ব্যবহারকারী আলাপ:Dear raihan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৬:০২, ৪ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অনুগ্রহপূর্বক উইকিপিডিয়াতে অগঠনমূলক সম্পাদনা থেকে বিরত থাকুন।, যেমনটা আপনি করেছেন নায়লা নাঈম-এ। আপনার সম্পাদনা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হয়েছে এবং বাতিল কিংবা মোছা হয়েছে। আপনি যদি পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘরে তা করুন। ধন্যবাদ। আপনি সম্প্রতি "নায়লা নাঈম" নিবন্ধে ধ্বংশপ্রবণ সম্পাদনা করেছেন, যা উইকিপিডিয়ার নীতিবহির্ভূত। আশা করছি এ ব্যপারে আপনার সতর্কতা বৃদ্ধি পাবে। মহীন রীয়াদ (আলাপ) ১১:৫৩, ১৮ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

"নায়লা নাঈম" নিবন্ধ সম্পাদনা প্রসঙ্গে[সম্পাদনা]

Raihan, আপনি কিছুক্ষণ পরপরই নায়লা নাঈম নিবন্ধের তথ্যছকে থাকা ওয়েবসাইট ঠিকানার স্থানে ফেসবুক পেইজের ঠিকানা জুড়ে দিচ্ছেন (এখানে দেখুন)। আমার জানামতে, ফেসবুক সহ যাবতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকসমূহ মূলত নিবন্ধের নিচে বহি:সংযোগ তালিকায় যুক্ত হয়ে থাকে। ফেসবুক পেউজ অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে গ্রহণযোগ্য নয়। তাছাড়া নিবন্ধের নিচে বহি:সংযোগ তালিকায় ফেসবুক পাতাটি যথারীতি সংযুক্ত রয়েছে (যা অপনি বারবার সম্পাদনা করছেন)! বিষয়টি পরিস্কার মনে না হলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। তবে এধরণের ধ্বংসপ্রবণ সম্পাদনা আপনার কাছ থেকে ভবিষ্যতে আশা করছি না। আমি পূর্বে আপনাকে সতর্কবার্তা জানিয়েছিলাম। এরপর এ ধরণের ধ্বংসপ্রবণতার জন্যে আপনাকে সম্পাদনায় বাধাদানের অনুরোধ করা হতে পারে! ধন্যবাদ, ভালো থাকবেন। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:১৯, ১৮ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]