ব্যবহারকারী:Tanay barisha/খেলাঘর/আধ্বব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টেমপ্লেট[সম্পাদনা]

স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য[সম্পাদনা]

  • জাত - ব্যঞ্জনধ্বনি / স্বরধ্বনি
  • বায়ু সঞ্চালক এবং অভিমুখ - ফুসফুস / স্বরতন্ত্রি / স্নিগ্ধতালব্য, বহির্গামী / অন্তর্গামী, ফুসফুসনির্গত, শীৎকার / অন্তঃস্ফোটী / বহিঃস্ফোটী
    • ফুসফুসীয় বহির্গামী বায়ু - উচ্চারণের সময়ে বায়ু ফুসফুস থেকে উৎপন্ন হয়ে কন্ঠনালী হয়ে বাইরের দিকে বেড়িয়ে আসে
    • স্বরতন্ত্রীয় বহির্গামী বায়ু (বহিঃস্ফোটি) - উচ্চারণের সময়ে স্বরপথ সম্পূর্ণ বন্ধ করে স্বরযন্ত্রকে উপরের দিকে ঠেলে দিলে উর্ধ্বকন্ঠের অভ্যন্তরীন বায়ু প্রবাহ ঘনীভূত হয়ে মুখ বা নাসিক পথ দিয়ে বেরিয়ে যায়
    • স্বরতন্ত্রীয় অন্তর্গামী বায়ু (অন্তঃস্ফোটি) - উচ্চারণের সময়ে স্বরপথ সম্পূর্ণ বন্ধ করে স্বরযন্ত্রকে নীচে নামিয়ে দিলে উর্ধ্বকন্ঠের অভ্যন্তরীন বায়ু প্রবাহ পাতলা হওয়ার ফলে মুখ বা নাসিক পথ দিয়ে বায়ু ভেতরে প্রবেশ করে
    • স্নিগ্ধতালব্যীয় বহির্গামী বায়ু - স্নিগ্ধতালুতে সম্পূর্ণ অবরোধ করে জিভের পশ্চাৎভাগ গলার দিকে নামিয়ে আনার ফলে অভ্যন্তরীন বায়ু পাতলা হয়ে যাওয়ার ফলে বাইরে থেকে শ্বাসবায়ু ভিতরে প্রবেশ করে
  • বায়ুপথ - মৌখিক (পার্শ্বিক / কেন্দ্রিক) / নাসিক
    • মৌখিক - উচ্চারণের সময়ে বায়ু শুধুমাত্র মুখ দিয়ে নিঃসৃত হয়
      • কেন্দ্রিক বা মধ্যগামী - উচ্চারণের সময়ে বায়ু মুখ দিয়ে জিভের মধ্যবর্তী রেখা ধরে সোজা যাতায়াত না করে জিভের ডান বা বাম বা উভয় প্রান্ত দিয়ে প্রবাহীত হয়
      • পার্শ্বিক - উচ্চারণের সময়ে বায়ু মুখ দিয়ে জিভের মধ্যবর্তী রেখা ধরে সোজা যাতায়াত করে
      • Because the sound is not produced with airflow over the tongue, the central–lateral dichotomy does not apply
    • নাসিক - উচ্চারণের সময়ে বায়ু নাকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়
  • উচ্চারণরীতি - বাধার মাত্রাভেদ অনুযায়ী
    • স্পর্শ - উচ্চারণের সময়ে মুখের বিভিন্ন উচ্চারকগুলি অথবা স্বরতন্ত্রিদ্বয়গুলি পরস্পরের সঙ্গে মিলিত হয়ে বায়ুপথে ক্ষণকালের জন্য হলেও সম্পূর্ণ বাধা সৃষ্টি করে
    • উষ্ম - উচ্চারণের সময়ে মুখের বিভিন্ন উচ্চারকগুলি অথবা স্বরতন্ত্রিদ্বয়গুলি পরস্পরের খুব কাছাকাছি এসে ঘর্ষণ সৃষ্টি করে
    • তাড়নজাত - উচ্চারণের সময়ে শ্বাসবায়ু উচ্চারকগুলির উপর দিয়ে প্রবাহিত হলে সেগুলি উচ্চারণস্থানের সংস্পর্শে এসে একবার কম্পিত হয়
    • কম্পনজাত - উচ্চারণের সময়ে শ্বাসবায়ু উচ্চারকগুলির উপর দিয়ে প্রবাহিত হলে সেগুলি বারংবার উচ্চারণস্থানের সংস্পর্শে এসে স্পন্দন বা কম্পন সৃষ্টি করে
    • নৈকট্য - উচ্চারণের সময়ে মুখের বিভিন্ন উচ্চারকগুলি অথবা স্বরতন্ত্রিদ্বয়গুলি পরস্পরের সঙ্গে মিলিত হয় না এবং কোনও প্রকার বাধা বা ঘর্ষণ সৃষ্টি করে না
    • ঘৃষ্ট - শ্বাসবায়ুর গতিপথে প্রথমে স্পর্শধ্বনির মত পূর্ণ বাধার সৃষ্টি হয় এবং ক্ষণকাল পরেই সেই বাধা কমে উষ্মধ্বনির মত আংশিক বাধায় পরিণত হয়
  • উচ্চারণস্থান
সক্রীয় উচ্চারক নিষ্ক্রীয় উচ্চারক
উভয়ৌষ্ঠ্য নিম্নৌষ্ঠ উর্ধ্বৌষ্ঠ
দন্তৌষ্ঠ্য নিম্নৌষ্ঠ উর্ধ্ব দন্ত
জিহ্বৌষ্ঠ্য জিহ্বা ফলক উর্ধ্বৌষ্ঠ
দন্ত্য জিহ্বাগ্র উর্ধ্ব দন্ত
দন্তমূলীয় জিহ্বা ফলক দন্তমূল
পশ্চাদ্দন্তমূলীয় জিহ্বা ফলক পশ্চাদ্দন্তমূল
মূর্ধন্য জিহ্বাগ্র শক্ত তালু
তালব্য পশ্চাৎ জিহ্বা শক্ত তালু
পশ্চাত্তালব্য পশ্চাৎ জিহ্বা স্নিগ্ধ তালু
অলিজিহ্ব্য পশ্চাৎ জিহ্বা আলজিহ্বা
গলনালীয় জিহ্বামূল কন্ঠনালী
অধিজিহ্ব্য স্বরযন্ত্র অধিজিহ্বা
কণ্ঠনালীয় স্বরযন্ত্র স্বরপথ

উদাহরণ[সম্পাদনা]

ঘোষ দন্তৌষ্ঠ্য নাসিক্যধ্বনি
ɱ
আধ্বব সংখ্যা115
এনকোডিং
এন্টিটি (দশমিক)ɱ
ইউনিকোড (ষটদশমিক)U+0271
এক্স-সাম্পাF
কার্শেনবমM
ব্রেইল⠖ (ব্রেইল নিদর্শন বিন্দু-235)⠍ (ব্রেইল নিদর্শন বিন্দু-134)
অডিও নমুনা
noicon

বৈশিষ্ট্য[সম্পাদনা]

ঘোষ দন্তৌষ্ঠ্য নাসিক্যধ্বনির বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:

  • জাত - ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ . . .
  • বায়ু সঞ্চালন - ফুসফুসীয় বহির্গামী, অর্থাৎ উচ্চারণের সময়ে বায়ু ফুসফুস থেকে উৎপন্ন হয়ে কন্ঠনালী হয়ে বাইরের দিকে বেড়িয়ে আসে
  • বায়ুপথ - নাসিক, অর্থাৎ উচ্চারণের সময়ে বায়ু মুখ গহ্বর ছাড়াও নাকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এবং
    • বায়ু মূলত নাসিক পথে যাওয়ার ফলে কেন্দ্রিক-পার্শ্বিক বৈপরীত্য প্রযোজ্য নয়
  • উচ্চারণ স্থান - দন্তৌষ্ঠ্য, অর্থাৎ সক্রিয় উচ্চারক হলো নিম্নৌষ্ঠ এবং নিষ্ক্রিয় উচ্চারক হলো উর্ধ্ব দন্ত
  • স্বনন প্রকার - ঘোষ, অর্থাৎ উচ্চারণের সময়ে স্বরতন্ত্রীগুলি কম্পিত হয়
{{আধ্বব বৈশিষ্ট্য
| জাত = ব্যঞ্জন
| সঞ্চালন = ফুসফুসীয় বহির্গামী
| পথ = নাসিক
| রীতি = 
| স্থান = দন্তৌষ্ঠ্য
| স্বনন = ঘোষ
}}

ভঙ্গি ও নিষ্ক্রীয় উচ্চারক এবং ফলস্বরূপ উচ্চারণস্থান[সম্পাদনা]

ইং

সম্মুখ/পশ্চাৎ → সম্মুখ পশ্চাৎ
প্রধান শ্রেণী → ওষ্ঠ্য শির্ষীয় "কন্ঠমূলীয়"
উদাত্ত/
অনুদাত্ত

সক্রীয় উচ্চারক → নিম্নৌষ্ঠ
(ওষ্ঠ্য)
জিহ্বা ফলক
(জিহ্বাফলকীয়)
জিহ্বাগ্র
(জিহ্বাশিখরীয়)
Underside of tongue
(Subapical)
জিহ্বা body
(পশ্চাজ্জিহ্ব্য)
জিহ্বামূলt
(জিহ্বামূলীয়)
স্বরযন্ত্র
(স্বরযন্ত্রীয়)
নিষ্ক্রীয় উচ্চারক
অনুদাত্ত উর্ধ্বৌষ্ঠ উভয়ৌষ্ঠ্য জিহ্বৌষ্ঠ্য
উর্ধ্ব দন্ত দন্তৌষ্ঠ্য
উদাত্ত উর্ধ্ব দন্ত অন্তর্দন্ত্য দন্ত্য
উর্ধ্ব দন্ত/দন্তমূল দন্ত-দন্তমূলীয়
দন্তমূল জিহ্বাফলকীয় দন্তমূলীয় জিহ্বাশিখরীয়-দন্তমূলীয়
দন্তমূলের পশ্চাৎভাগ
(পশ্চাদ্দন্তমূলীয়)
তালুদন্তমূলীয় জিহ্বাশিখরীয় মূর্ধন্য দন্তমূলীয়-তালব্য
শক্ত তালু (অগ্রভাগ) মূর্ধন্য তালব্য
অনুদাত্ত স্নিগ্ধ তালু পশ্চাত্তালব্য
আলজিভ অলিজিহ্ব্য
কন্ঠনালী গলনালীয় অধিজিহ্ব্য-গলনালীয়
অধিজিহ্বা অধিজিহ্ব্য
স্বরপথ কণ্ঠনালীয়