ব্যবহারকারী আলাপ:রাদ হামদান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অক্টোবর ২০২২[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগত, আমি Hasan muntaseer। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি নোয়াখালী দাঙ্গা-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ Hasan muntaseer কথোপকথন ১৩:৩৭, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আমি সেখানে বলতে চেয়েছি, নোয়াখালী দাংগা বিষয়ে আপনাদের ওয়েবসাইট যে সকল শব্দ ব্যবহার করেছে সেখানে অনেক শব্দই মুসলমানদের জন্য অবমাননাকর। তাই আপনাদের এই নোয়াখালী দাংগা প্রবন্ধটি পুনরায় যাচাই-বাছাই করে লেখার অনুরোধ যানাচ্ছি। আশা করি বিষয়টি গুরত্বের সাথে পর্যালোচনা করবেন। ধন্যবাদ। রাদ হামদান (আলাপ) ১৩:৪৩, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@রাদ হামদান এই ব্যাপারে আমিও একমত যে নিবন্ধে মুসলিমদের প্রতি কিছু শব্দ প্রয়োগ করা হয়েছে যেগুলো অনিরপেক্ষ। কিন্তু তাই বলে নিবন্ধের তথ্য মুছে ফেলা যাবেনা। নোয়াখালী দাঙ্গা একটি ঐতিহাসিক ঘটনা যা সত্যিই ঘটেছিল। তাই লেখা না সরিয়ে আপনি চাইলে নিবন্ধের বিতর্কিত অংশগুলো সম্পাদনা করে নিরপেক্ষ করে তুলতে পারেন, অথবা শব্দগুলো চিহ্নিত করে প্রশাসকের নিকট আবেদন করতে পারেন। এছাড়াও খেয়াল করুন যে নোয়াখালী দাঙ্গা নিবন্ধের উপরে লেখা আছে যে, "এই নিবন্ধটির বর্ণনা ভঙ্গি উইকিপিডিয়ার বিশ্বকোষীয় বর্ণনা ভঙ্গি প্রতিফলিত করেনি।" অর্থ্যাৎ উইকিপিডিয়া পাঠকদের জন্য এটা নোটিশ হিসেবে রেখেছে। কেউ যদি নিবন্ধটি নিরপেক্ষ করে তুলতে পারে তাহলে নোটিশটি উঠে যাবে। তবে নিবন্ধটি নতুন করে লিখতে চাইলে সেক্ষেত্রে উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেই লিখতে হবে। মেহেদী আবেদীন ১৪:০৮, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]