ব্যবহারকারী আলাপ:Bodhisattwa/বার্তাসংকলন ০৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়। এখানে আমার পুরোনো আলাপগুলি সংগ্রহ করে রাখা হয়েছে। নতুন যে কোন প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতাবার্তাসংকলন ০১বার্তাসংকলন ০২বার্তাসংকলন ০৩বার্তাসংকলন ০৪বার্তাসংকলন ০৫

আন্ত ভাষা সংযোগ নিয়ে সমস্যা[সম্পাদনা]

সুপ্রিয় বোধিসত্ত্ববাবু,

আশা করি ভালোই আছেন। সম্প্রতি মূলানুগ উচ্চারণগত ত্রুটি সংশোধন করার উদ্দেশ্যে একটি পাতার স্থানান্তরণ ঘটাতে গিয়ে একটি সমস্যায় পড়েছি। 'ইয়োহান ভোলফগাং ফন গোটে' পাতাটি ইয়োহান ভোলফগাং ফন গ্যোটে নামে স্থানান্তরণ ঘটানোর পর লক্ষ্য করছি আন্ত ভাষা সংযোগটি আসছে না। কারণ হিসেবে বলছে আগের নামে আন্ত ভাষা সংযোগ দেওয়া থাকায় এই নামে সেটি দেওয়া যাবে না। অথচ ঐ একই নামের জার্মান উইকির পাতা (Johann Wolfgang von Goethe) খুলে Andere Sprache সেটিং'এ গিয়ে বাংলা দিলে যথারীতি নতুন স্থানান্তরিত পাতাটিই আসছে। কীভাবে বাংলা স্থানান্তরিত পাতাটি থেকেও আন্ত ভাষা সংযোগ পাওয়া যাবে - এ' বিষয়ে একটু সাহায্য পেলে খুব ভালো হয়। --Arindam Maitra (আলাপ) ০৩:১৯, ৩ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় অরিন্দম বাবু, উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত। লক্ষ্য করলাম, ইতিমধ্যে আপনার সমস্যা মিটে হয়ে গেছে। উইকিডাটার একটি বট অ্যাকাউন্ট ব্যাপারটা শুধরে দিয়েছে। ভবিষ্যতে আর কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৩৫, ৩ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
দাদা আশা করি ভাল আছেন। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাতাটি তৈরি করি এবং ইংরেজি উইকির en:Afghanistan Cricket Board এর সাথে এই নির্দেশনা অনুসারে আন্ত উইকি সংযোগ দেই। কিন্তু সমস্যা হচ্ছে, বাংলা উইকিতে অন্যান্য ভাষা সমুহ এর নিচে ইংরেজি লিংক আছে কিন্তু ইংরেজি উইকিতে বাংলা লিংক আসছে না। কিভাবে এর সমাধান করতে পারি। প্লিস একটু দেখবেন।Kayser491 (আলাপ) ০৯:৩৩, ৯ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় Kayser491, চিন্তা করবেন না। আশা করি, এটি ঠিক হয়ে যাবে। আপনি যা করেছেন, সেটা একদম সঠিক। অনেক সময় লোড হতে একটু সময় নেয়, তাই এরকম হয়ে থাকে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৯:৪২, ৯ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ফলো-আপ[সম্পাদনা]

ধন্যবাদ ও কৃতজ্ঞতা বোধিসত্ত্বদা, ফর অল দ্য হার্ড ওয়ার্কস ইউ হ্যাভ ডান। বাই দ্য ওয়ে, আসার সময় আপনাদের বলে আসতে পারিনি। রাতের ও সকালের খাবারের টাকাও দিতে ভুলে গিয়েছিলাম। নাহিদ ভাই কে পরে ফোন করে দিতে বলেছিলাম...দিয়েছে তো? :P আর আপনার যে পর্বতারোহণের নেশা আছে তা জানা ছিল না, আমারও এই জিনিসের প্রতি বেশ দুর্বলতা আছে। অদূর ভবিষ্যতে পর্বতারোহণ করলে আপনার থেকে উচ্চতাজনিত স্বাস্থ্যঘটির ব্যাপারে সহায়তার পাবার আশা রাখি (ইফ নিডেড)। সম্ভব হলে কোন একদিন লাদাখ/হিমালয় অঞ্চলে আমার অভিযানে সঙ্গীও হতে পারেন।  – তানভির (আলাপ) ১৩:১৯, ১১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, কিছুই করতে পারলাম না সেরকম ভাবে। তোমাদের ব্রেকফাস্ট আর ডিনারের ব্যবস্থাটা যদি বিনামূল্যে হয়ে যেত, খুব ভালো হত। কিন্তু গ্র্যান্টটা নতুন করে বানাতে গিয়ে সব কাটছাট করতে হয়েছে। পরীক্ষা কেমন হল? তুমি দেখছি বাংলাদেশ ফিরে গিয়েই আবার আপনি আপনি শুরু করেছ। ওসব চলবে না আমার সাথে। কাল রাতে ভাঙ্গা হাট ছিল। তোমার পরে অঙ্কনও বাড়ি চলে গেল। আমি, নাহিদ আর আসিফ রাত একটা অব্দি গল্প গুজব করলাম। আজ আমাকে থাকতে বলছিল, কিন্তু বাড়িতে মা একা আছে, তাই ফিরে আসতে হল। ওরা আজ সকলে মিলে সিনেমা দেখতে গেছে। এখন মনে হচ্ছে থেকে গেলেই ভালো হত। যাই হোক, বাংলাদেশে আবার দেখা হবে। সত্যি বলতে কি, পর্বতারোহণের নেশা আমার খুব একটা নেই, তবে ট্রেকিংয়ের প্রচণ্ড নেশা রয়েছে। হিমালয়ের গভীরে ট্রেক করতে প্রচন্ড ভালোবাসি। এসো, একসঙ্গে বেরোন যাবে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:০৭, ১১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
পরীক্ষা ভালই হয়েছে। আচ্ছা, এখন যখন যেটা ইচ্ছা (আপনি/তুমি) বলবো :P হ্যা, বলতে ভুলে গিয়েছি, বাংলাদেশের আসবে, দেখা হবে। ইন ফ্যাক্ট বিয়ার গ্রিলস যা যা করে, তার অনেকগুলিই করতে ভালবাসি: পর্বতারোহণ, হাইকিং, ট্রেকিং ইত্যাদি। হিমালয়ের গভীরে ক'বার গিয়েছিলে?  – তানভির (আলাপ) ১৪:২১, ১১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ভাই, লাদাখ, গাড়োয়াল, নেপাল আর সিক্কিম হিমালয়ে বেশ কয়েক বার ট্রেক করেছি। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:২৬, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
মাঝখানে ঢুকে পড়ার জন্য দুঃখিত! কিন্তু এই অর্থনীতির বিষয়ে বলছি, আসার সময়ে তাড়াহুড়ো করে আমার টাকাটাও যে দেয়া হল না, রাফি ভাইকে একবার বলেছিলাম আমার মনে না থাকলে টাকাটা দিয়ে দিতে। ভাইয়ার সাথে কথা হয়নি, কিন্তু উনি না দিয়ে থাকলে, এখন কিভাবে দেব?--অংকন (আলাপ) ১০:১৮, ১৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
অংকন , তোমার টাকাটা রাফি বা নাহিদ ভাই দিয়ে দিয়েছে। তুমি ওনাদের সাথে যোগাযোগ করে নিও। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:২৩, ১৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
অবশ্যই! ধন্যবাদ --অংকন (আলাপ) ১৭:২০, ১৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট নিয়ে সমস্যা[সম্পাদনা]

সুপ্রিয় বোধিসত্ত্ব, সেদিনের কথামতো ইয়োসিন যুগ নিবন্ধটি শুরু করলাম। কিন্তু টেমপ্লেটটি দরকার। ইংরেজি ও জার্মান ভাষার সংশ্লিষ্ট পাতায় সুন্দর টেমপ্লেট আছে। কিন্তু যুগ, উপযুগ, অধোযুগ - বিভাগগুলোর এই শিরোনামগুলি তাতে ঠিকমতো আসা প্রয়োজন। প্রয়োজনে এই জন্য ভূতাত্ত্বিক সময় পাতাটিতে ব্যবহৃত এই সংক্রান্ত টেমপ্লেটটির সাহায্য নেওয়া যেতেই পারে। --Arindam Maitra (আলাপ) ০৪:০৮, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অরিন্দম, {{Paleogene}} তৈরী  করা হয়েছে। ইওসিন যুগ হিসেবে না তৈরী করে অন্যান্য উইকির সঙ্গে সঙ্গতি রেখে শুধু ইওসিন হিসেবে তৈরী করলে ভালো হয়। পূর্বে আলোচনার মাধ্যমে Supereon, Eon, Era, Period, Epoch, Age প্রভৃতি প্যারামিটারের বাংলা কাল, অধিযুগ, মহাযুগ, যুগ, উপযুগ, অধোযুগ স্থির করা হয়েছে। {{ভূতাত্ত্বিক সময়}} টেমপ্লেটটি দ্রষ্টব্য। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:২৬, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
অনেক ধন্যবাদ। আমিও ভূতাত্ত্বিক সময় পাতাটিতে ব্যবহৃত টেমপ্লেটটি দেখেই প্যারামিটারগুলোর বাংলা ব্যবহার করেছি। ভুল হলে কোথাও শুধরে দিও (কর্মশালায় যখন পরস্পর 'তুমি' বলা শুরু হয়েছিল, ওটা পাল্টানোর কোনও প্রয়োজনীয়তা আছে কি!)। 'ইয়োসিন'এর বিকল্প বানান হিসেবে 'ইওসিন' চলতেই পারে। তবে, টেমপ্লেটে 'য়িপ্রেশিয়ান' বানানটিকে পরিবর্তন করে 'ইপ্রেশিয়ান' করার প্রস্তাব দিচ্ছি। শব্দের শুরুতে 'য়'র ব্যবহার বাংলা পাঠকের অভ্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সাবলীল পাঠে তাই তা একটু সমস্যা তৈরি করতে পারে। --Arindam Maitra (আলাপ) ০৬:২১, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
অরিন্দম, য়িপ্রেশিয়ানকে ইপ্রেশিয়ান করতে মত দিচ্ছি। তোমার যুক্তি যথার্থ। ও হ্যা, ভুল করে আপনি বেরিয়ে গেছিল। :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:৪৬, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আমার সরবরাহ কৃত ছবি অপসারন প্রসঙ্গে[সম্পাদনা]

আব্দুল কাদের মোল্লা প্রবন্ধ থেকে আপনি আমার সরবরাহ কৃত আব্দুল কাদের মোল্লার ছবি অপসারন করেছেন। বিস্তারত জানতে চাই!— Salahaddin-al-ayyubi (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ঠিক  করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১৭, ১৩ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তরিক অভিনন্দন[সম্পাদনা]

আমার তৈরি কয়েকটি নতুন পাতায় আপনার অবদানের জন্যে সত্যি কৃতজ্ঞ! আমাদের আগামীর পথ চলা আরও সহজ হবে এই কামনা। ভাল থাকবেন সবসময়।।সালাহ্‌ আদ-দীন (আলাপ) ১৪:৫১, ১৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Invitation to Medical Translation[সম্পাদনা]

Medical Translation Project

Invitation to the Medical Translation Project – a joint Wikimedia project started by the English language WikiProject Medicine!

Thank you for being one of the top Medical editors! I want to use this opportunity to introduce you to our most ambitious project.

We want to use Wikipedia to spread knowledge where it will be used. Studies have shown that Wikipedia is the most common resource of medical knowledge, and used by more people than any other source! We want high quality articles, available to everyone, regardless of language ability. It isn't right that you would need to know a major language to get hold of quality content!

That is why in the recent Ebola crisis (which is still ongoing) we translated information into over 70 languages, many of them small African languages. This was important, as Wikipedia was also shown to be the biggest resource used in Africa for information on Ebola! We see tremendous potential, but also great risks as our information needs to be accurate and well-researched. We only translate articles that have been reviewed by medical doctors and experts, so that what we translate is correct. Many of our translators are professionals, but many are also volunteers, and we need more of you guys – both to translate, but also to import finished translations, and fix grammatical or other style issues that are introduced by the translation process.

Our articles are not only translated into small languages, but also to larger ones, but as of 2015 this requires users to apply for an article to be translated, which can be done here (full articles, short articles) with an easy to manage google document.

So regardless of your background head over to our main page for more information, or to our talk page and ask us questions. Feel free to respond in any language, we will do our best to find some way to communicate. No task is too small, and we need everyone to help out!

I hope you will forgive me for sending this message in English – we also need translators for messages like this, and above all local language community managers, which act as a link between us and you. Also I can not reply on your talk page, so please go to our talk page!

Thank you for helping medical information on Wikipedia grow! -- CFCF 🍌 (email) 15:37, 28 January 2015 (UTC)

Google Translation of this message

Participant selection Train the Trainer 2015[সম্পাদনা]

You have been selected to join TTT 2015
HelloBodhisattwa, Congratulations!!! You have been selected to attend the Wikipedia Train the Trainer program at Bangalore during 26 February to 1 March 2015. We are excited to see you in Bangalore!
We request you to please schedule your travel plan so as to reach Bangalore by 25 February, 2015 evening and plan to leave on 1 March 2015 evening or 2 March, 2015 morning. CIS-A2K will book you a flight ticket from nearest airport.
We will be in touch with you over e-mail and mobile for further coordination. If you have any queries please leave a message here.
~~~~

Lahariyaniyathi (talk) 11:32, 31 January 2015 (UTC) Tanveer Hasan (tanveer@cis-india.org) Programme Officer

আপনাকে বৃত্তি প্রদান করা হয়েছে![সম্পাদনা]

প্রিয় Bodhisattwa, শুভেচ্ছা নিবেন।
আপনি কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সন্মেলনের বৃত্তিতে আপনার নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়োজক কমিটি আপনাকে বৃত্তি প্রদান করার জন্য নির্বাচিত করেছে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার ইমেইল ঠিকানায় পাঠানো হয়েছে। দয়া করে আপনার ইমেইল পরীক্ষা করুন। কোন প্রশ্ন থাকলে info@wikimedia.org.bd ঠিকানায় যোগাযোগ করুন।
-আয়োজক কমিটি

"বাংলা শেখা" নিবন্ধ[সম্পাদনা]

ভাইয়া, আমাদের এই উইকিতে "বাংলা শেখা" নামক একটি নিবন্ধ থাকা দরকার যাতে অবাঙালিরা কথ্য বাংলা আয়ত্ত করতে পারেন। আপনি যদি উক্ত নিবন্ধটি তৈরি করেন তো খুব ভাল হবে। ধন্যবাদ।--— Gongajol (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

প্রিয়, ইংরেজী উইকিতে en:Help:IPA for Bengali নামে একটি নিবন্ধ রয়েছে, যেখান থেকে অবাঙ্গালীরা বাংলা ধ্বনিমূলক বর্ণমালা সম্বন্ধে জানতে পারবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:২৬, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

উইকি পদক[সম্পাদনা]

নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ১৮:২০, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ ইব্রাহিম, -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:০৮, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রাক্‌-ক্যাম্ব্রিয়ান[সম্পাদনা]

বোধিসত্ত্বদা প্রাক্‌-ক্যাম্ব্রিয়ান নিবন্ধ অনেকদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু আজ হঠাৎ দেখি বিভিন্ন পাতার রৈখিক সময়ক্রমে ওটার লিংক লাল দেখাচ্ছে। পুনর্নির্দেশ করতে গেলাম, তারপর থেকে ঐ পুনর্নির্দেশ পাতাটা নিজেকেই নিজে পুনর্নির্দেশ করছে। ঠিক করে দিতে পারবে প্লিজ? আর লিংক কেনই বা লাল দেখাচ্ছিল সেটাও জানা গেলে ভাল হয়...ব্যা করণ (আলাপ) ০৩:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সর্বাণ, এরকম সমস্যা আমারও হয়েছিল কোন এক সময়। নিবন্ধ রয়েছে অথচ একই বানান থাকলেও অনেক সময় লাল লিঙ্ক দেখিয়েছিল। ঠিক কি কারণে এটা ঘটে, সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি যেটা করি, নিবন্ধের যে বানান রয়েছে, সেটিকেই কপি করে লাল লিঙ্কের বানানের জায়গায় পেস্ট করে দিই, তাতে নীল লিঙ্ক হয়ে যায় কিন্তু তুমি যেরকম পুনর্নির্দেশনা করলে, ওই রকম করলে লুপ তৈরী হয়ে যায়, মানে পাতাটা নিজেকেই নিজে পুনর্নির্দেশ করে। কোন্‌ কোন্‌ পাতায় প্রাক্-ক্যাম্ব্রিয়ান লাল লিঙ্ক দেখাচ্ছে বলতো। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:২৭, ১১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ডাইনোসর, ডায়াপসিড, আর্কোসরোমর্ফা, অর্নিথিস্কিয়া, সরিস্কিয়া, আর্কিওপ্টেরিক্স, কর্ডাটা, ভার্টিব্রাটা...মনে হয় যেসব পাতায় টেমপ্লেট:Phanerozoic 220px জোড়া আছে সেই সবগুলোতেই এরকম দেখাচ্ছে।ব্যা করণ (আলাপ) ০৩:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
টেমপ্লেট:Phanerozoic 220px ঠিক  করা হয়েছে-- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:২৮, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ বোধিসত্ত্বদা!-ব্যা করণ (আলাপ) ০৫:২০, ১২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন - আরডিএ পেজটি অপসারণে আপত্তি[সম্পাদনা]

এই সংগঠনটি রাজবাড়ী জেলাব্যাপী তাদের বিতর্ক কার্যক্রম পরিচালিত করে আসছে।ইতিমধ্যে সংগঠনটি ৪টি বিতর্ক উৎসব আয়োজন করে যার ২টি উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অ আ ম স আরেফিন সিদ্দিকি উপস্থিত ছিলের এবং তিনি এই সংগঠনের সদস্যও বটে!রাজবাড়ী জেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ যেমন- জেলা শিক্ষা অফিসার, রাজবাড়ীর প্রায় সব বিদ্যালয় ও কলেজের প্রধান ও সহকারী শিক্ষক বা অদক্ষ এই সংগঠনে যুক্ত রয়েছেন।বিভিন্ন সময়ে বিতর্ক উৎসব/প্রতিযোগিতা আয়োজন করে সংগঠনটি শুধু রাজবাড়ীতেই নয়, বাংলাদেশের বিতর্কপ্রেমি অঞ্চলগুলোতেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।তাই এই সংগঠনটির পরিচিতি উইকিপিডিয়াতে থাকার যোগ্যতা রাখে।

এই সংগঠনটির কোনো স্বাধীন ওয়েবসাইট নেই। তথ্য গুলো রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের নিকট প্রত্যক্ষভাবে সংগ্রহীত। (আমি নতুন ব্যবহারকারী।কিছু ভুল হয়ে থাকলে ধরিয়ে দেবেন)

Ferdousnaeem (আলাপ) ০২:০০, ১৫ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত[সম্পাদনা]

শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত এই (বাংলা) ভাষাতেই রচিত এই তথ্যটার কোনও সোর্সেই ঠিক মতো সমর্থ পাচ্ছি না http://dbsjeyaraj.com/dbsj/archives/1892 এই লিংক টা দেখো, আমিও দেখছি Dr. Bir (আলাপ) ১৯:২৯, ২১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

তন্ময়দা, আসলে আমারই ভুল হয়েছে, ইংরেজী উইকিতেও ভুল রয়েছে। আসলে রবীন্দ্রনাথের একটি গান থেকে পরে তামিল অনুবাদ করে গানটিকে জাতীয় সঙ্গীতের রূপ দেওয়া হয়। যাই হোক, ব্যাপারটা ঠিক  করা হয়েছে। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:০০, ২২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

জেনি ফন ভেস্টফালেন নিবন্ধ থেকে দ্রুত অপসারণ ট্যাগ অপসারণের অনুরোধ[সম্পাদনা]

প্রিয় বোধিসত্ত্ব, কেমন আছ? বেশ কিছুদিন তেমন কথা হয়নি। নানা কাজের চাপে আমিই আসলে সময় দিয়ে উঠতে পারিনি। জেনি ফন ভেস্টফালেন কে শুরু করেছেন, জানি না, কিন্তু পাতাটি আমার ধারণা বেশ গুরুত্বপূর্ণ। উনি ছিলেন কার্ল মার্ক্সের স্ত্রী। আমি কিছু তথ্য যোগ করে দিয়েছি। একেবারে প্রাথমিক তথ্যই। আন্তঃউইকি সংযোগও করে দিয়েছি। এরপর নিশ্চয়ই কেউ না কেউ নিবন্ধটি যথাযথভাবে সম্প্রসারণ করবে। আর একটা কথা। একটা খুব সুন্দর ছবি যোগ করতে চেয়েছিলাম। হয়নি। সমস্যাটা একটু দেখলে ভালো হয়। উত্তরের অপেক্ষায় রইলাম। --Arindam Maitra (আলাপ) ১৯:২৭, ২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় অরিন্দম, আসলে আর্টিকলটি গুরুত্বপূর্ণ হলেও রচনাশৈলী ঠিক ছিল না। তাই অপসারণ প্রস্তাবনা করা হয়েছিল। এখন দ্রুত অপসারণ ট্যাগ অপসারণ  করা হয়েছে। তোমার দেওয়া ছবির লিঙ্কটা খুঁজে পেলাম না। তোমার দেওয়া ছবিটা ঠিক কোথায় আছে, জানলে সুবিধা হত। আপাততঃ কমন্স থেকে ছবি দিলাম। আর কিছু বই ও তথ্যসূত্র দিলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:৩২, ২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় বোধিসত্ত্ব, তুমি ইংরেজি উইকিতে ব্যবহৃত ছবিটা দিয়েছ। আমি যে ছবিটা দিয়েছি ওটা কমন্সেই আছে। জার্মান উইকিতেও ব্যবহৃত হয়েছে। ১৯৫৩ সালে উদ্ধার হওয়া এই ছবিটা অনেক পরিষ্কার, জীবন্ত ও রঙীন। মার্ক্সেরই এক আত্মীয়, তিনি নিজেও ছবি আঁকতেন, তাঁর বাড়ি থেকে ১৮৩৫ সালে আঁকা এই ছবিটি পাওয়া যায়। লিঙ্কটা দিলাম এখানেঃ https://de.wikipedia.org/wiki/Jenny_Marx --Arindam Maitra (আলাপ) ১৮:৫৫, ৩ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় অরিন্দম, জার্মান উইকির ছবিটা কমন্সে মুক্ত করা নেই বলে বাংলা উইকিতে ছবিটার লিঙ্ক দিলে ছবিটা আসছে না। তুমি ছবিটাকে কমন্সে আপলোড করে অথবা জার্মান উইকিতে ছবিটিকে কমন্সে স্থানান্তরের অনুরোধ করে দেখতে পারো, একবার কমন্সে এলে বাংলা উইকিতে ছবিটি দেখতে বাঁধা থাকবে না। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:২৮, ৩ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

A barnstar for you[সম্পাদনা]

Train the Trainer 2015 barnstar

This barnstar is awarded to you in recognition of your leadership and presentation skills in the Train the Trainer 2015 program. We hope to have enriched your Wiki-experience and would like to see active contribution from you towards outreach and other Wiki-activities. Thank you once again for your enthusiastic participation. -- CIS-A2K team (talk) ১০:০৮, ৩ মার্চ ২০১৫ (ইউটিসি)

শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত[সম্পাদনা]

...আসলে রবীন্দ্রনাথের একটি গান থেকে পরে তামিল অনুবাদ করে গানটিকে জাতীয় সঙ্গীতের রূপ দেওয়া হয় ____ এটাই বা কোন সূত্র থেকে নেওয়া তা জানাও প্লিজ — Dr. Bir (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

তন্ময়দা, দ্য হিন্দুর এই আর্টিকল দেখুন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:১৬, ৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

দ্য টাইমস অফ ইন্ডিয়া নামকরণ[সম্পাদনা]

বোধিসত্ত্ব স্যার​, আমার মনে হয়েছে যে "দ্য টাইমস অফ ইন্ডিয়া" এই বানান-টি ঠিক। অনলাইন-এ অন্য এক-দুইটি ওয়েবসাইটেও বাংলার এই বানান-টিই দেখতে পেলাম। আমি যদি পাতা-টি সরিয়ে কোনও ভূল করে থাকি তাহলে অমি অত্যন্ত দু:খিত। সেক্ষেত্রে আপনি please পাতা-টিকে পুন:রায় "দ্য টাইমস অব ইন্ডিয়া" শিরনামেই স্থানন্তর করে দিন। ধন্যবাদ। -- Mouryan (আলাপ) ১৪:১৭, ৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় মৌর্য, সাধারণতঃ Off কে 'অফ' উচ্চারণ করা হয় এবং Of কে 'অব' উচ্চারণ করা হয়। তুমি যে কোন Standard dictionary থেকে একবার মিলিয়ে নিও। আমি পুনরায় দ্য টাইমস অব ইন্ডিয়া শিরোনামেই স্থানান্তর করে দিচ্ছি। আর হ্যা, আমাকে কিন্তু স্যার বলার কোন দরকার নেই। :-) ভালো কথা আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দিন ধরে অনলাইন বাংলা উইকিতে এডিটাথন চলছে। বিস্তারিত এই পাতায় পাবে। অংশগ্রহণ করতে পারো। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২৫, ৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
বোধিসত্ত্ব দাদা, sorry for the stupid edit. আসলে আমার উচ্চ-মাধ্যমীক পরীক্ষা এই just আরম্ভ হয়েছে তাই একদমী বেশী টাইম স্পেন্ড করতে পারছিনা কম্পিউটারে। But I have big plans for bnwiki. Hopefully, মে মাস থেকে হাত খালি হয়ে গেলে আরো অনেকটা টাইম উইকির জন্য devote করতে পারবো। ধন্যবাদ। -- Mouryan (আলাপ) ১৩:৪৬, ১১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র:Sudipta Sengupta in Antarctica.jpg-এ অনুমতির প্রমাণ অনুপস্থিত[সম্পাদনা]

Thanks for uploading চিত্র:Sudipta Sengupta in Antarctica.jpg. I noticed that while you provided a valid copyright licensing tag, there is no proof that the creator of the file agreed to license it under the given license.

If you created this media entirely yourself but have previously published it elsewhere (especially online), please either

  • make a note permitting reuse under the CC-BY-SA or another acceptable free license (see this list) at the site of the original publication; or
  • Send an email from an address associated with the original publication to permissions-commons@wikimedia.org, stating your ownership of the material and your intention to publish it under a free license. You can find a sample permission letter here. If you take this step, add {{OTRS pending}} to the file description page to prevent premature deletion.

If you did not create it entirely yourself, please ask the person who created the file to take one of the two steps listed above, or if the owner of the file has already given their permission to you via email, please forward that email to permissions-commons@wikimedia.org.

If you believe the media meets the criteria at Wikipedia:Non-free content, use a tag such as {{non-free fair use}} or one of the other tags listed at Wikipedia:File copyright tags#Fair use, and add a rationale justifying the file's use on the article or articles where it is included. See Wikipedia:File copyright tags for the full list of copyright tags that you can use.

If you have uploaded other files, consider checking that you have provided evidence that their copyright owners have agreed to license their works under the tags you supplied, too. You can find a list of files you have created in your upload log. Files lacking evidence of permission may be deleted one week after they have been tagged, as described on criteria for speedy deletion. You may wish to read the Wikipedia's image use policy. If you have any questions please ask them at the Media copyright questions page. Thank you. মহীন রীয়াদ (আলাপ) ১৮:৩৪, ৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা![সম্পাদনা]

সুপ্রিয়, Bodhisattwa। Moheen Reeyad-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--মহীন রীয়াদ (আলাপ) ১৯:২২, ৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

needs suggession on article हितेन तेजवानी[সম্পাদনা]

Hi, ব্যবহারকারী:Bodhisattwa and also ব্যবহারকারী:Masum_Ibn_Musa

Season's Greetings

Sorry for communicating in english since I do not know Bengali and prefered to communicate with you directly so writing on user talk page instead of wikipedia embassy page.

Please refer to history of Marathi Wikipedia page mr:हितेन तेजवानी (Bengali may be হিতেন তেজওয়ানী ) . Some IP address with bengali background created article page mr:हितेन तेजवानी and IP addressess from Bengali (Bangladesh?) (180.234.38.7, 180.234.78.142, 180.234.88.2 are making multiple efforts to remove all the content of the page. I could not understand properlly the purpose whether it is due to some sort of edit war or it is mere vandalism. Is there any edit war going on Bangla wikipeda too ? If it is due to edit war then I will secure the page locally or else we will give thought to block the IP range locally or do suggest if needs a global action from meta ?

Thanks and best wishes

Mahitgar (আলাপ) ১৩:৪৪, ১১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Hi Mahitgar,

Thanks for the communication. We have also noticed in Bengali Wikipedia that IP addressess (180.234.ABC.XYZ) have been vandalising some of the articles here for quite a long time. I can assure you, no edit war is going on in bn wiki. It is plain vandalism. He is changing the info of the article and providing false information by making mutiple small edits. If he is vandalising in mr wiki also, then I think a global block is needed. Thanks. -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৫৪, ১১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

about a editing[সম্পাদনা]

Dear Bodhisattwa, মিলন গাঙ্গুলী is a writer of Bangladesh! You can check Goodreads link and Rokomari(A bangladeshi Book site)! He's one of the Most popular Horror writer in Bangladesh! and he's consider no.1 horror writer of Bangladesh! If you till don't believe than collect a book and read! Hope you understand! Thank you! :)

অপসারণ ট্যাগ[সম্পাদনা]

দাদা, দয়া করে এমন কোন নিবন্ধে অপসারণ ট্যাগ যুক্ত করো না যেগুলো কেবলই/দু এক দিনের পুরনো তৈরি হয়েছে। এর পরিবর্তে {{ছোট নিবন্ধ}} ট্যগটি ব্যবহার করে ব্যবহারকারীকে {{ব্যবহারকারী ছোট নিবন্ধ সতর্কতা}} ট্যাগ দিয়ে সতর্ক করে দিবে। --যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৬, ১৪ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ার প্রশাসকত্ব[সম্পাদনা]

আপনার আবেদনের প্রেক্ষিতে এবং জনমতের ভিত্তিতে আপনাকে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হিসেবে নিযুক্ত করা হচ্ছে। অভিনন্দন! আশা করি বাংলা উইকিপিডিয়ায় উন্নয়নে আপনার অবদান এবং ভূমিকা অব্যাহত থাকবে। ধন্যবাদ। --বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫২, ১৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ বেলায়েত ভাই। --- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:০৬, ১৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অভিনন্দন[সম্পাদনা]

প্রশাসকত্বের আবেদন সফল হওয়ায় তোমাকে প্রাণধালা শুভেচ্ছা। আশা করি আগামী দিনগুলোর পথচলা আরোও সুখকর হবে। Ibrahim Husain Meraj (আলাপ) ১৬:৫৭, ১৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ ইব্রাহিম -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:১৬, ১৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আমার পক্ষ থেকেও শুভেচ্ছা এবং উইকিপিডিয়ার অন্ধকার জগতে স্বাগতম ;)--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৩, ১৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
নাহিদ, তুমি থাকতে আবার অন্ধকার কিসের? :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:২৬, ১৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
বোধিদা, আবেদনটা কিভাবে আমার চোখ এড়িয়ে গেল বুঝতেই পারলাম না! এটা কেমন হল! দুঃখপ্রকাশের সাথে সাথে এখানেই পূর্ণ  সমর্থন দিচ্ছি (যদিও তা অকার্যকর)। প্রশাসক বোধিদাকে অশেষ অভিনন্দন ও শুভেচ্ছা।--অংকন (আলাপ) ০৭:২৬, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
অংকন, আরে, চাপ নিও না, মিস হতেই পারে, আমার কত বার হয়েছে। :-) শুভেচ্ছার জন্য জন্য অনেক অনেক ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৭:৩১, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
অভিনন্দন দাদা। কয়েকদিন থেকে লগইন করা হয়নি। যাহোক, কনসেনসাস পজিটিভ, আমারও একই মত। অনেক অনেক শুভকামনা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৭:৫৬, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ মঈনুল ভাই :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:৪৩, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Congratulations দাদা! This is really big and it's very well deserved... :) -- মৌর্য্য বিশ্বাস​ (টক শো!) ১৪:২৯, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Mouryan, Adminship is just a right to use some specific tools. Thats all. :-) By the way, Thanks. -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৩৭, ১৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আমার পক্ষ থেকেও দাদাকে লেট অভিনন্দন । ——তাওহীদ ০৯:৪১, ২০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
দীর্ঘ ৪৩ দিন ভারত ভ্রমণে ইন্টারনেট ও কম্পিউটার থেকে বিচ্ছিন্ন থাকায় আপনার প্রশাসকত্বের আবেদনে সাড়া দিতে পারিনি বোধিসত্ত্বদা। যাইহোক, তুমি বাংলা উইকির নতুন প্রশাসক হলে, বহুবছর পর পশ্চিমবঙ্গের কেউ প্রশাসকত্বে এলো। তোমাকে অভিনন্দন এবং অনাগত সময়ের জন্য শুভকামনা :) বাংলা উইকির পরিধি তোমার অবদানে আরো প্রসারিত হোক!  – তানভির (আলাপ) ১৮:৫৪, ২০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ তাওহীদতানভির। ভারত ভ্রমণ কেমন হল? -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৪৮, ২০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ভারত ভ্রমণ অসাধারণ ছিল। কলকাতা, দিল্লী, চন্ডিগর, শিমলা, মানালি, আগ্রা, জয়পুর, জয়সালমির, অজন্তা-ইলোরা, আহমেদাবাদ, গোয়া, থিরুভানানথাপুরাম, পন্ডিচেরি, চেন্নাই - এ ঘুরেছি। মানুষ, সংস্কৃতি, পরিবেশ, খাওয়া-দাওয়া - সবকিছুই স্থানভেদে অতি বৈচিত্রময়!  – তানভির (আলাপ) ২০:০৪, ২০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

দাদা, নিবন্ধগুলো অন্তত সাতদিন রাখার নিয়ম।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪৮, ১৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট তৈরি প্ৰসঙ্গে[সম্পাদনা]

কুষ্ঠ এবং বাংলাদেশ স্কাউটস নিবন্ধ দুটির টেমপ্লেট তৈরি করে দিন তো। -- Kishorsopnoneel (আলাপ) ১০:৩২, ২৫ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Kishorsopnoneel, দুইটি নিবন্ধে তথ্যছক টেমপ্লেট তৈরী  করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৫৬, ২৫ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। তবে বাংলাদেশ স্কাউটস নিবন্ধের টেমপ্লেটে মুখ্য শব্দটির স্থলে প্ৰধান শব্দটি ব্যবহার করলে ভালো হয়। Kishorsopnoneel (আলাপ) ১৪:২১, ২৫ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Kishorsopnoneel, প্রধান স্কাউট  করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:২০, ২৫ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Bangladesh_scouts.png স্কাউটের এই লোগোটি নিবন্ধে প্ৰদর্শিত হচ্ছে না। লোগোটি শুধুমাত্ৰ ইংরেজী উইকির জন্য আপলোড করা হয়েছে।এজন্য বাংলা উইকিতে ফাইলটি প্ৰদর্শিত হচ্ছেনা। কী করা যায়? -- Kishorsopnoneel (আলাপ) ১৫:৪৩, ২৫ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৫৪, ২৫ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি কি করে জানলেন এটা বিঞ্জাপন । এটা রাজবাড়ী জেলার একটি নামকরা শ্রোতা ক্লাব এবং বাংলাদেশ বেতার কতৃক রেজিস্টারকৃত ।দয়া করে এটি আর রিমুভ করবেন না । (Pritom (আলাপ) ০৯:৫৪, ২৬ মার্চ ২০১৫ (ইউটিসি))[উত্তর দিন]

Pritom, বাংলাদেশ বেতার কর্তৃক রেজিস্টারকৃত হলেই তা উইকিপিডিয়াতে স্থান পাওয়ার মতো যোগ্য হবে, এমন কোন ব্যাপার নেই। আপনি এই সংগঠনের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত, সেটা আপনি নিজেই নিবন্ধে বার বার উল্লেখ করেছেন। সেক্ষেত্রে এই নিবন্ধ বিজ্ঞাপন হিসেবেই ধরা হবে। তাছাড়া নিবন্ধের উল্লেখযোগ্যতাও প্রতিষ্ঠিত নয়। নিরপেক্ষ উল্লেখযোগ্য তথ্যসূত্রও দেওয়া হয়নি। সেই কারণেই অপসারণ করা হয়েছে। এই বিষয়ে উইকিপিডিয়ার স্পষ্ট নীতিমালা রয়েছে। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:২৪, ২৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণ[সম্পাদনা]

user:Bodhisattwa, এমিল ওয়াইখার পৃষ্ঠাটি আমি রিমুভ করতে পারছি না । কিভাবে করতে হয় জানাবেন ? --(Pritom (আলাপ)P~)

Pritom, নিবন্ধ অপসারণ একমাত্র প্রশাসকরাই করতে পারেন। আপনার অনুরোধ মতো এমিল ওয়াইখার পৃষ্ঠাটি অপসারণ  করা হয়েছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৫৭, ২৭ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
সোনাগাজী মুহুরী সেচ প্রকল্প - এই অপ্ৰয়োজনীয় পুনঃনির্দেশ পাতাটি অপসারণ করুণ। Kishorsopnoneel (আলাপ) ২৩:৩০, ২৮ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আমার ব্যবহারকারী উপপাতায় ৮টি পাতা রয়েছে। অনুগ্রহ করে পাতাগুলো অপসারণ করে দিন।

Kishorsopnoneel (আলাপ) ১৮:২৬, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Kishorsopnoneel, [http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7:PrefixIndex/User:Kishorsopnoneel/ এই পাতায় আপনার যে কটি উপপাতা আছে, সব কটিই কি অপসারণ করে দেব? -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৪৩, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
জ্বী, সবগুলো মুছে ফেলুন। পাতাটি পুরোটা নতুন করে আবার সাজাবো। অগ্ৰিম ধন্যবাদ।

Kishorsopnoneel (আলাপ) ১৪:৪৬, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৫৮, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

স্থানান্তর[সম্পাদনা]

দয়া করে বিতর্কিত নিবন্ধগুলির শিরোনাম স্থানান্তর না করার অনুরোধ থাকল। যেমনটি আপনি এই নিবন্ধে করেছেন। এসকল নিবন্ধগুলির যযাযথ আলোচনা প্রয়োজন রয়েছে। এছাড়াও আপনি নিবন্ধের আলাপ পাতায় আলোচনা ব্যতিরেক সরাসরি শিরোনাম স্থানান্তর করে থাকেন। তবে পৃষ্ঠা স্থানান্তরের পূর্বে কিছু বিষয়ে দৃষ্টি দেয়া প্রয়োজন।

  • নিবন্ধের আলাপ পাতায় শিরোনাম পরিবর্তনের জন্য যথাযথ যুক্তি বা প্রশ্ন উত্থাপন করতে পারেন।
  • নিবন্ধ প্রণেতার সাথে যোগাযোগ করতে পারেন।
  • প্রয়োজনে রি-ডাইরেক্ট করা যেতে পারে।

বিষয়গুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং আশা করছি যে আমাকে ভূল বোঝেননি। ধন্যবাদ আপনাকে।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৬:১৯, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

এর মধ্যে বিতর্কের কিছু নেই। নিবন্ধের ইতিহাসে লক্ষ্য করলেই দেখতে পাবেন, নিবন্ধটিকে বিনা আলোচনাতেই ঐশ্বর্যা থেকে ঐশ্বরিয়াতে স্থানান্তর করা হয়েছিল। তখন, নিবন্ধ প্রণেতার সঙ্গে যোগাযোগ করে আলাপ পাতাতেও বার্তা রাখা হয়েছিল। তা ছাড়া হিন্দী বা মারাঠি সহ অন্যান্য উইকিতে সঠিক বানানই রয়েছে, যে বানান অভিনেত্রী নিজে ব্যবহার করে থাকেন। সেই অনুযায়ী বানান করা হয়েছে। ইংরেজীর কথাই যদি বলেন Aishwarya-র বাংলা প্রতিলিপিকরণ ঐশ্বর্য বা ঐশ্বর্যা হয়ে থাকে, কখনই ঐশ্বরিয়া হয় না। অভিধানেও ঐশ্বরিয়া বলে কোন শব্দ খুঁজে পাওয়া যায় না। আশা করি যথাযথ যুক্তি উত্থাপন করতে পেরেছি। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:১৩, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বোধিসত্ত্ব দা, অনুভূতি নিবন্ধে সর্বশেষ করা দুইটি সম্পাদনা (আইপি থেকে) rollback করা প্রয়োজন। বিষয়টি এই নিবন্ধে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে।--Hopeoflight (আলাপ) ১৭:১৪, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৫৮, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

A tag has been placed on জোড় বাংলা (দ্ব্যর্থতা নিরসন) requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section G6 of the criteria for speedy deletion, because it is an orphaned disambiguation page which either

  • disambiguates two or fewer extant Wikipedia pages and whose title ends in "(disambiguation)" (i.e., there is a primary topic); or
  • disambiguates no (zero) extant Wikipedia pages, regardless of its title.

Under the criteria for speedy deletion, such pages may be deleted at any time. Please see the disambiguation page guidelines for more information.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Ibrahim Husain Meraj (আলাপ) ০১:৩২, ৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

গুস্তাভ ফ্রীদোলিন[সম্পাদনা]

বৌধিসত্ত্ব দা গুস্তাভ ফ্রীদোলিন পাতাটি আপনি ইউজার পেজে স্থান্তর করেছেন।আমি পেজটি প্রায় সম্পূর্ণ হয়েছে।এটা প্রধান পাতায় স্থান্তর করুন।--Minister of Welfare CHAT০২:২১, ৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ পর্যালোচনা[সম্পাদনা]

সুপ্রিয় বোধিসত্ত্বদা, ভালো আছো আশা করি। তোমাকে একটা অনুরোধ জানাবো, আমার দীর্ঘদিন ধরে লিখা এমা ওয়াটসন নিবন্ধটা অনেকদিন ধরেই প্রস্তাবিত ভাল নিবন্ধের তালিকায় পড়ে আছে। পর্যালোচনা করার মত কেউ নেই। অবশ্য পর্যালোচনার জন্য অনেক নিবন্ধই এভাবে তালিকায় পড়ে রয়েছে। তো সময় সুযোগ পেলে নিবন্ধটার পর্যালোচনা করিও।  – তানভির (আলাপ) ২০:১৮, ৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তঃউইকি সংযোগ[সম্পাদনা]

দাদা ,কীভাবে আন্তউইকি সংযোগ দিতে হয়? (Pritom (আলাপ) ২৩:৩৩, ৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি))[উত্তর দিন]

@Pritom rudra: এই লেখাটি দেখুন। বিস্তারিত দেয়া আছে। --আফতাব (আলাপ) ২৩:৪৬, ৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণের কোন যুক্তি ছিল না[সম্পাদনা]

বোধিসত্ত , জয়পতাকা স্বামী নিবন্ধটি অপসারণ করলেন কেন ? আপনি ইংরেজি উইকিপিডিয়া খুজে দেখতে পারেন ।কাজটা কি ভাল হল ? — Pritom rudra (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

প্রীতম রুদ্র, জয়পতাকা স্বামী নিবন্ধটি অপসারণ করার কারণ হল কপিরাইট লঙ্ঘন। নিবন্ধের লেখাটি যে পুরোপুরি একটি ওয়েবসাইটের লেখার কপি, সে বিষয়ে কোন সন্দেহ ছিল না। আপনাকে দেওয়া নোটিশে সেই কথাই বলা হয়েছে। আসলে, নিবন্ধ যত গুরুত্বপূর্ণই হোক না কেন, উইকিপিডিয়ায় কোন কপিরাইটভুক্ত লেখা স্থান পায় না, এব্যাপারে উইকির স্পষ্ট নীতিমালা রয়েছে। এখানে আপনাকে নিজের ভাষায় লিখতে হবে, সেক্ষেত্রে কোন সমস্যা থাকবে না। বাংলা উইকিতে আপনার অবদানের জন্য ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১৬, ১৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধন অপসারন সংক্রান্ত[সম্পাদনা]

ভাইয়া গতকাল আমি নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় নাটোর নামে একটা নিবন্ধন পেজ খুলে ছিলাম । যদিও কাল রাতে পেজটি সর্ম্পন করতে পারিনি তাই বলে পেজটচা কেন ডিলিট করা হলো জানতে চাই?? — একলা ঘাসফড়িং (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

User:একলা ঘাসফড়িং, আপনার তৈরী নিবন্ধটি আপনার অনুরোধ মতো ফিরিয়ে আনা হয়েছে। আসলে নিবন্ধটির গঠন ও লিখনশৈলী লক্ষ্য করে পরীক্ষামূলক নিবন্ধ হিসেবে বিবেচিত হয়েছিল। বাংলা উইকির অন্যান্য নিবন্ধের সঙ্গে এই নিবন্ধটির গঠনশৈলীর পার্থক্য লক্ষ্য করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমার অনুরোধ, প্রথমে আপনার খেলাঘর পাতায় নিবন্ধটিকে সম্পাদনা করে পরে যখন তা সম্পূর্ণ হবে, তখন উইকির নিবন্ধ হিসেবে প্রকাশ করুন। এতে নিবন্ধটি প্রথম ধাপেই মানসম্মত অবস্থায় প্রকাশিত হওয়ার সুযোগ থাকবে, ভুল ত্রুটিগুলিও সংশোধন করা সহজ হবে। বাংলা উইকিতে আপনার অবদানের জন্য ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৪১, ১৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

দেখে খুব কষ্ট পেলাম । এটা কথনই কোন ওয়েবসাইট থেকে কপি করা হয়নি । এটা আমি ইসকন মন্দির থেকে সংগৃহণ করেছি ।এবং এটা আমি পুস্তক থেকে টাইপ করে সম্পাদন করেছি। যদি কপিরাইটের সঙ্গে মিলে যেত তাহলে সেই অংশটুকু অপসারণ করতে পারতেন ।এখানে তো আমার কোন স্বার্থ নেই । অতত্রব এটাই বিবেক ।:( ধন্যবাদ । (Pritom (আলাপ) ০৭:৩০, ১৪ এপ্রিল ২০১৫ (ইউটিসি))[উত্তর দিন]

প্রীতম রুদ্র, আমি খুবই দুঃখিত। কিন্তু সত্য এটাই যে আপনার লেখাটি একটি ওয়েবসাইটের লেখার সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল। ইসকন মন্দির থেকে সংগৃহীত হলেও লেখাটি কিন্তু কপিরাইটমুক্ত নয়। হতে পারে, ইসকনের লেখাটি সেই ওয়েবসাইটেও ব্যবহার করা হয়েছে। যাইহোক, সেক্ষেত্রে নিজের ভাষায় নিবন্ধ তৈরী করলে সবচেয়ে ভালো হয়। তাতে কোন সমস্যা থাকে না আর অপসারণের সম্ভাবনাও থাকে না। বাংলা উইকিতে আপনার সম্পাদনার জন্য ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৪১, ১৪ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সঠিক দিক নির্দেশনার জন্য[সম্পাদনা]

পোড়াদহ মেলা নতুন নিবন্ধে উল্লেখযোগ্যতার সাধারন নির্দেশবলী অনুসরন করতে কি করতে হবে জানাবেন। আমি যথেষ্ঠ পরিমান নির্ভরযোগ্য তথ্য সুত্র যোগ করেছি।

টেমপ্লেট স্থাপনে সাহায্য চাই[সম্পাদনা]

প্রিয় বোধিসত্ত্ব, বেশ কিছুদিন বাদে আবার ফিরে এলাম। নতুন একটি পৃষ্ঠা (পিয়েতা (মাইকেলেঞ্জেলো)) শুরু করতে গিয়ে যথারীতি টেমপ্লেটে গিয়ে আটকে গিয়েছি। সাহায্য চাই। আশা করি ভালোই আছ। সামনের সম্মেলনে কি বাংলাদেশে যাচ্ছ? উত্তরের অপেক্ষায় রইলাম। --Arindam Maitra (আলাপ) ০৫:৪৫, ২৯ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় অরিন্দম, এই কদিন ছিলাম না, তাই উত্তর দিতে দেরী হল। কোন টেমপ্লেটে অদসুবিধা হচ্ছে বল তো? পিয়েতা (মাইকেলেঞ্জেলো) পাতাটা তো একনজরে ঠিকই লাগল। এবারে বাংলাদেশ যাওয়া হল না, পরে কোনদিন যাব। আর হ্যা, বেশ কিছুদিন পর উইকিতে ফিরে এলে দেখে খুব ভালো লাগল। :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৫৩, ১ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

please help me [সম্পাদনা]

হ্যালো স্যার আমি মোবাইল দিয়ে উইকিপিডিয়া চালাই, আমি কি নতুন পেজ খুলতে পারবো?? ? যদি পারি তবে নিয়মটা আমার আলাপ পাতাই সেন্ড করবেন। মোঃ নাজমুল ইসলাম (আলাপ) ১৫:৫৩, ৮ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবার[সম্পাদনা]

আমি চট্টগ্রাম শহরের বিস্মৃত কিছু ঐতিহ্যবাহী পরিবাররের ওপর গবেষণামূলক নোট তৈরি করতে চাই। এতে আমি প্রয়োজনীয় উপাত্তও দেব। এইসব পরিবারগুলোর স্বামীজিক অবপদান তদানীন্তন সময়ে অনেক গুরুত্ববহ ছিল। কিন্তু ১৯৪৭ সালের পর থেকে বাংলাদেশের এইসব পরিবার ক্রমে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাথে সাথে তাঁদের পরিবারে জন্মানো মহান মানুষগুলোও। খোদ মাস্টারদা যেখানে বিস্মৃত তখন এটাও স্বাভাবিক। কিন্তু সময়ের দাবিতেই এঁদের ইতিহাসকে সামনে তুলে আনা প্রয়োজন মনে করি। আমি আপনার সাহায্যপ্রার্থী।--— Vishakhdutta1988 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

প্রিয় Vishakhdutta1988, উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য ধন্যবাদ। প্রথমেই বলে রাখি, উইকিপিডিয়ায় মৌলিক গবেষণা করা যায় না এবং তথ্যসূত্র ব্যতীত কোন তথ্য গৃহীত হয় না। দ্বিতীয়তঃ কোন তথ্যসূত্র থেকে সরাসরি কপি করে উইকিপিডিয়ায় পেস্ট করলে সেটি কপিরাইট লঙ্ঘনের দোষে দুষ্ট হয়। নিবন্ধগুলিকে তখন অপসারণ করা হয়ে থাকে। তৃতীয়তঃ আপনাকে নিরপেক্ষ গুরুত্বপূর্ণ তথ্যসূত্র প্রদান করে অবশ্যই নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠিত করতে হবে। উইকির এই সমস্ত মৌলিক নিয়মগুলি সম্বন্ধে অবগত হতে আপনার আলাপ পাতায় একটি স্বাগতম বার্তা দেওয়া হয়েছে। সেই নিয়ম মেনে নিবন্ধ তৈরী করলে কোন অসুবিধা হওয়ার কথা নয়। বাংলা উইকিতে আপনার সম্পাদনা শুভ হোক। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:০১, ২৬ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র:Arnob Khoob Doob.jpg চিত্র অপসারণ প্রসঙ্গে[সম্পাদনা]

জনাব বোধিসত্ত্ব, আপনি আমার আপলোডকৃত ফাইলটিতে বলেছেন ফাইলটিতে কোন কপিরাইট তথ্য নেই। কিন্তু আমি সকল তথ্যই উল্লেখ করেছি। এছাড়াও ছবিটির উৎসও উল্লেখ করেছি। কিন্তু তারপরও আপনি বলছেন তাতে কোন কপিরাইট তথ্য নেই! ছবিটি গুগলে সার্চ করলে কখনোই খুজে পাওয়া যাবে না। তাই আমি অর্ণবদার ভেরিফাইড পেজ থেকে সংগ্রহ করি এবং তা আপলোড করি এবং তার লিংক সহ দিয়েছি। এরপর আমার আর কি করার আছে। আমার আপলোডকৃত সকল ফাইলে আপনি বলেছেন কোন কপিরাইট তথ্য নেই এবং তা ইতিমধ্যে ডিলেটও করেছেন। এরদ্ধারা আমি কখনোই বুঝতে পারব না আমার ভুল কোথায়। আপনাকে একাধিকবার ইমেইল করার পরও কোন সাড়া পাই না।

প্রিয়, আপনার আপলোড করা ছবিতে উৎস থাকলেও কপিরাইট লাইসেন্স থাকছে না। ইয়াহু মেইল ইউজ করি না বলে ‌‌আপনার মেলের উত্তর দিতে পারিনি বলে আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। বোধিসত্ত্ব (আলাপ) ১১:৩৬ , ৩ জুলাই ২০১৫ (ইউটিসি)

প্রিয় বোধিসত্ত্ব,

নিশ্চয়ই ভালো আছ। তোমার লেখা নতুন নিবন্ধ ম্যাসিডনের প্রথম আলেকজান্ডার দেখতে গিয়ে একটা কথা মনে হল। পারস্যের হাখমানেশী সাম্রাজ্য বলে বাংলা উইকিপিডিয়ায় যে নিবন্ধটি আছে, তা বাংলায় বহুক্ষেত্রেই আক্কাদীয় সাম্রাজ্য বলে উল্লিখিত হয়। কিন্তু আক্কাদীয় সাম্রাজ্য বলে আলাদা কোনও নিবন্ধ নেই, আর আক্কাদীয় সাম্রাজ্য বলে কেউ খুঁজলে তা যে হাখমানেশী সাম্রাজ্য, সেটা খুঁজে পাওয়াও মূশকিল। তোমার দৃষ্টি আকর্ষণ করলাম। প্রাচীন ম্যাসিডন (নাকি মাকিদন !) নিয়ে তোমার কাজ খুব প্রশংসার দাবি রাখে। খুব উৎসাহ নিয়ে ফলো করছি। শুভেচ্ছা জেনো। --Arindam Maitra (আলাপ) ১৮:০৩, ৩১ জুলাই ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় অরিন্দম, আক্কাদীয় সাম্রাজ্য নামটি সম্বন্ধে খোঁজ নেব। তুমি কি আমাকে বাংলায় আক্কাদীয় সাম্রাজ্য সম্বন্ধে কোন সূত্র সম্বন্ধে জানাতে পারো? তাহলে সুবিধে হয়। ম্যাসিডন নিয়ে কাজ শুরু করলাম, ভারতের ইতিহাস নিয়ে একটা দীর্ঘমেয়াদী কাজ শুরু করব বলে। দেখা যাক, কতদিন ধৈর্য্য থাকে? :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ০২:৫৫, ১ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় বোধিসত্ত্ব, আমি খুবই দুঃখিত। বাংলায় যে চালু নামটির কথা বলেছিলাম, সেটি 'আক্কাদীয় সাম্রাজ্য' নয়, হবে 'আকিমিনীয় সাম্রাজ্য'। শচীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রচিত ইরানের ইতিকথা (পূর্বকাণ্ড) [এম. সি. সরকার অ্যান্ড সন্স, কোলকাতা, ১৩৭১ (ইংরেজি ১৯৬৪)] পৃঃ - ১১০ - ১৭৫, এই সাম্রাজ্যের বিষয়ে বিস্তৃত আলোচনা আছে। আমি এই নামটির কথাই বলতে চেয়েছিলাম। স্মৃতি থেকে বলায় একটু ভুল নাম বলা হয়ে গিয়েছিল। আক্কাদীয় সাম্রাজ্য ভৌগলিকভাবে কাছাকাছি অঞ্চলেই (মেসোপটেমিয়ায়), কিন্তু আরও প্রায় ২০০০ বছর পুরনো একটি বিখ্যাত সাম্রাজ্য। এর সম্বন্ধে বাংলা উইকিতে একটি পাতা আছে,যদিও সেটি খুব ছোট এবং তার অনেক উন্নতির প্রয়োজন।
যাইহোক, ম্যাসিডন বা মাকিদন নিয়ে তোমার পরিকল্পনার কথা শুনে খুব ভালো লাগলো। এগিয়ে চলো। --Arindam Maitra (আলাপ) ১৬:০৬, ১ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় অরিন্দম, আকিমিনীয় নামটি আমি আগে শুনেছি, কিন্তু যিনি এই নিবন্ধ তৈরী করেছেন, তিনি মনে হয় ফার্সি থেকে প্রতিলিপিকরণ করেছেন। মাকিদন নামটি আমি শুনিনি বা জানতাম না, মাসিদোন শুনেছিলাম, যাই হোক, মাকিদন বা মাসিদোন ব্যবহার করা যেত, কিন্তু উইকিতে প্রচলিত শব্দের নিয়মে ম্যাসিডন বা ম্যাসিডোনিয়া ব্যবহৃত করা হচ্ছে। যেমন আলেকজান্দ্রোসের বদলে আলেকজান্ডার, মেহিকোর বদলে মেক্সিকো ইত্যাদি। -- বোধিসত্ত্ব (আলাপ) ২১:১৩, ১ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় বোধিসত্ত্ব, মাকিদন বা মাসিদোন'এর বদলে ম্যাসিডন ব্যবহার করায় এমনিতে কোনও অসুবিধে নেই, ঠিক যেমন আকিমিনীয় সাম্রাজ্যের বদলে হাখমানেশী সাম্রাজ্য বললেও কীই বা এমন অসুবিধে; তাতে বিষয়বস্তু তো আর পালটায় না। কিন্তু এই বিকল্প নামগুলি দিয়ে কোনও পাঠক যদি খোঁজ করেন, তাঁরাও যাতে এই পাতাগুলোয় পুনর্নির্দেশিত হন, সেই ব্যবস্থাটি শুধু রাখা দরকার। আর নিবন্ধের মধ্যে সম্ভব হলে এই বিকল্প নামগুলির উল্লেখ রাখা গেলে খারাপ হয় না। এটুকুই আমার বক্তব্য। আন্তরিক শুভেচ্ছা জেনো। --Arindam Maitra (আলাপ) ০২:৩৬, ২ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় অরিন্দম, তোমার সাথে সম্পূর্ণ একমত । নিবন্ধের মধ্যে সম্ভব হলে এই বিকল্প নামগুলি যুক্ত করে বা পুনর্নির্দেশনা রাখা গেলেই আঠককদের খুঁজে পেতে অসুবিধে হবে না। আমি আকিমিনীয় নামটা করে দিচ্ছি। :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:৪১, ২ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

গ্রিস/গ্রীস ও গ্রিক/গ্রীক বানান প্রসঙ্গ[সম্পাদনা]

প্রিয় বোধিসত্ত্ব, আরেকটি বিষয় নিয়ে আলোচনার জন্য একটু বিরক্ত করছি। সম্প্রতি তোমার তৈরি একটি পাতা দেখতে গিয়ে খেয়াল করলাম, তুমি গ্রীস, গ্রীক, প্রভৃতি পুরনো বানান ব্যবহার করেছো। আমি যতটুকু বাংলা আধুনিক বানানবিধি জানি, তাতে কোনও বিদেশীজাত শব্দে (বাস্তবে তৎসম ছাড়া তদ্ভব, খাঁটি বাংলাসহ অন্য সব শব্দেই) সাধারণভাবে 'ী', 'ূ' ও 'ঋ'-কারের বদলে 'ি', 'ু' ও র-ফলায় 'ই'-কার ব্যবহার হয়। সেই হিসেবে 'গ্রিস' ও 'গ্রিক' বানানটিই তো সঠিক। (উইকিপিডিয়ায় গ্রিস পাতাটিতেও এই বানানটিই আছে) মতামত জানিও। --Arindam Maitra (আলাপ) ১৮:০২, ৪ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় অরিন্দম, ভুল্ল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যতটা পারছি, ঠিক করতে নিচ্ছি। তাও যদি কোন নিবন্ধে ভুল বানানটি লক্ষ্য করো, তাহলে ঠিক করে দিও। আবারো ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:৩৬, ৫ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নাজকা রেখানাজকা রেখাসমূহ নিবন্ধদু"টিকে একত্রিত করার প্রস্তাব[সম্পাদনা]

প্রিয় বোধিসত্ত্ব,

আমি আজ একটি নতুন নিবন্ধ নাজকা রেখা তৈরি করি। কিন্তু তখন খেয়াল করিনি, যে ঐ একই বিষয়ের উপরে ২০১১ সালেই তৈরি নাজকা রেখাসমূহ নামক একটি পাতা ছিল। পরে আন্তঃউইকি সংযোগ দিতে গিয়ে বিষয়টি আমার চোখে পড়ে। আমি তখন পুরনো নিবন্ধটিতেই আমার তৈরি নতুন পাতাটির যাবতীয় অতিরিক্ত তথ্য যোগ করে দিই ও আমার তৈরি নতুন পাতাটিতে একটি একত্রীকরণের প্রস্তাব যোগ করি। তোমার কাছে অনুরোধ, দ্রুত ঐ একত্রীকরণ বিষয়টি যাতে হয় তা দেখো।

পুনশ্চঃ - আরেকটি প্রশ্ন। দু'টি পাতাকে একত্রীকৃত করলে কি যে পাতাটিকে অন্য পাতার সাথে একত্রীকরণ ঘটানো হল, সেই পাতার নামে একত্রিত পাতাটিতে একটি পুনর্নির্দেশনা তৈরি হবে? মানে, একত্রীকরণের পরেও নাজকা রেখা নামে কোথাও লিঙ্ক দেওয়া থাকলে তা থেকে একত্রিত পাতা নাজকা রেখাসমূহে পৌঁছনো যাবে তো? শুভেচ্ছা জেনো। --Arindam Maitra (আলাপ) ১২:৪২, ১১ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় অরিন্দম, কাজটা করব বলে অন্য কাজের চাপে হঠাৎ ভুলে গেছিলাম। এখন চোখে পড়ল। দেরির জন্য দুঃখিত। নাজকা রেখা থেকে পুনর্দিদেশ করা হয়েছে, ফলে ঐ নামে সন্ধান করলেও নাজকা রেখাসমূহ নিবন্ধে পৌঁছন যাবে। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৪২, ১৪ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ছবিতে লাইসেন্স প্রদান প্রসঙ্গে[সম্পাদনা]

সুপ্রিয় বোধিসত্ত্ব ভাই,
আপনাকে আদাব। আমার প্রথম দিকের ছবিগুলোর লাইসেন্স কিভাবে করবো - এ ব্যাপারে আমি ঠিক বুঝতে পারছি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার যদি কোন সমস্যা না থাকে তাহলে অনুগ্রহ করে আমার প্রথম দিকের ছবিগুলোর লাইসেন্স মুক্ত করে দেবেন। আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।আদিব (আলাপ) ১৮:২৯, ১৪ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আদিব, অবশ্যই করে দেব। -- বোধিসত্ত্ব (আলাপ) ২১:৩০, ৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Bodhisattwa। মো: সাজিদ মাহামুদ-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১০:১৮, ২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

সাজিদ মাহামুদ আলাপ ১০:১৮, ২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সুন্দর অনুবাদ[সম্পাদনা]

বোধিসত্ত্ব দা আদাব! আপনার লেখা নিবন্ধ খুবই সুন্দর। আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে আপনার মত সুন্দর অনুবাদ করব? আর কিভাবে দ্রুত নিবন্ধ সৃষ্টি করব? দয়া করে জানাবেন।রাতের খলিফা (আলাপ) ১৬:২৫, ৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

রাতের খলিফা, আমার তৈরী নিবন্ধগুলি যে আপনার ভালো লেগেছে, তা জেনে খুব ভালো লাগল। সুন্দর অনুবাদ ও দ্রুত নিবন্ধ তৈরী করার কোন ধরা বাঁধা নিয়ম নেই। সবাই নিজের মতো করে তৈরী করে থাকেন। তবে দ্রুত নিবন্ধ তৈরী করার চেয়ে মানের দিকে নজর দেওয়া বেশি জরুরি। সাধারণতঃ আমি একটা নিবন্ধ শেষ করে তবে পরের নিবন্ধে যাওয়ার চেষ্টা করি। আর বড় নিবন্ধ তৈরী করার আগে আনুসঙ্গিক ও সম্পর্কিত ছোট ও মাঝারি নিবন্ধগুলিকে তৈরী করার চেষ্টা করি। তবে সকলেই যে এক ভাবে করবেন, তা নয়। অন্য উইকিপিডিয়ানরা অন্য ভাবে করে থাকেন। উদ্দেশ্য সকলের একটাই- বাংলা উইকির মান বাড়িয়ে তোলা। আবারো ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ২১:২৩, ৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

উইকি মিট-আপ[সম্পাদনা]

্নতুন ব্যবহারকারীদের হাতেকলমে কাজ দেখিয়ে দেওয়ার ব্যাপারটি পারব। অফলাইন-সম্পাদনার ব্যাপারটি নিয়েও কিছু বলতে পারব বোধকরি। --Jonoikobangali (আলাপ) ০৮:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

কুমেরু আর অ্যান্টার্কটিকা[সম্পাদনা]

ধন্যবাদ বোধিসত্ত্ব দা অ্যান্টার্কটিকা সম্বন্ধীয় নিবন্ধগুলো সংশোধন করার জন্য। আসলে ইংরেজিসহ অন্যান্য বিদেশী ভাষার পরিবর্তে বাংলা পারিভাষিক ব্যবহারের ইচ্ছা থেকেই অ্যান্টার্কটিকার পরিবর্তে কুমেরু ব্যবহার করা; সেটা যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তা এখন বুঝতে পারছি। অবশ্য অ্যান্টার্কটিকার পরিবর্তে 'দক্ষিণ মহাদেশ' নামটি ব্যবহার করার কথা প্রথমে ভেবেছিলাম কিন্তু তা অস্ট্রেলিয়া শব্দটির সাথে সমার্থক হয়ে যাওয়ায় আর ব্যবহার করি নি। যদি অ্যান্টার্কটিকার কোন উপযুক্ত বাংলা প্রতিশব্দ বা পারিভাষিক শব্দ পান তবে অনুগ্রহপূর্বক অবশ্যই জানাবেন, ততদিন পর্যন্ত অ্যান্টার্কটিকা নামেই নিবন্ধগুলো থাকুক। আবারও অনেক ধন্যবাদ ধৈর্য্য নিয়ে নিবন্ধগুলো পাঠ ও সংশোধন করার জন্য। শুভরাত্রি। --সালমান চৌধুরী (আলাপ) ১৪:১৬, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Wikipedia Asian Month[সম্পাদনা]

Hi, please be reminded that Wikipedia Asian Month is coming soon and we needed your support in preparing the event for this local Wikipedia (e.g. set-up local page, translate to local language, etc) Thank you. Kenrick95 (আলাপ) ১৬:৫১, ১০ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Kenrick95, An event page has been created in Bengali Wikipedia -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৩০, ১৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Wikipedia Asian Month Updates[সম্পাদনা]

Hi Bodhisattwa

Thanks you for joining the organizing team of Wikipedia Asian Month, here are a few updates.

  1. If you or your colleagues haven't set up a local page for Wikipedia Asian Month yet, here is a sample page for you to translate it to your local Wikipedia without worrying designing. Make sure you also localize this template and this subpage.
  2. If you already made the page, great job! Here are some changes on the sample page that you may also want to moderate your local page.
  3. Please make sure you make a clear statement that article about which county will not count on the local event. Usually are the countries primarily speak this language. For example, Hindu Wikipedia shall not count articles about India. Local organizers have the final say on this issue.
  4. Ask some Wikipedians to organize this event, and sign up to receive further updates at here.

Contact me on meta or facebook if you have any question! Thank you! Sent by User:AddisWang.

Wikipedia Asian Month[সম্পাদনা]

Hi Bodhisattwa, I made a few updates on উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস to make it easier for you to update. Sorry I don't speak the language and please help to translate it. Thank you very much for organizing this event! Best Wishes!--AddisWang (আলাপ) ২১:৫৫, ২০ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Hi Bodhisattwa

It is coming! Thanks you for joining the organizing team of Wikipedia Asian Month, there are only 10 days left before it starts, here are some actioned needed from you to make this event successful! It will only cost you from 5-15 minutes. (listed by priority)

  1. Set up a local page for Wikipedia Asian Month, check out this sample page, and translate it to your home Wikipedia. Make sure you localize these two pages as well. The template and the subpage. (10 Minutes) (Please set up the page by Oct.25, the CentralNotice will activate on that day)
  2. If you already set up the page, check out the sample page, there are some updates made, update those changes in your local event page. (2 Minutes)
  3. Help to translate three central notice (banner) message in your language. Leave message if the CentralNotice may raise controversial in your community. (2 Minutes)
  4. (Optional) Checkout our grant proposal about this event for cost of postcards, and endorse it. (1 minute)

Contact me on meta or facebook if you have any question! Thank you! Sent by User:AddisWang.

শ্রীলঙ্কার জাতীয় সংগীত[সম্পাদনা]

সুপ্রিয় দাদা,
শ্রীলঙ্কার জাতীয় সংগীত নিয়ে অনেক সময় অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। আপনার আলাপ পাতায়ও এ সংক্রান্ত কিছু প্রশ্ন দেখলাম। সত্যতা নিয়ে আমিও কিছুটা শঙ্কিত। যাই হোক সাহস করে শ্রীলঙ্কার জাতীয় সংগীত নিয়ে নিবন্ধ তৈরি করে ফেললাম --শ্রীলঙ্কা মাতা--। অবশ্য ইংরেজীটা থেকে আনুবাদ করে। একটু কষ্ট করে যদি নিবন্ধটা দেখতেন, কোনো ত্রুটি রয়েছে কিনা!! ব্যবহারকারী: দীপংকর চক্রবর্ত্তী.... (আলাপ) ১০:৫২,২৯ অক্টোবর (ইউটিসি)

ব্যবহারকারী: দীপংকর চক্রবর্ত্তী, খুব সুন্দর হচ্ছে, কিছু বানান ভুল চোখে পড়ল, ঠিক করে দিলাম। নিবন্ধটি শেষ হওয়ার জন্য অপেক্ষায় রইলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:১৯, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Bodhisattwa। Kayser Ahmad-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:১৯, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

কায়সার আহমাদ (আলাপ) ১৭:১৯, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Wikipedia Asian Month update[সম্পাদনা]

Hi Bodhisattwa

After nearly three months of preparation, Wikipedia Asian Month will start in a few days. Here are some changes and action items that need to be done in the next few days before the event starts:

  • As we discussed on meta, if the article is a list, it will not count. However, on the English Wikipedia, the rules have been changed so that a list that is promoted to a Featured List will be counted. Other Wikipedias that also have Featured Lists (BN, BA, FA, KO, HI, ID, JA, RU, UK, UR and ZH) are invited to consider and add this rule.
  • There will be two CentralNotice banners used during the event. Please translate these into your language. It should take a maximum of 3 minutes. One is for Ongoing, another is for ending. It will generate huge impact!
    If you have any question regarding the banner in your language Wikipedia, free feel to leave a message on meta.
  • Any Asian topic will be counted. Topics do not have to be about geopgraphy. You can make a clear statement so that participants understand this.
  • For smaller communities, it is okay to reduce the standard from 3500 bytes and 300 words. I will suggest no lower than 2500 Bytes and 200 words. Please report this change on meta.
  • I will make a short video demo about how to use the judging tool. This should be done no later than November 10. I would recommend organizers not start judging articles before that if you plan to use the judging tool.
  • Ask some Wikipedians in your community to assist you if you are the only organizer. Tell them most work has already been done. There is only a little work for being an organizer from this point forward.
  • For any questions or thought about Wikipedia Asian Month, you can leave a message here. I'm monitoring this page 12 hours everyday.

Thank you! Sent by User:AddisWang.

Please Subscribe or unsubscribe this message here.

MediaWiki message delivery (আলাপ) ২২:০১, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

রিডাইরেক্ট করবেন না দাদা[সম্পাদনা]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের মূল পৃষ্ঠায় বর্ণনা করা সম্ভব নয় এমন টপিকগুলি নিয়ে আলাদা নিবন্ধ করছি। ঢাবিকে অনুসরণ করেই। আস্তে আস্তে তথ্য সংগ্রহ করে পৃষ্ঠাগুলি পরিণত করবো। রিডাইরেক্ট করবেন না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখুন মূল পৃষ্ঠায় লেখা অনেক কম। ।আলাদা নিবন্ধতেই বর্ণনা করা হয়েছে বিস্তারিত। :' কিছু পৃষ্ঠা ডিলিটও করে ফেললেন! ডিপার্টমেন্টের নামে কি নিবন্ধ হয় না ? জানতে চাই। ( প্রবীর ঘোষ (আলাপ) ০৩:৫০, ৩০ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রবীর ঘোষ, ডিপার্টমেন্ট উল্লেখযোগ্য না হলে উইকিপিডিয়ায় আলাদা নিবন্ধ হিসেবে স্থান পায় না। ডিপার্টমেন্ট সম্বন্ধে লেখার থাকলে আপনি বিশ্ববিদ্যালয় নিবন্ধের নির্দিষ্ট অনুচ্ছেদেই তা লিখতে পারেন। আলাদা করে নিবন্ধ তৈরী করার প্রয়োজন নেই। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৩২, ৩০ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Demo video for judging tool[সম্পাদনা]

Hi, here is the demo video that you can see how the tool works and how to judge the articles during the Wikipedia Asian Month. The template we use is here en:Template:WAM user. -- m:User:AddisWang

MediaWiki message delivery (আলাপ) ২০:০৪, ১ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় ব্যবহারকারী:বব২৬-কে বাধাদানের আবেদন। আপনাকে ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৭, ৪ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদে সাহায্য[সম্পাদনা]

ভাইয়া, শুভেচ্ছা নিবেন। আমি বিগ পেইন্টিং নাম্বার ৬ নিবন্ধটি ইংরেজী Big Painting No. 6 নিবন্ধ থেকে অনুবাদ করেছি কিন্তু তা সঠিক ও বোধগম্য করতে ব্যার্থ হয়েছি। অনুগ্রহ করে অনুবাদে সাহায্য করলে উপকৃত হতাম। --- শাহাদাত সায়েম (আলাপ) ০৭:২১, ৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

শাহাদাত ভাই, আমি আপনার সাহায্য করতে পারলে খুশিই হতাম, কিন্তু ইদানিং অন্য বেশ কয়েকটি প্রকল্পে একসঙ্গে কাজ করছি বলে একটু ব্যস্ত থাকছি। আপনার নিবন্ধটি আমার নজরে থাকল, সময় পেলেই আমি ঠিক করার চেষ্টা করব। আপনিও নিবন্ধটিকে সহজ ও বোধগম্য করার চেষ্টা চালিয়ে যান। অন্য ব্যবহারকারীরা নিশ্চয়ই সাহায্য করবেন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:৫১, ৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

শূকর-ডাকা ব্যাঙ নিবন্ধটি অপসারণ প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় বোধিসত্ত্ব ভাই,
আশা করি ভাল আছেন। উপরের নিবন্ধটি অপসারনের কারন আমি বুঝতে পারিনি। নিশ্চই উপযুক্ত কারনে আপনি এটি অপসারন করেছেন। আমাকে দয়া করে এর কারনটা বললে ভবিষ্যতে এই ভুল এড়াতে পারবো। ভাল থাকবেন। আদিব (আলাপ) ০৭:৫২, ৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আদিব ভাই, দয়া করে লক্ষ্য করুন, নাহিদ ভাই তাঁর আলাপ পাতায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন। নিবন্ধটির প্রায় পুরোটাই প্রথম আলোর লেখা থেকে কপি করা, সেই কারণে কপিরাইট লঙ্ঘনের দোষে এটিকে অপসারণ করা হয়েছে। আপনি যে কোন নিবন্ধ নিজের ভাষায় লিখলে কোন অসুবিধা নেই। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:৪১, ৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৪:৫৮, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপলোডকৃত ছবির নামকরণ[সম্পাদনা]

প্রিয় বোধিসত্ত্ব, ছবি আপলোড সংক্রান্ত বিষয়ে আমার ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু ছবিগুলির নামকরণ বিষয়টা আমি বুঝতে পারছি না। অনুগ্রহ করে উদাহরণ হিসাবে একটা তুলে ধরলে আমি বুঝতে পারি। ক্যামেরায় নথিবদ্ধ নামগুলিই এখানে আপলোড হয়েছে। আপনার ফীডব্যাকের প্রত্যাশায় রইলাম। ধন্যবাদান্তে --সন্দীপ সরকার (আলাপ) ১৩:২৬, ৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় সন্দীপ, ছবির নামে ক্যামেরায় নথিবদ্ধ নাম থাকতেই পারে, কিন্তু ছবিটির বিষয়েে একটি সারসংক্ষেপ থাকা আবশ্যক। যেমন, নাহিদ আপনার File:WP 20151025 035.jpg চিত্রটি File:Sunset in Chilika Lake.jpg এই নাম দিয়েছে। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, আপনার ছবিটির বিষয় ঠিক কি। যেমন, নিবন্ধের শিরোনামে নিবন্ধটি ঠিক কি বিষয়ে লেখা হয়েছে, সেটা বোঝা যায়, ঠিক তেমনই লক্ষ্য রাখতে হবে যাতে, কোন ছবি বা ভিডিও বা অডিও ফাইলের নামটি থেকেই সেটির বিষয় বোঝা যায়। আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২৫, ৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় বোধিসত্ত্ব, আপনার মূল্যবান ফীডব্যাকের জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। আমাকে বোঝানোর ক্ষেত্রে আপনি পুরোপুরি সফল। একজন লেম্যান হিসাবে এভাবেই আমি আপনাদের কাছ থেকে একটু একটু করে শিখে নিজেকে ধন্য মনে করছি। এভাবেই পাশে থেকে সাহায্য করবেন। আপনার সর্বাঙ্গীন মঙ্গলকামনায় --সন্দীপ সরকার (আলাপ) ১৫:১৬, ৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

1st week of WAM[সম্পাদনা]

Hi

I'm very excited that Wikipedia Asian Month has many great articles already in the first ten days. To better help us understand how we are we doing on Wikipedia Asian Month, here are some small tasks:

  1. Please update the data of your Wikipedia at m:Wikipedia Asian Month/Data, it does not need to be accurate.
  2. A few Wikipedia has join the WAM, you can update it on the local page. Azerbaijani Wikipedia, Bulgarian Wikipedia, Cantonese Wikipedia, French Wikipedia, Latvian Wikipedia, Sindhi Wikipedia, Spanish Wikipedia and Vietnamese Wikipedia.
  3. Try to get some media coverage on your local medias. Report the media coverage and find resources at here.
  4. There is a user box that you can encourage participants to put on their user page. m:Template:User Asian Month‎

Addis Wang via MediaWiki message delivery (আলাপ) ১৭:১১, ৯ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

IMG king. jpeg[সম্পাদনা]

সুপ্রিয় বোধিসত্ত্ব!
 আপনার পরামর্শ গ্রহন করা হয়েছে। আপনাকে ধন্যবাদমুস্তাফিজুর (আলাপ) ১৬:১৩, ১৪ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

One Week Left![সম্পাদনা]

Hi there!

Thank you for volunteering to organize Wikipedia Asian Month - we are doing something amazing! We are expecting to have 1,000 participants improving over 1,500 articles, possibly making Wikipedia Asian Month the largest long-term edit-a-thon ever. Here are a few tasks that need to be completed at the end of the event, as well as some tips you can take to achieve greater success.
Requirements:

  1. Check all submitted articles before 15th December, 2015, and send me a data set that includes: total number of submitted articles, number of qualified articles, total number of participants, and articles selected for DYK. For the few Wikipedias that allow article expansions, please also send me the number of new articles vs. improved articles. Use this page to submit results.
  2. List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
  3. List all qualified editors who can receive a postcard on here at meta. Also, please determine the Wikipedia Asian Ambassador of this year. For some Wikipedias, we are also honoring the second greatest contributor as an ambassador, as long as they have created at least 30 articles. Please talk with me about these potential additional Ambassadors. Due 25th December, 2015. Use this page to submit Ambassadors.
  4. Create a local results page. A sample page will be provided soon. Due 30th December, 2015.

Tips and Extras:

  1. Place {{WAM talk 2015}} on talk pages of qualified articles to record that it was created as a part of Wikipedia Asian Month. If your Wikipedia does not have an equivalent template, make one! See this talk page example to see the template in action.
  2. Translate the message at this page. This message will be sent to all participants on your local Wikipedia to encourage their participation. Let me know when you finish the translation. For some Wikipedias that have fewer editors, you can send it by yourself.
  3. If you haven't started to check articles, try to give at least one result to each participant to let them know their contribution are qualified, or why they do not qualify.
  4. If you find out that some editors on your local Wikipedia are editing Asian Content but haven't sign up yet, send them a short invitation to ask them join. All edits made in November will be counted regardless of when the editor signed up.

Rules Clarification:

  • Since it is hard for organizers to keep the checking process very quickly, and may cause some editors who submit five articles being told one of their article does not qualified after the end November. We will still send postcards to those who submit five articles but one of those does not qualified with a minor problem. Minor problems include:
    1. Needs a few words to reach 300 words.
    2. Has a less-important issue tag.
    3. Needs to count one or two edits in the end of October or beginning of December to be qualified.

Best Wishes,
Addis Wang

MediaWiki message delivery (আলাপ) ০৪:২২, ২৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আইবিএস নামক পাতা অপসারণ[সম্পাদনা]

আইবিএস নামক পাতা অপসারণ -কারন কী? অসারণের পর আলাপ পাতায় কারন উল্লেখ করলে প্রকৃত কারন জানতে পারতাম। মনে রাখবেন ক্ষমতা পেয়েছেন বলে তার যথেচ্ছা ব্যবহার করতে পারবেননা। English wiki তে প্রশাসকগণ প্রত্যেকে অপসরণের কারন দর্শান। মুস্তাফিজুর (আলাপ) ১৩:০২, ২৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে ধন্যবাদ

মুস্তাফিজুর, প্রথমে কিভাবে উইকিতে নিবন্ধ তৈরী করতে হয়, সেটা জেনে তারপরে অন্যকে অভিযুক্ত করুন। উইকিপিডিয়া:আইবিএস(ইরিটেবল বাউল সিন্ড্রোম) এই নামে নিবন্ধ তৈরি করেছিলেন, যা কোনমতেই গ্রহণযোগ্য নয়। আপনার তৈরি নিবন্ধ তাই পরীক্ষামূলক নিবন্ধ হিসেবে গণ্য হয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার খেলাঘরে পরীক্ষামূলক কাজকর্ম করতে পারেন। তাছাড়া তথ্যসূত্র ছাড়া লেখা যোগ ব্লগ বা গল্পের বইতে করতে পারেন, উইকিপিডিয়াতে করতে পারেন না। আর হ্যা, প্রশাসকত্ব কোন ক্ষমতা নয়। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৩৪, ২৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

পরেশ রাওয়াল অপসরণের কারণ কি?[সম্পাদনা]

ভাই বোধিসত্ত্ব!! আমি বুঝলাম না কেনো আপনি আমার দ্বারা তৈরিকৃত পাতা পরেশ রাওয়াল - এর অপসরণ করলেন। আমি ঐ পাতাটি আবার তৈরি করতে চাই। যার জন্যে আপনাকে অবগত করালাম। যদি পাতাটিতে কোনো রকম সমস্যা থাকত তাহলে আপনি আমাক যানাতে পারতেন, আমি সেটা দুর করার চেষ্টা করতাম!! আপনি উত্তর না দেওয়া পর্যন্ত পাতাটি আবার তৈরি করছিনা!! অপসরণের কারণ যথাযথ হোলে আবার আলচনা করা যাবে। ধন্যবাদ — আজিজ (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আজিজ, পরেশ রাওয়াল নিবন্ধটি এক লাইনের নিবন্ধ ছিল। বাংলা উইকিতে আগেই আলোচনা করে সর্বসম্মতিক্রমে স্থির করা হয়েছিল যে, এক বা দুই লাইনের নিবন্ধকে অপসারণ করা হবে। যাই হোক, আপনি নিবন্ধটিকে তৈরী করতে চাইলে, আমি তা ফিরিয়ে আনছি। দয়া করে নিবন্ধের শুরুতে {{কাজ চলছে}} টেমপ্লেট ব্যবহার করুন। এতে বোঝা যাবে যে, নিবন্ধটি আপনি বড় করছেন। অথবা আপনি আপনার খেলাঘরে নিবন্ধটিকে সম্পূর্ণ করে মূল পাতায় আনতে পারেন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১০, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Hi there!

We made it! The first edition of Wikipedia Asian Month has successfully ended! While your efforts are still needed since the wrap up stage is another big challenge for us. I understand everyone is busy in December, I will trying to cover everything we need in this message, hopefully can make this easier.
Guideline

  1. Check all submitted articles before 15th December, 2015.
    1. When you do so, please make a category that includes all articles of WAM. My approach is using the {{WAM talk 2015}} on the talk page of all articles, and generate a category for talk page.
    2. If you already submitted result on this page, please take a look that I add another column for articles selected for DYK. It could take a while for DYK process, you can fill that column later.
    3. You don't need to provide bytes column since I'm looking for a easy way to not brother us too much.
    4. When you checking articles, if you ever find an article submitted about Bashkortostan, Russia, please list them out. Bashkortostan community would like to send a postcard to whoever create that article.
  2. List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
  3. As you submit the qualified participants on this page, please also use P, O and A to mark them so I can know how many postcards should they receive. P(Participant), O(Organizers), A(Ambassadors). Please review the page if you submitted already. This is due 25th December, 2015 as previously mentioned.
  4. We will make a barnstar for whoever contribute to Wikipedia Asian Month, a user box for whoever accomplish the mission, and a ribbon bar for Ambassadors. It will be distribute after we have all qualified editors.
  5. You can find me on Facebook as Addis Wang, easiest way to talk with me for any questions or need my assistance. Leaving a message on meta is another option.

Further Actions

  1. You are welcome to submit an blog post draft for Wikimedia Blog at here about Wikipedia Asian Month in your local community, a specific story is more welcomed. I will help on that, and maybe integrate stories from different communities together to make a enough length articles. So don't hesitate to submit a short paragraph.
    1. A specific story about WAM. Like how some volunteers contribute in the event makes them special.
    2. A one sentence statement from you or participants about how you feel about Wikipedia Asian Month; why you like the event; what do you think we need to improve next year
    3. A short introduction about your community if it has not been introduced yet on Wikimedia Blog. Goals, current problems, why your community special etc.
  2. Sorry for the rough pages on meta. I will make a more beautiful page for all organizers and Ambassadors to honor their great contribution for Wikipedia.
  3. Next year: Many communities show their interest to hold this event again next year. We want to plan it in advance. If you represent a Wikimedia affiliate in Asia, please considering to include around 100 U.S. dollars in your annual grant application or similar. So Wikipedians around world can have a taste on your country or region next year! A mail list will be set up and inform you in next update. We will definitely make this event easier to participant next year, and improve our tool to give a better experience for both organizers and participants.

My Best Wishes and appreciation,
Addis Wang

MediaWiki message delivery (আলাপ) ০১:০১, ২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছবি[সম্পাদনা]

সুপ্রিয় বোধিসত্ত্ব,

সম্প্রতি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোটগল্প, ইতিহাস নিয়ে একটি নিবন্ধ লিখতে গিয়ে লক্ষ করলাম কমন্সে বা কোথাওই উইকিতে ব্যবহারযোগ্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কোনও ছবি নেই। কিন্তু ওঁর তো ১৯৪০'এর দশকে তোলা ছবি পাওয়া যায়। মিত্র ও ঘোষ থেকে ১৯৫২ সালে (১৩৫৯ বঙ্গাব্দে) ওঁর যে রচনাবলী প্রকাশিত হয়, তার প্রচ্ছদও আপলোড করা নেই। এই ধরণের দুই-একটা ছবি আপলোড করার ব্যবস্থা করে একটু সাহায্য করবে? শুভেচ্ছা জেনো। --Arindam Maitra (আলাপ) ০৮:৪৪, ৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় অরিন্দম, সেক্ষেত্রে কমন্সে আপলোড না করে উপযুক্ত লাইসেন্স দিয়ে বাংলা উইকিপিডিয়াতে আপলোড করতে পারো। কোন সমস্যা নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:০৮, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

'বাংলাদেশের সংবিধান' নিবন্ধের সাম্প্রতিক পরিবর্তনের প্রতিবাদ[সম্পাদনা]

জনাব Bodhiswatta, আমি বেশ কিছুদিন পূর্বে 'বাংলাদেশের সংবিধান' শীর্ষক নিবন্ধটি Wikipedia তে প্রথম পড়ি। নিবন্ধটিতে তখন 'ভূমিকা', 'সূচিপত্র' ও 'বাংলাদেশের সংবিধান' শীর্ষক তিনটি অংশ ছিল। যা সর্বশেষ 'iqrb722' নামক ব্যবহারকারী সংশোধন করেন। ভূমিকা, সূচিপত্র এবং বাংলাদেশের সংবিধান অংশগুলোতে যথাক্রমে বাংলাদেশের সংবিধানের গঠন, বাংলাদেশের সংবিধানের সূচিপত্র এবং বাংলাদেশের সংবিধান সন্নিবেশিত ছিল। তবে সূচিপত্র অংশে বেশ কিছু ভুল ছিল। এছাড়া বাংলাদেশের সংবিধান অংশটিতে সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগের সামান্য অংশ (অসম্পূর্ণাকারে) হুবহু সন্নিবেশিত ছিল। অর্থাৎ নিবন্ধটি অসম্পূর্ণ ছিল এবং এতে বেশকিছু ত্রুটি ছিল। তাই আমি এটি সম্পাদনার সিদ্ধান্ত নিই এবং প্রায় এক সপ্তাহ ধরে এতে বিভিন্ন তথ্য, টীকা যোগ করি, ভুল সংশোধনের কাজ করে যাই। গত প্রায় চার দিন আগে আমার আলাপ পাতায় একজন ব্যবহারকারী বলেন যে এতে সম্পূর্ণ সংবিধান না দিয়ে কেবল লিংক দিলেই চলবে। তবে বার্তাটির তৎক্ষণাৎ আমি কোনো উত্তর দিই নি। এরপর প্রায় তিনদিন আগেই আমি নিবন্ধটিতে সম্পাদনারত (আমি কিছু ছবি দিচ্ছিলাম, গণপরিষদে সংবিধান নিয়ে বঙ্গবন্ধুর আলোচনারত দূর্লভ চিত্র প্রভৃতি) অবস্থায় দেখি যে হঠাৎ এটি আর সম্পাদনা সম্ভব হচ্ছে না। আমি wiki Android app দিয়ে সম্পাদনা করছিলাম। pc দিয়ে প্রবেশ করলে আপনার বার্তা পাই এবং বুঝতে পারি যে নিবন্ধটি protected করা হয়েছে এবং নিবন্ধটি থেকে আমাকে রিমুভ করা হয়েছে। এই ঘটনা আমাকে অত্যন্ত ব্যাথা দিয়েছে। প্রায় একটা সপ্তাহের অবসর সময় আমি যে সকল তথ্য আর টীকা প্রদানে ব্যয় করেছি তা আপনি কয়েক ক্লিকেই বাতিল করেছেন। বেশ ভাল আকারের একটি নিবন্ধকে আপনি অত্যন্ত ছোট বানিয়ে ফেলেছেন। এমনকি English 'The constitution of People's Republic of Bangladesh' নিবন্ধে 'preamble' (প্রস্তাবনা) থাকলেও আপনি এমনকি সেটিও আপনি রিমুভ করেন। অথচ আমাকে আপনি অতিরিক্ত তথ্য দেয়ার 'অপরাধে' 'ধ্বংসাত্মক প্রবণতার' জন্য রিমুভ করলেন আর নিবন্ধটিকে আবারো পঙ্গু বানালেন। আমাকে যদি আপনি আর একটিবার বার্তা পাঠাতেন হয়তো আমি নিজেই 'বাংলাদেশের সংবিধান' অংশটি প্রয়োজনমত edit করতাম। (যদিও আমি এই অংশটা প্রথম যোগ করি নি, এটা আগে থেকেই ছিল।) আমি বাংলা ও English Wikipedia তে অনেক পাতা এর আগে সম্পাদনা করেছি। কোনো পাতার সম্পাদনার সমস্যা হলে সেখানকার অন্যান্য সম্পাদনাকারীরা আমাকে বার্তা দিয়েছে। আমি তাদের বার্তা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। কিন্তু এবারই প্রথম কেউ আমাকে রিমুভ করলো। আর আমার উপর নিবন্ধ ধ্বংসের অভিযোগ আনলেন... আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

বাংলা Wikipedia এখনো বেশ দূর্বল। এর নিবন্ধের মানোন্নয়নে আমার মতো ব্যবহারকারীরাই তাদের মূল্যবান সময় নিঃস্বার্থভাবে ব্যয় করছে। কিন্তু এভাবে হঠাৎ করে আমাদের শ্রমলব্ধ কর্মকে ধ্বংস করা আমাদেরকে Wikipedia তে স্বেচ্ছাশ্রম প্রদানে নিরুৎসাহিত করবে। এভাবে চলতে থাকলে এর নিবন্ধগুলো ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। আর বাংলা ভাষার Wikipedia দূর্বল হয়েই থাকবে। আশা করি বিষয়টি অনুধাবন করে 'বাংলাদেশের সংবিধান' আবার উন্মুক্ত করে দিবেন। ধন্যবাদ। Maash98 (আলাপ) ২৩:২৬, ৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)Maash98 Maash98 (আলাপ) ২৩:২৬, ৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় Maash98, কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সম্বন্ধে আপনাকে আপনার আলাপ পাতায় বার্তা দেওয়া হয়েছিল। আপনি কোন একটি ওয়েবসাইট থেকে সম্পূর্ণ সংবিধানের টেক্সট কপি করে নিবন্ধে যোগ করছিলেন, এই নিয়ে কোন সন্দেহ নেই। প্রথমতঃ কোন উৎস থেকে সরাসরি কপিপেস্ট করা উইকির নীতিমালার বিরোধী। আর, তথ্য প্রদান করার অর্থ এই নয় যে, আপনাকে পুরো টেক্সট প্রদান করতে হবে। এই বিষয়ের নীতিমালা সংক্রান্ত এই পাতাটি পড়ে দেখুন। উইকিপিডিয়াতে সকলেই স্বেচ্ছাশ্রম প্রদান করেন, তা যেমন আপনার ক্ষেত্রে সত্য, তা আমার ক্ষেত্রেও সত্য, কিন্তু প্রত্যেককেই উইকিপিডিয়ার নীতিমালা মেনেই কাজ করতে হয়। আপনাকে বার্তা দেওয়া সত্ত্বেও আপনি টেক্সট প্রদান করে চলেছিলেন, বলে আমাকে পুরো কপিপেস্ট টেক্সট অপসারণ করে পাতাটিকে নির্দিষ্ট সময়ের জন্য সুরক্ষিত করা ছাড়া কোন উপায় ছিল না। নিবন্ধগুলি ব্যক্তিগত সম্পদ বানানো বা উইকিপিডিয়াকে দুর্বল করার কোন অভিপ্রায় কারোর নেই। আমার সদিচ্ছার প্রমাণ হিসেবে আমি নিবন্ধটিকে উন্মুক্ত করে দিচ্ছি, কিন্তু আশা করব, আপনি উইকিপিডিয়ার নীতি মেনেই সম্পাদনা করবেন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:৫৯, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

A barnstar for you![সম্পাদনা]

The Asian Month Barnstar
Thanks for your great contribution in Wikipedia Asian Month 2015! AddisWang (আলাপ) ০২:৩৭, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
You can send this barnstar to whoever submitted one article in the event.--AddisWang (আলাপ) ০২:৩৭, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Thanks Addis, I have already sent the barnstar to all the qualified contributors, but with Bengali translation :-). -- বোধিসত্ত্ব (আলাপ) ১০:৪৬, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়া ভারত থেকে ৩জি নেট সাপোর্টের জন্য আবেদন[সম্পাদনা]

আমি উইকিমিডিয়া ভারতের কাছে আগামী এক বছরের জন্য ৩জি ইন্টারনেট সাপোর্টের জন্য এই পাতায় আবেদন করেছি। বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের অনুমোদন কামনা করি। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:১৩, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন Happy to support and Thanks to the WMIN chapter for this awesome initiative --যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫৭, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন Sumita Roy Dutta (আলাপ) ১৭:২৬, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন আফতাব (আলাপ) ২২:৩১, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 strong support Sethtalk ০১:২৯, ১১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন--রাফায়েল রাসেল (আলাপ) ০৪:৩৯, ১১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন - Suvray (আলাপ) ০৫:৩৫, ১১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন -- অংকন (আলাপ) ০৯:২৩, ১১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন -- You really need it. Try to fastest internet in your locality - 3G or whatever. --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ০৬:৩০, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন -- অরিন্দম মৈত্র (আলাপ) ১৯:০০, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন -- Jonoikobangali (আলাপ) ১৮:২৭, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Support -- Jim Carter (আলাপ) ১১:১৫, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন ~ মহীন (আলাপ) ১১:১৯, ১৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আপলোড সমস্যা[সম্পাদনা]

বৌধিসত্ত্ব দা, এই চিত্রের নাম স্বয়ংক্রিয় ভাবে প্লেটে গেছে

 [[চিত্র:20151219131922.png]]

। এরকম তিনবার হয়েছে। এটা অপসারণের ট্যাগ লাগিয়েছি। এই সমস্যা এড়াতে কি করব?? — SethR (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন। ০৭:৪০, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ছবিটি অপসারণ করা হয়েছে। আপলোডের শুরুতে ছবির Destination filename ঠিক মত দিলে এই সমস্যা হওয়ার কথা নয়। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:১৩, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আমি তো ঠিকই দিয়েছিলাম। কিন্তু দেখলাম আপলোডের পর পাল্টে গেছে। ধন্যবাদ-- Sethtalk ১৩:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নাম ঠিক করে দিন দয়া করে।[সম্পাদনা]

ব্যবহারকারী:SMMONIR2014/কে-১৪৩ (ক্যান্সাস হাইওয়ে) -- — SMMONIR2014 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ব্যবহারকারী:SMMONIR2014 -  করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ২৩:০৩, ২০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

আমি বুঝতে পারিনি, ধন্যবাদ।[সম্পাদনা]

আমি বুঝতে পারিনি।

ছবির কপিরাইট (সাহায্য)[সম্পাদনা]

মহাশয়, বধিসত্ব আমি আপনার কাছে ছবির কপিরাইট ব্যাপারে সাহায্য চাচ্ছি! আমি কিছু ছবি আপলোড করেছিলাম, যা আপনি হইতো অপসরণ করেছেন। যে ছবিগুলি আমি আপলোড করেছিলাম তার কপিরাইটের তথ্য আমি দিয়েছিলাম; যেগুলি স্কৃনশট ছিলো তা স্ক্রিনশট লিখেছিলাম, যা আমি নিযে তৈরি করেছিলাম তাও লিখে ছিলাম (যেমন- চিত্র:মধেশী আন্দোলন.jpg)। তোবুও আপনাকে যা ঠিক মনে হয়েছে তা আপনি করেছেন, ঠিক আছে। কিন্তু যদি সম্ভব হয় তাহলে আপনি ছবিগুলো পুনঃস্থাপন করবেন, প্লিজ!! অন্ততপক্ষে চিত্র:মধেশী আন্দোলন.jpg টাকে; কারণ, আপনি আজিজ দ্বারা তৈরিকৃত মধেশী জাতি নিবন্ধটি দেখুন। ধন্যবাদ!! আপনার অনুগ্রকামি, আজিজ

আজিজ, মধেশী আন্দোলনের ছবিটি একটি ওয়েবসাইটে রয়েছে, এবং বিনা অনুমতিতে সেই ছবি নিজের ছবি বলে উইকিপিডিয়ায় ব্যবহার করা কপিরাইট লঙ্ঘনের সামিল। সেই কারণে ঐ ছবি পুনঃস্থাপন করা যাচ্ছে না। স্ক্রীনশটগুলিতে কপিরাইট তথ্য অনুপস্থিত ছিল, সেই কারণে অপসারণ প্রস্তাবনা করা হয়েছিল, যা অন্য কোন প্রশাসক অপসারণ সঠিক বিবেচনা করে অপসারণ করেছেন। আপনাকে অনুরোধ, অন্য ওয়েবসাইট থেকে না নিয়ে নিজের তোলা ছবি দিয়ে মুক্ত লাইসেন্সে কমন্সে আপলোড করুন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:১০, ২৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক[সম্পাদনা]

দাদা আইপি থেকে করা নুসরাত জাহান নিবন্ধের সম্পাদনা ঠিকঠাক ছিল। রিভার্ট না করলেও চলত।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৩:৪২, ৩১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

@Masum Ibn Musa:, দুঃখিত, ঠিক  করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:০৯, ৩১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]