ব্যবহারকারী:Salim Ahmed Kawsar/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

★ছড়া কবিতা★

শরৎ এলো

__সেলিম আহমদ কাওছার

শরৎ এলো তাই

আকাশটা নীল

ঝাঁকে ঝাঁকে সাদা বক

উড়ছে বর্ণিল।

শরৎ এলো তাই

ফুটলো কাশফুল

নদীর তীরে সে,

খায় যে সদা দোল।

শরৎ এলো তাই

শিশির ভেজা ধান

রোজ সকালে পাখি

গেয়ে যায় গান।

লাল-সাদা শাপলা

রঙিন করে বিল,

সুর্য কিরণ তাতে

করে ঝিলমিল।

দূর্বাঘাসের মাঝে,

শিশির বিন্দু  জল

রৌদ্রে নদীর পানি,

করে টলমল।

নুপুর পায়ে মেয়ে,

খোঁপায় পদ্মফুল

হাসনাহেনার ঘ্রাণে

আনন্দে বিপুল।

হিমেল হাওয়ার তালে

পাল নৌকায় চলে

যাচ্ছে নববধূ

রসের কথা বলে।।[১]

  1. "আল কুরআন - সেলিম আহমদ কাওছার"www.bangla-kobita.com। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৪