ব্যবহারকারী আলাপ:আকাশ নাথ সরকার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় আকাশ নাথ সরকার,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

জিজ্ঞাসা[সম্পাদনা]

দাদা আপনি চাঁদখালি হল্ট রেলওয়ে স্টেশন কে মাতলা হল্ট রেলওয়ে স্টেশন শিরোনামে স্থানান্তর করেছেন। আপনি কোনও কারণ উল্লেখ করেন নি। তাই জিজ্ঞাসা, স্টেশনটির নাম কী পরিবর্তন হয়েছে? আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৬, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যাঁ, দাদা আপনি ঠিকই ধরেছেন। আজ অর্থাত 15 আগস্ট 2022 থেকে চাঁদখালি হল্ট রেলওয়ে স্টেশনটির নাম পরিবর্তিত হয়ে মাতলা হল্ট রেলওয়ে স্টেশন হয়েছে। উদাহরণ স্বরূপ নিম্নলিখিত রেফারেন্স দুটি দেখতে পারেন:-

আকাশ নাথ সরকার (আলাপ) ১৯:১৪, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা। তাহলে ঠিক আছে। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩২, ১৫ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

গুরুত্বপূর্ণ-বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের অনুপস্থিত নিবন্ধ[সম্পাদনা]

দাদা শুভেচ্ছা নিন। এখানে ভারতীয় ব্যক্তিদের কয়েকটি লিঙ্ক দিয়েছি যারা এই পুরস্কারগুলি পেয়েছেন কিন্তু বাংলা উইকিতে এখনো তাদের নিবন্ধ তৈরি হয়নি: ১. পদ্মবিভূষণ ২. পদ্মভূষণ ৩. পদ্মশ্রী। সম্ভব হলে এর মধ্যে ২-৪টি যা পারেন তৈরির চেষ্টা করতে পারেন :) আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৮, ১৬ জুলাই ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব[সম্পাদনা]

আমি দেখলাম আপনি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ইতিহাসকে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব-এ পুনর্নির্দেশ দিয়েছেন। মোহনবাগান_অ্যাথলেটিক_ক্লাব#ইতিহাস অংশে বিস্তারিত ইতিহাস নেই, যেমনটি en:Mohun_Bagan_AC#History অংশে রয়েছে। আপনাকে আমি ইংরেজি উইকি থেকে অনুবাদ করে বাংলাটি সম্প্রসারণ করতে আহ্বান করব। অনুগ্রহ করে সাহায্য করুন, যেমনভাবে আপনি ইংরেজি উইকিতে প্রায় হাজারের উপর সম্পাদনা করেছেন, বাংলা উইকির উন্নতিতে ভারতীয় বাঙালিদেরও সাহায্য প্রয়োজন :) আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

পারবেন কী দাদা? আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৫, ২০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়া আন্দোলন সনদ সংক্রান্ত আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ (১)[সম্পাদনা]

প্রিয় আকাশ নাথ সরকার, আশা করি ভালো আছেন। আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে, আন্দোলন সনদ খসড়া প্রণয়ন কমিটি (MCDC) বর্তমানে আন্দোলন সনদের খসড়া অধ্যায় সম্পর্কে বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা উইকিমিডিয়ানদের সম্প্রদায়ও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে সুচিন্তিত প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এই লক্ষ্যে আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় (ভারতীয় সময় ৭:৩০) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উইকিমিডিয়া আন্দোলন সনদ তথা মুভমেন্ট চার্টারের সাথে নিজেকে পরিচিত করতে এবং প্রতিক্রিয়া, মন্তব্য ও অভিমত প্রদানের মাধ্যমে সনদ কমিটিকে সহযোগিতার জন্য আমরা আপনাকে আলোচনায় যুক্ত হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদেরকে কথোপকথনটি প্রস্তুতে সহযোগিতা করুন।

বি.দ্র.

  • আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
  • কথোপকথনের পুর্বপ্রস্তুতি হিসেবে আপনি চাইলে খসড়া সনদটি এখান থেকে পড়ে নিতে পারেন।
  • আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সম্পর্ক জানতে মেটা-পাতা দেখুন

শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সমন্বয়ক দল
১৬:৪১, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন![সম্পাদনা]

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৪০, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় আকাশ নাথ সরকার,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]