ব্যবহারকারী আলাপ:BellayetBot/বানান শুদ্ধিকরণে শব্দতালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরবর্তীতে বনাম পরবর্তীকালে[সম্পাদনা]

'পরবর্তী' নিজেই কাল বাচক শব্দ। সুতরাং কেবল 'তে' প্রত্যয় যুক্ত করাই যথেষ্ট। 'কাল' যুক্ত করতে হবে কেন বুঝতে পারছি না। -Faizul Latif Chowdhury (আলাপ) ০৩:৪৪, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

আমার কারণটি ছিলে "পরবর্তীতে" শব্দটি অনেকটা ইনফরমাল বা পরবর্তীকালের কথ্য রূপ। তাই লেখায় ফরমাল টোন দিতে "পরবর্তীকালে" ব্যবহার করেছি। এ বিষয়ে আপনার পরামর্শ জানতে চাচ্ছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:১৬, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যাকরণের বিষয় ; দেখে বলাই নিরাপদ। দুয়েক দিনের মধ্যে পারবো। অর্ণব বাবুও হয়তো জানবেন। বা অন্য কেউ। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৫২, ৩০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
'পরবর্তী' শব্দটি কালবাচক হলেও কালের সমার্থক নয়। এটি বিশেষ্য নয়, বিশেষণ। কথাটির অর্থ 'যা পরে হবে বা যা পরে আসে, পরের'। কাল ছাড়া সময়বাচক ও সময়বাচক নয় এমন অন্যান্য শব্দের পিছনেও পরবর্তী শব্দটি বসতে পারে। যেমন, পরবর্তী মুহুর্তে, পরবর্তী মিনিটে, পরবর্তী মাসে কিংবা, পরবর্তী স্টেশন, পরবর্তী খণ্ড ইত্যাদি। সুতরাং আমার মনে হয়, নির্দিষ্ট সময় বোঝাতে পরবর্তী শব্দের সঙ্গে শুধুমাত্র 'তে' প্রত্যয় যোগ করা সমীচীন নয়। তাই বিশেষ বিশেষ জায়গায় 'পরবর্তী'টি কী (অর্থাৎ পরে কী হবে বা পরে কী আসে) তা স্পষ্ট করে দিলে ভাল হয়। --অর্ণব দত্ত (আলাপ) ০৪:৫২, ৩১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
আর তাছাড়া 'পরবর্তী' শব্দটি সর্বত্র কালবাচক নয়। উদাহরণস্বরূপ, যখন বলি 'পরবর্তী স্টেশন', তখন পরবর্তী হয়ে যায় একটি স্থানবাচক বিশেষণ। --অর্ণব দত্ত (আলাপ) ০৪:৫৮, ৩১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

অনিষ্ঠ বনাম অনিষ্ট[সম্পাদনা]

অনিষ্ঠঅনিষ্ট শব্দ দুইটি আলাদা দুইটি অর্থ প্রকাশ করে বলেই জানি। তাই অনিষ্ঠ কে অনিষ্ট দ্বারা প্রতিস্থাপন করা যুক্তিযুক্ত নয়।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১৩:৫৪, ১১ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]