ব্যবহারকারী আলাপ:Ashraful Kabir Jewel

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য Orange Business Development Limited (Orangebd) নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন —শাকিল হোসেন আলাপ ১২:৫৭, ২২ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

জুন 2021[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ ও উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপন বা প্রচারণামূলক উপকরণ অথবা তথ্যাদি যোগ করবেন না, যেমনটি আপনি Orange Business Development Limited (Orangebd)-এ করেছেন। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। —শাকিল হোসেন আলাপ ১২:৫৭, ২২ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

‎উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১[সম্পাদনা]


সুপ্রিয় Ashraful Kabir Jewel,
পৃথিবীর ৫০ টি দেশের ৫৬ টি সম্প্রদায়ের সাথে বাংলা উইকিপিডিয়ায়ও গত ১লা জুলাই থেকে শুরু হয়েছে উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১ প্রতিযোগিতা। উইকিমিডিয়া বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
আন্তর্জাতিক এই ক্যাম্পেইনটির বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী প্রথম ছয়দিনে উন্নয়নকৃত নিবন্ধসংখ্যার হিসেবে বাংলা উইকিপিডিয়া অন্যান্য উইকিপিডিয়া সম্প্রদায়গুলোর ভেতরে শীর্ষ অবস্থানে ছিল। বাংলা উইকিপিডিয়ার পরে ছিল যথাক্রমে সার্বীয় উইকিপিডিয়া, মেসেডোনীয় উইকিপিডিয়া, তেলেগু উইকিপিডিয়া। কিন্তু সপ্তম দিনে এসে সার্বীয় উইকিপিডিয়া প্রথম, ইংরেজি উইকিপিডিয়া দ্বিতীয় এবং বাংলা উইকিপিডিয়া তৃতীয় অবস্থানে চলে আসে। পুরো পরিসংখ্যানটি দেখতে ক্লিক করুন এখানে তাছাড়া বৈশ্বিক পরিসংখ্যানে প্রথম দশজন প্রতিযোগীর ভেতর বাংলা উইকিপিডিয়ার অন্তত দুজন সম্পাদক রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
বাংলা উইকিপিডিয়ার চিত্রবিহীন নিবন্ধগুলোতে চিত্র সংযোজনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে

শুভেচ্ছান্তে,
আয়োজক দল
১৫:০৯, ১২ জুলাই ২০২১ (ইউটিসি)