লিংক বসিয়ে দেয়া তথ্যসূত্র cite করার জন্য যথেষ্ট না। অনুগ্রহ করে কোনো অংশটি কোন তথ্য-উৎস থেকে সংগ্রহ করেছেন, তা ঐ তথ্যের শেষে উল্লেখ করুন। এজন্য <ref>তথ্যসূত্র সম্পর্কে বিস্তারিত</ref> লিখে তথ্যসূত্র যোগ করুন। তাহলে তা তথ্যসূত্র অংশে বসানো {{reflist}}-এ স্বয়ংক্রীয়ভাবে দেখা যাবে। (এই আলোচনাটিও দেখতে পারেন)
আর অনুগ্রহ করে কপিরাইটকৃত লেখা কপি-পেস্ট করবেন না, এটা মুক্ত বিশ্বকোষকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে। আপনি যা করতে পারেন, নিজের ভাষায় সারবস্তু ঠিক রেখে লিখে তথ্যসূত্র দেখিয়ে দিতে পারেন মাত্র। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৫৬, ১৪ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

জনাব মঈনুল ইসলাম, আমি লিখাটি কিছুটা পরিবর্তন করেছি। এখন কি ঠিক আছে? আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। --Gmnazmul (আলাপ) ০৪:০৪, ১৫ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আমার ধীর গতির নেটওয়ার্ক কানেকশনের কারণে তথ্যটা যাচাই করা সম্ভব হচ্ছে না। লেখাটা যদি হুবহু কপি-পেস্ট না হয়ে থাকে, তাহলে অবশ্যই ঠিক আছে, এবং আপনি একটা দারুণ কাজ করেছেন। শুভেচ্ছা। চালিয়ে যান। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:২০, ১৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

মারিয়ানা ট্রেঞ্চ নিবন্ধে কপিরাইট লঙ্ঘন[সম্পাদনা]

মারিয়ানা ট্রেঞ্চ নিবন্ধে আপনার সংযোজন বাতিল করা হয়েছে, কারণ এটি উইকিপিডিয়ার কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করেনি। অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, কপিরাইটকৃত লেখা মুক্ত হিসেবে অনুমতি প্রাপ্ত না হলে তা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। আইনগত কারণে আমরা তাই কোনো ওয়েবসাইট থেকে কপিরাইটকৃত লেখা বা ছবি গ্রহণ করতে পারি না, এবং এধরনের যে-কোনো প্রকার সংযোজন দ্রুততার সাথে অপসারণ করা হয়। তবে আপনি বহিস্থ কোনো ওয়েবসাইটের লেখাকে সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে খুব সতর্কভাবে ও মনোযোগের সাথে বিবেচনা করে, এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়। বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৫৭, ২১ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

সি আর এম নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

A tag has been placed on সি আর এম requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section G6 of the criteria for speedy deletion, because it is an orphaned disambiguation page which either

  • disambiguates two or fewer extant Wikipedia pages and whose title ends in "(disambiguation)" (i.e., there is a primary topic); or
  • disambiguates no (zero) extant Wikipedia pages, regardless of its title.

Under the criteria for speedy deletion, such pages may be deleted at any time. Please see the disambiguation page guidelines for more information.

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ~ খাত্তাব ( | | ) ১৯:২৫, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]