ব্যবহারকারী আলাপ:Dilip2002

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

দিলীপ দাস নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:৫০, ৭ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিকে অগ্রসর হতে সাহায্যের অনুরোধ[সম্পাদনা]

ভাই, আপনার প্রতি একটি অনুরোধ জানাচ্ছি, উইকিপিডিয়া:উইকি_লাভস_ওমেন_দক্ষিণ_এশিয়া_২০২০#নিবন্ধ_তালিকা থেকে নিবন্ধ অনুবাদ করে তৈরি করে বাংলাকে সাহায্য করুন (যত পারেন)। আপনাকে বড় নিবন্ধ অনুবাদ করতে হবে না, ছোট করলেও হবে। বাংলা উইকিতে লেখার মত যথেষ্ট লোক নেই ফলে আমরা অন্য উইকির বিচারে অনেক পেছনে আছি, আপনার সাহায্য পেলে বাংলা উইকি উপকৃত হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০১, ৮ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

টুইংকল ব্যবহারে সতর্কতা[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য স্বাগতম। আপনি একজন নতুন ব্যবহারকারী হয়েও মোটামুটি ভালো মতো টুইংকল সরঞ্জামটি ব্যবহার করতেছেন। কিন্তু এটির ব্যবহারে আপনাকে আরও সতর্ক হওয়া উচিত। সম্প্রতি নলিনী দাশ (লেখিকা) পাতায় আইপিভি৬ নামক ঠিকানা থেকে করা একই ব্যবহারকারীর ৩টি সম্পাদনার মধ্যে আপনি টুইংকলের পুনর্বহাল অপশন ব্যবহার করে ১টি সম্পাদনা বাতিল করেছেন, কিন্তু ৩টি সম্পাদনাই বাতিল করতে পারেন নি কারণ ওটা আইপিভি৬ ছিলো। এই ধরনের সম্পাদনা বাতিলের ক্ষেত্রে পুনর্বহাল অপশন ব্যবহার না করে নিবন্ধের পূর্বের পার্থক্যসমূহ তুলনা করে এই সংস্করণটি ফিরিয়ে আনুন নামক অপশনটি ব্যবহার করবেন। উল্লেখ্য, আমি সম্পাদনাটি সংশোধন করে দিয়েছি। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:২৭, ৯ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]