ব্যবহারকারী:Riasarkar199273/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোরামঙ্গলা

কোরামঙ্গলা ভারতের ব্যাঙ্গালোর শহরের একটি অঞ্চল। এই অঞ্চলটি শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। আশেপাশের জায়গার মধ্যে এটি বৃহত্তম। এই জায়গাটি শহরের বাসিন্দাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। কোরামঙ্গলা আটটি ভাগে ভাগ করা, যেটা ছড়িয়ে আছে ১৮০০ একর জুড়রে। নম্বর ১ থেকে ৪ আর ৫ থেকে ৮ ইনার রিং রোড দ্বারা বিভক্ত, যা ডোমলুর অঞ্চলের দিকে যায়। কোরামঙ্গলা থেকে ব্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব ৪১.৩ কিলোমিটার। এই অঞ্চল থেকে শহরের প্রধান ট্রেন স্টেশন ম্যাজেস্টিকের দূরত্ব ১০.৯ কিলোমিটার।

তথ্যসূত্র[সম্পাদনা]