ব্যবহারকারী:Meghmollar2017/খেলাঘর/বাংলা বাগধারার তালিকা (চ-ঞ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এখানে চ-ঞ পর্যন্ত ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হওয়া বাংলা বাগধারার তালিকা দেওয়া হয়েছে। লক্ষ্য করুন, এখানে বাংলা ভাষার সমস্ত বাগধারার উদাহরণ সন্নিবেশিত করা সম্ভব হয়নি। আপনি এখানে আরও বাগধারা যোগ করে সাহায্য করতে পারেন।

[সম্পাদনা]

বাগধারা অর্থ
চকচক করা
চকমকি ঠোকা ঝগড়া বাধানোর চেষ্টা করা
চক্কর মারা পাক দেওয়া বা এক পাক ঘোরা, ঘুরে যাওয়া
চক্রব্যূহ
চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জন করা স্বচক্ষে দর্শন করে শ্রুত বিষয়ের সকল সন্দেহ নিরসন করা
চক্ষু খাওয়া চক্ষু থাকতেও তার যথাযথ ব্যবহার না করা[১]
চক্ষু খুলিয়া যাওয়া অজ্ঞানতা দূর হওয়া, নানা বিষয়ে বোধোদয় হওয়া, সজাগ হওয়া, ঘুম ভাঙা
চক্ষু চড়ক গাছ হওয়া বিস্ময়াভিভূত হওয়া, বিস্ময়ে বা আতঙ্কে হতবুদ্ধি হয়ে চেয়ে থাকা
চক্ষু ছানাবড়া হওয়া অত্যন্ত বিস্ময়াপন্ন হওয়া, বিস্ময়ের আধিক্যে দৃষ্টি বিস্ফারিত হওয়া
চক্ষুদান জ্ঞানহীনকে জ্ঞান দান বা অবোধের বোধসম্পন্ন, সতর্কীকরণ, চুরি, অপহরণ
চক্ষুরুন্মীলন অন্তর্দৃষ্টির উন্মেষ
চক্ষুলজ্জা চোখে লজ্জাজনক ঠেকে এমন কিছু করতে বা বলতে সঙ্কোচবোধ বা কুণ্ঠা[১]
চক্ষুশূল দেখলে বিরক্তি জন্মে বা দেখতে ইচ্ছা হয় না এমন কিছু
চক্ষুষ্মান সত্য উপলব্ধিক্ষম, সত্যদ্রষ্টা
চক্ষুস্থির অত্যধিক বিস্ময়জনিত হতবুদ্ধিতা
চক্ষের পুতলি অত্যন্ত আদরের বা স্নেহের পাত্র
চচ্চড়ি
চটকা ভাঙা ঘোর কেটে যাওয়া, আচ্ছন্নভাব দূর হওয়া, মগ্নভাব কেটে সজাগ বা সতর্ক হওয়া
চটকাচটকি দলন, পেষণ
চটপটে চালাক-চতুর, তৎপর, দক্ষ
চটপটি পাকানো
চটাচটি বাদানুবাদ, পরস্পর ক্রোধপূর্ণ বাক্যবিনিময়
চটিতৎ অত্যন্ত ক্রুদ্ধ, খুব রাগ হয়েছে এমন
চড় মেরে ঘর অপমান বা নির্যাতন করার পর সম্মান বা আদর করা, আগে অপমান করে পরে সম্মান করা
চড়কে কাঠি পড়া কলহের সূত্রপাত হওয়া
চড়কের পিঠ যে সবই সহ্য করতে পারে
চড়কের বাদ্যি বাদ্যযন্ত্রের বিরামহীন জোরালো শব্দ, প্রচারের চেষ্টায় শোরগোল তোলা
চড়চড় করা শুষ্ক হওয়া, খড়ি ওঠা
চড়া পড়া বৈচিত্র্যহীনতার দরুণ অরুচি হওয়া
চড়াই উৎরাই
চড়ায় ঠেকা সাংসারিক টানাটানিতে পড়া বা প্রতিকূল অবস্থায় পড়ে অচলাবস্থা সৃষ্টি হওয়া, সংসারযাত্রায় কোনো বাধার সম্মুখীন হওয়া
চড়ুকে হাসি ভিতরের যন্ত্রণা চাপা দিয়ে লোক দেখানো হাসি, কৃত্রিম বা কাষ্ঠ হাসি, উচ্চ হাস্য, অট্ট হাস্য
চণ্ডাল নিষ্ঠুর প্রকৃতির, হৃদয়হীন
চণ্ডাশোক নিষ্ঠুর, নির্দয়[২]
চণ্ডিকা অতি কোপনস্বভাবা স্ত্রী
চণ্ডী অতি কোপনস্বভাবা স্ত্রী
চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই পর্যন্ত, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ উচ্চনীচ নির্বিশেষে সর্বপ্রকার কার্য
চতুর্দশ পুরুষ বহুপুরুষ
চতুর্দিক সকলদিক, সর্বদিক, সকল ব্যাপার, সব বিষয় ও সব কিছু
চতুর্মুখ অনর্গল বক্তা, বাচাল ব্যক্তি
চতুষ্পদ পশুর ন্যায় নির্বোধ
চন্দ্রবিন্দু গলাধাক্কা
চব্বিশ ঘণ্টা দিনরাত, সর্বক্ষণ, সমস্ত সময়, অবিরাম, অনবরত
চমক খাওয়া মুহূর্তের জন্য স্তম্ভিত হওয়া
চমক ভাঙা অন্যমন্সক ভাব সহসা দূর হওয়া, হঠাৎ হুঁশ হওয়া
চমকা ভাঙা চটকা ভাঙা, ঘোর কাটা, হঠাৎ আচ্ছন্নভাব কেটে চৈতন্যোদয় হওয়া, হুঁশ হওয়া
চরকি ঘোরা অবিরাম কাজ করে বা ঘুরে বেড়ানো[৩]
চরকি ঘোরানো কাউকে অনর্থক ঘুরিয়ে হয়রান করা
চরণবাবুর জুড়ি পদব্রজে গমন বা হেঁটে যাওয়ার ব্যবস্থা
চরণসেবা তোষামোদ
চরিত্র খোয়ানো/ হারানো নষ্টচরিত্র বা অসচ্চরিত্র হওয়া, চরিত্র নাশ করা, লম্পট হওয়া
চরিত্রদোষ লাম্পট্য, ব্যভিচার
চর্বিতচর্বণ, গিলিতচর্বণ একই বিষয়ের পুনঃপুন আলোচনা, পূর্বে আলোচিত বিষয়ের পুনরালোচনা, প্রতিভা ও মৌলিকতার অভাবহেতু অপরের রচনা পুনরুদ্গিরণ বা অনুকরণ[৪]
চর্ব্যচূষ্য, চর্ব্যচোষ্য নানা প্রকার উত্তম ও রসনাতৃপ্তিকর খাদ্যবস্তু
চর্মচক্ষু স্থূল চক্ষু বা দৃষ্টি, যা দিব্য চক্ষু নয়
চলতি বলতি উন্নতি, শ্রীবৃদ্ধি
চলনসই কাজ চলে এমন, নহালোও নয় মন্দও নয় এমন, মাঝামাঝি রকমের
চলবিচল এদিক ওদিক, মাত্রা অতিক্রম[৫]
চলিত ভাষা প্রচলিত আদর্শ কথ্য ভাষা, ভাষার আদর্শ প্রচলিত রূপ, প্রমিত ভাষা
চলে আসা প্রস্থান করা বা স্থান ত্যাগ করে আসা
চলে চলা দ্রুত অগ্রসর হওয়া, সত্বর পা চালানো
চশমখোর নির্লজ্জ, চক্ষুলজ্জাহীন, বেহায়া, চোখের চামড়া নেই এমন
চষে বেড়ানো তন্ন তন্ন করে খুঁজে বেড়ানো, নানা স্থানে ঘুরে বেড়ানো, প্রচুর ভ্রমণ করা, টো টো করে ফেরা
চাঁই চোর চৌর্যবৃত্তিতে যে অত্যন্ত ঝানু বা পাকা, প্রধান তস্কর
চাঁচা-ছোলা রূঢ়, স্পষ্ট, খোলাখুলি, পরিষ্কার[৬]
চাঁড়াল
চাঁদ হাতে পাওয়া আশাতীত বস্তুয় লাভ করা বা দুর্লভ জিনিস পাওয়া
চাঁদকপালি/ চাঁদকপালে ভাগ্যবান
চাঁদবদন, চাঁদমুখ চাঁদের তুল্য সুন্দর বা প্রীতিপদ মুখ বা মুখবিশিষ্ট[৬]
চাঁদমারি বিদ্রূপ বা আক্রমণের লক্ষ্য বা পাত্র
চাঁদি ফাটা ব্রহ্মতালু ফেটে যায় এমন, অত্যন্ত প্রখর বা তীব্র
চাঁদে কলঙ্ক সর্বাঙ সুন্দর বস্তুর মধ্যে সামান্য কিছু দোষ[৬]
চাঁদের কণা অতি সুন্দর বা মনোহর ব্যক্তি[৬]
চাঁদের হাট শিশুদের বা সুন্দরীদের একত্র সমাবেশ,[৬] সুখসম্পদপূর্ণ সংসার, আনন্দের প্রাচুর্য
চাকভাঙা খাঁটি ও টাটকা, সদ্য আহৃত ও নির্মল বা নির্ভেজাল
চাকরি বাকরি চাকরি বা ঐ ধরনের জীবিকা, কাজকর্ম, জীবিকার সংস্থান
চাগার দেওয়া উত্তেজিত হয়ে ওঠা, প্রবলভাব ধারণ করা, মাথা চাড়া দেওয়া, বেড়ে ওঠা
চাটনি
চাটাচাটি অন্তরঙ্গতা, অতিরিক্ত ঘনিষ্ঠতা বা মাখামাখি, দহরম-মহরম, পরস্পর পরস্পরের প্রশংসা, একে অপরের পিঠ চুলকানো[৭]
চাটি বাটি তোলা ভিটামাটি উৎসন্ন করা, স্থান ত্যাগ করে যাওয়া বা বাস উঠিয়ে নেওয়া
চাটিম চাটিম (কথা)
চাট্টিখানি, চাট্টিখানিক, চাট্টেখানি সামান্য, ছোটখাট বা অল্পস্বল্প
চাপা দেওয়া আচ্ছাদিত করা, আবৃত করা, গোপন করা, লুকানো
চাপা পড়া ঢেকে যাওয়া, আবৃত হওয়া, দৃষ্টির অন্তরালে পড়ে যাওয়া, বিস্মৃত হওয়া, স্মরণাতীত হওয়া, অনুল্লেখ্য হওয়া
চাপাচাপি পীড়াপীড়ি, বারংবার অনুরোধ, বারংবার অনুরোধ, ঢাকাঢাকি, গোপনতা, লুকোচুরি
চাপাবাজি মিথ্যা উক্তি দ্বারা প্রবঞ্চনা
চাপার জোর
চাবি তালা কুলুপ আঁটা স্থান, প্রকৃষ্টরূপে বদ্ধ কোটর[৮]
চাবুক মারা মর্মস্পর্শী তিরস্কার বা আঘাত করা, অত্যাচার করা
চামার নিষ্ঠুর, অতিশয় নির্দয়, অত্যন্ত নীচ ব্যক্তি, অতি কৃপণ
চামুণ্ডা উগ্রস্বভাবা
চার ইয়ারি
চার চোখে দেখা বিশেষ কৃপার দৃষ্টিতে দেখা
চার হাত এক করা বিয়ে দেওয়া
চার হাতে বিচারবিবেচনা ত্যাগ করে বা নির্বিচারে এবং সাপটিয়ে
চারপোয়া সম্পূর্ণ, ভরা
চারপোয়া হওয়া
চারশত বিশ, চারশ বিশ দণ্ডবিধির ৪২০ ধারার বর্ণনামতো অপরাধী, প্রতারক[৯]
চাল কমানো জীবনযাত্রার আড়ম্বরতা হ্রাস করা, খরচ কমানো, ব্যয় সঙ্কোচন করা
চাল কেটে উঠানো ভিটেমাটি উচ্ছন্ন করা, উৎসন্ন বা উদ্বাস্তু করা
চাল চালা ফন্দি খাটানো, কৌশল প্রয়োগ করা
চাল চিঁড়ে বেঁধে যাওয়া প্রয়োজনীয় সবকিছু সঙ্গে নিয়ে দূরবর্তী স্থানে যাওয়া
চাল দেওয়া মিথ্যা বড়াই করা বা বাহাদুরি করা,[৯] চালাকি খাটানো
চাল পড়া মন্ত্র বা দোয়া পড়ে ফুঁ দেওয়া চাল
চাল বাড়ানো জীবনযাত্রার মান উচ্চ করা, চলাফেরার আড়ম্বর বৃদ্ধি করা, ব্যয়বাহুল্য দ্বারা আচার ব্যবহারের পরিবর্তন ঘটানো
চাল মারা চালিয়াতি করা, বড়াই করা, ফাঁকি দেওয়া, চালাকি করা
চালকুমড়ি করা উপর থেকে নিচে গড়িয়ে দেওয়া যেভাবে চালকুমড়া গড়িয়ে পড়ে[৯]
চালকুমড়ো করা গড়ানো চালের উপর বৃদ্ধকে গড়িয়ে দিয়ে মেরে ফেলা[১০]
চালকুমড়ো গড়াগড়ি খেতের লুণ্ঠিত কুমড়ার ন্যায় গড়াগড়ি[১০]
চালচলন মতিগতি, প্রকৃতি, স্বভাব, চরিত্র
চালচিত্র হালচাল, বর্তমান পরিস্থিতির রূপরেখা
চালচুলা, চালচুলো আশ্রয় ও খাদ্য সংস্থান, আহার ও বাসের ব্যবস্থা
চালচুলা/ চালচুলো নেই বৃত্তিহীন বেকার যার ঠিকানা ও বৃত্তি নেই
চালমাৎ কৌশলে কার্যোদ্ধার হওয়া
চালশে ধরা দৃষ্টিক্ষীণতা জন্মানো[১১]
চালশে লাগা বয়সের আধিক্যবশত ক্ষীণদৃষ্টিসম্পন্ন[১১]
চালাক-চতুর চটপটে ও বুদ্ধিমান
চালাক-চোস্ত বুদ্ধিমান ও চটপটে
চালাচালি আদানপ্রদান বা আলোচনা
চালু মাল চাল-চলনে অপরকে মুগ্ধ করে আপন কার্যোদ্ধারে দক্ষ ব্যক্তি[১১]
চাষবাস কৃষিকাজ, কৃষিকর্ম দ্বারা জীবিকা নির্বাহ
চাষাড়ে অশিক্ষিত, মূর্খ, অমার্জিত, অসভ্য, গ্রাম্য, গোঁয়ার, স্থূল রকম চড়া বা উগ্র
চাষাভুষা, চাষাভুষো অশিক্ষিত সাধারণ জন, গ্রাম্য মূর্খ লোক
চিঁড়ে চ্যাপটা সম্পূর্ণ নির্জীব বা নিঃশেষে দলিত বা পিষ্ট
চিকন-চাকন সুন্দর ও সুগঠন, সুশ্রী ও মসৃণ গঠন, শোভন, সুঠাম
চিকা মারা শ্লোগান ইত্যাদি দেয়ালে মারা, ছাপমারা
চিক্কুর দেওয়া/ মারা তীব্র চিৎকার দেওয়া, আর্তচিৎকার করা
চিচিং ফাঁক (গুপ্ত বিষয়) প্রকাশিত বা উন্মোচিত
চিজ মন্দ বা অদ্ভুত লোক, ধূর্ত বা শঠ ব্যক্তি
চিড় খাওয়া ফাটা, ফাট ধরা, বিদীর্ণ হওয়ার মতো যন্ত্রণা করা
চিতপাত, চিতপটাং জব্দ বা পর্যুদস্ত
চিতিয়ে পড়া আকাশের দিকে মুখ করে পড়া
চিনির বলদ চিনি বহনকারী বলদ যেমন চিনির স্বাদ ভোগ করতে পারে না তেমনি যে ব্যক্তি পরের সুখের জন্য খাটে কিন্তু নিজের পরিশ্রমলব্ধ সম্পদ ভোগ করতে পারে না,[১২] ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়
চিন্তামণি পরম আরাধ্য
চিপটেন কাটা/ ঝাড়া বিদ্রূপসূচক মর্যাদাহানিকর উক্তি করা
চিবিয়ে কথা বলা রেখে ঢেকে কথা বলা, সব খুলে না বলা
চিবুক স্পর্শ করা আদর করে থুতনি ছোঁয়া
চিমটি কাটা ইঙ্গিত করা, বিদ্রূপ করা, টিপ্পনী কাটা
চিরনিদ্রা মৃত্যু
চিরশান্তি মৃত্যু
চিরুনি/ চিরনি তল্লাশী
চিলের ছোঁ যে খাবল বা থাবা কখনো ফসকায় না
চীনা/ চিনে জোঁক নাছোড়বান্দা, যে অভীষ্ট লাভ না করে ছাড়তে চায় না
চুঁইচুঁই/ চাঁইচুঁই করা পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া[১৩]
চুটকি লেখা বা সাহিত্য লঘু চটুল ক্ষুদ্র ও রসালো রচনা
চুনকালি কলঙ্ক, লজ্জায় বিকৃতি
চুনাপুঁটি, চুনোপুঁটি সামান্য বা কম দরের লোক
চুন্নি বিল্লি অপরাধ ধরা বিড়ালের ন্যায় অসহায় অপরাধী ব্যক্তি
চুপ করা নীরব থাকা, কথা না বলা
চুপ মারা স্বেচ্ছায় সম্পূর্ণ নীরব হওয়া
চুপটি করে/ মেরে সম্পূর্ণ নীরবে
চুপি চুপি, চুপে চুপে ফিস ফিস করে, অপরের অজ্ঞাতসারে বা অগোচরে
চুমরে কাজ হাসিল করা কথায় ভুলিয়ে কাজ আদায়
চুম্বকাংশ
চুরমার সম্পূর্ণ চূর্ণ ও বিনষ্ট
চুরি করে গোপনে, লুক্কায়িতভাবে, অন্যের অলক্ষ্যে, অপরের অগোচরে
চুরি চামারি চুরি ও অন্যান্য অপকর্মাদি, অপহরণ ও অন্যান্য দুষ্কার্য
চুলচেরা অতিশয় সূক্ষ্ম
চুলচেরা ভাগ করা, চুল চিরে ভাগ করা চুল চিরে দুই ভাগ করার মতো সূক্ষ্ম ভাগ বা বিচার করা
চুলদাড়ি পাকানো বৃদ্ধ হওয়া, কোনো বিষয়ে বহু অভিজ্ঞতা লাভ করা
চুলা জ্বালানো/ ধরানো উনানে বা চিতায় আগুন দিয়ে জ্বালানো
চুলাচুলি, চুলোচুলি ভীষণ ঝগড়া বা কলহ
চুলায় যাওয়া, চুলার দোরে যাওয়া মরা, গোল্লায় বা উচ্ছন্নে যাওয়া
চুলায় যাক ধ্বংস হোক, মরুক, উচ্ছন্নে বা গোল্লায় যাক
চেঁচামেচি গণ্ডগোল, পরস্পর উচ্চৈঃস্বরে উত্তর-প্রত্যুত্তর বা কথোপকথন
চেক করা পরীক্ষা করা, যাচাই করা
চেতন পাওয়া জাগ্রত হওয়া, টের পাওয়া
চেত্তা খাওয়া বুক টান করে দাঁড়ানো, বুক ফুলিয়ে মাথা পিছনের দিকে ঈষৎ হেলে দাঁড়ানো
চেত্তা ভাঙা চিত হয়ে শরীরের ও মেরুদণ্ডের আড়ষ্টভাব দূর করা
চেপে বসা জুড়ে বা এঁটে বসা, না উঠবার মতলবে বসা, পুরাদস্তুর অধিকার বা আয়ত্ত করা
চেপে যাওয়া গোপন করে যাওয়া
চেলা চামুণ্ডা শিষ্য ও অনুচরগণ, চণ্ড ও দুষ্ট স্বভাবযুক্ত শিষ্য ও অনুগামীরা
চেষ্টাচরিত্র উদ্যোগ আয়োজন, তদবির
চৈতন চুটকি, চৈতন ফক্কা টিকি[১৪]
চৈতন্য হওয়া, চৈতন্যোদয় হওয়া সচেতন হওয়া, হুঁশ হওয়া, জ্ঞান জন্মানো, জ্ঞানের আবির্ভাব, জ্ঞান সঞ্চার
চোঁ করে খুব দ্রুতগতিতে
চোখ কপালে তোলা বিস্মিত বা আতঙ্কগ্রস্ত হওয়া
চোখ কান বুজে রাখা না দেখা, না শুনা, সব রকমের দুঃখ কষ্ট নিরবে সহ্য করা
চোখ-কান খোলা সতর্ক, সজাগ, দৃষ্টি রাখা, দেখাশোনা
চোখ খাওয়া, চোখের মাথা খাওয়া মনোযোগ না থাকা[১৫]
চোখ খাকি/ খাগী বিচারবুদ্ধিহীনা নারী
চোখ খোলা জাগা, জেগে ওঠা, সাবধান হওয়া, জ্ঞান লাভ করা
চোখ গালা চোখ নষ্ট করা, চোখের তারা তুলে ফেলা[১৫]
চোখ ঘুরানো/ ঘোরানো/ পাকানো চতুর্দিকে ক্রুদ্ধভাবে তাকানো
চোখ চড়ক গাছে ওঠা বিস্ময়ে চক্ষু বিস্ফারিত হওয়া
চোখ চাওয়া চোখ মেলা, প্রসন্ন হওয়া
চোখ ছলছল করা চোখে পানি দেখা দেওয়া, অবরুদ্ধ অশ্রুতে চক্ষু পূর্ণ হওয়া
চোখ ছানাবড়া হওয়া বিস্ময়ে চোখ বড় হওয়া, অত্যন্ত বিস্মিত বা ভীত অবস্থা হওয়া
চোখ ঝলসানো রূপে মুগ্ধ হওয়া
চোখ ঝাঁ ঝাঁ করা রৌদ্রকিরণে বা তীব্র আলোকে চোখ ঝলসে যাওয়া[১৫]
চোখ টাটানো ঈর্ষাযুক্ত হওয়া, অপরের উন্নতি ও সমৃদ্ধি দেখে কাতর হওয়া
চোখ টেপা অন্যে না দেখে সেইভাবে চক্ষুভঙ্গি করে ইঙ্গিত করা, চোখের সাহায্যে ইশারা করা
চোখ ঠারা ইঙ্গিতে প্রবোধ দেওয়া, মিথ্যা স্তোক করা, চোখ টেপা, বক্রদৃষ্টিতে ইশারা করা
চোখ দেওয়া কুদৃষ্টি বা বদ নজর দেওয়া, ঈর্ষাপূর্ণ বা লোলুপ দৃষ্টি নিক্ষেপ করা
চোখ নাচা চোখের পাতা স্পন্দিত হওয়া এবং সাধারণ বিশ্বাসে তা দিয়ে মঙ্গল ও অমঙ্গল সূচিত হওয়া[১৫]
চোখ পড়া মনোযোগ আকৃষ্ট হওয়া, নজরে পড়ায় রীতিবিরুদ্ধ কিছু করার জন্য প্ররোচিত হওয়া
চোখ পাকানো ক্রোধে চোখের তারা ঘুরানো, রাগে চোখ ঘুরানো
চোখ ফুটানো চোখ খুলে দেওয়া, প্রকৃত বিষয় জানানো, সাবধান করে দেওয়া
চোখ ফোটা/ ফুটা বুদ্ধি হওয়া, জ্ঞান লাভ করা, প্রকৃত বিষয় জানতে পারা
চোখ বড়/ বড়ো করা বিস্মিত হওয়া
চোখ বুজে থাকা ইচ্ছা করে না দেখা, ইচ্ছাপূর্বক উদাসীন থাকা
চোখ বুলানো/ বোলানো কোনো জিনিস ভালো করে না দেখে উপর থেকে দেখা, ভাসা ভাসা ভাবে দেখা বা পড়া[১৫]
চোখ বোজা মরা, আমলে না আনা, প্রশ্রয় দেওয়া
চোখ মটকানো ইঙ্গিত করা, ইশারা করা
চোখ মারা এক চোখ বন্ধ করে গোপন কিছু ইঙ্গিত করা
চোখ রাখা সতর্ক থাকা, মনোযোগী হওয়া, তত্ত্বাবধান করা
চোখ রাঙানো ক্রোধ প্রদর্শন করা, রাগ দেখানো, ভয় দেখানো
চোখ হওয়া প্রসন্ন হওয়া[১৬]
চোখা কথা, চোখাচোখা বুলি তীব্র কটু বাক্য, মর্মভেদী কথা
চোখাচোখি সামনাসামনি উপস্থিত[১৬]
চোখে অন্ধকার দেখা দিশেহারা হয়ে পড়া, ভবিষ্যৎ সম্বন্ধে শঙ্কিত হওয়া
চোখে আঙুল দিয়ে দেখানো প্রমাণ দিয়ে বোঝানো
চোখে চোখে কথা ইঙ্গিতে কথাবার্তা[১৬]
চোখে চোখে রাখা সজাগ দৃষ্টি রাখা, সতর্ক পাহারায় রাখা
চোখে ঠুলি দেওয়া না দেখা, উপেক্ষা করা, উদাসীন হওয়া
চোখে ধরা পছন্দ হওয়া
চোখে ধুনা/ ধুলা দেওয়া প্রকৃত তথ্য গোপন করে ফাঁকি দেওয়া
চোখে মুখে কথা বলা বাচালতা করা, মনোভাব গোপন করার জন্য তাড়াতাড়ি কথা বলা, চালাকি দেখানো[১৬]
চোখে লঙ্কা বাটা দিয়ে কান্না জোর করে কান্না
চোখে লাগা চোখে ধরা, বিসদৃশ মনে হওয়া, খারাপ লাগা
চোখে সরষে ফুল দেখা বিপদে আপদে পড়ে মাথা ঘুরে যাওয়া, দিশেহারা হওয়া, বুদ্ধি লোপ পাওয়া
চোখে সাঁতার পানি বেশি মায়াকান্না, মিথ্যা সহানুভূতি
চোখে হারানো
চোখের আড়াল না করা
চোখের চামড়া চক্ষুলজ্জা
চোখের জলে/ পানিতে নাকের জলে/ পানিতে করা ভোগানো, বিপর্যস্ত করা
চোখের দেখা শুধু দর্শন লাভ, শুধু ক্ষণিকের জন্য দেখা, ক্ষণিকদর্শন
চোখের নেশা দেখবার জন্য প্রবল আকাঙ্ক্ষা
চোখের পর্দা লজ্জা
চোখের পর্দা নাই নির্লজ্জ, বেহায়া
চোখের পলক নিমেষ, ক্ষণমাত্র, মুহূর্তকাল
চোখের পাতা
চোখের বালি যাকে দেখলে ক্রোধ জন্মে, চক্ষুশূল
চোখের ভুল দেখার ভুল, দৃষ্টভ্রম
চোখের মাথা খাওয়া দৃষ্টিহানি ঘটা, কানা বা অন্ধ হওয়া
চোখের সুখ প্রিয়দর্শন
চোটপাট ক্রোধ প্রকাশ, ধমকানো, তিরস্কার
চোটা খাটানো দৈনিক বা সাপ্তাহিক নিয়মে অতিরিক্ত সুদে টাকা খাটানো
চোদ্দ/ চৌদ্দ পুরুষের চেরাগ কুলপ্রদীপ, কুলের কলঙ্ক, কুলাঙ্গার
চোয়াল ধরা চোয়াল আটকে যাওয়া, চিবানোর জন্য মুখ নাড়তে না পারা[১৭]
চোয়াল ভাঙা কথা বড় বড় কথা, কঠিন কথা
চোর পাহারা শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য গুপ্তভাবে রক্ষিত পাহারা, গুপ্ত পাহারার কাজ[১৭]
চোর-ছেঁচড় চোর ও প্রতারক
চোরা গর্ত অজ্ঞাত বিপদ
চোরা গলি গোপন পথ
চোরাবালি অনির্ভরযোগ্য ও বিপদসংকুল, অজ্ঞাত গোপন বিপদ
চোরে চোরে কুটুম্বিতা দুষ্ট লোকদের মধ্যে পারস্পরিক কুটম্বিতা ও সদ্ভাব
চোরের উপর বাটপারি চোরকে প্রতারণাপূর্বক তার দ্রব্য গ্রহণ, চোরকে ঠকিয়ে উপার্জন, চোরকেও প্রবঞ্চনা[১৭]
চোরের মায়ের কান্না গোপন কান্না, চোর-ছেলের দণ্ডভয়ে তার মায়ের গোপন ক্রন্দন, ধিকৃত হবার ভয়ে জানাতে অক্ষম নিরুপায় ব্যক্তির গোপনে দুঃখ করা, গোপন করা অন্তর্দাহ[১৭]
চোস্ত-চালাক তীক্ষ্ণবুদ্ধি ও কর্মঠ
চৌকাঠ না মারানো গৃহে পদার্পন বা প্রবেশ না করা, সম্পর্ক না রাখা, সম্পর্ক ছিন্ন করা
চৌকি দেওয়া পাহারা দেওয়া
চৌকি বসানো প্রহরীর দল নিযুক্ত করা
চৌচির খণ্ডবিখণ্ড, দীর্ণ-বিদীর্ণ
চৌদ্দ চাকার রথ দেখানো মুশকিলে ফেলা
চৌদ্দ ঠাঁই অনেক ঠাঁই, বহুস্থান
চৌদ্দ পুরুষ পিতা পিতামহাদিক্রমে ঊর্ধ্বতর চৌদ্দ পুরুষ, পুত্র পৌত্রাদিক্রমে অধস্তন চৌদ্দ পুরুষ, ঊর্ধ্বতন সাত বা অধস্তন সাত- এই চৌদ্দ পুরুষ[১৮]
চৌদ্দ পোয়া শয়ন
চৌদ্দ পোয়া দেওয়া দুই পায়ের পাতা সাড়ে তিন হাত দূরে রেখে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া[১৮]
চৌদ্দ পোয়া হওয়া সর্বাঙ্গ বিস্তার করে শুয়ে পড়া, হাত-পা ছড়িয়ে সটান হয়ে শোয়া
চৌদ্দ বার অনেকবার, পুনঃপুন
চৌপর/ চৌপহর সমস্ত দিন বা সর্বক্ষণ
চৌরাস্তা
চ্যাটাং চ্যাটাং কথা তীক্ষ্ণ বা রূঢ় কথা[১৯]
চ্যাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা গরিবের লক্ষপতি হবার স্বপ্ন বা কল্পনা

[সম্পাদনা]

বাগধারা অর্থ
ছক কাটা কিছু করার পূর্বে বিশদ পরিকল্পনা করা
ছককাটা প্রথানির্দিষ্ট, বিধিবিধান দ্বারা আবদ্ধ
ছকড়া-নকড়া বিশৃঙ্খলা, সস্তা দর, নগণ্য[২০]
ছকে দেওয়া করণীয় কাজের পদ্ধতি স্থির করে দেওয়া, তৈরি করে দেওয়া[২০]
ছক্কা ধরা তাস খেলায় জিতের চিহ্নবিশেষ[২০]
ছক্কা পাঞ্জা করা, ছক্কাই পাঞ্জাই করা বড়াই করা, বড় বড় কথা বলা, প্রতারণা করা
ছক্কা মারা
ছড়া কাটা ছাড়া তৈরি করে প্রতিপক্ষকে উত্তর বা প্রত্যুত্তর দেওয়া
ছত্রখান ছাতার মতো প্রসারিত, ইতস্তত বিক্ষিপ্ত[২১]
ছত্রখান হওয়া খোলা ছাতার (শিকের) মতো দূরে দূরে ছড়িয়ে পড়া[২১]
ছত্রিশ জাত উচ্চনীচ নানা জাতের সমাহার
ছন্দবন্ধ বাক-কৌশল, ফন্দি ফিকির
ছন্দেবন্ধে কথার কৌশলে, ফন্দি ফিকিরে
ছাই কপাল, ছাই কপালে মন্দ অদৃষ্ট, মন্দভাগ্য, যার ভাগ্য বরাবর অপ্রসন্ন, অদৃষ্ট যার প্রতি চিরদিন বিমুখ, পাথর-চাপা কপাল[২২]
ছাই ফেলতে ভাঙা কুলা/ কুলো তুচ্ছ কাজের জন্য নিযুক্ত নগণ্য ব্যক্তি
ছাই-চাপা আগুন সুপ্ত প্রতিভা
ছাপোষা অত্যন্ত গরিব
ছিঁচকাঁদুনে অল্পতেই কান্নাকাটি করা
ছিঁচকে চোর পাকা বা সিঁধেল চোর নয় এমন, তবে সুযোগ পেলেই কিছু নিয়ে পালিয়ে যায় এমন চোর
ছিনিমিনি খেলা নষ্ট করা
ছুঁচো মেরে হাত গন্ধ করা সামান্য লাভে দুর্নাম কুড়ানো
ছেঁকে ধরা ঘিরে ধরা
ছেঁড়া চুলে খোপা বাধা বৃথা চেষ্টা
ছেলের হাতের মোয়া সহজলভ্য বস্তু
ছোট মুখে বড় কথা অর্বাচীন উক্তি, অযোগ্যের মুখে বেমানান উদ্ধত উক্তি, বেয়াদবের মতো কথা

[সম্পাদনা]

বাগধারা অর্থ
জগদ্দল পাথর গুরুভার
জগাখিচুড়ি বিশৃঙ্খলা
জগাখিচুড়ি পাকানো গোলমাল বাধানো
জমজমাট সরগরম
জমানার গর্দিশ কালচক্রের পরিবর্তন, ঘূর্ণন
জলে বাস করে কুমিরের সাথে বিবাদ প্রভাব প্রতিপত্তিশালী লোকের আওতায় থেকে তার সঙ্গে বিবাদ
জিলাপির প্যাঁচ কুটিলতা
জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ
জুড়ে বসা
জেলের ঘানি টানা
জেলের ঘানি টানানো

[সম্পাদনা]

বাগধারা অর্থ
ঝাঁকের কই দলভুক্ত
ঝিকে মেরে বউকে শেখানো
ঝোপ বুঝে কোপ মারা সুযোগমতো কাজ করা

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ব্যবহারিক বাংলা অভিধানবাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৯৫। 
  2. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৯৭। 
  3. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪০১। 
  4. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪০২। 
  5. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪০৩। 
  6. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪০৫। 
  7. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪০৭। 
  8. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪১০। 
  9. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪১১। 
  10. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৭৪। 
  11. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪১২। 
  12. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪১৭। 
  13. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪২০। 
  14. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪২৬। 
  15. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪২৭। 
  16. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪২৮। 
  17. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৩০। 
  18. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪২৯। 
  19. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৩৩। 
  20. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৩৪। 
  21. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৩৫। 
  22. ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমি। পৃষ্ঠা ২১৯।