বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:তারেক বাবলু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছোট্ট একটি পরামর্শ

[সম্পাদনা]

সুপ্রিয় @তারেক বাবলু, উইকিপিডিয়ায় গঠনমূলক অবদান রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটি ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যখন কোন নিবন্ধ ছোট পরিসরে শুরু করবেন এবং তা পরিবর্ধনের কাজ চলমান থাকবে তখন নিবন্ধে {{কাজ চলছে}} টেমপ্লেট যোগ করে নেবেন। না হলে নিবন্ধ টহলদাতারা বিভ্রান্ত হতে পারেন এবং ছোট নিবন্ধ হিসেবে দ্রুত অপসারণ প্রস্তাবনা দিতে পারেন। আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদান্তে, Ishtiak Abdullah (আলাপ) ০৮:৫৪, ৩০ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ভুল শুধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! তারেক বাবলু (আলাপ) ১০:৪১, ৩০ এপ্রিল ২০২৫ (ইউটিসি)উত্তর দিন


"উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫" প্রতিযোগিতায় অংশ নিন এবং পুরস্কার জিতুন!

[সম্পাদনা]

প্রিয় তারেক বাবলু,

আশা করি এই ভ্যাপসা গরমেও খোশমেজাজে আছেন। পরসমাচার এই যে, বেশ কয়েকটি উইকিপিডিয়া সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা উইকিপিডিয়াতেও আজ থেকে শুরু হয়েছে উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো লিঙ্গ, যৌন ও সম্পর্ক বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট সংস্কৃতি, ইতিহাস, অধিকার, সংগ্রাম ও ইতিবাচক অবদান সম্পর্কিত বিষয়বস্তু উইকিপিডিয়াতে নথিভুক্ত করা। আপনি নতুন নিবন্ধ তৈরি বা অনুবাদ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

📅 আয়োজনের খুঁটিনাটি
  • সময়সীমা: ১০ জুন ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।
  • পুরস্কার: শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বিস্তারিত জানতে এবং অংশ নিতে এখানে দেখুন

প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক উপেক্ষিত বিষয়বস্তুকে বাংলা উইকিপিডিয়ায় তুলে ধরার মাধ্যমে বৈচিত্র্যময় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আমন্ত্রণ জানাচ্ছি।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান (Aishik Rehman)
আয়োজক, উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ (বাংলা উইকিপিডিয়া)
০৬:২৬, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:মাথিনের কূপ সম্পর্কে

[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী, আপনার তৈরি এই খসড়াটিতে গত ৫ মাসে কোনো সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে, যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ফেলে রাখা হয় তবে আগামী মাসে স১৩ ধারা অনুসারে এটিকে অপসারণ করা হতে পারে। KanikBot (আলাপ) ১৩:৫১, ২৩ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫-এ আমন্ত্রণ!

[সম্পাদনা]
এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"
এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"

সুপ্রিয় তারেক বাবলু!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫ উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয়বারের মতো ৫ – ১১ অক্টোবর ২০২৫, সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে।

এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর নিবন্ধ তৈরি ও উন্নত করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। উন্মুক্ত এই সম্পাদনাসভায় অংশ নিয়ে আপনিও বাংলা উইকিপিডিয়ার জ্ঞানভাণ্ডার সম্প্রসারণে মূল্যবান অবদান রাখতে পারেন। আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে সনদপত্র ও উইকিপদক

বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য দেখুন: আয়োজনের মূল পাতা

আপনার সম্পাদনা শুভ হোক!

শুভেচ্ছান্তে,
মহীন
আয়োজক, মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫
১১:৪৬, ৩ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা পদক ২০২৫!

[সম্পাদনা]
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ পদক ২০২৫
সুপ্রিয় তারেক বাবলু!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫-এ অংশগ্রহণপূর্বক আপনার অসাধারণ অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার নিষ্ঠা, গবেষণাশীলতা এবং সক্রিয় অবদানের স্বীকৃতিস্বরূপ এই উইকিপদক প্রদান করা হল। আশা করি, ভবিষ্যতেও বাংলা উইকিপিডিয়ায় আপনার গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত থাকবে।

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫ আয়োজক দল
মঙ্গলবার ২১:৪১, ২৮ অক্টোবর ২০২৫ (ইউটিসি)