ব্যবহারকারী:Mustafiz3560

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজ শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Mustafiz3560
— উইকিপিডিয়ান —
আমার সম্পর্কে
পুর্ণ নামঃ- মুস্তাফিজুর রহমান
ডাক নামঃ- মুস্তাফিজ
জন্ম তারিখঃ- ২২ ডিসেম্বর ১৯৯৫
জন্মস্থানঃ- শৈলকুপা, ঝিনাইদহ, বাংলাদেশ
জাতীয়তাঃ- বাংলাদেশি (জন্মসূত্রে)
রক্তের গ্রুপঃ- ও পজেটিভ (O+)
ভাইবোনঃ- ২ ভাই (বড় ভাই মাহফুজ)
অবস্থানঃ-   ছোট
স্থায়ী ঠিকানাঃ- মীনগ্রাম, আবাইপুর,শৈলকুপা,ঝিনাইদহ,বাংলাদেশ
শখ
  • ইন্টারনেট
  • ফেইসবুক
  • উইকিপিডিয়া
  • বই পড়া
  • গান শোনা
  • ব্যাড মিন্টন খেলা
ব্যবহারকারীর প্রিয় ব্যাক্তিত্ব মুহাম্মাদ (সঃ)
ব্যবহারকারী প্রকৃতি প্রেমী চন্দ্রনাথ পাহাড়
ব্যবহারকারী University of Chittagong একজন ছাত্র
আমার [[১]] টুইটার অ্যাকাউন্ট
আমার [[২]] ফেসবুক অ্যাকাউন্ট
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই অবদানকারী একজন পুরুষ
এই ব্যবহারকারী একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
এই ব্যবহারকারী বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা ও অনুকরণ করেন।
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ৭ বছর, ২ মাস ও ২০ দিন

মুস্তাফিজুর রহমান[সম্পাদনা]

জন্ম[সম্পাদনা]

১৯৯৫ সালের ২২ ডিসম্বর ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের মীনগ্রামে। পরিবারের দুই ভাইয়ের মধ্যে ছোট। বাবা কৃষক ছিলেন এবং মা গৃহীনি। বড় ভাই সরকারী চাকুরীজীবি।

শিক্ষা জীবন[সম্পাদনা]

শিক্ষা জীবনের হাতেখড়ি হয় মীনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে বাবা-মা ইচ্ছায় পাঁচ পাখিয়া আলিয়া মাদ্রাসায় আবার চতুর্থ শ্রেণীতে ভর্তি হই। এরপর সেখান ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে ফরিদপুর মুসলিম মিশনে ভর্তি হই ষষ্ঠ শ্রেণীতে। তারপর মেধার ভিত্তিতে সেখানে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে প্রমোশন নিই।আমি কখনো সপ্তম শ্রেণীতে পড়িনি।সেখান দাখিল পাশ করে নিজের এলাকাই অর্থাৎ আবাইপুর যমুনা শিকদার কলেজে ভর্তি হই। সেখান থেকে এস.এইচ.সি. পাশ করে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববদ্যিালয়ে সমাজতত্ত্ব বিভাগে অধ্যায়নরত অবস্থায় আছি।

এই ব্যবহারকারী একজন বাংলাদেশী
Mustafiz3560