ব্যবহারকারী আলাপ:মোহাম্মদ আরিফুর রহমান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০০:০৭, ৩০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

৩০ মার্চ ২০২০[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি SHEKH। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! ~SHEKH (বার্তা) ০১:৪১, ৩০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মার্চ 2020[সম্পাদনা]

Please stop making test edits to Wikipedia, as you did to পুটিবিলা উচ্চ বিদ্যালয়. It is considered vandalism, which, under Wikipedia policy, can lead to a loss of editing privileges. If you would like to experiment again, please use the sandbox. মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:৫৭, ৩০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

পুটিবিলা উচ্চ বিদ্যালয়[সম্পাদনা]

শুভেচ্ছা নিন, বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য ধন্যবাদ। আপনি হয়তো দেখতে পেয়েছেন অনেকে ইতিমধ্যে পুটিবিলা উচ্চ বিদ্যালয় থেকে বিভিন্ন জিনিস বাদ দিয়েছে। এর মূল কারণ এগুলি নিবন্ধের জন্য অপ্রয়োজনীয়। আশা করি আরও বিষয় নিয়ে অবদান রাখবেন। কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৯, ৩০ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@মোহাম্মদ আরিফুর রহমান:ভাই আসসালামু আলাইকুম, প্রথমে আমার সালাম নিবেন, আসা করি ভাল আছেন,আপনার পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের EIIN নাম্বারটি একটু দিলে আমি আরো কিছু তথ্য যোগ করে দিতে পারি।  ধন্যবাদ~SHEKH (বার্তা) ০৫:৫২, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সাক্ষরে সমস্যা[সম্পাদনা]

আসসালামু আলাইকুম ভাইজান আপনার সাক্ষরে একটি সমস্যা আছে ✔দেখুন আপনার সাক্ষর ঠিক করতে আপনি জাস্ট এখানে ক্লিক করুন। এরপর স্বাক্ষর অনুচ্ছেদের ডাকনাম ঘরে [[User:মোহাম্মদ আরিফুর রহমান|—<span style="color:red">আরিফুর</span><span style="color:green">রহমান</span>]]<sup>[[User talk:মোহাম্মদ আরিফুর রহমান|<span style="color:#800000">(আলাপ)</span>]]</sup> কোডটি বসিয়ে দিন এবং আপনার স্বাক্ষরে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ দিতে না চাইলে টিক দিন -এ টিকচিহ্ন দিয়ে দিন। কাজ শেষ এখন সেইভ করুন। এরপর থেকে চারটি টিন্ডা চিহ্ন ~~~~ ব্যবহার করলেই আপনার রঙিন স্বাক্ষর (আরিফুররহমান(আলাপ)) যুক্ত হয়ে যাবে। আরো কোন কিছু জানার প্রয়োজন হলে নির্দিধায় জিজ্ঞাসা করতে পারেন।  ধন্যবাদ~SHEKH (বার্তা) ১৬:৫৬, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় মোহাম্মদ আরিফুর রহমান,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ব্যবহারকারী:মোহাম্মদ আরিফুর রহমান/মোহাম্মদ আরিফুর রহমান,সহকারী শিক্ষক পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ বিচারধারার ব্য৫ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটিতে থাকা লেখাগুলি, তথ্য, আলোচনা এবং/অথবা ক্রিয়াকলাপ উইকিপিডিয়া লক্ষ্যগুলির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনও ওয়েব হোস্টিং পরিষেবা নয়দ্রুত অপসারণ মানদণ্ডের অধীনে এ জাতীয় পাতাগুলি যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। Aishik Rehman (আলাপ) ২২:৫৩, ২২ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]