ব্যবহারকারী আলাপ:ChotoBhai

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৭:২০, ৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আরো নিবন্ধ তৈরি অনুরোধ[সম্পাদনা]

বাংলা উইকিতে দুটি নিবন্ধ তৈরি করায় ধন্যবাদ জানাচ্ছি। সম্ভব হলে আরো নিবন্ধ লিখবেন। বাংলা উইকিতে অতি নগন্য হাতে গোনা মোট ৫-১০ জন লোক লিখে, ফলে বাংলাদেশসহ পাশের দেশ ও বিশ্বের শত শত জিনিস বাংলা উইকিতে নেই কিন্তু ইংরেজি উইকিতে আছে। সম্ভব হলে আপনি আপনার পছন্দমত যে কোন নিবন্ধসমূহ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সাহায্য করে যাবেন। আফতাবুজ্জামান (আলাপ) ০৫:২১, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অন্বেষা দত্ত নিবন্ধের ধন্যবাদ জানাই। উপরে যেমনটা বলেছি, সম্ভব হলে আমাদের নিজেদের মাতৃভাষার উইকিতে নিয়মিত লিখে সাহায্য করবেন। কেবল বাংলাদেশ না, বিশ্বে যে কোন কিছু নিয়েও লিখুন, ইংরেজি উইকি দেখে অনুবাদ করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:১২, ১১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যাঘ্র প্রকল্প ২০১৯[সম্পাদনা]

সুধী, আপনাকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানাচ্ছি এখানে অংশগ্রহণ করতে। আপনার সহায়তা ও নিবন্ধ তৈরী এই ছোট্ট উইকিতে আমাদের মত সম্পাদকদের উতসাহ প্রদান করে তাই এই অনুরোধ। উক্ত পাতায় তালিকা দেওয়া আছে তা থেকে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করা যাবে, বিস্তারিত নিয়মাবলী সংযোগে দেওয়া আছে। বর্তমানে বাংলা এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে আছে আপনার যোগদানে, অবিলম্বে বাংলা প্রথমে চলে যেতে পারে। অপেক্ষায় রইলাম। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০২, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]