ব্যবহারকারী আলাপ:ABS1996

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম। সম্প্রতি আপনার তৈরি একটি পাতা, মোঃ সিদ্দিকুর রহমান‎, সম্ভবত উইকিপিডিয়ার নতুন পাতা তৈরি সম্পর্কিত কিছু নীতিমালা অনুসরন করে নি, তাই এই পাতাটি কিছুক্ষনের মধ্যেই অপসারিত হবে (এখনো যদি না হয়ে থাকে)। দয়া করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খেলাঘর ব্যবহার করুন, এবং নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। নিবন্ধ তৈরি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার প্রথম নিবন্ধ পাতাটি পড়ে নিন। উইকিপিডিয়ায় অবদান সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ভূমিকা পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।টেমপ্লেট:Z43 যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০৪, ২০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নাম পরিবর্ত[সম্পাদনা]

আমার নাম, আবু বকর সিদ্দিক শামীম, আমি ইউকিততে এবিএস শামীম নামে একটি একাউন্ট করি, সেটাকে আমি ইংরেজিতে Abs Shamim করতে চাইছি, প্লি আমাকে হেল্প করুন, শামীম (আলাপ) ০৬:১২, ৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন এখানে আবেদন করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৪৭, ৩ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী নাম পরিবর্তনের পাতায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি[সম্পাদনা]

শুভেচ্ছা। একজন বৈশ্বয়ীক নাম পরিবর্তনকারী বা সাহায্যকারী আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদনে সাড়া দিয়েছেন, কিন্তু আবেদনটি সম্পন্ন করতে কিছু তথ্য প্রয়োজন। দয়া করে যত দ্রুত সম্ভব আপনার নাম পরিবর্তনের আবেদনের ভুক্তিতে তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০৭, ২১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

আলাপ পাতার তথ্য মুছে ফেলা[সম্পাদনা]

দয়া করে আলাপ পাতার তথ্য একেবারে মুছে ফেলবেন না। প্রয়োজন অনুসারে, সংগ্রশালা বানাতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩২, ১৬ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

যান্ত্রিক অনুবাদ বিষয়ে দৃষ্টি আকর্ষণ[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। আমি দেখতে পাচ্ছি আপনি বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ সরঞ্জাম ব্যবহার করে যে নিবন্ধেগুলি অনুবাদ করছেন, সেগুলির ভিতর কিছু লাইন ঠিক থাকলে বেশীর ভাগ লাইনের অনুবাদ যান্ত্রিক হয়েছে। দয়া করে আর নতুন কোন নিবন্ধ না বানিয়ে আগে এখানে থাকা আপনার নিবন্ধের অনুবাদ ঠিক করুন (বিশেষ করে গতকাল ২৪ তারিখ থেকে যেগুলি বানিয়েছেন)। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫৪, ২৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: ভাই কোন বিষয় গুলোর দিকে আমার খেয়াল করতে হবে যদি আমাকে বলতেন! 𝓐𝓑𝓢 (আলাপ) ১২:৩৮, ২৬ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
এগুলি: পিলামেদু, লি কা শিং মেডিসিন অনুষদ, ডাকরা হত্যাকান্ড, বীর সুরেন্দ্র সায়ি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, বুরলা, ভারত। এগুলি সমস্যা হল কয়েকটি লাইন সঠিক হলেও বাকী লাইন সঠিক নয়। লাইনগুলি কোন অর্থ তৈরি করে না। আপনি নিবন্ধগুলির প্রতিটি লাইন পড়ে দেখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৯, ২৬ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

একটি নতুন নিবন্ধের নাম প্রসঙ্গে[সম্পাদনা]

আসসালামু আলাইকুম, উইকিপিডিয়ার হতে আমি জানতে পেরেছি আপনি খুলনার উইকিপিডিয়ান। যেহেতু আপনি খুলনার তাই আপনার কাছে চুইঝালের ব্যাপারে কিছু জিনিস জানতে চাচ্ছিলাম। আপনার কাছে নতুন একটি নিবন্ধের উপযুক্ত নাম সম্পর্কে পরামর্শ চাচ্ছি।

  • বিষয়: চুইঝাল হলো খুলনা অঞ্চলের একটি মশলা যা দিয়ে বিভিন্নধরনের মাংস যেমন: গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস ইত্যাদি রান্না করা হয়।

প্রশ্ন-১: চুইঝাল দিয়ে অনেক প্রকারের মাংস রান্না করা হলেও মূলত চুইঝাল দিয়ে গরু কিংবা খাসির মাংসের নামডাক বেশি শোনা যায়। এখন যা জানতে চাচ্ছি তা হলো, চুই ঝাল দিয়ে গরু নাকি খাসি কোন মাংস রান্না খুলনা অঞ্চলে অধিক প্রচলিত বা বেশি ঐতিহ্যবাহী? নাকি দুটোই সমান প্রচলিত?

প্রশ্ন-২: আবার যেহেতু চুইঝাল দিয়ে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস ইত্যাদি সব রান্না করা হয় সেহেতু আমি যে বিষয়ে পরামর্শ চাচ্ছি তা হলো এ নিবন্ধের নাম কি হবে? সেক্ষেত্রে, আমি কয়েকটি নাম বিবেচনা করছি।

  • চুইঝালের মাংস(যেহেতু চুইঝাল দিয়ে খাসি, গরু, হাঁস, মুরগি ইত্যাদি সব মাংসই রান্না হয়)
  • চুইঝালের খাসির মাংস(খাসির মাংস যদি গরুর মাংসের তুলনায় খুলনায় বেশি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় হয় তবে)
  • সাতকরার গরুর মাংস( গরুর মাংস যদি খাসির মাংসের তুলনায় খুলনায় বেশি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় হয় তবে)

ব্রাকেট এ শর্তগুলো বিবেচনায় নিয়ে এ নামগুলোর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য বলে আপনার মনে হয়? যদি চুইঝালের মাংসের ব্যাপারে আপনার জানার মধ্যে এ ব্যাপারে আরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন কোনো উইকিপিডিয়ান থাকে তাহলে তাকে এখানে মেনশন দিবেন প্লিজ। জোবায়ের (আলাপ) ১৯:৫৭, ৫ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

যান্ত্রিক অনুবাদ ও নিবন্ধ অপসারণ[সম্পাদনা]

যান্ত্রিক অনুবাদের মাধ্যমে আপনি অনেকগুলো নিবন্ধ তৈরি করেছেন এবং প্রতিনিয়তই তৈরি করছেন। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, উইকিপিডিয়ায় যান্ত্রিক অনুবাদে তৈরি নিবন্ধ গ্রহণযোগ্য নয়। নীতিমালা অনুসরণ করে আপনার তৈরিকৃত নিবন্ধ হতে অবোধ্য এবং প্রায় পুরোটিই কোনো অর্থ প্রকাশ করছে না - এধরণের বেশ কয়েকটি নিবন্ধ অপসারণ করা হলো। অন্যান্য নিবন্ধগুলিও একই সমস্যায় আক্রান্ত; নিবন্ধগুলোকে উইকিপিডিয়ায় রাখার জন্য আশু পুনঃবিন্যাস ও পুনঃলিখন আবশ্যক। - Ashiq Shawon (আলাপ) ১৭:১০, ২৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

সম্পাদকের পদক
সুপ্রিয় ABS1996!

উইকিপিডিয়ায় আপনাকে সুইডিশ দূতাবাস এবং উইকিমিডিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে ৩ মে থেকে ১৭ মে ১৫ দিনব্যাপী উইকিগ্যাপ এডিটাথনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। উইকিপিডিয়ায় জেন্ডারভিত্তিক অসমতা দূরীকরণে আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৯-এর অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। -ShahadatHossain (আলাপ) ০৯:৫৪, ১৯ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ প্রতিযোগিতা সম্পর্কে[সম্পাদনা]

সুধী, আপনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ নিবন্ধটি প্রতিযোগিতায় জমা দিয়েছিলেন কিন্তু এই প্রতিযোগিতায় শুধু ব্যবহারকারী:NahidSultan/নিবন্ধ তালিকা তালিকা থেকে নিবন্ধ তৈরি করা যাবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫৮, ২ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই[সম্পাদনা]

প্রিয় ব্যবহারকারী:ABS1996,

ভাষা দলটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিতে সহায়তার জন্য অনুবাদ ব্যবহারের বিষয়টি বিস্তৃত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করছে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছেন। (bn:উইকিপিডিয়া:আলোচনাসভা#বাংলা_উইকিপিডিয়ার_জন্য_অনুবাদ_সমর্থন_উন্নত_করা) দয়া করে আপনি আপনার স্থানীয় সম্প্রদায়ের আলোচনায় অথবা মিডিয়াউইকি প্রকল্পের আলাপ পাতার আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার মতামত প্রদান করুন। ভাষা দলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ! Elitre (WMF) ১৩:১১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় ABS1996,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় ABS1996,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

কংশনগর উচ্চ বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

কংশনগর উচ্চ বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কংশনগর উচ্চ বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০২:৩৩, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]