ব্যবহারকারী আলাপ:Datashareplus

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


উইকিনমস্কার/অাসালামু অালাইকুম,
আমি তানভীর / Tanvir, পুরো নাম তৌফিক অাল তানভীর  ; একজন উইকিপ্রেমী বাংলাদেশী নাগরিক। সময়-সুযোগ মতো প্রত্যেক দিনই উইকিতে থাকার চেষ্টা করি। আজীবন উইকিতে থাকার অঙ্গীকার আছে। উইকিমিডিয়ার প্রকল্পগুলোতে আমার অস্তিত্বের মাত্র শুরু হয়েছে। আর আমার এক সম্পাদনাও শুরু করলাম সম্প্রতি। বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ে যুক্ত হয়ে আমি গর্বিত।
ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

Thank-You Datashareplus (আলাপ) ১৭:১৬, ১৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

থামুন[সম্পাদনা]

দয়া করে থামুন। আপনি নিবন্ধে উলটোপালটা সম্পাদনা করছেন। স্থানের নিবন্ধে জীবনী যোগ করবেন না। --আফতাব (আলাপ) ২০:১৬, ১২ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সুধী, আপনি দয়া করে প্রথমে উইকিপিডিয়া কিভাবে কাজ করে এং উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয় এবং উপরে স্বাগতম বার্তার পাতাসমূহ পড়ুন। পড়ার পর আস্তে আস্তে সম্পাদনা করুন বুঝে বুঝে কারণ আপনি এখন যে সম্পাদনা করছেন সেগুলো ঠিক বিশ্বকোষীয হচ্ছে না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪৭, ১২ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহার[সম্পাদনা]

সকলে ব্যবহার করতে পারে এই সেবা Datashareplus (আলাপ) ১৭:১৮, ১৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নভেম্বর 2018[সম্পাদনা]

ঘড়িসহ থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে সাময়িকভাবে বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। যখন এই বাধাদানের সময়সীমা শেষ হবে, তখন আমরা আপনাকে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করার আহবান জানাই। আপনি যদি মনে করেন যে আপনার বাধা তুলে নেয়ার জন্য আপনার কাছে ভাল কারণ আছে, তাহলে আপনি আপনার আলাপ পাতার নীচে নিম্নলিখিত লেখা: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}} যোগ করে বাধা তুলে নেয়ার আবেদন করতে পারেন।  ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩২, ১৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]