ব্যবহারকারী আলাপ:DERAICITIZEN

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

ফেব্রুয়ারি 2022[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ ও উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপন বা প্রচারণামূলক উপকরণ অথবা তথ্যাদি যোগ করবেন না, যেমনটি আপনি নায়লা বেগম স্মৃতি গণ পাঠাগার-এ করেছেন। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ এটি বিজ্ঞাপন নয়। আমি ইউকিপিডিয়া বাংলায় আমার শহর দিরাই এলাকা তথ্য সমৃদ্ধ করার চেষ্টা করেছি মাত্র। আমি গুগল ম্যাপসের রেটিং ৬ ইউজার। ধন্যবাদ DERAICITIZEN (আলাপ) ১৫:১৮, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়াতে পুনরায় স্বাগতম। তবে এখানে যে কোন কিছু নিয়েই লেখা যায় না। উইকিপিডিয়াতে থাকা প্রতিটি নিবন্ধকে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। বর্তমানে আপনার এই নিবন্ধটি উল্লেখযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। আপনি উইকিপিডিয়া সম্পর্কে জানার জন্য আরও পড়তে পারেন উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়। এছাড়া উইকিপিডিয়া কীভাবে কাজ করে সে ব্যাপারে জানার জন্য এই এফএকিউ পাতাটিও পড়তে পারেন। ধন্যবাদ। -- ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২৪, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

জ্বী আপনি প্রশাসক হিসেবে অপসারণ করতে পারেন। যেখানে আমি তথ্য সংযুক্ত করলাম। যেখানে এভিডেন্স দিলাম। যেখানে গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভূক্তি দিলাম। একটি গণপাঠাগারের নিবন্ধ কে আপনি কিভাবে বিজ্ঞাপন হিসেবে মনে করলেন সেটা বোধগম্য নয়? উইকিপিডিয়া বিশ্বকোষ সেখানে বাংলাদেশের গণ পাঠাগার বা গণগ্রন্থাগার সম্পর্কে কয়টি নিবন্ধ রয়েছে। যা আমাদের বাংলার গ্রন্থপ্রেমিকদের হতাশ করল। আমি তথ্য সংযুক্ত করতে চেয়েছিলাম। দয়া করে অন্তত পাঠাগারের নিবন্ধকে সহায়তা করবেন বিজ্ঞাপনের কাতারে নিবেন না। পাঠাগার সামাজিক সহায়তা সংঘঠন কোন ব্যবসা প্রতিষ্ঠান নয়। ধন্যবাদ DERAICITIZEN (আলাপ) ১৭:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]