ব্যবহারকারী আলাপ:অনিন্দিতা ভট্টাচার্যী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৫:৪৯, ২৮ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অবহিতি[সম্পাদনা]

সুধী, আশা করি ভালোই আছেন! লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের শুরুর দিকে বিজ্ঞান বিষয়ক এডিটাথন শুরু হলে জানাতে বলেছিলেন। একটু দেরিতে জানিয়েছি বলে দুঃখিত। বর্তমানে পদার্থবিজ্ঞান বিষয়ে এডিটাথন চলছে। আপনাকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি।—ইয়াহিয়াআলাপ১৭:৩৭, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমাকে জানানোর জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে জীবন বিজ্ঞান সম্পর্কিত এডিটাথন শুরু হলে আমাকে জানাবেন। --2409:4060:2E1C:D101:456F:5555:931:6E1D (আলাপ) ০৩:০২, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এডিটাথন[সম্পাদনা]

সুধী, জীববিজ্ঞান সম্পর্কিত এডিটাথন শুরু হয়ে গিয়েছে। অংশগ্রহণের আমন্ত্রণ রইলো। তালিকা পাবেন এখানেইয়াহিয়াআলাপ০৬:৩৭, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আমাকে জানানোর জন্য ধন্যবাদ, আমি SARS করোনাভাইরাস নিবন্ধটি অনুবাদ করতে আগ্রহী।--অনিন্দিতা ভট্টাচার্যী (আলাপ) ১৩:৪৬, ৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@অনিন্দিতা ভট্টাচার্যী: শুরু করে দিন। নিবন্ধটি en:Severe acute respiratory syndrome coronavirus নামে ইংরেজি উইকিপিডিয়ায় আছে।—ইয়াহিয়াআলাপ১৪:০৯, ৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


আমার অনুবাদ সম্পন্ন হয়েছে কিন্তু আমি ট্যাক্সোনোমিক শ্রেণীবিভাগ যোগ করতে অক্ষম কারণ ইংরেজি উইকি পৃষ্ঠায় কোন লিংক প্রদান করা হয়নি। অনুগ্রহ করে আমাকে জানাবেন যদি আমি আরো কিছু যোগ করতে পারি। এছাড়াও, আপনি যদি মনে করেন যে এর প্রয়োজন নেই, তাহলে আপনি কি আমার অনুবাদটি জমা নিতে পারবেন? ধন্যবাদ অনিন্দিতা ভট্টাচার্যী (আলাপ) ০৪:৫০, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার পক্ষ থেকে জমা দিয়ে দিয়েছি। প্রয়োজনীয় সংশোধন করে গ্রহণ করে নিবো। নিবন্ধটি তৈরি করায় ধন্যবাদ। —ইয়াহিয়াআলাপ০৯:৩১, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক[সম্পাদনা]

লক্ষপূরণ পদক
প্রিয় অনিন্দিতা ভট্টাচার্যী,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি)

আমার এই খুদ্র প্রয়াসকে সম্মানিত করার জন্য আন্তরিক ধন্যবাদ। --অনিন্দিতা ভট্টাচার্যী (আলাপ) ১৫:০৪, ২৬ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় অনিন্দিতা ভট্টাচার্যী,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এই তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কি অনুগ্রহ করে আমাকে জানাতে পারেন যে আমি আবেদন করার যোগ্য কিনা এবং যদি উইকিমিডিয়ার বোর্ড সদস্য হই তবে আমাকে আনুমানিক কত সময় দিতে হবে? অনিন্দিতা ভট্টাচার্যী (আলাপ) ১৫:১৪, ২৬ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@অনিন্দিতা ভট্টাচার্যী: প্রার্থী হওয়ার যোগ্যতা পাবেন এখানে। বাকিটা @MdsShakil: বলতে পারবেন।— য়াহিয়া (আলাপঅবদান) - ১১:২৫, ২৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
উত্তর দেওয়ার জন্য @ইয়াহিয়া ভাইকে ধন্যবাদ। @অনিন্দিতা ভট্টাচার্যী খুবই দুঃখের সহিত জানাতে হচ্ছে আপনি নির্বাচনে অংশ নিতে বা ভোটদান করতে পারবেন না। নিয়ম অনুযায়ী একজন প্রার্থীকে প্রথমত একজন ভোটার+প্রথম সম্পাদনা ৯ জুন ২০১৯ এর পূর্বে হতে হবে। অ্যাকাউন্টের যোগ্যতা সরঞ্জামের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের বিস্তারিত এখানে পাবেন। আরও কোন প্রশ্ন থাকলে করতে পারেন, ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১১:৩৬, ২৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আরেকটি বিষয়, আপনি চাইলে ভোট দেওয়ার সুযোগ পেতে পারেন। এইজন্য আপনাকে ৫ই জুলাইয়ের পূর্বে যেকোন উইকিতে কমপক্ষে ২২৩ টি সম্পাদনা করতে হবে —শাকিল হোসেন আলাপ ১১:৪০, ২৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]