ব্যবহারকারী আলাপ:WikiMonir

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী আলাপ:মনিরুজ্জামান থেকে পুনর্নির্দেশিত)

আমার আলাপ পাতায় সবাইকে স্বাগতম। যে কোন পরামর্শ, সমস্যা, সাহায্য অথবা অনুরোধ করতে চাইলে এই পাতায় করতে পারেন। আমি দেখামাত্র জবাব দেবার চেষ্টা করব। আমি মূলত অফিসের ফাকে ফাকে সম্পাদনা করি। তাই অফিসের সময় অনুযায়ী ( বাংলাদেশি সময় সকাল ৮.০০ টা থেকে সন্ধ্যা ৫.০০ টা) অনলাইনে থাকি। এই সময়ে আমাকে পাবার সম্ভবনা সবচেয়ে বেশি। আশা করি আপনাদের সবার সহযোগীতায় ভাল কিছু সময় এখানে কাটবে। ধন্যবাদ।

নতুন নিবন্ধ[সম্পাদনা]

মেধা পাচার নামে একটি নতুন নিবন্ধ দিলাম কিন্তু আমি পাতাটি কে সাজানোর জন্য সাহায্য চাই। ((unsigned|user:মনিরুজ্জামান }}

উইকিপিডিয়াতে আপনার অবদানের জন্য অনেক ধন্যবাদ। আলাপের পাতায় বার্তা রাখার পর বার্তার শেষে ~~~~ লিখে অবশ্যই আপনার স্বাক্ষর দিতে ভুলবেন না। আর নিবন্ধটি সম্প্রসারণ করুন। ইংরেজী উইকিপিডিয়ার নিবন্ধ থেকে সরাসরি বাংলায় অনুবাদ করতে পারেন। আর পাতাটি সাজাতে অভিজ্ঞদের সাহায্য পাবেন। আবারও ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৪০, ২৯ মার্চ ২০১০ (UTC)

বুঝতে পারছি না[সম্পাদনা]

কিছু দিন আগে মেধা পাচার নামে একটি পাতা দিলাম আজ আবার আকরাম খান (ক্রিকেটার) পাতা সম্পাদনা করতে গিয়ে দেখি এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃতি করা হয়নিএই লেখাটা। আমি যা কিছু লিখছি তা প্রায় সবই ইংলিশ উকি থেকে বাংলা করা। সেক্ষেত্রে কেন বলা হচ্ছে উৎস নেই এটা আমি বুঝতে পারছি না। এই ব্যপারে সাহায্য চাই।--মনিরুজ্জামান (আলাপ) ১৭:৩০, ২ এপ্রিল ২০১০ (UTC)

আপনি লেখাগুলো ইংরেজী উইকিপিডিয়া থেকে অনুবাদ করে দিলেও এতে কোন রেফারেন্স বা তথ্যসূত্র নাই। তাই ঐ ট্যাগটি যুক্ত করা হয়েছে। হয়তো ইংরেজী নিবন্ধের তথ্যেও কোন রেফারেন্স ছিল না। চেষ্টা করুন তথ্যগুলোর রেফারেন্স পেশ করতে। আপনার অবদানের জন্য অনেক ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:২৪, ২ এপ্রিল ২০১০ (UTC)

মনিরভাই, Brain Drain পাতায় "foot note" (পাদটীকা) হিসাবে যা লেখা আছে সেটাই ইংরাজি উইকিতে অন্য অনেক পাতায় রেফারেন্স (তথ্যসূত্র) নামে আছে। কোন একটি তথ্য বিশ্বকোষে প্রকাশ হলে তার জন্য প্রামাণ্য সূত্র লাগে। ইংরাজি উইকিপিডিয়ায় যেহেতু যেকেউ লিখতে পারেন এবং তাতে ভুলও থাকতে পারে। তাই ইংরাজি উইকিপিডিয়াকে তথ্যসূত্র হিসাবে লেখা যাবে না। ইংরাজি নিবন্ধে অনেক বাক্যের শেষে একটা করে সংখ্যা আছে এবং সেই সংখ্যায় ক্লিক করলে তা নীচে পাদটীকায় সেই সংখ্যক পাদটীকা বা তথ্যসূত্রে আপনাকে নিয়ে যাবে। তথ্যসূত্র ওয়ালা কোন বাক্যকে উদাহরণ ধরে সম্পাদনার চেষ্টা করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন পাবেন সেই বাক্যের শেষে <ref>এখানে তথ্যসূত্র লিখুন</ref>। তথ্য সূত্র সাধারণতঃ প্রকাশিত জার্নাল বা বইএর হওয়াই ভাল। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৭:৩৬, ৪ এপ্রিল ২০১০ (UTC)

ধন্যবাদ, বেলায়ত এবং সপ্তর্ষিকে...আমি পরে নিজে চেষ্টা করে দেখেছিলাম....এখন রেফারেন্স যোগ করতে পারছি।--মনিরুজ্জামান (আলাপ) ১২:৪৮, ৪ এপ্রিল ২০১০ (UTC)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়[সম্পাদনা]

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামে পাতা খুজতে গিয়ে দেখি নেই তাই তৈরী করে দিলাম কিন্তু আগেই রংপুর বিশ্ববিদ্যালয় নামে একটি পাতা ছিল। রংপুর বিশ্ববিদ্যালয় পাতাটি অপসারন করা দরকার এই ব্যপারে সাহায্য চাইছি। আর বিষয়শ্রেনী:বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয় এখনও রংপুর বিভাগ যোগ হয়নি,যোগ করা উচিত।--মনিরুজ্জামান (আলাপ) ১৪:৩১, ৯ জুলাই ২০১০ (UTC)

আপনার বার্তা ঠিক বোঝা যাচ্ছে না। রংপুর বিশ্ববিদ্যালয় কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিবন্ধে রিডাইরেক্ট করলেই সমস্যার সমাধান হয়। অথবা সরিয়ে নিলেই ভাল মনে হয়।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:০৫, ৯ জুলাই ২০১০ (UTC)


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়রংপুর বিশ্ববিদ্যালয় একই প্রতিষ্ঠান তাই বর্তমান অফিসিয়াল নামটি রাখাই যুক্তিযুক্ত। এই সমস্যাটার সমাধান করে দেবার জন্য বেলায়েত ভাইকে ধন্যবাদ। পরে আমি বলতে চেয়েছি যে বাংলাদেশে এখন বিভাগ সংখ্যা ৭টি। রংপুর নতুন বিভাগ কিন্তু বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয়ের যে তালিকা আছে তাতে এখনও ৬টি বিভাগই রাখা হয়েছে। রংপুর বিভাগকে রাজশাহী বিভাগ থেকে আলাদা করে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কে তাতে স্থান দিতে হবে।--মনিরুজ্জামান (আলাপ) ০৮:১৭, ১০ জুলাই ২০১০ (UTC)

করা হয়েছে। — তানভিরআলাপ • ০৮:৩৩, ১০ জুলাই ২০১০ (UTC)

উৎসবিহীন টেম্পলেট বিষয়ে পরামর্শ[সম্পাদনা]

মুনিরুজ্জামান বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য অনেক ধন্যবাদ। তবে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আপনি নিবন্ধগুলোতে উৎসবিহীনের টেম্পলেট যোগ করছেন। অনুরোধ করবো, গণহারে সব পাতায় এ টেম্পলেট যোগ করবেন না। উইকিপিডিয়ায় যদি এ টেম্পলেটের প্রয়োজন হতো তাহলে আমরা তা বট ব্যবহার করে করে ফেলতাম। টেম্পলেটটি যোগ করতে হবে নিবন্ধের তথ্য বুঝে। যে তথ্যগুলো খুব স্বাভাবিক, স্বাভাবিক ভাবেই তার তথ্যসূত্রের প্রয়োজনীয়তা কম। ফলে ঐ নিবন্ধে এই টেম্পলেটের দরকার নাই। আর নিবন্ধে কারণে অকারণে টেম্পলেট নিশ্চয়ই নিবন্ধের শ্রী বৃদ্ধি করে না। তাই আবারও অনুরোধ করবো, নিবন্ধে শুধু টেম্পলেট যোগ না করে, নিবন্ধে গঠনমূলক কোন সম্পাদনা করুন। আবারও ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫৯, ৩০ জুলাই ২০১০ (UTC)

পরামর্শ সাদরে গ্রহন করা হল, ধন্যবাদ বেলায়েত ভাই।--মনিরুজ্জামান (আলাপ) ১৪:১৫, ৩০ জুলাই ২০১০ (UTC)


নাম পরিবর্তনের আলোচনা[সম্পাদনা]

আমার একাউন্ট থেকে টুলসার্ভার সমস্যা করছে গত কয়েকদিন থেকে। আমি এডিট কাউন্টার ব্যবহার করতে পারছি না। এর আগে কিন্তু কখনই সমস্যা হয় নি, এই নামেই এই একাউন্ট থেকেই টুলসার্ভার ব্যবহার করি এবং আমি অভ্র ইউনিবিজয় কিবোর্ড ব্যবহার করি। আমার ব্যাবহারকারীর নাম বাংলায়। তার জন্য কি কোন সমস্যা হতে পারে। যদি সমস্যা হয়েই থাকে তবে প্রশাসকদের দৃষ্টি আকর্ষন করছি তারা যেন আমার ব্যাবহারকারী নামটি ইংরেজীতে করে দেয়(Moniruzzaman)। --মনিরুজ্জামান (আলাপ) ১১:৫২, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

খুব সম্ভবত বাংলা নামের কারণে সমস্যা হতে পারে। কারণ আমার ইউজারনেম দিয়ে টুলটি কাজ করছে। আপনি User:Ragib ইউজারকে নাম ইংরেজি করে দেওয়ার ব্যাপারে বার্তা জানান।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:৫৬, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
মনিরুজ্জামান ভাই, সমস্যাটা টুলসার্ভারের নয়। Soxred93-এর অ্যাপ্লিকেশনটা পিএইচপি-তে লেখা, আর এই অ্যাপ্লিকেশন হোস্ট করা হয়েছে টুলসার্ভারে। পিএইচপির বাংলা ফন্ট রেন্ডারিংয়ে সমস্যা আছে, আর আপনার ইউজারনেম বাংলাতে হওয়ায় আপনি এই সমস্যার ভাগীদার হয়েছেন। একই ভাবে ভিক্টর ভাসিলিয়েভের এই টুলেও আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ঐ পিএইচপি। ইউজার নেম বাংলা রেখেও আপনি দুইভাবে আপনার এডিট কাউন্ট জানতে পারেন। প্রথমত "আমার পছন্দ"-এ গিয়ে "সম্পাদনার সংখ্যা" অংশে; দ্বিতীয়ত, পাইথনে লেখা রাইভার টার্নেলের এই টুলটি ব্যবহার করতে পারেন। এটিও টুলসার্ভারেই হোস্ট করা। পাইথনের বাংলা ফন্ট রেন্ডারিংয়ে সমস্যা নেই। তাই এখানে সুন্দরভাবে অনেক তথ্য পাবেন। তবে Soxred93-এর মতো অতো ডিটেইল হবে না। ‍‍‍‍‍‍‍— তানভিরআলাপ১৩:০০, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]


তানভিরের ব্যাখ্যা যথাযথ বলেই মনে হচ্ছে। কেবল এডিট কাউন্ট এর জন্য আপনার ইউজার নেইম কি পাল্টাতে চান? তানভিরের দেয়া সর্বশেষ লিংকে তো বাংলা ইউজার নেইম দিয়েও কাজ হচ্ছে। যাহোক, এর পরেও যদি নাম পাল্টাতে চান, তাহলে জানাবেন। --রাগিব (আলাপ | অবদান) ০৮:০৪, ১৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

মনিরুজ্জামান ভাই, Soxred93-এর টুলে গ্রাফের ভেতরে বাংলা বর্ণমালা যে ঠিকভাবে আসছে না, সেটি রেন্ডারিংয়ের সমস্যা। আপনার লিংকের সমস্যাটা হয়েছে এনকোডিংয়ের সমস্যার কারণে। সাধারণত একটি ক্যারেক্টার এক বাইট হওয়ার কথা, কিন্তু ইউনিকোড থেকে পিএইপি-এ এনকোড হতে গিয়ে বাংলা ক্যারেক্টারের বাইটের পরিমাণে সাদৃশ্যতা থাকছে না (বেড়ে যাচ্ছে), তাই ঠিকভাবে এনকোডিং হচ্ছে না। এর ফলে কিছু পিএইচপি ফাংশন কাজ করছে না, যার মধ্যেই আপনার সমস্যাটি। আর আপনার বাংলাটি ইউনিকোডেই লেখা। এই লিংকটা দেখতে পারেন। — তানভিরআলাপ১১:৫৪, ১৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ সবাইকে। আমি বাংলা ভাষায় সব কিছু দেখতে চাই তাই বাংলা উইকিতে কাজ করি। একাউন্ট খোলার সময় ভেবেছিলাম বাংলার জন্য কাজ করবো এবং বাংলায় কাজ করব। সেই চিন্তা থেকেই বাংলা উজার নেম দেয়া। তানভির ভাইয়ের দেয়া শেষের লিংকটা কাজ করছে। এই ব্যপারটা নিয়ে আলোচনা করে নিজেকে ছোট বলে মনে হচ্ছে কারন বারবারই মনে হচ্ছে শুধু এডিট সংখ্যা নিয়েই বোধহয় আমি চিন্তিত। এটা আসল নয়, আমি বাংলায় লিখলাম বলে সমস্যা হবে কেন তার উত্তর খোঁজার চেষ্টা করলাম। আর আমি বাংলা উইকিতে একবছরের বেশি সময় ধরে আছি কখনই তো এই সমস্যা হয় নি! গত ৪-৫ দিন থেকে সমস্যা হচ্ছে, সমস্যা যদি হবে তো প্রথম দিন থেকেই হওয়া উচিত ছিল। যাই হোক বাংলা উজার নেম ব্যবহার করার জন্য যাতে ভবিষ্যতে আর কোন সমস্যায় পড়তে না হয় তাই রাগিব ভাইকে অনুরোধ করছি ইংরেজী করে দিতে (Moniruzzaman)। এতে যদি আমার পূর্ববর্তী রেকর্ড মুছে যায় তাও সমস্যা না তবে এক্ষেত্রে আমাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে কিনা তা জানালে ভাল হয়। সবাই ভালো থাকবেন। --মনিরুজ্জামান (আলাপ) ১২:৩২, ১৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
মনিরুজ্জামান ভাই, নাম পরিবর্তনের জন্য উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় আবেদন রাখুন (রেকর্ড রাখার উদ্দেশ্যে)। ইংরেজি Moniruzzaman ইউজারনেমটি রেজিস্টার্ড তাই আপনি সহজে এটি নিতে পারবেন না। আপনি এর বদলে অন্য কোনো ইউজার নেম, বা এর সাথে কোনো অতিরিক্ত ক্যারেক্টার বা নম্বর বসিয়ে নিতে পারেন। নাম পরিবর্তন করলে আপনার সম্পাদনা সংখ্যাও নতুন নামে ট্রান্সফার হয়ে যাবে, ও এই ব্যবহারকারী পাতাটা নতুন ব্যবহারকারী পাতায় পুনর্নির্দেশিত হবে, তাই চিন্তার কোনো কারণ নেই। সেই সাথে পাসওয়ার্ড ও ইজার সেটিংসও আগের মতোই থাকবে। :) — তানভিরআলাপ১৩:১০, ১৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]


নাম পাল্টে দেয়া হলো। এখন, ১) লগ আউট করেন ২) নতুন নামে, আগের পাসওয়ার্ডে লগইন করেন। ৩) নাম পাল্টানোতে আপনার গ্লোবাল একাউন্ট আগে যা একীভূত করেছিলেন, তা আর নাই, তাই "আমার পছন্দ"তে গিয়ে আবার সেটা একীভূত করে নিন। এখন ইংরেজি বাংলা সব উইকিতেই আপনি নতুন নামে ঢুকতে পারবেন। --রাগিব (আলাপ | অবদান) ১৫:৪১, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ রাগিব ভাই। --মনিরুজ্জামান (আলাপ) ১৫:১৫, ২১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]


Admin দের দৃষ্টি আকর্ষন করছি[সম্পাদনা]

নাম পরিবর্তনের পর আমি WikiMonir নামে লগইন করে ইংরেজী উইকিতে যেতে পারছি না, কমন্সেও লগআউট দেখাচ্ছে। ইংরেজী উইকির ব্যপারটা আমি আগেও দেখেছি, কোন পাতায় সম্পাদনা করছি তার ইংরেজি পাতায় গেলে লগআউট হয়ে যায়। অথচ আগের নামে এই সমস্যা ছিল না। আমি যেহেতু বাংলা উইকিতে কাজ করি তাই ভেবেছিলাম ইংরেজীতে লগ আউট দেখেলে সমস্যা কি? কিন্তু আজকে দেখছি কমন্সেও লগআউট দেখাচ্ছে এবং এই নাম ও পাসওয়ার্ডে সাইন ইন হচ্ছে না। বাংলা উইকিতে কোন সমস্যা হচ্ছে না। আমি কিছু ছবি আপলোড করব জলদি সমাধান চাইছি। --মনিরুজ্জামান (আলাপ) ১২:০১, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার নতুন নামটি একত্রিতকরণ হয়নি। সেই জন্য এখানে ক্লিক করুন। ‍‍— তানভিরআলাপ১২:০৯, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
তানভির ভাই ধন্যবাদ, কি করতে যে কিরলাম কিছুই বুঝলাম না!! এই পাতাটি আসছে দেখবেন একটু। --মনিরুজ্জামান (আলাপ) ১২:৩০, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিকই তো আছে! এই পাতাটি লিস্ট দেখাচ্ছে কোন কোন উইকিপিডিয়ায় আপনার এই অ্যাকাউন্টটি একত্রিত করা হয়েছে সেটা। এখন কী ঐ উইকিগুলোতে লগ-ইনে কোনো সমস্যা হচ্ছে? — তানভিরআলাপ১২:৩৩, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকি মিডিয়ায় ঠিক আছে, ইংরেজী উইকিতে হচ্ছে না। সম্ভবত পাসওয়ার্ড দিতে ভুল করেছিলাম। আমি দেখতেছি সমস্যা কি। আপনাকে অনেক ধন্যবাদ।--মনিরুজ্জামান (আলাপ) ১২:৪০, ২ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

মনিরুজ্জামান ভাই, শেষ পর্যন্ত কী ইংরেজি উইকিপিডিয়ায় লগ-ইন করতে পেরেছিলেন? — তানভিরআলাপ০৫:১৫, ৩ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
নারে ভাই পারি নাই, বার বার এই শব্দচাবি দ্বারা কোন অ্যাকাউন্ট নিশ্চিত করা সম্ভব নয় এই লেখা দেখাচ্ছে। সম্ভবত প্রথমবার পাস ওয়ার্ড ভুল দিছিলাম।--মনিরুজ্জামান (আলাপ) ০৮:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
WikiMonir ব্যবহারকারী নামের জন্য বাংলা উইকিপিডিয়ায় যে পাসওয়ার্ড ব্যবহার করেন, ইংরেজি উইকিপিডিয়াতেও পাসওয়ার্ড সেটাই হওয়ার কথা। আপনি ঠিক করে পাসওয়ার্ড দিয়ে দেখুন তো। — তানভিরআলাপ০৯:০২, ৩ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
কালকে থেকে এই কাজই করছি। আর ভাল লাগছে না। ইংরেজীতে না হলে দরকার নাই। লগ-আউট করে আবার লগইন করেছি বাংলায় হয়েছে কিন্তু ইংরেজিতে হয় না। আসল ব্যপার হল ইংরেজী একাউন্টটি একীভুতই করা যাচ্ছে না। একত্রীকরন না হলে তো আসার কথাও না। একত্রী করনের পাতায় যে পাসওয়ার্ড চায় সেখানে বাংলারটা দিলে উপরে যা বললাম এই লেখা দেখাচ্ছে। তানভিরকে অনেক ধন্যবাদ ব্যপারটা মাথায় রাখার জন্য। আমার চেষ্টা শেষ যদি কিছু অন্যভাবে করার থাকে তো করে দেখলে ভাল হয়। ইংরেজী উইকিতে মনিরুজ্জামান নামে ইউজার পেজও ছিল। অল্প কিছু অবদানও ছিল বোধ হয়। না হলেও সমস্যা নয় আমার প্রধান চিন্তা বাংলা উইকি নিয়ে। যতটুকু কাজ করি এখানেই করি এবং করব। --মনিরুজ্জামান (আলাপ) ০৯:২১, ৩ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার সমস্যাটা ধরতে পেরেছি মনিরুজ্জামান ভাই। এখানের এই এপিআই রেজাল্টটি দেখুন; WikiMonir নামটি ২০০৭-এর ২১ এপ্রিলে অন্য কেউ নিবন্ধন করেছে, তাই আপনারটা সেখানে একীভূত করার সম্ভব হয়নি। আর তার আর আপনার পাসওয়ার্ডে যেহেতু মিল নেই, তাই প্রবেশও করতে পারেননি। এখন আপনাকে ইংরেজি উইকিতে "মনিরুজ্জামান" দিয়ে কাজ চালাতে হবে, নতুবা অন্য নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে। — তানভিরআলাপ০২:৪১, ৪ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন[সম্পাদনা]

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir@wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২৬, ৩ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

template problem[সম্পাদনা]

এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ১৪ বছর, ৬ মাস ও ২১ দিন

টেম্প্লেট টি {{User Wikipedian For|year=2009|month=08|day=20}} সমস্যা করছে মনে হয়। --মনিরুজ্জামান (আলাপ) ০৫:৪১, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]




বাংলাকরণ[সম্পাদনা]

মনিরুজ্জামান ভাই, নিবন্ধে অংশ নেয়ায় আন্তরিকভাবে খুশী হয়েছি। বাংলা উইকির পুরনো ব্যবহারকারী হিসেবেতো আপনিও একজন। শুধু কি কপি-পেস্ট দিলেই নিবন্ধের সম্প্রসারণ হয়ে যাবে? লক্ষ্য করেছেন নিশ্চয়ই, বাংলা উইকিকে কিছুটা গ্রহণযোগ্যতার পরিবেশ সৃষ্টি করতে আন্তরিকভাবেই সচেষ্ট রয়েছি আমি। অর্থাৎ, সৃষ্ট নিবন্ধে বিশেষ কিছু অংশ বাদে তেমন ইংরেজি শব্দকে দৃশ্যমান রাখি না। সুতরাং, অনুগ্রহপূর্বক বাংলাকরণে সহায়তা করবেন বলে আশাবাদী ও নিয়মিত সৃষ্ট নিবন্ধগুলোয় অংশ নিবেন আপনারা সকলেই। ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। বোধকরি এটি আপনাকে লেখা প্রথম বার্তা! আমাদের সকলের অংশগ্রহণেই কিন্তু পূর্ণাঙ্গতা ও প্রাণ ফিরে পাবে, পাচ্ছে স্বেচ্ছাশ্রমে গড়া এ প্রাণের উইকি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১১:৩৯, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ, দাদা। আসল সমস্যা হয়েছে কি, করিতো প্রাইভেট জব। অফিসের ফাকে ফাকে একটু আদটু এডিট চালিয়ে যাই। যেমন ধরুন না এই নিবন্ধে কপি পেষ্ট করে বাংলা করা শুরু করেছি তখনই বস ডাক দিল। তারপর আর ডেস্কে বসার সময় হয় নি। এখনই আসলাম। অফিস ৫.০০ টায় শেষ তারপরও থাকতে হয়। অফিসিয়াল মেইল দিচ্ছি ফাকে উইকি। অনেকদিন ধরেই আছিতো আমি নিজেও কখনও বাংলা পাতায় ইংরেজী রাখার পক্ষপাতী না। কিন্তু বাস্তবতা তো ভিন্ন দাদা!! আশা করি ভাল থাকবেন। উইকির প্রতি আপনাদের এই টান আমাকে বারবার বিমোহিত করে, কাজ করার অনুপ্রেরনা যোগায়। --মনিরুজ্জামান (আলাপ) ১২:১৭, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, ব্যাখ্যা দেয়ায় অত্যন্ত খুশী হয়েছি। পাশাপাশি আপনার বর্তমান জীবনধারা সম্পর্কেও অবগত হলাম। আসলে কাজ করলেই কেবলমাত্র আলোচনা কিংবা সমালোচনার পরিবেশ সৃষ্টি হয়। তাছাড়া ভুল-ভ্রান্তিতো প্রত্যেকেরই থাকতেই পারে। এবার বিশ্লেষণ করুনতো সৃষ্ট নিবন্ধগুলোর মান কিরকম হচ্ছে; বিশেষ করে এডওয়ার্ড টেলার! ভাল থাকবেন। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৩:০১, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

মনির ভাই, উইকি-এডিটর HTML ট্যাগ সাপোর্ট করে। যখনই কোনো কিছু কপি-পেস্ট করবেন, সাথে সাথে পুরো পেস্টটুকুর শুরু এবং শেষে যথাক্রমে <!-- এবং --> কোড দুটো বসিয়ে দিন। এতে তা সাধারণ্যের দৃষ্টিগোচর হবে না, অথচ নিবন্ধে থাকবে। যখনই যতটুকু বাংলা করা হবে, এই ট্যাগের বাইরে নিয়ে আসবেন, ব্যস। প্রয়োগ উদাহরণ:
আমি বাংলাদেশকে ভালোবাসি এবং ... <!-- I love Bangladesh and I don't harm a single to it. --> 
 —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৪, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

সুব্রত দাদা, আপনার উইকি নিবন্ধের মান নিয়ে কথা বলা বোধ করি আমার ঠিক হবে না! আপনার অবদান নিয়ে কখনই কোন সংন্দেহ-সংশয় নেই। আমি যখন সময় পাই তখন করি এইরকম অবদানই রেখে আসছি। কিছুদিন আগে নোবেল পুরস্কার নিবন্ধটি একটু ভালভাবে করা শুরু করেছিলাম। কোডটি জানানোর জন্য মঈন ভাইকে অসংখ্য ধন্যবাদ। --মনিরুজ্জামান (আলাপ) ০৬:০৫, ১৬ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, WikiMonir। Bellayet-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:০৮, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৮, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরে আসলাম[সম্পাদনা]

গত দুই-তিন মাস বাস্তব জীবন নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এখানে আসাই হয়নি। বাংলাদেশ থেকে ভিন্ন ভাষার একটি দেশে চলে এসেছি। বাংলার প্রতি সেই আগ্রহ-ভালবাসা বাড়বে আশা করি। --মনিরুজ্জামান (আলাপ) ০৩:৪৭, ৬ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরে আসার জন্য অভিনন্দন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৩০, ৬ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
হংকং কবে গেলেন? শুনে খুব ভালো লাগলো। আপনার অবগতির জন্য জানাচ্ছি উইকিপিডিয়ানদের সবচয়ে বড় মিলনমেলা উইকিম্যানিয়া (http://wikimania2013.wikimedia.org) এবার হংকং এ অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে ইউকিম্যানিয়ায় অংশ নিতে হংকং আসছি আমি। সম্ভব হলে আপনিও যোগ দিন। আপনার সঙ্গ পেলে অবশ্যই ভালো লাগবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৩০, ১৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
তাই! অবশ্যই দেখা করা যায়। আমাকে জানাবেন। হং কং এসেছি মে মাসে। আমি আপনাকে ফেইসবুকে নক করব। --মনিরুজ্জামান (আলাপ) ২০:৩২, ১৭ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, WikiMonir। আলাপ:হুসেইন মুহাম্মদ এরশাদ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:০৪, ৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৬:০৪, ৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:১৩, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ[সম্পাদনা]

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)[সম্পাদনা]

সুপ্রিয় WikiMonir,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় WikiMonir,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় WikiMonir,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]