ব্যবহারকারী:MdsShakil/কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

স্থানাঙ্ক: ২২°২৯′৪০.১১″ উত্তর ৯২°১৩′৩১.৫৩″ পূর্ব / ২২.৪৯৪৪৭৫০° উত্তর ৯২.২২৫৪২৫০° পূর্ব / 22.4944750; 92.2254250
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র
কাপ্তাই বাঁধ
মানচিত্র
দেশবাংলাদেশ
অবস্থানকাপ্তাই, রাঙ্গামাটি জেলা
স্থানাঙ্ক২২°২৯′৪০.১১″ উত্তর ৯২°১৩′৩১.৫৩″ পূর্ব / ২২.৪৯৪৪৭৫০° উত্তর ৯২.২২৫৪২৫০° পূর্ব / 22.4944750; 92.2254250
কমিশনের তারিখ১৯৮২; ৪২ বছর আগে (1982)
মালিকবাংলাদেশ সরকার

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র জলীয় শক্তি দ্বারা পরিচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বাংলাদেশের জলসম্পদ উন্নয়ন প্রকল্প ‘কর্ণফুলী বহুমুখী প্রকল্প’-এর অংশ হিসেবে এই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ১৯৬২ সালে উদ্বোধন করার পর জলবিদ্যুৎ কেন্দ্রটির জাতীয় গ্রিডে ৮০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা ছিল। পরবর্তী সময়ে দুটি পর্বে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে মোট ২৩০ মেগাওয়াটে উন্নীত করা হয়।

নির্মাণ[সম্পাদনা]

তৎকালীন পাকিস্তান সরকারের আমলে ১৯৫৭ সালে কাপ্তাই বাঁধের নির্মাণ কার্য শুরু হয় ও ১৯৬২ সালে এর নির্মাণ সমাপ্ত হয়।[১] ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতাহ ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট এ বাঁধটি নির্মাণ করে। সে সময় বাঁধে, পানি নির্গমন পথ, জলকপাট এবং দুটি ৪০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কাপলান টারবাইন জেনারেটর নির্মিত হয়। প্রকল্পের জন্য তখন প্রায় ২৫ কোটি ৪০ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা ৪৮ কোটি ছাড়িয়ে যায়। এই প্রকল্পটির অর্থায়ন করে পূর্ব পাকিস্তান সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদেশী অর্থনৈতিক সহযোগিতা তহবিল।

১৯৮২ সালের আগস্টে, এখানে একটি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়। ১৯৮৮ সালের অক্টোবরে, চতুর্থ এবং পঞ্চম উৎপাদক ইউনিটে ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কাপলান ধরনের টারবাইন স্থাপন করা হয়; যার ফলে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াটে উন্নীত হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দৈনিক যায়যায়দিন, জানুয়ারি ১০, ২০০৮, পৃষ্ঠা: ১০, মুদ্রিত সংস্করণ
  2. "Power Plants" (পিডিএফ)বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। মার্চ ২০১০। ২৬ মে ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩