ব্যবহারকারী আলাপ:RicardoSadik

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী আলাপ:AbuZahid7 থেকে পুনর্নির্দেশিত)

জানুয়ারি 2022[সম্পাদনা]

অনুগ্রহপূর্বক উইকিপিডিয়াতে অগঠনমূলক সম্পাদনা থেকে বিরত থাকুন, যেমনটা আপনি করেছেন জায়েদ খান (অভিনেতা)-এ। আপনার সম্পাদনা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হয়েছে এবং বাতিল কিংবা অপসারণ করা হয়েছে। আপনি যদি পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘরে তা করুন। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১৩:৪৮, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মেঘনা বিভাগ গঠনের কোন ঘোষণা আসেনি[সম্পাদনা]

সুধী, মেঘনা বিভাগ গঠনের কোন ঘোষণা এখনো সরকারিভাবে আসেনি। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি এই নিয়ে কোনও ঘোষণা দেয়। যতদিন পর্যন্ত না কোন ঘোষণা আসছে, দয়া করে নিবন্ধগুলিতে থেকে অন্য জেলার নাম সরিয়ে দিবেন না। দয়া করে ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৩, ১৫ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

চাঁটগাঁইয়া/চিটাইঙ্গা[সম্পাদনা]

সুধী, বিভিন্ন নিবন্ধে গিয়ে চাঁটগাঁইয়াকে বদল করে চিটাইঙ্গা লেখার প্রয়োজন নেই। যেভাবে আছে ওভাবে রেখে দিন। চাঁটগাঁইয়া ভুল নয়। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৪, ১৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

যেগুলো করেছেন, করেছেন। আবার যদি অন্যগুলোও করেন, তবে আমি আপনার সেই সম্পাদনা বাতিল করব।
যদি পারেন, চাঁটগাঁইয়া ভাষা, চট্টগ্রাম সম্পর্কিত নিবন্ধের উন্নতি করুন, সেগুলিতে তথ্য যোগ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১০, ১৮ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে বললে যেহেতু শুনছেন না, আপনি যদি আবার চাটগাঁইয়াকে চিটাইঙ্গা, সিটাইঙ্গা লিখেন, আমি সেই সম্পাদনা বাতিল করে দিব। দয়া করে বিভিন্ন নিবন্ধে গিয়ে চাটগাঁইয়া পরিবর্তন করবেন না। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩১, ২২ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আগস্ট ২০২২[সম্পাদনা]

ঘড়িসহ থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে ১ মাস সময়ের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। যখন এই বাধাদানের সময়সীমা শেষ হবে, তখন আমরা আপনাকে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করার আহ্বান জানাই। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৩:০৪, ৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]