ব্যবহারকারী আলাপ:চিথারাই মাহাতো

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

সেপ্টেম্বর ২০২২[সম্পাদনা]

হ্যালো, আমি MdsShakil। উইকিপিডিয়া আপনার-আমার মত যে কেউ লিখতে পারে, ভিন্ন ভিন্ন লোক দ্বারা লিখিত হয় বলে তাদের মতামতও ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু আমরা যথাসাধ্য চেষ্ঠা করি যে কোন নিবন্ধে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার। আপনার রঘুনাথ মাহাতো পাতায় সাম্প্রতিক সম্পাদনা আমার কাছে নিরপেক্ষ মনে হয়নি বলে, আমি তা বাতিল করেছি। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, অথবা আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৫১, ৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। আপনি ভুু কিছু করেন নি। চিথারাই মাহাতো (আলাপ) ১২:৩৬, ১৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ভুুল কিছু করেন নি। ধন্যবাদ। নমস্কার। চিথারাই মাহাতো (আলাপ) ১২:৩৭, ১৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

রঘুনাথ মাহাতো নিবন্ধের উন্নতি দরকার[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। দয়া করে রঘুনাথ মাহাতো নিবন্ধের উন্নতি করুন। বর্তমানে এটির লেখা বিশ্বকোষীয় হয়নি, বরং সাহিত্যের মতো হয়েছে। উদাহরণ দিচ্ছি, আপনি লিখেছেন:

"অনার্য সভ্যতার পালকপিতা দলমা পাহাড়ের পাদমূলে সুবর্ণরেখা এখানে রজতসূত্রের মতো প্রবাহিত। সরাইকেলা খরসাঁওয়া জেলার নিমডি প্রখন্ডের ঘুটিয়াডি গ্রামটি তখনও পল্লবঘন পলাশকানন, রাখালের খেলাগেহ। এই গ্রামের কুড়মী জাতির কাশীনাথ মাহাতো ও করমী মাহাতোর মধ্যবিত্ত পরিবারে, ২১ শে মার্চ জন্ম নিলেন রঘুনাথ, সালটা ১৭৩৮"

এই রকম সাহিত্যিক ভাষায় না দিয়ে লিখুন: "রঘুনাথ মাহাতো ১৭৩৮ সালের ২১ মার্চ সরাইকেলা খরসাঁওয়া জেলার নিমডি প্রখন্ডের ঘুটিয়াডি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতামাতার নাম কাশীনাথ মাহাতো ও করমী মাহাতো।"

অনুগ্রহ করে রঘুনাথ মাহাতো নিবন্ধের পুরো লেখার উন্নতি করুন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ০২:২৮, ৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ।
চেষ্টা করবো।
নমস্কার। চিথারাই মাহাতো (আলাপ) ০৭:৩৬, ৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
একটু দেখবেন কী? অনেকদিন হলো কিন্তু নিবন্ধটির লেখার কোন উন্নতি হয়নি। আফতাবুজ্জামান (আলাপ) ০৬:০৯, ১৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
নমস্কার। শুুভেচ্ছা নেবেন। নতুুন করে লিখতে গিয়ে অনেক ভুুল পেয়েছি। যার কারনে বেশ কিছু জায়গা ডিলেট করে দিয়েছি। আপনি তথ্যসূত্র গুুলো যদি একবার যাচাই করে নিয়ে লেখায় কোন ভুুল থাকলে সংশোধন করে দেন হলে ভালো হয়। এই অনুুরোধ করছি। ধন্যবাদ।
নমস্কার। চিথারাই মাহাতো (আলাপ) ০৮:০২, ১৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

প্রিয় চিথারাই মাহাতো,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

জুন ২০২৩[সম্পাদনা]

Hello, and welcome to Wikipedia. You appear to be engaged in an edit war with one or more editors according to your reverts at চানকু মাহাতো. Although repeatedly reverting or undoing another editor's contributions may seem necessary to protect your preferred version of a page, on Wikipedia this is usually seen as obstructing the normal editing process, and often creates animosity between editors. Instead of edit warring, please try to reach a consensus on the talk page.

If editors continue to revert to their preferred version they are likely to be blocked from editing. This isn't done to punish an editor, but to prevent the disruption caused by edit warring. In particular, editors should be aware of the three-revert rule, which says that an editor must not perform more than three reverts on a single page within a 24-hour period. While edit warring on Wikipedia is not acceptable in any amount, breaking the three-revert rule is very likely to lead to a block. Thank you. —শাকিল (আলাপ · অবদান) ১১:২৬, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil নমস্কার। চানকু মাহাতো পাতার তথ্যসূত্র গুলো আপনি নিজে যাচাই করে দেখে নিতে পারেন। আমাকে যে কারণে ব্লক করা হলো, সেই কারণটা একবার যাচাই করার অনুরোধ জানাই।
চানকু মাহাতো
ধন্যবাদ। চিথারাই মাহাতো (আলাপ) ০৮:১৭, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন![সম্পাদনা]

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৪১, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

চিথারাই মাহাতো[সম্পাদনা]

Binod Bihari Mahato আপনি ইংরেজি নিবন্ধ থেকে অনুচ্ছেদ গুলো বাংলা অনুবাদ করুন। রচনাশৈলী নির্দেশনা অনুযায়ী লেখুন। আমার কোনে অনুবাদ ভুল হলে সেটা সংশোধন করতে পারেন। ধন্যবাদ। মো. জনি হোসেন (আলাপ) ১২:১১, ১৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

পশুপতি প্রসাদ মাহাতো পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার স১২ অনুচ্ছেদের অধীনে করা হয়েছে, কারণ পাতাটি সন্দেহাতীতভাবে কপিরাইট লঙ্ঘন করে। পাতাটি সরাসরি https://www.anandabazar.com/editorial/special-article-on-anthropologist-pshupatiprasad-mahato-1.1066060 থেকে অনুলিপি করা হয়েছে। আইনি কারণে, আমরা অন্য ওয়েবসাইট বা মুদ্রিত উপাদান থেকে নেওয়া কপিরাইটযুক্ত পাঠ্য বা চিত্র গ্রহণ করতে পারি না এবং ফলস্বরূপ, আপনার সংযোজন মুছে ফেলা হয়েছে। আপনি তথ্যের উৎস হিসেবে অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য মুদ্রিত উপাদান ব্যবহার করতে পারেন, কিন্তু বাক্যের উৎস হিসেবে নয়। মনে রাখবেন: উৎসের লেখাটি পড়ে আপনার নিজের ভাষায় লিখুন। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয় এবং ক্রমাগত লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে অবরুদ্ধ করা হবে

যদি বাহ্যিক ওয়েবসাইট বা চিত্রটি আপনার হয়, এবং আপনি যদি উইকিপিডিয়াকে সাইটটির পাঠ্য বা চিত্র ব্যবহার করার অনুমতি দিতে চান - অর্থাৎ অন্য লোকেদের যে কোনওভাবে এটি ব্যবহার করার অনুমতি দিতে চান - তাহলে আপনাকে অবশ্যই উইকিপিডিয়ার উইকিপিডিয়া:কপিরাইটযুক্ত উপকরণ দানকরণ পাতায় ব্যাখ্যা করা প্রক্রিয়াগুলির মধ্যে একটি দ্বারা বাহ্যিকভাবে তা যাচাই করতে হবে। আপনি যদি মালিক না হন তবে আপনাকে যদি অনুমতি থাকে, তবে একই নিয়ম প্রযোজ্য। আপনি যদি মালিক না হন এবং আপনার অনুমতি না থাকে, তাহলে আপনি কীভাবে এটি পেতে পারেন তার জন্য উইকিপিডিয়া:কপিরাইট অনুমতির অনুরোধ দেখুন। আপনি আরও তথ্যের জন্য উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা দেখতে পারেন অথবা এখানে প্রশ্ন করতে পারেন।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, উইকিপিডিয়া:অপসারণ পর্যালোচনা পাতায় একটি আলোচনা শুরু করতে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ০৬:৫৫, ২৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil নমস্কার, আপনি পশুপতি প্রসাদ মাহাতো পৃষ্ঠাটি পুনরায় রিস্টোর করে দিন। আমি পুরোটা নতুন করে লিখে নেবো। কিছু সময় দিন। ধন্যবাদ। চিথারাই মাহাতো (আলাপ) ০৭:৪৪, ২৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
কপিরাইট জনিত কারণে অপসারিত পাতা পুনরুদ্ধার করা যাবে না —শাকিল (আলাপ · অবদান) ০৯:০২, ২৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil আপনি আগে কোনো রকম সতর্কতা জারি না করেই সরিয়ে দিয়েছেন। অনেক ক্ষেত্রেই আলাদা ভাবে লেখা ছিলো। যেটা আপনি ভালো করে লক্ষ্য করেন নি। চিথারাই মাহাতো (আলাপ) ০৯:১০, ২৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
পাতাটি দ্রুত অপসারণের বিচারধারার স১২ অনুচ্ছেদের অধীনে অপসারণ করা হয়েছে, এইরূপ ক্ষেত্রে কোন প্রকার পূর্ব সতর্কতা দেওয়া হয় না —শাকিল (আলাপ · অবদান) ০৯:১৬, ২৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী পাতা স্থানান্তর[সম্পাদনা]

অনুগ্রহ করে নিজের ব্যবহারকারী পাতা স্থানান্তর করবেন না। আপনি যদি আপনার ব্যবহারকারী নাম পরিবর্তন করতে চান, তবে উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় আবেদন করুন। ধন্যবাদ। Yahya (আলাপ) ০৯:৩২, ২৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

পশুপতি প্রসাদ মাহাতো নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

পশুপতি প্রসাদ মাহাতো নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/পশুপতি প্রসাদ মাহাতো পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —শাকিল (আলাপ · অবদান) ১৫:৪০, ২৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil ডঃ পশুপতি প্রসাদ মাহাতোর জীবনী পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, কুড়মালি বিভাগে। চিথারাই মাহাতো (আলাপ) ১৬:৪১, ২৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil এই নিবন্ধটি সরানোর কারণগুলো কি কি? চিথারাই মাহাতো (আলাপ) ১৬:৪৩, ২৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
চিথারাই মাহাতো, আপনার বক্তব্য, যুক্তিতর্ক দয়া করে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/পশুপতি প্রসাদ মাহাতো পাতায় প্রদান করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৭, ২৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ধন্যবাদ। চিথারাই মাহাতো (আলাপ) ১৬:৫৩, ২৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান @MdsShakil নমস্কার। কোনো আলোচনা ছাড়াই পশুপতি প্রসাদ মাহাতোর পৃষ্ঠাটি অপসারণ কেন করা হলো? স্যার, একটু দেখবেন। আমি আলোচনা পৃষ্ঠায় আলোচনা করেছিলাম। বদলে কেউ সেই আলোচনায় অংশগ্রহণ না করে সরাসরি পাতাটিকে অপসারণ কেন করা হলো? জানতে চাই।
ধন্যবাদ। চিথারাই মাহাতো (আলাপ) ০৯:৪১, ২৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
এব্যাপারে আপনি অপসারণকারী প্রশাসককে জিজ্ঞাসা করতে পারেন —শাকিল (আলাপ · অবদান) ১২:৫২, ২৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil অপসারণকারী প্রশাসক কে? আমি কিছু দেখতে পাচ্ছি না। চিথারাই মাহাতো (আলাপ) ১৪:১৭, ২৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@চিথারাই মাহাতো এটা আসলে ২৭ কে ১৭ ডিসেম্বর ভেবে ভুল করে করা হয়েছে। আমি সবগুলো প্রস্তাবনা আলাদা আলাদা ট্যাবে ওপেন করে যখন একটা একটা দেখছিলাম তখন এরকম ভুল হয়েছে। যাইহোক, আমি প্রস্তাবনাটি খুলে দিচ্ছি এবং পাতাটি পুনরুদ্ধার করছি। আলোচনা সাধারণত ৭ দিন ধরে চলে তবে এ পাতার জন্য আরও একদিন বাড়ানো যেতে পারে। সকলকে ধন্যবাদ এবং অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখপ্রকাশ করছি।-- Aishik Rehman (আলাপ) ০৫:১১, ২৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Aishik Rehman ধন্যবাদ। চিথারাই মাহাতো (আলাপ) ০৯:৩০, ৩০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ডিসেম্বর ২০২৩[সম্পাদনা]

আপনাকে সকপাপেট্রির জন্য সন্দেহ করা হচ্ছে, এরমানে হলো কেও সন্দেহ করেছে আপনি অবৈধ উদ্দেশ্যে একাধিক উইকিপিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করছেন। সম্পর্কিত প্রমাণ দেখার জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/চিথারাই মাহাতো দেখুন। এই পাতায় প্রতিক্রিয়া জানানোর পূর্বে এই সম্পর্কিত নির্দেশনাবলীর সাথে আপনি পরিচিত কিনা তা নিশ্চিত হয়ে নিন। আপনাকে ধন্যবাদ। Yahya (আলাপ) ২০:২৪, ২৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@Yahya আমার অ্যাকাউন্ট আছে তো। আমি অন্যদের সম্পূ্র্ণ আলাদা। আমার সাথে কারোর কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ আপনাকে। চিথারাই মাহাতো (আলাপ) ০৩:০৪, ৩০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]