ব্যবহারকারী আলাপ:রাহাতুল ইসলাম জয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়[সম্পাদনা]

এই বিদ্যালয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত সাতগাঁও ভোজপুর গ্রামে অবস্থিত।

প্রতিষ্ঠাতা[সম্পাদনা]

এই বিদ্যালয় ১৯৩৬ সালে স্থাপিত হয়,এই বিদ্যালয়ের ইতিহাসে জানা যায় ভুজপুর গ্রামের ডাঃ প্যারি মোহন নাথের দানকৃত জমিতে উচ্চ শিক্ষার প্রসারনের জন্য প্রথম বিল্ডিং করে দেন লইয়ারকুল লামাগাঁও নিবাসী তৎকালীন ধর্নাট্য ব্যক্তি মোঃ মনু মিয়া সাহেব। তিনি তার বাবার নামে অর্থাৎ আছিদ উল্লা সাহেবের নামে তৈরী করে দেন এবং নামকরণ করেন আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়।

সাবেক সভাপতি[সম্পাদনা]

বিদ্যালয়ের প্রাক্তন সভাপতিবৃন্দ মোঃ আবু তাহের লামাগাঁও, মোঃ আব্দুল খালেক লামাগাঁও, ডাঃ আবুল বাশার,ডাঃ বিজয় কৃষ্ণ দেব, মোঃ আব্দুর রব, ইয়াকুব আলী।

প্রাক্তন ছাত্র[সম্পাদনা]

বিদ্যালয়ের কৃতী ছাত্র ডিআইজি দেবদাস ভট্টাচার্য,অতিরিক্ত সচিব মৃনাল কান্তি দেব, ডাঃ হোসেন আহমদ, ডাঃ আজিজুর রহমান, সাংবাদিক গবেষক রাজনীতিবিদ শেখ শফিকুর রহমান প্রমুখ।