ব্যবহারকারী:Mouryan/বাংলা পক্ষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা পক্ষ
বাংলা পক্ষের লোগো
প্রতিষ্ঠাস্থানকলকাতা
ধরনবাঙালি জাতীয়তাবাদী অসাম্প্রদায়িক অদলীয় রাজনৈতিক সংগঠন[১]
সদরদপ্তরকলকাতা
যে অঞ্চলে
ভারত
ক্ষেত্রসমূহবাঙালি জাতীয়তাবাদ[১]
দাপ্তরিক ভাষা
বাংলা
সভাপতি
পদ খালি রয়েছে
ওয়েবসাইটwww.banglapokkho.com

বাংলা পক্ষ হল একটি বাঙালি জাতীয়তাবাদী অসাম্প্রদায়িক অদলীয় রাজনৈতিক সংগঠন।[১][২] সংগঠনের মূল লক্ষ্য ভারতীয় যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা ও ভারতে বসবাসকারী সকল বাঙালির অধিকার সুরক্ষিত করা। সংগঠনটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়, পরবর্তী সময়ে সংগঠনের শাখা পশ্চিমবঙ্গের বহু জেলাতে ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে শুরু হওয়া সংগঠনটি বাংলা ভাষার প্রতি হিন্দি ভাষার আগ্রাসন[৩]এনআরসি বিষয়ক প্রচারণার মাধ্যমে পশ্চিমবঙ্গে পরিচিতি লাভ করার চেষ্টা করছে।

ইতিহাস[সম্পাদনা]

সংগঠনটি ২০১৮ সালের ৭ জানুয়ারি কলকাতাতে প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে সংগঠনটি মূলত সামাজিক মাধ্যম ভিত্তিক কর্মকাণ্ডে নিযুক্ত ছিল। পরবর্তী সময়ে বাংলা ভাষার অধিকাররে দাবিতে বিভিন্ন সরকারি দপ্তরে প্রতিবাদ করতে শুরু করে। ২০১৮ সালের এপ্রিল মাসে, বাংলা নববর্ষের দিন সামাজিক মাধ্যমে এবং ১৯ মে কলকাতা প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে বাংলা পক্ষ ৩০ দফার একটি দাবিসনদ প্রকাশ করে।[২][৪]

২০২০ সালের ১৯ জানুয়ারী কলকাতার আশুতোষ মেমোরিয়াল হলে বাংলা পক্ষের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।[৫][৬]

কর্মকাণ্ড[সম্পাদনা]

বাংলা পক্ষকে বাংলা ভাষার অধিকার ও বাঙালি জাতির অধিকাররে দাবিতে বিভিন্ন সময়ে পথসভা, বিক্ষোপ ও ডেপুটেশন জমার কাজ করেছে।[৭] পশ্চিমবঙ্গে অবস্থিত বিভিন্ন রাজ্য সরকারি ও কেন্দ্র সরকারি দপ্তর ও সংস্থায় বাংলা ভাষায় পরিষেবা প্রদানের জন্য আবেদন করেছে সংগঠনটি।[৮] এ ছাড়া ব্যাঙ্কে বাংলা চালু করা, লোকাল ট্রেনের টিকিটে বাংলা ভাষার উল্লেখ, এ সবের দাবিতে তারা সোচ্চার হয়েছে বিভিন্ন সময়ে। সম্প্রতি উঠে আসা এনআরসি ইস্যুতেও তারা বিভিন্ন জেলায় সভা সমাবেশ করছে।[৪]

সমালোচনা[সম্পাদনা]

সংগঠনের পরিচিতির সঙ্গে সঙ্গে সংগঠনটি বহু সংবাদ পত্র,[৯] রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিদ্বজনের দ্বারা সমালোচিত হয়েছে। অনেকে সংগঠনটিকে জাতি বিদ্বেষী ও ভাষা বিদ্বেষী হিসাবে উল্লেখ করেছেন।[৪][১০]

এক রাজপুত যুবকের ফেসবুকে বারবার বাঙালি বিদ্বেষী অশ্লীল মন্তব্য ও বাঙালি মেয়েদের সম্পর্কেও অত্যন্ত কুরুচিকর কথার বলার জন্য ছেলেটির কাজকে দ্ব্যর্থহীন ভাবে নিন্দা করেও যে পদ্ধতিতে ওই যুবাকে শিখা দেওয়ার ব্যবস্থা করে বাংলা পক্ষ, তার সঙ্গে সহমত নন অনেকেই। এই রকমের কয়েকটি বিষয়ে বাংলা পক্ষের বিরুদ্ধে নীতি পুলিশ বা আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পেক্ষিতে শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি এই পদ্ধতির বিরোধিতা করেও বলেন, 'আসলে যেমন ক্রিয়া, তেমনই তার প্রতিক্রিয়া হচ্ছে।' শিক্ষাবিদ মীরাতুন নাহারের বক্তব্য, 'কোনও বোধবুদ্ধিসম্পন্ন যুক্তিবাদী মানুষের পক্ষে এ জিনিস মেনে নেওয়া সম্ভব নয়।'

রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টির নেতা ও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বাংলা পক্ষকের কাজ কর্মকে তৃণমূল কংগ্রেসের রাজনীতি হিসাবে উল্লেখ করেছেন। আবার সিপিআইএম-এর নেতারা সংগঠনটির সঙ্গে তৃণমূল-বিজেপি উভয়েরই যোগ রয়েছে বলে দাবি করছেন।[১০] সিপিএম দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের কথায়, ‘‘কারা এ সব করাচ্ছে, বুঝতে একটুও অসুবিধা হওয়ার কথা নয়। যাঁরা বিভাজনের রাজনীতি করেন, তাঁরা সবাই এর নেপথ্যে রয়েছেন। এর আগে দুটো দল মিলে ধর্মের ভিত্তিতে বিভাজন ঘটাচ্ছিল। এ বার ভাষার ভিত্তিতেও বিভাজন ঘটানো শুরু হয়েছে।’’

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangla Pokkho: the outfit fighting for the rights of Bengalis"। www.telegraphindia.com/। ১৩ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  2. "বাংলা পক্ষ- ভূমিকা"www.banglapokkho.com/। বাংলা পক্ষ। ৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  3. "পশ্চিমবঙ্গে প্রবল হচ্ছে 'হিন্দির আগ্রাসন' বিরোধী প্রচারণা, রাজ্যে থাকার শর্ত 'বাংলা জানা'"। www.bbc.com/। ১৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  4. "বিশ্লেষণ: বাংলা পক্ষ কি সত্যিই তৃণমূলের বি টিম?"। bengali.indianexpress.com। ৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  5. "বাংলা পক্ষের প্রথম জাতীয় সম্মেলন উঠে এলো কিছু অজানা কথা"। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  6. "বাংলা পক্ষ"। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "Anti-Hindi movement re-surfaces in Bengal, leader says BJP's rise a threat to regional languages"। www.hindustantimes.com। ৬ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  8. "বাংলায় চাই পরিষেবা, দলবল নিয়ে ব্যাংকের দরজায় কড়া নাড়বে 'ওঁরা'!"। eisamay.indiatimes.com। ২৯ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  9. "Bangla pride vs 'Hindi-Hindu-Hindustani': In West Bengal, a new Trinamool front to counter the BJP?"। scroll.in। ১৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  10. "বাংলা-প্রেমের নামে অবাঙালি হেনস্থা, রাজ্য জুড়ে পাল্টা অসহিষ্ণুতা চর্চার চেষ্টা! উঠছে নিন্দার ঝড়"। www.anandabazar.com। ৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

[[বিষয়শ্রেণী:সংগঠন]]

বাংলা পক্ষ নামক নিবন্ধটি পুনরায় তৈরি করতে ইচ্ছে প্রকাশ[সম্পাদনা]

নমস্কার
বাংলা পক্ষ এই শিরোনামধারী নিবন্ধটি অতীতে তৈরি করা হলেও যথাযথ তথ্যসূত্রের অভাব, অনুপুযুক্ত লেখনশৈলী, অহেতুক ও অযৌক্তিক বিষয়বস্তু এমন বিভিন্ন খামতি থাকার দরুন তা যথার্থতভাবেই অপসারিত করে দেওয়া হয়। তৎসত্ত্বেও, আমি এই নিবন্ধটি সমস্ত তথ্য, যথাযথ তথ্যসূত্র, নিরপেক্ষতা আদি অবলম্বন করেই পুনরায় তৈরি করতে ইচ্ছুক। উইকিপিডিয়ায় যেকোনো কারণবশত (এক্ষেত্রে যেটা কি না ছিল পুরোপুরি ন্যায্য কারণবশতই) মুছে ফেলা নিবন্ধ আবার করে সৃষ্টির উপর কোনোধরণের বাধানিষেধ যেহেতু নেই সেহেতু আমি এই নিবন্ধটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে আগ্রহী। সম্পর্কিত বিষয়টি (নিবন্ধটি) ইতিমধ্যে সামাজিক, রাজনৈতিক মহলে যথেষ্ট উল্লেখযোগ্যও হয়েছে, কাজেই আমার বিশ্বাস উইকিপিডিয়ায় উল্লেখযোগ্যতার প্যারামিটারটি পর্যাপ্তভাবেই সার্থক করা হবে।

অশেষ ধন্যবাদ। -- Mouryan (আলাপ) ১৫:১৬, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)