ব্যবহারকারী আলাপ:মেহেদী হাসান শোয়েব

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ফেরদৌস০৬:১৮, ৪ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ তৈরীর পূর্বে[সম্পাদনা]

সুপ্রিয় মেহেদী হাসান শোয়েব, বাংলা উইকিপিডিয়াতে স্বাগত। আপনি একাধিক নিবন্ধ নিজের প্রতিষ্ঠানের নামে তৈরি করেছেন, যেসবের বিশ্বকোষীয় উল্লেখযোগ্যতা নেই। দয়া করে নতুন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে নিবন্ধ তৈরির পূর্বে উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয় পাতাটিতে একবার চোখ বুলিয়ে নিন। শুভ কামনা তইল। S Shamima Nasrin (আলাপ) ১০:৫৭, ২৭ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিতে স্বাগতম[সম্পাদনা]

প্রিয় সুধী, আপনি সম্প্রতি দুইটি জীবনী নিবন্ধ তৈরি করেছেন, যা উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা নীতিমালার আওতায় মুছে ফেলা হয়েছে। আপনি খেলাঘরে খসড়া নিবন্ধ তৈরি করতে পারেন। আর যে কোনো নিবন্ধের জন্য তথ্যসূত্র প্রয়োজন। কোনো কিছু জানার থাকলে আমার আলাপ পাতায় জানান। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০২:৫১, ২৮ মে ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]