ব্যবহারকারী:Rakib2766/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম এবং পরিচয়:[সম্পাদনা]

মোঃ রফিকুল ইসলাম, এটা হল আমার খাতা-কলমে এবং সার্টিফিকেটের নাম। আমাকে সবাই ডাকনাম রাকিব হিসেবেই চিনে। আমি একজন বাংলাদেশী নাগরিক এবং আমার জন্ম বাংলাদেশে। আমার গ্রামের নাম শাজাহানপুর[১] এবং জেলা বগুড়া[২]। আমি গ্রামে থাকি এবং এখানে থেকে কলেজ ও বিভিন্ন জায়গায় যাতায়াত করি।



Rakib2766/খেলাঘর
জন্ম
রাকিব

(1997-03-15) ১৫ মার্চ ১৯৯৭ (বয়স ২৭)
সাজাপুর সোনারপাড়া, মাঝিড়া, শাজাহানপুর উপজেলা, বগুড়া , বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনসরকারি আজিজুল হক কলেজ
পেশাছাত্র এবং ফ্রীলান্সার






পেশা:[সম্পাদনা]

আমি একজন ছাত্র, আমি বর্তমানে অনার্স[৩] ৩য় বর্ষে উঠলাম। আমি ভূগোল ও পরিবেশ[৪] বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করছি। আমি লিখাপড়ার পাশাপাশি Freelancing[৫] করি। ফ্রীল্যান্স করে আমি আমার লিখাপড়া এবং আমার হাত খরচ চালাই। এ ছাড়া আমার আর অন্য করে তেমন শখ নেই। আমি একটু অলস প্রকৃতির মানুষ সেজন্য আমি তেমন পরিশ্রমের কাজ করিনা।


খেলাধুলা:[সম্পাদনা]

খেলাধুলার মধ্যে ক্রিকেট আমার সবচেয়ে প্রিয় খেলা। এ ছাড়াও ফুটবল, ব্যাটমিন্টন, ভলিবল, ক্যারাম ইত্যাদি খেলার মৌসমে খেলে থাকি। খেলোয়াড় স্তর নির্বাচন করলে আমি মিডিয়াম থেকে একটু উপরের স্তরের খেলোয়াড়।


লেখাপড়া:[সম্পাদনা]

লেখাপড়ার সময় ও রেজাল্ট
বছর পরীক্ষার নাম রেজাল্ট
২০০৬ প্ৰাথমিক পাস প্রথম শ্রেণী
২০০৯ জেডিসি পরীক্ষা ৩.৭৮ (জিপিএ)
২০১২ এসএসসি পাস ৪.১৮ (জিপিএ )
২০১৬ এইসএসসি পাস ৪.১২ (জিপিএ)
২০১৮ অনার্স ২য় বর্ষ ফলাফল প্রকাশ হয়নি

রেফারেন্স তালিকা:[সম্পাদনা]

  1. "শাজাহানপুর উপজেলা"উইকিপিডিয়া। ২০১৮-১০-২০। 
  2. "বগুড়া"উইকিপিডিয়া। ২০১৮-১২-২৩। 
  3. "সরকারি আজিজুল হক কলেজ"উইকিপিডিয়া। ২০১৮-১১-০২। 
  4. "ভূগোল"উইকিপিডিয়া। ২০১৮-০৮-১৪। 
  5. "Freelancer"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-৩০। 


বাহ্যিক লিঙ্ক:[সম্পাদনা]

  • Upwork profile link: → Here