ব্যবহারকারী আলাপ:Abu zubaer

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


স্বাগতম বার্তা[সম্পাদনা]

প্রিয় Abu zubaer, উইকিপিডিয়াতে আপনাকে    স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •   Bangla script display helpPlease follow these guidelines to install Bangla Unicode viewing and typing support on your computer.
  •   টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


--অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)


আপনার লেখা[সম্পাদনা]

আবু সালেহ-র উপর নিবন্ধটি যোগ করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে নিবন্ধটাতে প্রচুর বানান ও বিরামচিহ্নের ভুল আছে। আপনি উইকিতে নিবন্ধ লেখার যে ফরম্যাট ব্যবহার করা হয়, সেগুলিও ঠিকমত অনুসরণ করেন নি। আমি আপাতত কিছু ঠিক করে দিচ্ছি। নিচে কিছু টিপ্‌স দিচ্ছি। ওগুলি অনুসরণ করার চেষ্টা করুন এবং আবু সালেহ নিবন্ধে প্রয়োগ করা গেলে প্রয়োগ করুন। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)

টিপ্‌স[সম্পাদনা]

নতুন নিবন্ধ তৈরির সময় ন্যূনপক্ষে নিচের জিনিসগুলি করুন:

  • শিরোনাম গাঢ় অক্ষরে লিখুন। বই বা চলচ্চিত্র হলে শিরোনাম গাঢ় ও বাঁকা করুন।
  • শিরোনামের ঠিক পরেই ইংরেজি পরিভাষা বন্ধনীতে এভাবে দিন: (ইংরেজি ভাষায়: English Name)।
  • একটি ভূমিকা অনুচ্ছেদ দিন।
  • বই বা চলচ্চিত্রের নাম নিবন্ধের ভেতরে সর্বত্র বাঁকা করে লিখুন।
  • বিষয়শ্রেণী যোগ করুন। কোন বিষয়শ্রেণীর সংযোগ যদি লাল দেখায়, তবে এটিকে কোন অধি-বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন।
  • ইংরেজি উইকিতে এই বিষয়ের কোন নিবন্ধ আছে কি না চেক করে নিয়ে ইংরেজি আন্তঃউইকি সংযোগ দিন। শুধু ইংরেজিটা দিলেই চলবে, বাকী ভাষারগুলি রোবট সফটওয়্যার করে দেবে।--অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)

সাহায্য[সম্পাদনা]

সাহায্য করুন ১।কিভাবে সূচীপ্ত্র লিখতে হয় ২।ইমাজ কিভাবে আপলোড করতে হয় --Abu zubaer ২০:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)আবু জুবায়ের

মি. জুবায়ের, সূচিপত্র একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা; আপনার তা তৈরি করার প্রয়োজন নেই। আপিন যখন কোনো নিবন্ধে ১ম, ২য়, ৩য়, বা ৪র্থ স্তরের কয়েকটি শিরোনাম যোগ করবেন তখন ঐ নিবন্ধে স্বয়ংক্রিয়ভাব সূচিপত্র সংযুক্ত হবে।
আর চিত্র আপলোডের জন্য যেকোনো পৃষ্ঠার বাম পাশের কলামে থাকা আপলোড অংশে ক্লিক করুন। সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করুণ। আপনার চিত্রের কপিরাইট তথ্য অবশ্যই দিতে ভুলবেন না। আর ভালো হয় যদি আপনি চিত্রটি সরাসির উইকিমিডিয়া কমন্সে যোগ করেন। আরো কোনো সমস্যায়, আমার আলাপ পাতায় আপনি প্রশ্ন রাখতে পারেন। উইকিপিডিয়ায় সংযুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।--তানভির (আলাপ | অবদান) ০৬:২২, ২৬ আগস্ট ২০০৯ (UTC)

আবু সালেহ নিবন্ধে কপিরাইট লঙ্ঘন[সম্পাদনা]

আবু সালেহ নিবন্ধে আপনার সংযোজন বাতিল করা হয়েছে, কারণ এটি উইকিপিডিয়ার কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুসরণ করেনি। অনুগ্রহপূর্বক খেয়াল রাখুন, কপিরাইটকৃত লেখা মুক্ত হিসেবে অনুমতি প্রাপ্ত না হলে তা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না। আইনগত কারণে আমরা তাই কোনো ওয়েবসাইট থেকে কপিরাইটকৃত লেখা বা ছবি গ্রহণ করতে পারি না, এবং এধরনের যে-কোনো প্রকার সংযোজন দ্রুততার সাথে অপসারণ করা হয়। তবে আপনি বহিস্থ কোনো ওয়েবসাইটের লেখাকে সূত্র হিসেবে উল্লেখ করতে পারেন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে খুব সতর্কভাবে ও মনোযোগের সাথে বিবেচনা করে, এবং বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনায় বাধা প্রদান করা হয়। — তানভিরআলাপ০৬:১৭, ১৮ আগস্ট ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]