ব্যবহারকারী আলাপ:Dknoir84

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৪:৫০, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ[সম্পাদনা]

বাংলাদেশ সরকারের এই নিবন্ধগুলি বাংলা উইকিতে নেই। যদি পারেন কিছু তৈরি করে সাহায্য করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৬, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে। Dknoir84 (আলাপ) ১০:৪২, ৫ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আগ্রহের জন্য ধন্যবাদ। সম্ভব হলে এগুলিকে একটু অগ্রাধিকার দিয়ে আগে তৈরি করবেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:০৫, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
যে বিষয়গুলোতে আমার ব্যক্তিগত ধারণা কম সেগুলো ফলো করা হয়ও কম। ফলে ভুল বোঝা বা সাম্প্রতিকতার অভাব থেকে যাওয়ার ভয় থাকে। ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার এর কোন নিবন্ধ এ নামে বা ভিন্ন নামে আছে কি? Dknoir84 (আলাপ) ১৪:২১, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
যেগুলিতে ধারণা কম সেগুলি ইংরেজি থেকে অনুবাদ করে তৈরি করতে পারেন। চিন্তার কিছু নেই, তৈরির পর আমি নিরীক্ষা করে দিব। না, ন্যাশনাল ইন্সটিটিউট.... নামে কোন নিবন্ধ নেই। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২১, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। স্বাস্থ্য অধিদপ্তরের(বাংলাদেশ) (Directorate General of Health Services) প্রাথমিক নিবন্ধ তৈরি করা হয়েছে। নিপসমের নিবন্ধ আছে, সাম্প্রতিকীকরণও করা হয়েছে। এ দুটো তালিকা থেকে বাদ দিতে পারেন। Dknoir84 (আলাপ) ১৬:৩০, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
একটা সমস্যা। প্রতিষ্ঠানের লোগো নিয়ে সমস্যায় পড়ছি। লোগো তো নিজে বানানো সম্ভব না। বারবার সতর্ক করা হচ্ছে। এবার বিএসএমএমইউ'র লোগো নিয়ে। লোগো'র ব্যাপারে নীতিটা বুঝতে পারছি না। Dknoir84 (আলাপ) ০৬:০৩, ৯ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
লোগো কমন্সে আপলোড করা যাবে না। লোগো আপলোড করতে এখানে যান। আর উপরোক্ত নিবন্ধ তালিকার লিঙ্কটি হালনাগাদ করেছি। অনুগ্রহ করে অনুবাদ করে নিবন্ধগুলি তৈরি করুন, এমনকি যদি আপনি খুব নাও জানেন। তৈরির পর আমি নিরীক্ষা করে দিব। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৯, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অনেক ধন্যবাদ। আমি অবশ্যই এখানকার নিবন্ধগুলি তৈরি শুরু করব। Dknoir84 (আলাপ) ০৭:৩৫, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। ভালো হচ্ছে, চালিয়ে যান। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩০, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় Dknoir84,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১[সম্পাদনা]

সুপ্রিয় Dknoir84,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন

উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।

নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]